Mainu Flix
ছোট্ট একটা ভিডিও তে হাজারো শিক্ষা গ্রহন করতে চাইলে আমাদের পেইজ এ ফলো দিন
The Promise Flim thriller...
Status of viewers watching our video...
Flim Making Is not easy...
আপনাদের মতবিনিময় সভা কবে হচ্ছে.??
অনেক শান্তি লাগে ভাই
This is the biggest gain for an organic content creator
Inshallah ❤️🥀
Available on youtube..
Oneday One Thousands Viwes
Thank you so much Audience
স্কুলের বন্ধুদের নিয়ে আমাদের গল্প "বন্ধুর সেরা বই" Available On Youtube
মিরসরাইন ভাবি রা ❤️
খন্ডলের মিষ্টি বাংলাদেশের ফেনী জেলার খন্ডল নামক স্থানে উৎপন্ন একটি মিষ্টি যা ফেনী অঞ্চলে বিখ্যাত এবং খুবই জনপ্রিয়।
এটি মূলত রসগোল্লার একটি ভিন্ন সংস্করণ।
এ মিষ্টিটির বিশেষত্ব হল বাংলাদেশের অন্যান্য সব মিষ্টি ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রায় খাওয়া হলেও খন্ডলের মিষ্টি ঠান্ডা খাওয়ার পাশাপাশি গরম গরমও খাওয়া হয়।
- আমাদের জেনারেশনে টাকা কে ভ-দ্র ভাষায় 'ক্যারিয়ার' বলা হয়।😊💔
বাগান বাজারে গরু কিনতে গিয়ে ১,১৫,০০০ টাকা চিনতাইকারি চিন্তাই করে নিয়ে গিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাজুল ইসলামের সাথে যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য।
ছাগলনাইয়া মডেল মসজিদ এ শুট করতে গিয়ে যা হলো ❤️🥀
বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলাম কোন পাসপোর্ট ভিসা ছাড়া...
"স্কুলের বন্ধুটার সাথে দেখা হয় না বহুদিন ... বলেছিলাম, পরের শুক্রবার অবশ্যই চায়ের দোকানে আড্ডা হবে !!
পরিচিত তরকারিওয়ালা হাসিমুখে জিজ্ঞেস করলো, আজকে সবজি লইবেন না? ... বলেছিলাম, কালকে নিবো নি !!
অফিসে একটা ইমেইল পাঠিয়েছিলাম ... শেষ লাইনে লিখেছিলাম, I will send an update in the next week.
মেসেঞ্জারে তিনটা মেসেজ আনরিড হয়ে আছে ... ঠিক করেছিলাম, কাল বিকেলে সময় করে রিপ্লাই দিবো !!
বাসের টিকেট কেটে রাখা আছে, একটু সমুদ্র দেখতে যাবো এই মাসেই ... ছুটিটা মিলবে তো? মিলবে মনে হয়।
জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে ভেবেছিলাম, তোমার হাত ধরে একদিন পৃথিবী ভুলে বৃষ্টিতে ভিজবো !!
অনেক কিছু জমা রেখেছিলাম ... অনেকের কাছে অনেক আশ্বাস জমা রেখেছিলাম ... এ শহরের দেয়ালে দেয়ালে আমার বলা না বলা কত শত প্রতিশ্রুতির অদৃশ্য পোস্টার সেঁটে দিয়েছিলাম যত্ন করে ... কাছের মানুষগুলোর কাছে জমা রেখেছিলাম অপেক্ষা ... আরেকবার দেখা হওয়ার বা কথা হওয়ার অপেক্ষা !!
সবকিছু জমা রেখে একদিন হুট করে উধাও হয়ে গেলাম ... কিছু কথা বলার ছিলো, বলা হইলো না ... কারো মুখটা একবারের জন্য দেখার ইচ্ছা ছিলো, দেখা হইলো না ... সমস্ত ইচ্ছাগুলো একসাথে এক সেকেন্ডের জন্য চোখের সামনে ভেসে উঠলো ... তারপর আফসোসের সময় না দিয়েই ঝাপসা হয়ে মিলিয়ে গেলো !!
এই শহরটা কেমন যেন; এই জীবনটাও ... এখানে 'কাল-পরশুর' প্রতিশ্রুতি ভেঙ্গে হুটহাট হারিয়ে যেতে হয় ... এখানে 'শেষবারের মতো' বলতে বা দেখতে না পারার এক ভীষণ হাহাকার নিয়ে বিনা নোটিশে হারিয়ে যেতে হয় !!"
ভাই, কারে কি বলমু এদের কথা 😑🖤
If a young man wants the look of this country You can change it inshallah
২০-২৫ বছর বয়সে এসেও আমরা যারা কুরআন শরীফ পড়তে পারি না। পড়তে পারলেও শুদ্ধ হচ্ছে কিনা তা জানি না। এখন আমরাতো আর মাদ্রাসা মক্তবে গিয়ে শিখতে পারবো না লোক লজ্জার কারনে। তাই যারা পারেন না তাদের জন্য বিনামুল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে সব ছাত্ররাই আমার মত আপনার মত তাই ঘাবডানোর কিছুই নেই ❤️
জীবনের মহা ব্যস্ততায় মহাগ্রন্থ আল কোরআন যারা পড়তে পারেন নাই, সহি শুদ্ধ ভাবে শিখতে পারেন নাই। তাদের জন্যই আমাদের এই ব্যবস্থা। আমরা বিনামুল্যে পবিত্র আল কোরআন শিখার একটা সুযোগ করেছি আলহামদুলিল্লাহ।
যারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল- 01615-011531
ইনশাআল্লাহ আগামী ১৫সেপ্টেম্বর রোজ শুক্রবার থেকে আমাদের ক্লাস শুর হবে
স্থান- দারোগারহাট রাস্তার মাথা, গ্রামীন বাংক সংলগ্ন তাহসান বধুবর উৎসব সেন্টার এর ৩য় তলায় মাদ্রাসায়।
জীবনের মহা ব্যস্ততায় মহাগ্রন্থ আল কোরআন যারা পড়তে পারেন নাই, সহি শুদ্ধ ভাবে শিখতে পারেন নাই। তাদের জন্যই আমাদের এই ব্যবস্থা। আমরা বিনামুল্যে পবিত্র আল কোরআন শিখার একটা সুযোগ করেছি আলহামদুলিল্লাহ।
যারা শিখিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল- 01615-011531
স্থান- দারোগারহাট রাস্তার মাথা গ্রামিন বাংক সংলগ্ন তাহসান বধুবর উৎসব সেন্টার এর ৩য় তলায় মাদ্রাসায়।
দারোগাবাড়ি জামে মসজিদ ও দিঘীর পাড় সংলগ্ন রাস্তার হয়েছে করুন অবস্থা।
ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড উত্তর বল্লভপুর গ্রামের রাস্তা ঘাট দীর্ঘদিন যাবত সংস্কার না করায় রাস্তার অনেকাংশ ভেঙে পানিতে পড়ে গিয়েছে। তাই ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত এই রাস্তা সংস্কার করা হয়।
The Heart Of Feni Zilla ❤️🥀
DREAMER FAMILY VLOG 02। ঢাকা, ধানমন্ডি ৯। ড্রিমাররা সব সময় ভিন্ন। We Are Different ❤️
দোজাহানের বাদশাহ্ হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কু-রুচিপূর্ণ মন্ত্রব্য ও ব্যঙ্গ করায় কুলাঙ্গার আসাদপুর এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ছাগলনাইয়া উপজেলায়
আপনিও সফল হবেন ইনশাআল্লাহ...
চট্টগ্রামের মানুষ আন্নেরা কই.?? চান চে আন্নেরগো
কথার লগে এই কথা গেন মিলে নে কনো 🖤
নব্বই দশকের ছেলেমেয়েদের শৈশব অনেক সুন্দর ছিলো..
বর্তমান মীরসরাই এলাকায় মোগল আমলে একটি সামরিক ঘাঁটি ছিল। ঘাঁটিটি মেহমান সরাই নামে পরিচিত। সেখানে মীর সাহেব নামে এক মুসলিম সৈনিক মারা যায়। তাঁর নামে এই থানার নামকরণ মীরের সরাই বা মীরসরাই করা হয়েছে বলে ধারণা করা হয়।
Fortage- নয়া দালান ❤️
মীরসরাই'র ইতিহাস আসছে...
Battle of Shubopur Bridge in 1971war
নতুন সাউন্ড টা আসলেই হাইস্যকর 🤣😆😂
পায়ে হেটে হজ্ব করার উদ্দেশ্যে বের হয়েছেন কুমিল্লার যুবক আলিফ মাহমুদ আদিব।
#পায়েহেটেঢাকাটুমাক্কা
এক দোকানেই পুরো ছাগলনাইয়া🥀
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজডিত
শুভপুর ব্রীজের ইতিহাস
Chhagalnaiya History 😍
Fenian Peoples History 🥀
- নিজেকে কখনো অসুন্দর মনে
করবেন না😔
- কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না😊❤
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Feni
3912
Feni Town
Feni, 3900
- চিঠি লিখার মতো কোনো শব্দ নেই" অথচ হাজারো মন খারাপের গল্পে' ভরপুর এই শূন্য চিঠি.!
Feni Sadar, Feni
Feni, 3902
I am an advanced digital marketer, Grow your business with me.