ফেনী পৌর ছাত্রলীগ

Welcome to official page of Feni Town Students League

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের র‍্যালী 13/10/2020

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের র‍্যালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নি...

Photos from ফেনী পৌর ছাত্রলীগ's post 13/10/2020

সম্প্রতি ঘটে যাওয়া পাঠান বাড়ি রোড়ের ঘটনায় জড়িত ইউনুস নবী রাকিবকে ৩ং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে প্রচার করায় বাংলাদেশ ছাত্রলীগ,ফেনী পৌর শাখার জরুরী বিজ্ঞপ্তি।

28/09/2020

শুভ জন্মদিন
বঙ্গবন্ধু কন্যা
সারা বাংলার অহংকার, দেশরত্ন থেকে বিশ্বরত্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপা।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আপনি ভালো থাকলেই, ভালো থাকবে বাংলাদেশ।

26/07/2020
23/07/2020

এই গর্জন শিক্ষার!
এই গর্জন শান্তির!
এই গর্জন প্রগতির!
বাংলাদেশ ছাত্রলীগ ❤

23/06/2020

শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ ❤

31/05/2020

২০২০ সালের এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফেনী পৌর ছাত্রলীগ'র পক্ষ হতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

19/05/2020

ছাত্রলীগের সুযোগ সুবিধার কথা আসলে কেন সবার এত মাথা ব্যাথা ???

মিছিল মিটিং আসলেই ছাত্রলীগ সবার আগে , বাকী সব কাজে ছাত্রলীগ নাই !
এটা কেমন কথা ???
দ্বায়িত্বশীল পর্যায়ের সকলের কাছে অনুরোধ এই সময়ে ছাত্রলীগের যাদের মিছিলে নিয়ে যান তাদের সবার খেয়াল রাখুন !

মানবিক দিক থেকে হলেও তাদের সহযোগীতা করুন !

সাধারণ সম্পাদক,
ফেনী শহর ছাত্রলীগ।

17/05/2020

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস....
বাংলাদেশের পুনর্জন্মের ভিত্তি রচিত হয়েছিল ১৭ই মে, ১৯৮১ । যেদিন বঙ্গকন্যা শেখ হাসিনা সামরিক শাসক জিয়া'র রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশে ফিরে আসেন । বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ।
জয়তু শেখ হাসিনা........🇧🇩🇧🇩🇧🇩

15/05/2020

শোক সংবাদঃ
ফেনী পৌরসভা ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাহাত এর বাবা একটু আগে ফেনী হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”|
আমরা ফেনী পৌর ছাত্রলীগ
গভীরভাবে শোকাহত|

কলেজ ছাত্রী ধর্ষনের পর ৪ লাখ টাকায় রফাদফা করলো শিবির নেতা ফয়সাল | Desh Review 11/05/2020

ফেনীতে আবারো বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় জড়িত ছাত্রশিবির নেতা আজিজ আল ফয়সালকে পুলিশ আটক করলেও পরে ৪ লাখ টাকায় রফাদফা করার অভিযোগ উঠেছে।

কলেজ ছাত্রী ধর্ষনের পর ৪ লাখ টাকায় রফাদফা করলো শিবির নেতা ফয়সাল | Desh Review ২য় শীর্ষরাজনীতিশীর্ষ খবর কলেজ ছাত্রী ধর্ষনের পর ৪ লাখ টাকায় রফাদফা করলো শিবির নেতা ফয়সাল By দেশরিভিউ ডেস্ক - মে ১....

ফেনীতে ছাত্রলীগ নেতার উদ্যোগে ভাসমান মানুষদের মাঝে ইফতার বিতরণ 08/05/2020

ফেনী পৌর ছাত্রলীগ ❤

ফেনীতে ছাত্রলীগ নেতার উদ্যোগে ভাসমান মানুষদের মাঝে ইফতার বিতরণ সুজন সিদ্দিকী; ফেনীতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভির নিজস্ব অর্থায়নে দ্বিতীয় দিনের মতো ইফতার সাম....

07/05/2020

গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা।
অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে..
তুমি ফিরে এসেছিলে স্বদেশের মাটিতে।

আজ ৭ মে..... ২০০৭ সালের আজকের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক,গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা।

Photos from ফেনী পৌর ছাত্রলীগ's post 04/05/2020

এবার ফেনী সদর ও পৌরসভার ১২৬টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের ইফতার সামগ্রী উপহার দিচ্ছেন জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি।
------------------------------------------------------------------
বর্তমান করোনা ভাইরাসের সৃষ্ট দূর্যোগে ফেনী জেলায় ১লক্ষ ৭৮ হাজার কর্মহীন অসহায় পরিবারকে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন শেষে এবার ফেনী সদর উপজেলা ও পৌরসভার ১২৬ টি ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য ইফতার সামগ্রী উপহার দিবেন ফেনীর গণমানুষের নেতা, ফেনী জেলা আওয়ামীলীগের সন্মানিত সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়।

আগামীকাল দলীয় নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরনের লক্ষে আজকে সন্ধ্যায় ফেনী সালাম কমিনিউটি সেন্টারে প্যাকেটিং এর কাজ তদারকি করছেন জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়।

02/05/2020

বুয়েটের আবরার ফাহাদ হত্যাকারীরা ছাত্রলীগের রাজনীতির (বহিস্কৃত) সাথে জড়িত থাকায়,সুশীল ব্যক্তিরা 'বাংলাদেশ ছাত্রলীগ' এর ইমেজ নিয়ে টানাটানি করে ছিলো। কিন্তু এখন তৌহিদ হত্যার ব্যাপারে সবাই নিরব!
কেন!???
তৌহিদ হত্যায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা নাই,এজন্য?

এসব নোংরা রাজনীতি বন্ধ করুন।অন্যথায় সুশীল সমাজের মুখোশ উন্মোচন করে দিবো।

[বিঃদ্রঃ কোনো হত্যাকেই সমর্থন করছি না।শুধুমাত্র সুশীল সমাজের ভুল আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে-ই এই পোস্ট]

ফোর্বসে করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা – DigitalGuideBD 27/04/2020

ফোর্বসে করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা – DigitalGuideBD ফোর্বসে করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা Leave a Comment / News / By admin করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ পদক্ষেপ .....

সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে।– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। – DigitalGuideBD 27/04/2020

সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে।– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। – DigitalGuideBD সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে।– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Leave a Comment / News / By admin শিক্ষাপ্রতিষ্ঠান এ.....

24/04/2020

মনে হলো যদি মরে যাই, তাই ফেনীর করোনা যুদ্ধ নিয়ে একটু বলে যাই।

ফেনীতে গত এক দশকে রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে বস্তায় বস্তায় টাকা সঞ্চয় করেছেন এমন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ব্যাক্তির সংখ্যা চার ডিজিট ছাড়িয়েছে। অথচ জাতির ক্রান্তিকালে এদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে মাঠে আছেন এমন সংখ্যা এক ডিজিটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বাকিরা সঞ্চয় আকড়ে ধরে স্বেচ্ছায় হোম কোয়ারান্টাইনের নামে মাঠ ছেড়ে পালিয়েছে।তবে এ পর্যন্ত আমার দেখা পুরাই ব্যতিক্রম একজন। তিনি ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। অন্যটি স্টার লাইন গ্রুপ। ব্যাক্তি প্রতিষ্ঠান এই দুই নিয়ে ঢেড় সমালোচনা আছে। তাতে কি।

আমি জানি অনেকই আমার কাছে এমন স্ট্যাটাস আশা করেননি। যাঁরা আশা করেননি সন্মান নিয়েই তাঁদের বলি-আমার কাছে দুধের মাছিদের কখনওই স্থান নেই। বিপদের বন্ধুদের জাতকূলের বালাই নেই। আমি কারো খাইও না। কারো পরিও না। কারো দয়া দক্ষিণায় চলিও না। কারো ক্ষমতা অর্থ শক্তির কাছে মাথনত করি না। তবে আঙ্গুল দেখালে থাবা দেয়ার বদ অভ্যাসটা আমার আজও যায়নি। সাদাকে সাদা বলি। কালোকে কালোই বলি।কথাগুলো বললাম এ কারণে আমি সবসময় আমার মতই। আছি ছিলাম থাকবো। আমার সুহৃদরা বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

বলছিলাম, নিজাম উদ্দিন হাজারীকে খারাপ প্রতিষ্ঠায় অনেকেই মরিয়া। সমালোচনায় বাতাস ভারী করে তোলেন।ভালো কথা। আপত্তিও নেই। তো এখন এসব মরিয়া সমালোচকগণ আপনারা কোথায়। কিন্তু নিজাম উদ্দিন হাজারী তো করোনা যুদ্ধের শুরু থেকেই সাহায্য সহযোগিতার হাত খুলে রেখেছেন। মাঠে চষে বেড়াচ্ছেন। তিনি প্রথম দফা ১লাখ ২০হাজার। দ্বিতীয় দফা ৫০ হাজার কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। শুনলাম আরও দেবেন। আর এই দান ও দানের আয় নিয়েও যারা প্রশ্ন তুলছেন আমি তাদের অনেককেই চিনি যাদের জীবনে কোন ভিক্ষুককেও ভিক্ষা দেয়ার ইতিহাস নেই।

সবাই বলেন স্টার লাইন গ্রুপ স্বেচ্ছাচারী।এতেও দ্বিমত নেই। হতে পারে এটা তাদের ব্যানিজিক কৌশল।তবে ফেনীর স্টার লাইন গ্রুপকে সকাল বিকেল ১০বার কিনতে পারেন এমন ফেনীর শিল্পপতির সংখ্যা ৫শর কম নয়। কিন্তু তাঁরা কেউ ফেনীতে কোন শিল্প প্রতিষ্ঠান কেন একটা টং দোকানও তো গড়ে তুলেননি। তুললে তো ফেনীবাসির কর্মসংস্থান হতে পারতো। আজ প্রায় ১০ হাজার কর্মকর্তা কর্মচারির পরিবার স্টার লাইন গ্রুপের ছাউনি তলে। যাদের ৯০ শতাংশই ফেনীর। সারা বছর ফেনীবাসি কম বেশী সাহায্য সহায়তা পান তাদের ভান্ডার থেকেই। সব কোম্পানিই তো সারা বছর ফেনীবাসির কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যায়। তাদের কি এক কানা কড়িও ফেনীবাসির কাজে আসে ? সেক্ষেত্রে স্টার লাইন গ্রুপের অবদান অনেক বিশাল প্রাপ্তি। বর্তমান পরিস্থিতিতেও তারা সাহায্য সহায়তা করেই চলেছেন।

আসুন সবাই দুধের মাছিগুলোকে সনাক্ত করে মন জগতে তালিকা বানিয়ে রাখি। বেঁচে থাকলে কঠোর জবাব দেবো। সেদিন সুহৃদরা আমার পাশে থাকতে পারেন। না থাকলেও বিশাল ক্ষমতা ও শক্তিধরদের সাথে আমার একা লড়াই করে বিজয়ের অনেক ইতিহাস আছে।

আমরা থাকলে ঘরে
করোনা যাবে মরে।
Copied from: Bakhtiar Munna

আপনজনের খোঁজে সাধারণ বেশে ছুটছেন নিজাম হাজারী 22/04/2020

প্রিয় নেতা♥

আপনজনের খোঁজে সাধারণ বেশে ছুটছেন নিজাম হাজারী এখন অবস্থা আগের মত নেই। সারবিশ্বে যুদ্ধকালীন পরিস্থিতির মতো। শত্রুর হাত হতে বাঁচতে হলে ঘরে থাকা ছাড়া অন্য কোন বি.....

22/04/2020

প্রিয় নেতা________________
মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত
____________________________________________________
ফেনীবাসীর হৃদয়ের মনিকোঠায় আপনি সারাজীবন থাকবেন
ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে…
----------------------------------------------------------------------------------
করোনায় কর্মহীন অসহায় লোকদের মাঝে প্রাথমিক পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণের পর আসন্ন রমজানে ২য় পর্যায়ে জননেতা #নিজাম_উদ্দিন_হাজারী এমপির পক্ষথেকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে আগামী ২৩ই এপ্রিল।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
জননেতা #নিজাম_উদ্দিন_হাজারী এমপি নিজ হাতে ইফতার সামগ্রী প্যাকেট করে সাধারণ মানুষের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

22/04/2020

আগামী ২৩ এপ্রিল
ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে ও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে একযোগে
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় লোকদের মাঝে --------
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী মহোদয়ের ব্যক্তিগত পক্ষ থেকে চলমান
খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

20/04/2020

মমতাময়ী প্রিয় নেত্রী♥♥♥

ছাত্রলীগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী | বাংলাদেশ প্রতিদিন 20/04/2020

প্রিয় নেত্রী❤

ছাত্রলীগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী | বাংলাদেশ প্রতিদিন সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় ছাত্রলীগের প্রশংসা করলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাস.....

20/04/2020

19/04/2020

ত্রান নিয়ে অনিয়ম ও ফেইসবুকে মিথ্যা গুজব প্রচারকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে।
----------------------------------------------------------------
আজকে ফেনী সার্কিট হাউজে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ফেনীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব ওয়াহিদুজ্জামান ও ফেনীর সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার নুরুন্নবী পিপিএম বিপিএম এর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা এবং ফেনী জেলায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসময় ফেনী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
করোনা প্রাদুর্ভাবের কারনে ঘরবন্দী কর্মহীন অসহায় মানুষদের জন্য ব্যক্তিগত উদ্যোগ ও সরকারীভাবে বরাদ্দকৃত ত্রান বিতরণে কেউ যদি কোন অনিয়ম করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।এ ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।
এছাড়া প্রত্যেক এলাকায় নির্ধারিত তারিখে সকলের মাঝে ত্রান বিতরণ শেষে যদি অবশিষ্ট কিছু বেঁচে যায় সে অবশিষ্ট ত্রান স্থানীয় ইউনিয়ন পরিষদে জমা রাখতে হবে।কেউ যদি অতিউৎসাহী হয়ে অবশিষ্ট ত্রান গুলো কোন দোকানে বা বাড়ীতে রাখে সেটা বেআইনী হিসেবে গন্য হবে এবং তাদের বিরুদ্ধে সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এক্ষেত্রে সকল জনপ্রতিনিধি কে দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে সবাইকে সাথে নিয়ে নিজ নিজ দায়িত্ব সততার সহিত যথাযথ পালন করার আহ্বান জানান।
এছাড়া ত্রান বিতরন ও সরকারের কর্মকান্ড নিয়ে এবং নিজের ব্যক্তি স্বার্থ হাসিলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে তাদের কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ফেনীর যে সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী সময়ের সুযোগ নিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজ দলের লোককে ঘায়েল করার অপচেষ্ঠায় লিপ্ত হয়ে দলে গ্রুপিং সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত তাদেরকেও চিহ্নিত করে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিজাম উদ্দিন হাজারী এমপি
সাধারন সম্পাদক
ফেনী জেলা আওয়ামী লীগ।

Want your organization to be the top-listed Government Service in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Website

Address

Feni
3900

Other Political Organizations in Feni (show all)
ফেনী জেলা আওয়ামীলীগ ফেনী জেলা আওয়ামীলীগ
Station Road
Feni, 3900

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Showkat Alam Saikat Showkat Alam Saikat
Masterpara
Feni

Abdullah kayum Bhuiyan Abdullah kayum Bhuiyan
Feni, 3942

like

ফেনী জেলা ছাত্রলীগ ফেনী জেলা ছাত্রলীগ
Feni, 3900

শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্র ইউনিয়ন -ফেনী ইউনিভার্সীটি ছাত্র ইউনিয়ন -ফেনী ইউনিভার্সীটি
Feni, Chittogong
Feni, 3900

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন । ফেনী ইউনিভার?

ফেনী সদর উপজেলা ছাত্রলীগ ফেনী সদর উপজেলা ছাত্রলীগ
Feni Municipal Road
Feni

"শিক্ষা,শান্তি এবং প্রগতি ছাত্রলীগের মূলনীতি"

বাংলাদেশ ছাত্রলীগ, ফেনী পৌর শাখা বাংলাদেশ ছাত্রলীগ, ফেনী পৌর শাখা
Feni Town
Feni, 3900

"শিক্ষা, শান্তি, প্রগতি, ছাএলীগ এর মূলনীতি।

Zahid Bhuiyan Zahid Bhuiyan
Feni Dhaka
Feni, 3900

Don't try to fight with me

খেলাফত মজলিস,ফেনী জেলা খেলাফত মজলিস,ফেনী জেলা
ইব্রাহিম ম্যানশন (২য় তলা) মহিপাল, ফেনী
Feni, 3900

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গন আন্দোলন গড়ে তুলুন ।