Feni Shishu Niketon
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni Shishu Niketon, Feni.
নার্সারি শ্রেণির ভর্তি লটারি সংক্রান্ত বিজ্ঞপ্তি
আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা-২০২৩
কেন্দ্র: ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল
৫ম, ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণির আসন বন্টন
শ্রদ্ধাঞ্জলি।
জেলা পর্যায়ে ডিজিটাল কনটেন্ট তৈরিতে প্রথম স্থান অর্জন করে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী এর নবম শ্রেণীর ছাত্র ঈশান।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,, আসন্ন শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা এবং জেলায় "প্রিয় শেখ রাসেল" এই বিষয়ের উপর ১৩-১৮ বছর বয়সী যে কেউ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করে আগামী (১৬-১০-২৩) তারিখ, বেলা ১ ঘটিকার মধ্যে [email protected] এই ইমেইলে প্রেরণ করার অনুরোধ রইলো। জরুরী প্রয়োজনে ০১৭১৬৯৯১৮৬১ নাম্বারে যোগাযোগ করা যাবে।
ষষ্ঠ শ্রেণি, শাখা:তিতাস বিষয় :ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অ্যাসাইনমেন্ট :আমি এখন মানচিত্রে নির্দেশনায়: মামুন স্যার
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী
সংবর্ধনা অনুষ্ঠান
ফেনী শিশু নিকেতন কালেক্টরেল স্কুলে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, শুধু জিপিএ-৫ পাওয়া উদ্দেশ্য নয়, একজন ভালো মানুষ হিসেবে, আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিশু নিকেতন স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সমাজ ও দেশের জন্য ভূমিকা রাখতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের লুকায়িত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। এ জন্য শিক্ষক অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। লক্ষ্য নির্ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। এখন জীবন গড়ার সময়, এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করলে জীবনে সফলতা অর্জন সম্ভব হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে শিক্ষার্থীরা স্কুল অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। স্কুলে আসতে মোবাইল ফোন সাথে দেবেন না। এ বিষয়টি অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফি উল্লাহ, ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম।
জেলা প্রশাসক আরও বলেন, শিশু নিকেতন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সবার আগের কাজ পড়ালেখা করতে হবে। শিক্ষার্থী বিবেচনায় আগামীতে বড় ক্যাম্পাসে স্কুল স্থানান্তর করার চেষ্টা করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে উঠতে হবে। আগামীতে আরো ভালো ফলাফল করতে হবে।
২০২৩ সালে এই স্কুল থেকে ১৩৩ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস ও ৪২ জন জিপিএ-৫ অর্জন করে। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ক্রেস্ট ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
Feni Shishu Niketan Collectorate School Description
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী এর কাব
দল।
জাতীয় শোক দিবস ২০২৩
২০২৩ সালে মোট পরীক্ষার্থী ১৩৩ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৪০ জন।
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী এর ছাত্র জয় সূত্রধর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে
অভিনন্দন।
❤️
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী এর সাবেক শিক্ষার্থী তাহাসিন রেজা , ইংল্যান্ডের প্লে মাউথ ইউনিভার্সিটিতে,, নাদিল নুর, কানাডার জর্জ ব্রাউন ইউনিভারসিটিতে এবং সাজিদুল ,ঢাকা কলেজে ফিনান্স ও ব্যাংকিং 'এ' গ্র্যাজুয়েশন শুরু করবে।।।
আজ প্রধান শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাতের সময়।
প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
অভিনন্দন সবাইকে ! 🤍
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী এর এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল:
মোট পরীক্ষার্থী ১৩৩ জন
পাশের হার ১০০%
জিপিএ ৫: ৪০ জন
A গ্রেড: ৭৪ জন।
A-গ্রেড: ১৫ জন।
B গ্রেট :১জন।
C গ্রেড:৩ জন।
সকলকে অভিনন্দন।
শাখা ভিত্তিক শ্রেণী শিক্ষকগণের পরিচিতি।
২০২২ সাল থেকে ২০২৩ সালে পরিবর্তিত শাখা সমূহের নাম।
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
College Road
Feni, 3900
Hi Everyone, this is a group of ex & Present student of Feni Gov't Pilot High School.
Chhagalnaiya
Feni, 3910
'পুসাক' ছাগলনাইয়াস্থ পাব্লিকিয়ান শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ছাত্র সংগঠন।
Falahia Lane, Shanti Company Road
Feni
This is Al Jameatul Falahia Kamil Madrasah Feni (official fan page).Here shared notice are 100% Offi