Mohammad Kashem
Think SMART
USA visa
Leeds United
Food bank
Working to end hunger
Sunshine
আসুন এতিমদের ভালবাসি
Charity begins at home- আগে ঘর তবে পর
সবাই নিজের আশে পাশের গরীব ও অসহায়দের নিয়মিত সহযোগীতা করলে বিদ্যানন্দ কিংবা আস- সুন্নাহ থেকে সাহায্য নেয়ার দরকার হয় না !
দাগনভুইয়া প্রবাসী ফোরামের ২য় বর্ষপুর্তি
ছবিটা মন কেড়ে নিল - ভাব সমপ্রসারণ করে নিয়েন
লাল সবুজে - ভালই হয়েছে
আজ DCL 2023 উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ।
** ছবিতে আশরাফুলের সাথে কাশেম স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টিম
Love ❤️ All
Respect ✊ All
Fear 😧 None
২২/১০/২০২২
আজ আলাইয়ারপুর প্র্যাকটিস মাঠে, কোচ জহিরুল ইসলাম চৌধুরী সাগর ভাইয়ের তত্বাবধানে ফুটবল প্লেয়ারদের অনুশীলনের মাধ্য দিয়ে কাশেম স্পোর্টিং ক্লাবের ফুটবল টিমের শুভ সুচনা হলো
সকলের পাশে থাকতে পেরে ভাল লাগলো -!
ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে যারা এত সুন্দর একটা আয়োজন করছেন এবং খেলায় অংশগ্রহন করছেন
ব্রিটিশদের সভ্য জাতী কেন বলা হয় এর একটা উদাহরণ-!
এই একই সপ্তাহে দুজনেরই চাকুরী হলো। একজন ইংল্যান্ডের রাজা হিসেবে অন্যজন ইংল্যান্ডের প্রধান মন্ত্রী হিসেবে।
কোন পারিবারিক কলহ ছিল না, কোন মিছিল ছিল না, হৈ হুললার ছিল না, বুলেটের কোন শব্দও কোথাও শুনা যায় নি !
আমরা বিদেশ থেকে এত কিছু নেই, এই শিক্ষাটা কেন যে নিতে পারি না !
যে কোন পরিবেশ বা সংস্কৃতির ভাল ও মন্দ দিক আছে।
# Leeds festival ইংল্যান্ডের বড় বড় ক্যাম্পিং উৎসবগুলোর একটি। ৩দিনের এই উৎসবের টিকেটের দাম ছিল £২৮০ যা বাংলাদেশের ৩৫ হাজার টাকা। আমি লিডস থাকি ১৫ বছরের উপরে। টিকেটের মুল্য আর পারিবেশের কথা চিন্তা করে কখনো এখানে আসা হয়নি।
এবার একটা সৌজন্য টিকেট পেয়ে ঘুরে আসলাম। এখানের অপসংস্কৃতির কথা বাদ দিলে অনেক শিক্ষনীয় বিষয়ই আমার চোখে পরেছে। প্রকৃতির সাথে সংযোগ স্থাপন, নতুন দক্ষতার বিকাস, মানসিক চাপ হ্রাস, শারিরীক সুস্থতা বৃদ্ধি- বলা চলে এই সবই ছিল এখানকার ভাল দিক।
আমি ভিতরে হাঁটতে গিয়ে দেখি ১৭-২০ বয়সের ছেলে মেয়েরা কমপক্ষে ৫০,০০০ শুধু ক্যাম্পই বানাইছে। ছোট ছোট ঘরগুলো দেখে কবরের কথা মনে পরে গেল আমার। ভাবলাম ওরা হয়ত কবরের কিছু অভিঙগতা এখান থেকেই নিয়ে নিচ্ছে। নিজের ঘর ছেড়ে সমপূর্ন নতুন পরিবেশে লক্ষাধিক নতুন মুখের সাথে তাল মিলিয়ে খোলা আকাশে ঠান্ডার ভিতর ক্যাম্প বানিয়ে ৩ দিন থাকার সুফল এরা হয়ত কর্ম কিংবা পারিবারিক জীবনে কাজে লাগাবে।
** আমাদের দেশে তৈরী হয় কিশোর গ্যাং আর উন্নত দেশে কিশোরদের তৈরী করা হয় পাওয়ার হিসেবে ! আসুন আমাদের কিশোরদের আগামীর ভবিষ্যত হিসেবে গড়ে তুলি ।
Aim high- Never stop- Keep trying
You will not be disappointed
লক্ষ ঠিক করুন উচ্চ , কখনো থামবেন না, চেস্টা চালিয়ে যান- আপনি নিশ্চিত নিরাস হবেন না
জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জীবন সংগ্রামে টিকে থাকা। জীবন মানেই লড়াই— সামনের দিকে তাকানো
The greatest success in life is to survive the struggle of life . Life is a struggle— looking ahead
Facebook এ ভাইরাল ( কবিরা - বদ মেজাজ ) এই দুটা নাম অনেকেরই শুনেছেন। ৩ মাস আগের পোস্ট করা একটা ভিডিও দিলাম সবার জন্য -!
** ৪ দিন আগে ছেলেটি মটর এক্সিডেন করে মারা গেছে। খুবই সহজ সরল হাসি খুশি ছেলেটার অকাল মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছি
মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আমেরিকা যেদেশেই আমাদের বাংলাদেশীরা থাকেন না কেন, বাংলাদেশের দুংসময়ে প্রবাসী সব সময় ই এগিয়ে আছে। লন্ডনের একটি রাস্তা থেকে ধারনকৃত ——!
একটি মানবিক দৌড়
————————-
দৌড়ের শুরুতে সবার আগের লাইনে ছিলাম । শেষে দেখি সবার পিছনের কয়েকজনে মধ্যে আমি। ৪হাজার প্রতিযোগিদের মধ্যে কারোই জেতাটা বড় কথা ছিল না, সবাই মানবিক কাজে এগিয়ে আসে প্রতিবছর -!
**এক ক্যানসারে আক্রান্ত রোগী আজ থেকে ১৫ বছর আগে Leeds 10K নাম দিয়ে এই দৌড়ের প্রচলন শুরু করে fundraising করে আসছে। এখানে যত টাকা উঠে তা সেচচাসেবক সংগঠনে দিয়ে দেয়া হয়।
যারা এ দৌড়ে অংশগ্রহন করে সবাই নিজেরা আর্থিক অনুদান দেয়ার পাশাপাশি পরিচিতজনদের থেকেও অনুদান সংগ্রহ করে দেয়।
একটি মানবিক দৌড়
————————-
দৌড়ের শুরুতে সবার আগের লাইনে ছিলাম । শেষে দেখি সবার পিছনের কয়েকজনে মধ্যে আমি। ৪হাজার প্রতিযোগিদের মধ্যে কারোই জেতাটা বড় কথা ছিল না, সবাই মানবিক কাজে এগিয়ে আসে প্রতিবছর -!
**এক ক্যানসারে আক্রান্ত রোগী আজ থেকে ১৫ বছর আগে Leeds 10K নাম দিয়ে এই দৌড়ের প্রচলন শুরু করে fundraising করে আসছে। এখানে যত টাকা উঠে তা সেচচাসেবক সংগঠনে দিয়ে দেয়া হয়।
যারা এ দৌড়ে অংশগ্রহন করে সবাই নিজেরা আর্থিক অনুদান দেয়ার পাশাপাশি পরিচিতজনদের থেকেও অনুদান সংগ্রহ করে দেয়।
মানবতার কাজ করতে ইচ্ছা শক্তির যথেষ্ট ! ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন
# Leeds 10k
Run for # Macmillan cancer support
Sponsored by # Maxi candy
২ ধাপে দাগনভুইযা প্রবাসী ফোরাম ও হাসিনা-সামাদ ফাউন্ডেশন থেকে সিলেটে বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্র সামগ্রী, প্রয়োজনীয় ঔষধসহ কাপড় বিতরন করা হয়েছে।
ধন্যবাদ সবাইকে যারা মানবতার কাজে পাশে ছিলেন -!
আলহামদুলিল্লাহ
প্রাকৃতিক নানা প্রতিকুলতা ফেরিয়ে সিলেটে বন্যা কবলিত পরিবারদের পাশে থাকলে দাগনভূইয়া থেকে ত্রান পাঠাতে সক্ষম হয়েছি-
ত্রান বিতরন চলছে ! বিস্তারিত আসছে
https://www.facebook.com/groups/hsf2021/?ref=share_group_link
আপনাকে কেউ খারাপ ভাবলে আপনি মনে কষ্ট নিবেন না। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকেন। যে চেনার সে আপনাকে
ঠিকই চিনে নিবে।
গতকালকের চট্টগ্রামের অগ্নিকান্ডের ঘটনায় কাকে বাদ দিয়ে কাকে নিয়ে লিখবো !
হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, রক্ত দেয়ার জন্য শত শত মানুষ উপস্তিত হয়েছে, দোকানদার ফ্রিতে ঔষদ নেয়ার জন্য ডাকছে — আহ ! এটাই মানবতা ! মানুষের প্রতি মানুষের এ রকম ভালবাসা অটুট থাকুক যুগের পর যুগ। Facebook এর বদৌলতে হাজার হাজার মাইল দুর থেকে আগুনের বয়াবহতা দেখেছি, শুনেছি বাবার কাছে ছেলের ফোন করে মাফ চেয়ে নেয়া-
কখন কার মৃত্যু হবে কেউ জানেনা। মৃত্যুর সময় নির্ধারিত। জায়গাও নির্ধারিত। হাদিসে এসেছে যেখানে যার মৃত্যু আছে তার সেখানে যাওয়ার জন্য আল্লাহ তখন কোনো প্রয়োজন তৈরি করে দেন। কিছুই সাথে যাবে না। যাবে শুধু ঈমান আর আমল।
জান্নাতের ১০০টি স্তর। সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদৌস। এর উপরেই আল্লাহর আরশ। হাদিসে আগুনে পুড়ে মরাকে শহীদ বলা হয়েছে।
আল্লাহ সবাইকে জান্নাত দান করুক।
২০২৩ সালের নির্বাচনে ফেনী-৩ আসনে আমরা দাগনভুইয়া থেকে এমপি চাই —!
আসুন সবাই একসাথে আওয়াজ তুলি ।
স্বাধীনতার ৫০ বছর পর এটা আমাদের প্রাপ্য - এটা এখন সময়ের দাবী !
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Address
Feni, 3921
Hi, i Am Nazrul Islam. From Bangladesh. Welcome To My page. like | Comment | Share