Md. Saiful Huda Rumon
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Saiful Huda Rumon, Public Figure, Feni.
প্রত্যেকটা মানুষের দুইটা গল্প থাকে একটা যেটা সে সবাইকে শোনায় আরেকটা যেটা সে সবার কাছে গোপন রাখে।
ভালো ব্যবহারের যোগ্য সবাই নয়, যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করাই উচিত।।🤍
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।
এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?
বিল গেটস বলেছিলেন "হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী।"
এরপরে তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন।
“এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না।
একদিন আমি নিউইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাংতি পয়সা অথবা খুচরা পয়সা ছিল না। তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন "এটা আমি আপনাকে ফ্রী তে দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম।
“কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাংতি ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রী তে অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না। কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোন ক্ষতি হবে না"। আমি পত্রিকাটি নিয়েছিলাম।
১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ করে মনে পরলো সেই বিক্রেতার কথা। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন "হ্যাঁ আপনি বিল গেটস"। আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম "আপনার মনে আছে আপনি আমাকে বিনা মূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন "হ্যাঁ মনে আছে"। "আপনাকে দুই বার আমি পত্রিকা দিয়েছিলাম।"
আমি বলেছিলাম "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করবো ’'
বিক্রেতা বললেন "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?"
আমি জিজ্ঞেস করলাম কেন?
তিনি বলেছিলেন" আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?"
বিল গেটস বলেছিলেন "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"
আমাদের বুঝতে হবে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে।
দামী একটি মন থাকা, প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।
সংগৃহীত
মিথ্যা বলে মহামানব হওয়া থেকে সত্য বলে খারাপ থাকা শ্রেয়।।
যদি ভালবাসা না দাও তাহলে মামলা দিও। 😒
অন্তত তারিখে তারিখে কোর্টে দেখা হবে। 😊
"ভাই,কিছু মনে না করলে একটা কথা বলি"- এই সূচনা দিয়ে কেউ কেউ এমন কথা আপনাকে বলবে যে মরার আগ পর্যন্ত সেই কথা মনে থেকে যায়!
আম্মু প্রায়ই বলে, আজান দিলে শুয়ে থাকিস না । শ-য়তানে গা হাত টিপে । যাতে তোর আরাম লাগে, যাতে আর নামাজ পড়তে না পারস ।
আজান দেয় । নামাজ পড়তে উঠমু উঠমু করে আমিও আর উঠি না। শুয়ে থাকি। শ-য়তানে গা হাত টিপে । আরাম লাগে ।
তারপর গা-হাত কিছুক্ষণ টিপা শেষে আচমকা উঠে নামাজ পড়ে শ'য়'তানরে চমকে দেই !
' জীবনে আসা সব শ'য়তানদের সাথে এমনেই এমনেই বেইমানি কইরা জিততে হয়.......
আপনাদের কাদের কাদের অভ্যেস আছে পুরোনো মেসেজ পড়ার? জমিয়ে রাখেন চ্যাট? ছবি? আমি রাখি!
মানুষ চলে যায়! সময় বয়ে যায়! দূরত্ব বেড়েই যায়! এসব সব জমানো থাকে! একলা দুপুরে সেসব পড়ি! কত কথা, কত প্রতিশ্রুতি, লেখার সময় হাত কাঁপেনি! যাওয়ার সময় পা কাঁপেনি! সহজেই সব মুছে ফেলা যায়? কি জানি, যায় হয়তো। যারা পারে তারা পারে!
আমার সব জমানো থাকে!! সব..❤️
"আমরা কাউকে অকারণে
মনে রেখে দেই চিরকাল,
যাকে হয়তো আমাদের মনে
রাখার কোনও কথাই নেই!"
—সমরেশ মজুমদার
আমার বন্ধুর অভাব নেই।
তবে কারো খবর না নিলে কেউ আমার খবর নেয় না শুধু এটুকুই!
একটা জিনিস খেয়াল করে দেখসেন,
"Nothing goes unpaid". লিট্যারালি নাথিং৷
আপনি হয়তো চরম বিপদে কোন বন্ধুকে সাহায্য করেছেন, নিজের না থাকলেও কোনো বন্ধুকে পাতেরটা খাইয়েছেন, রাস্তায় কোন অসহায় কুকুরকে খাবার দিয়েছেন, বাসের সিটটা ছেড়ে দিয়েছেন কোন পৌঢ়া নারী বা গর্ভবতী নারীর জন্য, রাতের ঘুম নষ্ট করে হয়তো কাউকে শান্তনা দিয়ে গেছেন, হয়তো প্রবল মন খারাপের সময় কাউকে সাহায্য করেছেন৷
এগুলা তারা সবসময় মনে না রাখলেও সৃষ্টিকর্তা বা প্রকৃতি এগুলা মনে রাখে। প্রকৃতিতে এসব জমা থাকে। যাদের আপনি উপকার করেছেন তারা না করলেও জিনিসগুলো আপনার কাছে ফিরে আসে। দেখবেন আপনি চরম বিপদে আছেন, কোন আশা নেই - যাদুকরী উপায়ে কোন একটা সাহায্য বা মানুষ এসে যাবে৷ কারন যেকোনো উপায়ে প্রকৃতি তার জমিয়ে রাখা ঋন শোধ করে দেয়৷ আমরা বুঝিনা৷ আমাদের এই প্রতিটা ভালো কাজ যেভাবে প্রকৃতি জমা রাখে, খারাপগুলোও বরাবর রাখে৷ কোনো একটা খারাপ কাজ করলেন আর ভাবলেন পার পেয়ে গেলাম, এইটা হয়না৷ যার সঙ্গে খারাপ করলেন তার হয়তো জবাব দেয়ার ক্ষমতা নেই , কিন্তু তার হয়ে কেউ একজন জবাব দিয়ে দিবে৷
মূলত, যেই ভালোবাসা মানুষ দেয় সেইটা ফিরে আসে অন্য কোনো রূপে ; অন্য কোনো আলোয়। আর যেই ঘৃনা দেয় তাও ফিরে আসে, অন্য কোনো রূপে। প্রকৃতি কোনো ঋন রাখেনা।
NORTHING GOES UNPAID.
বেশির ভাগ সম্পর্ক এই জন্য
ভেঙে যায় কারন, তাদের মধ্যে
একজনের ঠিক মত বোঝার
ক্ষমতা থাকে না, আরেক জনের
ঠিক মত বোঝানোর ক্ষমতা থাকে না।
নিজের সুন্দর ছবি দেবেন না, কারণ অনেকের সুন্দর সাজার ক্ষমতা নেই, আপনার মত সুন্দর জামা কাপড়ও নেই। 👕👖
বিয়ে বা বন্ধু/বান্ধবীর ছবি দেবেন না, অনেকেরই বিয়ে বা ওইসব করা হয়ে ওঠেনি কখনো। এই খবরদার কাপল ছবি একদমই দিবেন না অনেকের কষ্ট হয়।💑
খাবারের ছবি দেবেন না, কারণ অনেকেই খেতে পান না। নিজের রান্নার ছবি তো প্রশ্নই ওঠেনা কারণ রান্নাটা একটা আর্ট, আর্ট শেয়ার করতে হয়না মানুষ কষ্ট পায়।
বেড়াতে যাবার ছবি দেবেন না, কারণ প্রচুর মানুষের বেড়াতে যাবার ক্ষমতা নেই। 🚌🚎
বিজ্ঞান সংক্রান্ত বা আক্রান্ত কোনো খবর দেবেন না, অনেকেই সায়েন্স না পেয়ে আর্টস পড়েন।
খেলার খবর নিয়ে কোনো মাতামাতি বা খিল্লি করবেন না, কারণ অনেকেরই খেলা দেখার বা খেলার (সে যাই হোক না) ক্ষমতা নেই। ⚽🏃
মুভি সিরিজ নিয়ে মাতামাতি করবেন না। সবার উপভোগ করার ক্ষমতা থাকেনা। আরে টিভি ল্যাপটপই নাই অনেকের! 💻📺
কোনো ছবিই দেবেন না, কারণ প্রচুর মানুষের ক্যামেরা ফোন নেই। 📷🎥
ফেসবুকিং করবেন না অনেকেরই নেটওয়ার্কিং করার সুব্যবস্হা নেই। 📧📵
মনে থাকে যেন, কোনোভাবেই আনন্দ করার অধিকার আপনার নেই, কারণ পৃথিবী জুড়ে প্রচুর মানুষ দুঃখে আছেন। 😷😢
লজিক ভুল হলে জানাবেন না, কারণ বেশিরভাগেরই লজিক্যাল সেন্স নেই।
আপনার প্রোফাইল আপনার না, এটি জনগণের।
পরিবারের সবাইকে নিয়ে দুঃখ বিলাস করবেন, কিছু শেয়ার করতে একান্তই ইচ্ছা করলে শুধু দুঃখ শেয়ার করবেন।
আঘাত খুব হিসেব করে করা উচিত;
ততটুকু করা উচিত, নিজে যতটা সহ্য করা যায়!
'আঘাত ফিরে আসে' আজ নয় কাল।
- যে যাওয়ার যাবেই যেমন - কারেন্ট!
- আর যে থাকার থাকবেই যেমন - গরম!
আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের।
কিন্তু, আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না!
ইনবক্সে সালাম কেনো,
দরুদ শরীফ পইড়া মেসেজ দিলেও রিপ্লাই দিবে না!🙂
অপরিচিত থাকাটাই বোধহয় ভালো। পরিচয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, তৈরি হয় সম্পর্ক। সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকার। অধিকার থেকে শুরু হয় অভিযোগের যাত্রা। আর সেই অভিযোগেরা একসময় বাড়তে বাড়তে এমন আকার ধারণ করে, যার ফলে সম্পর্কটাই টেকানোটা মু'শকিল হয়ে দাঁড়ায় তখন।
তি'ক্ততা নিয়ে সরে আসতে হয়, হয়তো নিজের ভালোর জন্য নয়তো অপর মানুষটাকে মুক্ত করে দেয়ার জন্য।
আর সেই ভয়াবহ অভিজ্ঞতা বয়ে বেড়াতে হয় জীবনভর। এর চেয়ে বরং ভালো অপরিচিত হয়ে বাঁচাটাই। ভালোবাসাটা নাই-বা হলো, ঘৃ'ণা তৈরির তো আর সু্যোগ থাকলো না।
লেখাঃ সংগৃহীত
" Honesty is a gift very expensive. Do not expect it from a cheap person! "
- Warren Buffett
ফ্রেন্ড এমন বানাবেন যেন পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলেও সে একাই আপনার পক্ষে থাকে। 😇
গল্পগুলো এইভাবে সাজানো থাকে.... হয় ভেঙ্গে যাবে... না হয় ভুলে যাবে.... তাই বানিয়ে বানিয়ে গল্প হোক...... তোমার -আমার গল্প।।
চ্যাট লিস্টের প্রথমে থাকা মানুষটাও একসময় চলে যায় ব্লক লিস্টে।
কল লিস্টের প্রথমে থাকা মানুষটাও কোন একদিন চলে যায় ব্লাক লিস্টে।
তিনবেলা নিয়ম করে যে মানুষটার খোঁজ নেয়া হতো,কেয়ার করা হতো.... বছরের পর বছর পেরিয়ে গেলেও কখনো জানা হয়না মানুষটা কেমন আছে।
দিনে চব্বিশ ঘন্টা কথা হতো যে মানুষটার সাথে,যার সাথে কথা না হলে রাতে ঘুম হতো না....ভুল করেও তার নাম্বারটা আর কখনো ডায়াল কলে উঠানো হয় না।
যে মানুষটাকে না দেখলে বুকের ভেতর হাহাকার করে উঠতো,চারিদিক শূণ্য শূণ্য লাগতো....সেই মানুষটার চেহারাটাও কোন এক সময় ঝাপসা হয়ে যায়।চেষ্টা করেও তা আর আগের মতো মনে করা যায় না।
আসলে সময়ের সাথে সাথে একদিন সবকিছুই বদলায়।চ্যাট লিস্ট,কল লিস্ট,প্রিয়মুখ সব।শুধু বদলায় না স্মৃতি।তবে কেউ তা যত্ন করে বুকের বাম পাশে আজীবন রেখে দেয়।আর কেউ তা শূণ্যে উড়িয়ে দিয়ে সবকিছু আবার নতুন করে শুরু করে।
কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।"
অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন।
ইনশাআল্লাহ!🖤
আপনি মানেন আর না মানেন, আপনার ফ্রেন্ডলিস্টের সবচেয়ে ভালো মানুষ আমি!
জীবনে এতো ব্যস্ততার মাঝেও অনেক কষ্ট করে ১৭-১৮ ঘন্টার জন্য ফেসবুকে আসি!
একটু সহজ সরল হলেই মানুষ সস্তা ভাবা শুরু করে,
এর চেয়ে কঠোর হওয়াটাই বেশ, কাছের মানুষ কম থাকলেও এতে অন্তত আত্মসম্মান বজায় থাকবে !
কেউ ভালো-টালো বাসলে এখনই বলে দিও, ঈদে একসাথে ঘুরার 'Preparation' নিতে হবে:)😒😐
সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়। অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অবশেষে মৃত্যু এসে জীবনটাই কেড়ে নেয়।
😐😐😐
এখন থেকে যদি ইনবক্সে টেক্সট না করো, ঈদের সালামী দিবো কেমন করে?
#বিশ্বাস_ভরসা_আশা
১) একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হল, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। --
২) আপনি যখন কোন শিশুকে শুন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকবে কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। - এটাই ভরসা। --
৩) প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোন নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবুও আমরা পরের দিনের জন্য এলার্ম দিয়ে রাখি - এটাই আশা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Feni, 3921
Hi, i Am Nazrul Islam. From Bangladesh. Welcome To My page. like | Comment | Share