Muslim Sector
Allah Doesn't Need Anyone
We Need Him.
সন্তান ও শিশুর সুরক্ষা
১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহুমা-এর জন্য এই বলে (আল্লাহ্র) আশ্রয় প্রার্থনা করতেন-
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
তরজমা: আমি তোমাদের দু’জনকে আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে।
উচ্চারণ: উ‘ইযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্
(বুখারী ৩৩৭১; ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা)।
২. সন্তান একজন (ছেলে) হলে শুরুতে বলব (أُعِيْذُكَ)। এক মেয়ে হলে বলব (أُعِيْذُكِ)। ছেলে হোক আর মেয়ে, দুজন হলে মূল দোয়াই যথেষ্ট। দুইয়ের অধিক ছেলে হলে বলব (أُعِيْذُكُمْ)। দুইয়ের অধিক মেয়ে হলে বলব (أُعِيْذُكُنَّ)। দুইয়ের অধিক ছেলেমেয়ে উভয়ের জন্য বলতে পারি (أُعِيْذُكُمْ)।
৩. অনুপস্থিত থেকে দোয়া করতে চাইলে একছেলে হলে (أُعِيْذُهُ)। এক মেয়ে হলে (أُعِيْذُهَا)। ছেলে হোক বা মেয়ে, দুজন হলে (أُعِيْذُهُمَا)। দুইয়ের অধিক ছেলে হলে (أُعِيْذُهُمْ)। দুইয়ের অধিক মেয়ে হলে (أُعِيْذُهُنَّ)। একাধিক সন্তান হলে, ছেলেমেয়ে উভয়ের জন্য মিলিয়ে দোয়া করলে বলতে পারি (أُعِيْذُهُمْ)। সন্তান থেকে দূরে প্রবাসে বা অন্য কোথাও থেকেও এই দোয়া করতে পারি।
৪. এই দোয়া পড়ার নির্দিষ্ট কোনও সময় নেই। যখন ইচ্ছা, সন্তানের জন্য এই দোয়া পড়ব। দোয়া পড়ে ফুঁক দেয়ার কথা হাদীসে নেই। এমনিতেই পড়তে পারি। গায়ে হাত দিয়ে পড়ারও কথাও হাদীসে নেই। এই দোয়া পড়ার মানে, আমি তাকে সরাসরি আল্লাহর সুরক্ষায় সোপর্দ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো মানুষ যদি সন্তান (নাতি)-দের জন্য সুরক্ষার দোয়া করতে পারেন, আমি কেন পারব না? রাব্বে কারীম তাওফীক দান করুন। আমাদের সন্তানদের যাবতীয় অনষ্ট থেকে সুরক্ষিত রাখুন।
আমীন।
আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করতে রাজি আছি,
ইনশাল্লাহ ❤️🩹
নিজে ব্যবহার করুন এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুন!
এমন ঈদ...ই চাই 🥺
মুসলমান হইছি 🔥
Cutest one 🫶
খুব দরকারী!!!!
করণীয় ০২:
মহল্লায় মহল্লায় সচেতন যুবসমাজ মসজিদের ইমাম সাহেবদের সাথে বসুন। এনসিটিবি বই নিয়ে বসুন। সমস্যাগুলো বুঝান। জুমআর মিম্বরকে ব্যবহার করুন সচেতনতা সৃষ্টিতে। যেখানে যেখানে ইতিহাস বিকৃতি সেখানে সঠিক ইতিহাস ইমাম সাহেবদের কাছে পৌঁছে দিন। মিম্বর থেকে এই বিকৃত হিন্দুত্ব.বাদী ইতিহাসকে খণ্ডন করে সঠিক ইতিহাস প্রচার করা হোক। নামায শেষে লিফলেট বিতরণ হোক।
করণীয় ৩:
রেফারেন্সবিহীন মনগড়া বই আমরা আমাদের শিশুদের পড়তে দেব না। পিতাদের সত্যিকার 'পিতা' হয়ে ওঠার সময় কি এখনও আসেনি। পরিবারকে রক্ষা করার পুরুষত্ব কি আছে পিতাদের মধ্যে। আমাদের সন্তানরা দৈহিকভাবে হামলার শিকার হলে কি আমরা রুখে দাঁড়াতাম না? তাহলে আজ মানসিকভাবে হামলার শিকার আমাদের সন্তানরা।
করণীয় ৪:
দীনদার সচেতন আইনজীবীগণ একসাথে আদালতে এই পাঠ্যবইয়ের লেখকদের বিরুদ্ধে মামলা করুন। এই বইয়ের বিরুদ্ধে লড়তে সঠিক ইতিহাসের যত রেফারেন্স লাগে আমরা লেখক-গবেষকরা দেব ইনশাআল্লাহ। এই প্রতিটি তথ্য অমুসলিম গবেষকদের গবেষণা দিয়েই রদ করা সম্ভব।
সবাই যার যার স্থান থেকে সচেতনতা তৈরি করুন। পারিবারিক, সামাজিক, ধর্মীয় প্রতিটি জমায়েতে এটা নিয়ে সরব থাকুন। আলোচনা করুন।
Script : Amiruzzaman Muhammad Shamsul Arefin
সেই কষ্টের মধ্যে দিয়ে যান !!!
অনেক তো খেলার পিছনে সময় দিলেন,এখন না হয় বাকি সময়টা রবের ইবাদতেই কাটালেন.......
(🎙️- মুফতি মোহাম্মদ আলী )
হে উম্মতে মুহাম্মদ “ﷺ” তোমার নবীকে ব্যাঙ্গ করা হচ্ছে!!
সূরা •• ওয়াকিয়া
আয়াত •• ১-১০
🎙️Abu Ubaida
সিয়াম
রেখে যে ব্যাক্তি
নোংরা কথা ও তার উপর আমল ত্যাগ করতে পারলো না,সে ব্যাক্তির পানাহার ত্যাগ করার মাঝে
আল্লাহর কোনো প্রয়োজন নেই।
[সহীহ বুখারী - ৬০৫৭]
আবু উবাইদা ভাইয়ের অসাধারন একটি নাশিদ.....উপভোগ করুন.....
শরীর দেখানো যদি আধুনিকতা হয়, তাহলে "পশুরাই"
সবচেয়ে বেশি আধুনিক !!!
✒️ডা. জাকির নায়েক
সূরা আদ দূহা
🎙️Baseera
(voice collected from baseera)
তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড,
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ
সূরা ~ আর রহমান , আয়াত নম্বর ~ ৭
#রিমাইন্ডার
Click here to claim your Sponsored Listing.