Excellnt Breed Dream Touch Unit

Excellnt Breed Dream Touch Unit

Excellent world

22/12/2023
Photos from Excellent world Agro Food & Cosmetics Limited's post 16/11/2021
15/09/2021

কেন খাবেন মধু? জেনে নিন মধুর উপকারিতা।

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।

মধুর উপাদান
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

৷৷৷ মধুর উপকারিতা।।।
১। শক্তি প্রদায়ী।
২। হজমে সহায়তা।
৩। কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪। রক্তশূন্যতায়।
৫। ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে।
৬। অনিদ্রায়।
৭। যৌন দুর্বলতায়।
৮। প্রশান্তিদায়ক পানীয়।
৯। মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়।
১০। পাকস্থলীর সুস্থতায়।
১১। তাপ উৎপাদনে।
১২। পানিশূন্যতায়।
১৩। দৃষ্টিশক্তি বাড়াতে।
১৪। রূপচর্চায়।
১৫। ওজন কমাতে।
১৬। হজমে সহায়তা।
১৭। গলার স্বর।
১৮। তারুণ্য বজায় রাখতে।
১৯। হাড় ও দাঁত গঠনে।
২০। রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে।
২১। হৃদ্‌রোগে।
২২। রোগ প্রতিরোধশক্তি বাড়ায়।

শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে: বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে, এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো।

অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

যৌন দুর্বলতায়: পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন।

প্রশান্তিদায়ক পানীয়: হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।

মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়: মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে। দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালিকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।

পাকস্থলীর সুস্থতায়: মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

তাপ উৎপাদনে: শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। এক অথবা দুই চা–চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে।

পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

দৃষ্টিশক্তি বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

ওজন কমাতে: মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে।

হজমে সহায়তা: মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি। তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে।

গলার স্বর: গলার স্বর সুন্দর ও মধুর করে।

তারুণ্য বজায় রাখতে: তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টি–অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়।

হাড় ও দাঁত গঠনে: মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে।

রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে: এতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

আমাশয় ও পেটের পীড়া নিরাময়ে: পুরোনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে।

হাঁপানি রোধে: আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে।

উচ্চ রক্তচাপ কমায়: দুই চামচ মধুর সঙ্গে শ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।

রক্ত পরিষ্কারক: এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তা ছাড়া রক্তনালিগুলোও পরিষ্কার করে।

রক্ত উৎপাদনে সহায়তা: রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে (আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট) অধিক কার্যকর ও শক্তিশালী করে।

হৃদ্‌রোগে: এক চামচ মৌরি গুঁড়োর সঙ্গে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদ্‌রোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃৎপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে।

রোগ প্রতিরোধশক্তি বাড়ায়: মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যেকোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও জোগান দেয়। মধুতে আছে একধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

যোগাযোগ ০১৫৫৯৫৩২৪১২

22/06/2021

#মানব শরীর ও প্রোটিন: #


আমাদের শরীরে প্রতিনিয়ত নতুন নতুন কোষের জন্ম হচ্ছে। এই কোষ তৈরিতে প্রোটিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি যাতে না হয়, তার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শরীরকে সুস্থ রাখতে দরকার হয় যথেষ্ট পরিমাণ প্রোটিনের। প্রোটিনই শরীরে বিভিন্ন সমস্যার সমাধানে কাজে আসে। প্রোটিনে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের পেশী বৃদ্ধিতে কাজ দেয়।

শরীরে প্রোটিনের যথেষ্ট অভাব রয়েছে, কিন্তু বিষয়টিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। এর ফলে আপনার স্বাস্থ্য ভেঙে যেতে পারে। বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি।
ফলে আগে থেকে সতর্ক হওয়াই এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত পন্থা।

এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যাগ্রো ফুড এন্ড কসমেটিকস্ লিমিটেড এর অনন্য একটি পন্য Excellent Protein Plus, যা আপনার ও আপনার পরিবারের প্রোটিনের প্রত্যাহিক চাহিদা পূরন করবে।

10/06/2021

#এক্সিলেন্ট
★★নিম এ্যালো ন্যাচারাল টুথপেষ্ট★★

একটি বাংলাদেশী পন্য❤
A product of Bangladesh ❤

#সম্পূর্ণ_প্রাকৃতিক_উপাদানে_তৈরিকৃত।

কার্যকারিতাঃ
১. দাঁতের ক্যাভিটি বা ক্ষয়রোধ করে।
২. নিমের মধ্যে স্যাপোনিন, ফ্লাভোনয়েড, ট্যানিন, অ্যালকালয়েড, গ্লাইকোসাইড উপাদান জীবানুর বিরুদ্ধে কাজ করে দাঁতের ক্ষয়রোধ করে।
৩. অ্যান্টিমাক্রোবাইয়াল উপাদান দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যাথা কমিয়ে দাঁতকে মজবুত করে।
৪. শিশুদের দুধ দাঁতের যেকোনো ধরনের ক্ষয় হওয়া বন্ধ করে।
৫. দাঁতের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ, দাঁতের ক্ষয়, মাড়ি ক্ষয়, দাঁতের গোড়ায় গর্ত হওয়া, মুখের ক্যান্সার, দাঁতের ব্যাথা, দাঁতের সংবেদনশীলতা, মাড়ি ফোলা, পুজ পড়া, দাঁতের রং নষ্ট হওয়া, দাঁতের চোয়ালের হাতের ক্ষয় বা দাঁত নড়ে যাওয়া প্রতিরোধ করে।
৬. দাঁতের কোনায় প্লাক জমা এবং শিরশির হওয়া থেকে রক্ষা করে।
৭. ব্যাকটেরিয়া থেকে দাঁতকে রক্ষা করে এবং ঝকঝকে সাদা করে।

উপাদানঃ নিম, লবঙ্গ, দারুচিনি, এলাচ, এ্যালোভেরা, পিপারমিন্ট ওয়েল, স্যাকারিন, সিএমসি, ক্যালসিয়াম কার্বোনেট, এস.এল.এস, লবণ, মিথাইল প্যারাবিন, পারফিউম ইত্যাদি।

নিম এ্যালো ন্যাচারাল টুথপেষ্ট এখন মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে।

পরিমাণঃ ১৪০ গ্রাম
খুচরা মুল্যঃ ২৫০ ৳

স্টক সীমিত।

খুচরা ও পাইকারির জন্য যোগাযোগ করুনঃ ইনবক্সে,কমেন্টে অথবা 01559532412

09/06/2021

আপনার বাসার থালা বাসন পরিষ্কার রাখতে Excellent world নিয়ে এসেছে এক্সিলেন্ট ডিস ক্লিনার।

যার প্রতি ফোটা এক্সিলেন্ট ডিশ ক্লিনার লিকুইড এ রয়েছে লেবুর পরিষ্কার করার অভাবনীয় শক্তি।যা নিমিষেই তেল,চর্বি ও চিটচিটে ভাব কাটিয়ে আপনার থালা- বাসনকে করে ঝকঝকে পরিষ্কার।

09/06/2021

হ্যালো..
ডায়াবেটিস নিয়ে মহাকষ্টে আছেন.?
- ড্রাগ - ইনসুলিন - দৌড়ঝাপ. কোনকিছুতে নিয়ন্ত্রণ হচ্ছেনা বা বেড়েই চলেছে শরীরের অন্যান্য অর্গানের নানান জটিলতা..!

তাহলে আপনার প্রচলিত চিকিৎসাকে আরও কার্যকর করতে এবং ড্রাগ/ ইনসুলিনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার মাধ্যমে ডায়বেটিসকে টাটা জানানোর জন্য As soon as possible Welcome করুন Excellent Organic food supplement সমূহকে।

মাত্র কয়েক সপ্তাহ ব্যবহারেই আপনার প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বাড়িয়ে ইনসুলিন উৎপাদনে প্রাকৃতিকভাবেই সক্ষম করে তুলবে আপনার শরীরকে। ইনশাআল্লাহ।

09/06/2021

আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত ??
তাই আপনার জন্য নিয়ে এসেছে এক্সিলেন্ট শ্যাম্পু।
যা নিয়মিত ব্যবহারে মাথার চুল পড়া বন্ধ হবে এবং খুশকি দূর হবে ও চুলের গোঁড়া থেকে মাথা পর্যন্ত পুষ্টি সরবরাহ হবে।চুল হয়ে উঠবে উজ্জ্বল কালো ও ঝলমলে মসৃণ।

08/06/2021

#এক্সিলেন্ট_লিকুইড_ডিটার্জেন্ট

এটি সব ধরনের কাপড় পরিষ্কারের জন্য অত্যন্ত উৎকৃষ্ট হিসেবে বিবেচিত।
নিরাপদ ও অত্যন্ত গাঢ় এই তরল ডিটারজেন্ট কাপড়ের কালো দাগ ময়লা দূর করে কাপড়কে রাখে উজ্জ্বল এবং ঝকঝকে।

অর্ডার করতে কল করুন বা ইনবক্সে যোগাযোগ করুন।

04/06/2021

এক্সিলেন্ট__স্পটলেস__স্কিন__ক্রিম
মুখে ব্রনের দাগ,মেছতার দাগ,মুখের যেকোন ধরনের দাগ রিমুভ করতে ইউজ করুন।
****Sport Less Cream****
১০০% গ্যারান্টি.....

✅মেস্তার দাগ__দূর করবে।
✅যে কোন কালো দাগ দূর করবে।
✅ত্বকের যে কোন দাগ দূর করে।
✅ত্বক উজ্জল করবে।
✅একনি ও __ব্যক্টে'রিয়া রিমূভ করে।
✅ত্বকে ফাটা দাগ রিমূভ করে।
✅ব্রন রিমুভ করবে।
✅ব্রনের দাগ দূর করবে।
✅এটা ভিটা'মিন এবং খনিজ উপদান আছে যা ত্বকের পুষ্টি যোগায়।
#ছে'লে-মে'য়ে উভয়ই ব্যাবহার করতে পারবেন।
~ এটি মাত্র ৭ দিনে আপনি রেজাল্ট দেখতে পাবেন।
গ্যারান্টি.....

ব্যবহার বিধি : প্রতি রাতে ঘুমােতে যাওয়ার আগে ভালােভাবে গলাসহ মুখমণ্ডল পরিষ্কার করে পরিমাণমতাে ম হালকা করে ত্বকের উপরিভাগে ম্যাসেজ করুন । সর্বোত্তম ফলাফলের জন্য রাতে ব্যবহার করুন।

Want your public figure to be the top-listed Public Figure in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Feni
3900