Raju Computer
my main business is professional computer business also applied all kinds of job & other necessary works engaged in computer
শুভ সকাল। শুকরিয়া মহান রবের দরবারে যিঁনি এত সুন্দর একটি সকাল দেখার তাওফিক দিয়েছেন।
জীবনটা হলো একটা
অসমাপ্ত উপন্যাস
যার শেষটা কেউ লিখে যেতে পারে না।🥰🥰🥰
পৃথিবীতে ৪টা কাজ অসম্ভব-
১। পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া ২। হাতিকে কোলে নেওয়া ৩। সাপকে পোষা ৪। মেয়েদেরকে কিছু বুঝানো।
মেয়েরা SSC পরীক্ষা দেওয়ার পর
কেন যে মহিলা হয়ে যায়
এটা বুঝে আসে না। যার প্রেক্ষিতে তারা মহিলা কলেজে ভর্তি হয়🤣
বন্ধুরা গরুর সাথে
ছবি উঠাই পোস্ট করিয়েন না।
গরু চিনতে কষ্ট হয়👌
জেনে নিন কারা #রক্তদান করতে পারবেন না??
☞ ১) কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন....তারা ইনজেকশন-এর কোর্স শেষ......হওয়ার পর ১ বছর রক্তদান করবেন না!!
☞ ২) বড় অপারেশন যাদের.......হয়েছে তারা ১ বছর পর্যন্ত রক্তদান করবেন না!!ছোট......অপারেশন হলে ৬ মাস পর্যন্ত রক্তদান অনুচিত!!
☞ ৩) কোন কারণে যদি কেউ রক্ত গ্রহণ করে থাকেন...তবে তিনিও এক বছর রক্তদান করতে পারবেন না!!
☞ ৪) জন্ডিস ম্যালেরিয়া বা টাইফয়েড রোগ হলে.........সুস্থ হওয়ার পর আরও ৬ মাস রক্তদান করবেন না!!
☞ ৫) যারা হাসপাতালে গিয়ে দাঁত ফেলেছেন..নাক বা কানে ছিদ্র করিয়েছেন-বা শরীরে উল্কি/ ট্যাটু করিয়েছেন...তারাও ৬ মাস রক্তদানে অক্ষম!!
☞ ৬) গত ৬ মাসের মধ্যে....যে মহিলার গর্ভপাত হয়েছে!!বা যিনি বর্তমানে সন্তান-সম্ভবা-তিনিও রক্তদান করতে পারবেন না!!
☞ ৭) যে মহিলার সন্তান এখনও মাতৃদুগ্ধ.....পান করে তিনি রক্তদান করবেন না!!
☞ ৮) যে মহিলা বর্তমানে...ঋতুচক্রের মধ্যে আছেন (মাসের নির্দিষ্ট ৫/৬ দিন) তিনি রক্তদান করবেন না!!
☞ ৯) যার কোন চর্মরোগ বা যৌনরোগ আছে...তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরও ৬ মাস পর্যন্ত রক্তদান করবেন না!!
☞ ১০) যে ব্যক্তি বর্তমানে....কোন ধরণের অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন........তিনি কোর্স শেষ না হওয়া পর্যন্ত রক্তদান করবেন না!!
☞ ১১) যিনি গত বারো ঘণ্টার মধ্যে সুরাপান করেছেন-তিনি রক্তদান করবেন না...কোন ব্যক্তি যদি নিয়মিত সুরাপানে বা নেশা সেবনে (Drugs) অভ্যস্ত হন.....তাহলে তার কাছ থেকে রক্ত গ্রহণ না করাই উচিৎ!!
☞ ১২) যে ব্যক্তি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গে অভ্যস্ত তার কাছ থেকে রক্ত সংগ্রহ অনুচিত.....পতিতা পল্লীর লোক জনের কাছ থেকে কখনোই রক্ত সংগ্রহ করতে নেই!!
☞ ১৩) মানসিক ভাবে..........অবসাদগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগীদের কাছ থেকে রক্ত গ্রহণ করা উচিৎ নয়!!
☞ ১৪) একবার রক্তদান............করে ৯০ দিনের মধ্যে আর রক্তদান করা অনুচিত!!
With Juwel Vlog – I just got recognised as one of their top fans! 🎉
বাঙ্গালিরা নিজের বিপদকে মনে করে আল্লাহর দেওয়া পরীক্ষা-আর- অন্যের বিপদকে মনে করে পাপের ফল। হায়রে বাঙ্গালি।
চাকুরীজীবি/ব্যবসায়ীর আয়ের উৎসে হারাম যুক্ত হয়েছে জেনেও বেশীরভাগই না বুঝার ভান করে। অথচ তারাই আবার হালাল/হারামের দোহাই দেয়।
ভদ্র আর নম্র ব্যবহারে মূর্খরা ভাবে লোকটা অনেক দুর্বল কিন্তু তারা জানেই না এসব গুণ অর্জ ন করা কষ্টের, যা সবার মধ্যে থাকে না।
মেয়েরা পার্লারে যায় সাজ-সজ্জার জন্য
আবার দেখি পার্লারে যাওয়ার জন্যও সাজে-
ওমা আমিতো দেখে অবাক🤣
অপমান!!!
শব্দটা অনেকটা পলিথিনের মতো
মাটির নিচে চাপা পড়ে কিন্তু পঁচে না !!
অশিক্ষিত লোকের জন্যই এখনও মাতৃভাষা বেঁচে আছে। কারণ এরা এখনো মাকে মা, আর বাবাকে বাবা বলেই ডাকে।
স্ত্রী হলো অর্ধাঙ্গিনী
তাই তাকে অর্ধেক তথ্য দিন
সম্পূর্ণ তথ্য দিয়ে নিজের জীবন দূর্বিষহ করবেন না। 🤣🤣🤣
রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি-
আপনার ১ ব্যাগ রক্ত হতে পারে অন্যের নতুন জীবনের সূচনা।
প্রাণের শহর ফেনীতে
সকাল হইতে প্রচুর বৃষ্টি হচ্ছে।
পোস্টে লাইক, কমেন্ট, রিয়েক্ট দিয়েন।
ফ্রেন্ড লিষ্টে মরার মতো থাইকেন না।
এটা ফেজবুক-আজিমপুর গোরস্থান না। বুঝলেন।
ঘুম কি অসাধারণ জিনিস-যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়। আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়।
With Kabir's English Care – I just got recognised as one of their rising fans! 🎉
With Ujjal Das Kaibalydham – I just got recognised as one of their rising fans! 🎉
🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
জুয়াকে বলে ক্যাসিনো, ঘুষকে বলে সালামি, সুদ হলো ইন্টারেস্ট, সন্ত্রাসী হলো বড় ভাই।
আজব ১ দেশ বাংলাদেশ!!!!
বিয়ে R মোবাইল কেনার পর মানুষ ১টা আফসোস করে-
R কিছুদিন অপেক্ষা করলে আরেকটু ভালো মডেল পেতাম।🤣🤣🤣
স্যার-নারী সম্পর্কে যা জানিস বল?
ছাত্র-বড় অদ্ভুত এই নারী-
মা হলে শাসন, প্রেমিকা হলে শোষন-আর বউ হলে ভাষণ।🤣🤣🤣
With San Miguel tv – I just got recognised as one of their rising fans! 🎉
Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 N. H. Naim
With Raju Feni – I just got recognised as one of their top fans! 🎉
Click here to claim your Sponsored Listing.