Tahfizul Quran Girls Madrasah.তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী।
মেয়েদের উন্নত মানের দ্বীনি শিক্ষার এক অনন্য হিফয প্রতিষ্ঠান!
اللهم ارحمنا با القران
হেফজ পড়া সহজ পড়া, হেফজ পড়া মজার পড়া।
পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত।
চোখে দেখে মুখে পড়বো,কানে শুনে হেফজ করব।
লোকমা ছাড়া ছবক দিব,বিশ্বসেরা হাফেজ হবো।
বাণী: হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব দা: বা:
Shout out to my newest followers! Excited to have you onboard! Kazi Hammad, Maeenuddin Maruf
অদ্য ১৩ ডিসেম্বর, ২০২৩ ইং অনুষ্ঠিত হলো সদ্য পবিত্র কুরআনুল কারিম হিফজ সমাপ্ত কারিনিদের (হাফেজা)সংবর্ধনা প্রদান ও অভিভাবক সম্মেলন -২০২৩ইং।
প্রোগ্রামে ২০২৩ইং ব্যাচ এর হিফয সমাপ্ত কারিনিদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন অত্র প্রতিষ্ঠানের সাম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব,
⚛️ভর্তি চলছে ⚛️ভর্তি চলছে
🇧🇩🇧🇩সাফল্যের ৪র্থ বর্ষে🇧🇩🇧🇩
👉👉মেয়েদের উন্নত মানের দ্বীনি শিক্ষার এক অনন্য হিফজ প্রতিষ্ঠান👇
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা
💚💚💚💚💚💚💚💚💚💚💚
,,,,,,,,,,,,,,আলহামদুলিল্লাহ,,,,,,,,,,,,,,,,,,
🤔আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন বানাতে চাচ্ছেন???
🌺আজই চলে আসুন🌺
✳️ আমাদের ক্যাম্পাসে ✳️
🌲সপ্ন আপনার,
বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের🌲
🤲🤲ইনশাআল্লাহ 🤲🤲
▼▼ সিমিত আসনে নতুন শিক্ষা বর্ষ ২০২৪ইং এ নতুন ছাএীদের সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ●●
▼▼আমাদের বিভাগ সমূহ▼▼
▼নাজেরা বিভাগ▼
▼ হিফ্জুল কুরআন বিভাগ▼
✪ হিফ্জুল কুরআন রিভিশন বিভাগ✪
✡️ভর্তি চলবে কোটা পুর্ন হওয়া পর্যন্ত⚛️
🍁সম্পূর্ণ শিতাতাপ নিয়ন্ত্রিত ও সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ🪴
🚙🛵যাতায়াত🛺🚗
আমিন প্যালেস,হাজী জয়নুল হক সড়ক,(দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন) পশ্চিম ডাক্তার পাড়া, ফেনী,সদর ফেনী,,,, ☎️01819046157.
ইন্না-লিল্লাহ
মাওলানা তারিক জামিল হাফি. এর ছেলে মাওঃ অসীম জামিল ইন্তেকাল করেছেন।
আপনার মেয়েকে কি হাফেজা বানাতে চান? তবে ভিডিওটি অবশ্যই দেখুন...
আলহামদুলিল্লাহ"
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী।
নাজেরা ও হিফজ ছাত্রীদের সবক প্রদান শেষ হলো,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন👇👇👇👇
বিশ্বজয়ী হাফেজ গড়ার সফল উস্তাদ আলহাজ্ব হাফেজ কারী #নাজমুল_হাসান_সাহেব হাফি:
#মুফতি ইলিয়াস বিন নাজেম হাফি:
পরিচালক -দারুল উলুম ফেনী
#মুফতী নোমান কাসেমী
পরিচালক -মারকায হানাফি ঢাকা।
মহান রাব্বুল আলামিন সবাইকে হক্কানি হাফেজা এবং আলেমা হিসেবে কবুল করুন।
⚛️ভর্তি চলছে ⚛️ভর্তি চলছে
🇧🇩🇧🇩সাফল্যের ৪র্থ বর্ষে🇧🇩🇧🇩
👉👉মেয়েদের উন্নত মানের দ্বীনি শিক্ষার এক অনন্য হিফজ প্রতিষ্ঠান👇
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা
💚💚💚💚💚💚💚💚💚💚💚
,,,,,,,,,,,,,,আলহামদুলিল্লাহ,,,,,,,,,,,,,,,,,,
🤔আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন বানাতে চাচ্ছেন???
🌺আজই চলে আসুন🌺
✳️ আমাদের ক্যাম্পাসে ✳️
🌲সপ্ন আপনার,
বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের🌲
🤲🤲ইনশাআল্লাহ 🤲🤲
▼▼ সিমিত আসনে ০১ এ মে রোজ সোমবার থেকে নতুন ছাএীদের সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ●●
▼▼আমাদের বিভাগ সমূহ▼▼
▼নাজেরা বিভাগ▼
▼ হিফ্জুল কুরআন বিভাগ▼
✪ হিফ্জুল কুরআন রিভিশন বিভাগ✪
✡️ভর্তি চলবে কোটা পুর্ন হওয়া পর্যন্ত⚛️
🍁সম্পূর্ণ শিতাতাপ নিয়ন্ত্রিত ও সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ🪴
🚙🛵যাতায়াত🛺🚗
আমিন প্যালেস,হাজী জয়নুল হক সড়ক,(দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন) পশ্চিম ডাক্তার পাড়া, ফেনী,সদর ফেনী,,,, ☎️01819046157.
মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।
১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।
৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।
তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)
আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মুফতীয়ে আজম রহ.এর অন্যতম খলিফা,দারুল উলুম হাটহাজারী'র প্রধান মুফতী,আল্লামা নূর আহমদ সাহেব রহ. ইন্তেকাল করেছেন।
আল্লাহ হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন৷
#আলহামদুলিল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ফেনীর সময় এর আয়োজনে আজ জেলা শিল্পকলা একাডেমিতে কেরাত প্রতিযোগিতায় ২য়, ও ৩য় স্হান অধিকার করে তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী। এর দুইজন ছাএী,
ক্রেস ও সনদ প্রধান করেন, ফেনী জেলার মেয়র মহোদয় নজরুল ইসলাম স্বপন মিয়াজী সাহেব।
বিঃ দ্রঃ উক্ত প্রতিযোগিতায় সর্বমোট সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সকলকে অভিনন্দন জানাচ্ছি।
ভর্তি চলছে ,ভর্তি চলছে,,,,
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী। এক রমজান থেকে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে।
যোগাযোগ: +880 1819-046157
ঠিকানা: আমিন প্যালেস, হাজী জয়নুল হক সড়ক, ১০.পশ্চিম ডাক্তার পাড়া, (দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন) ফেনী সদর,ফেনী।
শোক সংবাদ!
নোয়াখালীর আল্লামা শিব্বির আহমদ সাহেব (রহ.) আর নেই।
বাংলাদেশ কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড এর প্রধান প্রশিক্ষক,হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও নোয়াখালী জেলা আমীর,দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস আল্লামা শিব্বির আহমদ সাহেব রহ.সন্ধ্যা ৬ টায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সালেহ আহমাদ তাকরিম ♥️
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা 2023
মাশাআল্লাহ খুবই চমৎকার তিলাওয়াত করেছে।
(আল্লাহ কবুল করুন)
মাশাল্লাহ দুবাই আন্তর্জাতিক হিফয কম্পিটিশনের বিচারক হিসেবে বাংলাদেশের হয়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন, শাইখ শোয়াইব মোহাম্মদ আজহারি ❤️❤️
দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার প্রবীণ উস্তাদ হযরত মাওলানা মুমতাজুল কারিম (বাবা হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আল্লাহ তা'য়ালা হযরত (রহ.) কে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।
ভর্তি চলছে ,ভর্তি চলছে,,,,
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী। এক রমজান থেকে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে।
যোগাযোগ: +880 1819-046157
ঠিকানা: আমিন প্যালেস, হাজী জয়নুল হক সড়ক, ১০.পশ্চিম ডাক্তার পাড়া, (দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন) ফেনী সদর,ফেনী।
আলহামদুলিল্লাহ! অদ্য ২২ মার্চ ২০২৩ইং আসরের নামাজের জামাতের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে ১০নং পশ্চিম ডাক্তার পাড়ায় -হাজী জয়নুল হক জামে মসজিদ।
আজ অত্র পাড়ার ইসলাম প্রিয় সকল মুমিনদের অন্তরে বয়ে যাচ্ছে আনন্দের মহা প্লাবন। মসজিদ নির্মাণে যারা অর্থ , শ্রম ও ঘাম ঝরিয়ে নিরলস মেহনত করেছেন এবং করছেন সকলক আল্লাহপাক জাযা-খায়ের দান করুন।-আমীন!
🤲🤲আলহামদুলিল্লাহ! 🤲🤲
নির্ধারিত সময়ের মধ্যে (১১.০০ টা) সুসম্পন্ন হলো তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী।র পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্নকারিনী ৬জন শিক্ষার্থীর সমাপনী ছবক শুনানির আনুষ্ঠানিক পর্ব ও নতুন ছবক প্রদান প্রোগ্রাম।
👉প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফেনী👇 জহিরীয়া মসজিদের সম্মানিত খতিব- মুফতি ইলিয়াস বিন নাজেম সাহেব (দাঃবাঃ),
👉মাদ্রাসা ইবনে উমর( রাঃ)ফেনী এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক _👇
হাফেজ আশরাফ জামিল সাহেব,
👉বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ ক্বারী নাজমুল হাসান সাহেবের সাগরেদ।👇
হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম সাহেব,
সাবেক ইমাম সৌদি আরব
👉প্রোগ্রাম সঞ্চালনা ও বক্তব্য প্রদান করেন👇
ফেনী তালহা রাঃ ইসলামী একাডেমীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল
এম এ এইচ তাওহীদ সাহেব।
ভর্তি চলছে ,ভর্তি চলছে,,,,
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী। এক রমজান থেকে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে।
যোগাযোগ: +880 1819-046157
ঠিকানা: আমিন প্যালেস, হাজী জয়নুল হক সড়ক, ১০.পশ্চিম ডাক্তার পাড়া, (দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন) ফেনী সদর,ফেনী।
হিফজ সমাপনী২০২২ইং ছাএীদের অবিভাবক সম্মেলন এর ইস্টিজ প্রস্তুত,
👉👉অতিথি হিসেবে আসছেন👈👈
✍️মুফতি ইলিয়াস বিন নাজেম হাফি:
ইমাম ও খতিব জহিরিয়া মসজিদ,
👉👉আরো আসছেন👈👈
ফেনী জেলার বিশ্বজয়ী হাফেজের উস্তাদ
হাফেজ আশ্রাফ জামিল হাফি:
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী।
নারী জাতি সঠিক পথে চললে পুরো পরিবার পাবে সঠিক পথের দিশা। এ কারণেই নেপালিয়ান বলেছিলেন, 'তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি শিক্ষতি জাতি দেব।' এ কথা থেকে বুঝা যায়, আদর্শ, মার্জিত রুচিবোধ সম্পন্ন শিক্ষিত মা পরিবারের অন্যান্য সদস্য ও সন্তানদের জন্য আদর্শ।
নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের শিশুরা।
অহীর জ্ঞানে সমৃদ্ধ হোক প্রতিটি রূহ
তাহফিজুল কুরআন বালিকা মাদ্রাসা. ফেনী।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Feni
3900
Feni, 3921
Hi, i Am Nazrul Islam. From Bangladesh. Welcome To My page. like | Comment | Share