Qari Said
Whatever position i am in, I always trust in Allah. because Allah owns everything.
দিন যত যাচ্ছে কেমন যানি, মানুষজন পর পর হয়ে যাচ্ছে। 😢
اسلم علكم ورحم الله
لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
বিদায় বাংলাদেশ।
অনেক কষ্ট হয় ফ্যামিলির মায়া ত্যাগ করে যেতে।😭😭😭😭😭😭😭😭😭😭
I can't believe this. 🤔🤔🤔
Just amazing 🤗🤗
এই গণিতবিদকে যেকোনো মূল্যে খুঁজে বাহির করে অস্কার এর জন্য বাছাই করা হোক বাংলাদেশ থেকে।
Alhamdulillah
আমাদের সোনার বাংলাদেশকে ঘুরাতে, সোনার শিক্ষার্থীরাই যথেষ্ট। শুধু তাদের একটু সাপোর্ট লাগবে। রাষ্ট্রের পক্ষ থেকে তারা যদি পরিপূর্ণভাবে সাপোর্ট পায়, তাহলে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিবে। ইনশাআল্লাহ।
প্রকৃতির মাঝে একটু ঘুরাঘুরি।
এই অভিজ্ঞতাকে কোন শব্দে বিশেষায়িত করবো বুঝতে পারছি না।
ভোর সাড়ে ৫টার স্টার লাইনে ফেনী থেকে রওনা হলাম। বাসটা ছাড়লো প্রায় ২০ মিনিট দেরীতে। মহিপাল ছাড়ার পর সেই ভোর বেলার ফাকা রাস্তায় চিরাচরিত স্পীডের খেলা...। মোবাইলটা চেক করে দেখলাম স্পীড ১০০+, একটা স্ক্রিনশট নিয়ে চোখ বুঝে ঘুমের চেষ্টা।
চৌদ্দগ্রাম পার হয়ে একটু আগানোর পর মাঝ রাস্তায় হঠাৎ বাস থেমে যায়, দেখলাম ড্রাইভার পানি খাচ্ছে, একটু পর দেখলাম ঔষধ খাচ্ছে...! এভাবে কয়েক মিনিট যাওয়ার পর শুনলাম ড্রাইভারের শরীর খারাপ লাগছে...! একটু পর জানলাম রাত তিনটায় ড্রাইভার ঢাকা থেকে ট্রিপ নিয়ে এসে আবার তাকে জোর করেই সাড়ে ৫টার ট্রিপ ধরিয়ে দেয়া হলো...!
যাত্রীরা সহানুভূতিশীল হয়ে আরেকটু রেস্ট দেয়ার কথা বললো, কিন্তু সময় যত গড়াচ্ছে ড্রাইভারের অবস্থা খারাপের দিয়ে যাচ্ছে।
যাত্রীরা বারবার নতুন ড্রাইভার বা বাস পাঠানোর কথা বলার পরেও সুপারভাইজার বা ফোনে বাস কর্তৃপক্ষের কোন কার্যকর পদক্ষেপ দেখা গেলো না। ভাবটা এমন যে, এখনই ড্রাইভার ঠিক হয়ে যাবে...!
যাত্রীরাও একটু অশান্ত হতে শুরু করলো, কারো ফ্লাইট, কারো অফিস...।
একটু পর ড্রাইভার সাহস করে বাস টানও দিলো কিন্তু একটু না যেতেই ড্রাইভার বাধ্য হলো থামতে...,তার বাম হাত কাজ করছে না, অনেকটা অবশের মত, লম্বা হয়ে শুয়ে পড়লো... অবস্থা যা দেখলাম, সবার ধারনা স্ট্রোক করেছে...!!!
পাশেই একটা স্বাস্থ্য কেন্দ্র ছিলো, কয়েকজন ওদিকে ছুটে গেলাম, বন্ধ পাওয়া গেলো... পেছন থেকে আসা স্টার লাইনের অন্য বাস গুলো থামানোর চেষ্টা করে দু'একটাকে থামাতে পারলেও মুমূর্ষু অবস্থার ড্রাইভারটাকে বাসে তুলে সামনে কোন হসপিটালের সামনে নামিয়ে দেয়ার জন্য অনুরোধ করেও কোন লাভ হলো না। ওরা নিলো না।
একই কোম্পানির বাস! কিন্তু নিলো না! ড্রাইভার স্ট্রোক করসে শুনেও নিলো না!! কল্পনা করা যায়? কিভাবে সম্ভব এটা?!!!
সুপারভাইজারের কথাও ফোনের অপরপ্রান্ত থেকে স্টারলাইন কর্তৃপক্ষ তেমন পাত্তা দিচ্ছে বলে মনে হচ্ছিলো না, তখন যাত্রীরা ফোন নিয়ে রাগারাগির পর শুনলাম বাস পাঠাচ্ছে! আর এই ড্রাইভার? তার জন্যও নাকি বাসে করে লোক আসছে....! প্রায় দেড় ঘন্টা সময় নষ্টের পর একটা খালি বাস আসলো যাত্রীদের নিয়ে ঢাকায় রওনা হতে... কিন্তু সে বাসেও ড্রাইভারটাকে হাসপাতালে নিতে বাড়তি কোন লোক এলো না...।
শেষমেষ সেই বাসের অশিক্ষিত হেল্পার বাস কর্তৃপক্ষকে নিজে নিজে গালিগালাজ করে একটা সিএনজি নিয়ে নিজেই উল্টো পথে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালের দিকে ড্রাইভারকে নিয়ে রওনা হলো।
খারাপ লাগলো! স্টার লাইন! পুরো জেলার মানুষকে সার্ভিস দিচ্ছে বা বাধ্য করছে সার্ভিস নিতে... সেবার মান নিয়ে তো কারো কথা বলার অধিকার বা সাহস নেই বুঝলাম কিন্তু নিজেদের ড্রাইভারদের সাথে এ কেমন আচরণ?!!
একটা বাস রাত তিনটায় এসে ভোর ০৫টায় চলতে পারে কিন্তু বাসের ড্রাইভার টা তো বাসের মত রোবট বা মেশিন না... সে তো রক্ত মাংসের মানুষ!!!
মানবিকতার কথা না হয় বাদই দিলাম, দেশের সড়ক/পরিবহন আইন অনুযায়ীও তো এটা শাস্তিযোগ্য অপরাধ!
কিন্তু কে দেখে এসব? কাকে বলবেন!!!
উপরের গযব ছাড়া এদের থামানোর কেউ নেই। মানবতা, সুশাসন, নিয়ম নীতি এসব মরে গেছে এদেশ থেকে...!
copy post.
কলরবের অত্যন্ত জনপ্রিয় সুমধুর একজন কণ্ঠস্বর "আবু রায়হান"। বর্তমান সময়ে যেখানে সকল মুসলমান ইসরাইলি সকল পণ্যকে এড়িয়ে চলছে এবং চলার চেষ্টা করতেছে, সেখানে আবু রায়হান তাদেরই একটি আলোচিত পণ্য যার নাম "কোকাকোলা" এর এডভার্টাইজ সামনে নিয়ে খাবার খাচ্ছেন। আমি একজন মুসলমান হিসেবে উনার মত একজন ব্যক্তিত্ববান লোকের এরূপ কাজ মানতে পারছি না।🥲
রাসেল ভাইপার মানি জাহান্নাম থেকে আগমনকারী এক ভয়নকর সাপ!
এই সাপের বিশেষত্ব হচ্ছে,এরা খুবই বিষধর।কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%।
আবার এই সাপের এন্টি ভেনম নাই আমাদের দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,,নাটোর,,পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব খুবই বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন কিন্তু জনসাধারনের উপকার এর জন্য শেয়ার করতে পারেন জাযাকুমুল্লাহ।
(Copy post)
বান্দা তুমি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিও। তাহলে আল্লাহ তোমার নেয়ামত বাড়াইয়া দিবেন।
আর তুমি যদি আল্লাহর নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় না কর, তাহলে তোমার নেয়ামত সীমাবদ্ধ থাকবে। এটি-ই বাস্তব।
আহ! হায় আফসোস🥲।
বিশ্বের মধ্যে সবচাইতে ব্যয়বহুল খরচে সড়ক নির্মাণ হয় আমাদের বাংলাদেশে, আর আমাদের বাংলাদেশের অন্যতম সড়ক হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আর এই মহাসড়কের মধ্যে যে ছোট ছোট মুল টার্নিং পয়েন্ট গুলো রয়েছে, সেই পয়েন্টগুলোর মধ্যে শুধুমাত্র একটি লেন হাইওয়ের জন্য রয়েছে। আবার রাস্তার মধ্যে ৫০০ মিটার সামনে সাইনবোর্ডে লেখা থাকে, সামনে বিপদজনক রাস্তা ল্যান্ড পরিবর্তন থেকে বিরত থাকুন।
আহ! হায়রে আমার দেশ😭
Sura ad-Duha
বাংলাদেশের লোকাল বাসে উঠে যাত্রীরা এইতো সামনে নেমে যাব বলে যেমন দাঁড়িয়ে থাকে, একইভাবে বিমানের মধ্যে যখন ঘোষণা দেওয়া হয় ৩০ মিনিট পর বিমান মাটিতে অবতরণ করবে।(এখনো অবতরণ করেনি) ঠিক তখনই সবাই লোকাল বাসের মতো দাঁড়িয়ে যায়।
এই হলো আমাদের অবস্থা।
25 মে 2024 বিমানের জন্য অপেক্ষায়, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর।
দেশের প্রকৃতি অনেক ভালো লাগতেছে এবং ভালো উপভোগ করছি। প্রকৃতির ওই অসীম সৌন্দর্য আমার চার পাশটাকে ঘিরে রেখেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে।
Welcome to My dear all Friends in my page.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Feni
3900
Feni
Online Health and consultancy service
Feni
Welcome to dxn chhagalnaiya. Our product ganoderma lucidum mushroom product. this product support