TROLL FENI ট্রল ফেনী
TROLL FENI© ট্রল ফেনী গ্রুপ এর অফিসিয়াল ফেইস?
ঈদ আনন্দে ফেনী শহর সেজেছে বর্নিল সাজে
মোহাবাতো বারোচাদেনা তু
সাওয়ানো আয়া হে
happy kiss day
ধরে রাখতে পারলেন না তো
টাকলা এখন কানাডায়
অহংকার মানুষকে ধ্বংস করে দেয়
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ফেনী জেলার (তৎকালীন ফেনী মহুকুমার) স্বাধীনতাকামী জনগনের রয়েছে অভাবনীয় বীরত্বগাথা। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তিন দিক থেকে ফেনীর রয়েছে সীমান্ত। ফলে পাকিস্তানী হানাদার বাহিনী ফেনীতে ব্যাপক অত্যাচার নিপীড়ন চালায়। ফেনী সীমান্তে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি যুদ্ধ হয়। এর মধ্যে শুভপুর ও বিলোনিয়া যুদ্ধ অন্যতম। তৎকালীন আওয়ামী লীগের নেতা ফেনী মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আব্দুল মালেক ( যুদ্ধকালীন সময়ে বি এল এফ এর প্রেসিডেন্ট) ও মরহুম খাজা আহমদের নেতৃত্বে ফেনীর মুক্তিযোদ্ধারা দেরাদুন ও চোত্তাখোলায় প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার জাফর ইমামের নেতৃত্বে বিলোনিয়া যুদ্ধ একটি অনন্য রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
বিএলএফের ফেনী মহুকুমা কমান্ডার হিসাবে ভিপি জয়নাল ফেনীর পশ্চিমাঞ্চলে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। ৬ ডিসেম্বর ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীকে মুক্ত করেন। প্রতি বছর ৬ ডিসেম্বর দিনটিকে ফেনী জেলাবাসী "ফেনী মুক্ত দিবস" হিসেবে পালন করে। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ফেনীর ৩১ জন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাবে দেওয়া হয়।
খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ জন বীর উত্তম, এরা হলেন, ফেনী জেলার পরশুরাম উপজেলার অলকা গ্রামের শহীদ ফয়েজ আহামদ, ফেনী শহর তলীর চাড়িপুরমুক্তার বাড়ির শহীদ সালাউদ্দিন মমতাজ, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের সুলতান মাহমুদ ও ফেনীর জেলার ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবদুল ওয়াহেদ চৌধুরী। ওয়াহেদ চৌধুরী মুক্তিযুদ্ধে তার অসামান্য বীরত্বের জন্য বীর উত্তমের পাশাপাশি বীর বিক্রম খেতাব ও লাভ করেন।
৭ জন বীর বিক্রম। বীর বিক্রম খেতাব প্রাপ্তরা হলেন,
শহীদ রমজান আলী, ফেনী জেলার পরশুরাম উপজেলা মির্জানগরে
শহীদ নুরুল ইসলাম, ফেনী জেলার সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে
শহীদ এয়ার আহমদ, ফেনী জেলার মুন্সীরহাট ইউনিয়নের বালুয়া গ্রামে
ভুলু মিয়া, ফেনী জেলার দাগনভূঞা ইউনিয়নের টেউলিয়া গ্রামে
শহীদ আবদুস সালাম, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড় গ্রামে
আমিন আহামেদ চৌধুরী, ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিন আনন্দপুর গ্রামে
জাফর ইমাম, ফেনী জেলার ফেনী পৌর এলাকার মিজানরোড়ে।
এবং ২০ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। বীর প্রতীক প্রাপ্তরা হলেন-
মোজাফ্ফর আহম্মদ, ফেনী জেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামে
আবদুর রউফ মজুমদার, ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে
রহুল আমিন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামে
শহীদ সিকান্দার আহমেদ, ফেনী জেলার পরশুরাম উপজেলার পূর্ব অলকা গ্রামে
সামছুল হক, ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে
তোফায়েল আহমেদ, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সিলুয়া গ্রামে
শহীদ নুরুল হক, জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে
জালাল আহম্মেদ, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের কহুয়া গ্রামে
শহীদ মোঃ ইসহাক, ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামে
শহীদ সাহাব উদ্দিন, ফেনীর মুন্সীরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামে
মোঃ ইদ্রিস, ফেনী জেলার সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামে
আলী নেওয়াজ, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে
মফিজুর রহমান, জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে
আমির হোসেন, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে
শহীদ রবিউল হক, ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামে
আহসান উল্লাহ, ফেনী জেলার সোনাগাজী উপজেলার আহমেদপুর গ্রামে
বশির আহমেদ, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিন বল্লবপুর গ্রামে
শহীদুল ইসলাম, ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে
শহীদ আবদুল বাসেত, ফেনী জেলার সদর ইউনিয়নের ধর্মপুর গ্রামে
সিরাজুল হক, ফেনী সদর উপজেলার মৌঠবী ইউনিয়নের শিলুয়া গ্রামে।
**ইন্টারনেট থেকে সংগৃহীত।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Chittagong
Feni, CHHAGOLNAIYA
my page create new video,all kinds of video, coking,sport,fishing.technology, environment,social video