Engineer SM Ibrahim Sumon
Nearby computer & electronics services
Trunk Road
Grand Trunk Road
Trunk Road
Grand Trunk Road
Trunk Road
3900
Trank Road
ফেনী সদর
Trunk Road
Feni-3900
3900
ফেনী
শ্রম,ধৈর্য্য ও সততা সফলতার মুলমন্ত্র
আই'টি বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান?হতে চান ফ্রিল্যান্সার?করতে চান অনলাইনে আয়?
৪০% ছাড়ে🔸ফ্রিল্যান্সিং🔸কম্পিউটার ট্রেনিং🔸স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন কোর্সে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্টে ভর্তি চলছে..
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে অফলাইন,অনলাইনে সুনামের সাথে প্রশিক্ষন দিয়ে আসছে,আমরা ইতিমধ্যে ১৫ হাজারের বেশি শিক্ষার্থীদের প্রশিক্ষন দিতে সক্ষম হয়েছি,যারা দেশীয় ও আন্তর্জাতি বিভিন্ন কেম্পানীতে চাকুীর করছেন,ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হয়েছেন।
আমরা একজন শিক্ষার্থীকে শুন্য থেকে কাজ শিখিয়ে আইটিতে চাকুরী করার উপযোগী বা অনলাইনে ইনকাম করার যোগ্য হিসেবে গড়ে তুলে থাকি,তাই আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয় করে স্বালম্বী হয়ে উঠেন।
টুইনসফ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ইনস্টিটিউট(কোডঃ৬৯০৭৪)!
▶ শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং আয়ের সফল্যের গল্প শুনুনঃ https://shorturl.at/fisOX
▶ টুইনসফ্টের শিক্ষার্থীদর আয়ের রিভিউ দেখুনঃ
https://shorturl.at/7r2eZ
▶ টুইনসফ্টের শিক্ষার্থীদর ফ্রিল্যান্সিং সফলতা দেখুন।
https://shorturl.at/ZhHU7
🔰🔰আমদের পরিচালিত কোর্স সমুহঃ
✅ কম্পিউটার অফিস প্রোগ্রাম (মাইক্রোসফ্ট অফিস)
✅ ওয়েব ডিজাইন,ওয়ার্ডপ্রেস,শপিফাই ও ফ্রিল্যান্সিং
✅ ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি লারাভেল
✅ এডভান্স গ্রাফিক ও ইউ/আই ডিজাইন,ফ্রিল্যান্সিং
✅ ডিজিটাল মার্কেটিং,এসইও উইথ ফ্রিল্যান্সিং
✅ ভিডিও এডিটিং,এ্যানিমেশন উইথ ফ্রিল্যান্সিং
✅ এডভান্স ডাটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং
✅ Python & Django Programing
✅ WordPress,eCommerce, Shopify With Freelancing
✅ অটেক্যাড(2D&3D), 3D Studio Max,ETABS
✅ স্পোকেন ইংলিশ মাস্টার কোর্স
✅ কিড্স ইংলিশ ও কিড্স কম্পিউটার কোর্স
✅ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফর ডিপ্লোমা স্টুডেন্ট।
✅ Networking-Mikrotik,Linux,CCNA,ITSupport
✍️✍️✍️কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
♀️ কোর্স শেষ কারিগরি(BTEB)শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।
♀️ ২০০৯ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।।
♀️ অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
♀️ স্মার্ট কম্পিউটার ল্যাবে প্র্যাক্টিসের সুবিধা
♀️ ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
♀️ পুরো ক্যাম্পাস রয়েছে নিরবিচ্ছিন্য বিদ্যুৎ সংযোগ
♀️ প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
♀️ আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
♀️ অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসেaর সুযোগ |
♀️ কোর্স শেষে ৪মাসের ইন্টার্নশিপ করার সুযোগ।
♀️ জবপ্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে জবের সুযোগ
🏠আামদের অফিসঃ
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী📱01856484954,01817711619
How to Use Plugin on WordPress
Online Batch 424
Mentor-Md brahim
❝সংখ্যার খেলায় খুঁজে নাও তোমার সাফল্য❞
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ❝গণিত অলিম্পিয়াড-২০২৪❞। বিদ্যালয়ের ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
উক্ত অলিম্পিয়াডে স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও প্রভাষক জাফর উল্যা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং গণিতের প্রতি আগ্রহী হতে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
❝গণিত অলিম্পিয়াড-২০২৪❞ এর বিজয়ীদের
তালিকা :
গ্রুপ-ক :
১ম স্থান - সাবির হোসেন রাহিব (৭ম শ্রেণি)
২য় স্থান - আম্মার বিন হোসেন (৭ম শ্রেণি)
৩য় স্থান - উম্মে আয়মন সূচী (৭ম শ্রেণি)
গ্রুপ-খ :
১ম স্থান - মিফতাহুল জান্নাত (৯ম শ্রেণি)
২য় স্থান - তাসনিয়া তাবাসসুম (৮ম শ্রেণি)
৩য় স্থান - আইমান হোসেন (৯ম শ্রেণি)
নানা আয়োজনে ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিরাতুন্নবী প্রোগ্রাম-২০২৪
বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আয়মন সূচী এবং আনিকা নাওয়ারের উপস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সিরাতুন্নবী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মো.ফারুখ আহমাদ, সাধারণ সম্পাদক জনাব মো.জাফর উল্যাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য; জনাব মো. শাহাদাত হোসন। উপস্থিত ছিলেন ফেনী তমিজিয়া জামে মসজিদের সম্মানিত খতিব_জনাব মাওলানা নূর মোহাম্মদ।
সিরাতুন্নবী অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ (সাঃ) আবির্ভাব থেকে শুরু করে ওফাতলাভ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উদ্বোধনী বক্তব্যে; স্কুলের সভাপতি ফারুখ আহমাদ শিশুদের প্রতি রাসূল (সাঃ)-এর আচরণ সম্পর্কে আলোচনা করেন। রাসূল (সাঃ) মক্কা জীবন নিয়ে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সাধারণ সম্পাদক জনাব মো.জাফর উল্যাহ্।
রাসূল (সাঃ)-এর বাল্যকাল থেকে হিজরতের সময়কাল পর্যন্ত আলেচনা করেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য জানব মো. শাহাদাত হোসেন। সীরাতুন্নবী অনুষ্ঠানের মূল আলোচক মাওলানা নূর মোহাম্মদ_ রাসুলুল্লাহ (সাঃ) মক্কা ও মদীনা জীবন সম্পর্কে হৃদয়গ্রাহী বক্তব্য দেন, বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অংশ শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ-নাত প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা; আরও ছিলো রাসুলুল্লাহ (সাঃ) সম্পর্কে রচনা ও কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালকবর্গ এবং শিক্ষকবৃন্দ।
ছাত্র-ছাত্রীদের শক্তিশালী বেসিক গঠনের লক্ষ্যে স্কুলের বিশেষ পরিকল্পনা ও প্রতিশ্রুতির অংশ হিসেবে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ক্লাস।
নতুন শিক্ষাক্রম হতে পাঠ গ্রহণ এবং সর্বোচ্চ সুফল আহরণের জন্য ছাত্রছাত্রীদের উপযুক্ত করে তোলা পর্যন্ত পরিকল্পিতভাবে এই ক্লাসসমূহ চলমান রাখতে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং পরিচালনা পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ।
আলহামদুলিল্লাহ!
আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার এখন বিপদ মুক্ত আছি!
আইটিতে ক্যারিয়ার গড়তে চান? ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে আয় করুন? ৪০% ছাড়ে🔸ফ্রিল্যান্সিং 🔸কম্পিউটার ট্রেনিং🔸স্পোকেন ইংলিশ কোর্স-এ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্টে ভর্তি চলছে।
তথ্য প্রযুক্তির এই যুগে বেকার থেকে হতাশায় না ভুগে পড়ালিখা বা চাকুরীর পাশাপাশি প্রশিক্ষন নিয়ে স্কীল ডেভেলপমেন্ট করে ঘরেবসে অনলাইনে আয় করুন বা চাকুরীর জন্য নিজেকে তৈরী করুন।
আপনার কাছে যদি একটি কম্পিউটার বা স্মার্ট ফোন থাকে তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে অযথা সময় নষ্ট না করে পড়ালিখা বা চকুরীর পাশাপাশি দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং করে আপনিও করতে পারেন অনলাইনে ইনকাম ,হতে পারেন স্বাবলম্বী!
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে সুনামের সাথে প্রশিক্ষন দিয়ে আসছে,আমরা ইতিমধ্যে প্রায় ১৫ হাজারের বেশি শিক্ষার্থীদের প্রশিক্ষন দিতে সক্ষম হয়েছি,যারা দেশীয় ও আন্তর্জাতি বিভিন্ন কেম্পানীতে চাকুীর করছেন ও ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হয়েছেন।
আমরা একজন শিক্ষার্থীকে শুন্য থেকে দক্ষ করে তুলে আইটিতে চাকুরী করার উপযোগী করে ও অনলাইনে ইনকাম করার যোগ্য হিসেবে গড়ে তুলে থাকি,তাই আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষন অবস্থায় অনলাইনে ইনকাম করে স্বালম্বী হয়ে উঠেন।
টুইনসফ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ইনস্টিটিউট(কোডঃ৬৯০৭৪)
দক্ষ প্রশিক্ষক,কোয়ালিটি প্রশিক্ষন,মনোরম পরিবেশ
,স্মার্ট কম্পিউটার ল্যাব সহ আপডেট মডিউলে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষন নিতে আপনার ভর্তি নিশ্চিত করুন।
অনুমোদনহীন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অর্থ ও সময় নষ্ঠ না করে বেছে নিন কোয়ালিটি প্রতিষ্ঠান।🙏🙏আমাদের ক্যাম্পাস ভিজিট করে শিক্ষার্থীদের ফিডব্যাক যাচাই করেই ভর্তির সিদ্ধান্ত নিন!
▶ শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং আয়ের সফল্যের গল্প শুনুনঃ https://shorturl.at/fisOX
▶ টুইনসফ্টের শিক্ষার্থীদের কাজের কোয়ালিটি দেখুন https://shorturl.at/USONz
▶ টুইনসফ্টের শিক্ষার্থীদর আয়ের রিভিউ দেখুনঃ
https://shorturl.at/7r2eZ
▶ টুইনসফ্টের শিক্ষার্থীদর ফ্রিল্যান্সিং সফলতা দেখুন।
https://shorturl.at/ZhHU7
🔰🔰আমদের পরিচালিত কোর্স সমুহঃ
✅ কম্পিউটার অফিস প্রোগ্রাম কোর্স
✅ এডভান্স গ্রাফিক ও UI ডিজাইন,ফ্রিল্যান্সিং
✅ ওয়েব ডিজাইন,ওয়ার্ডপ্রেস,শপিফাই ও ফ্রিল্যান্সিং
✅ ডিজিটাল মার্কেটিং,এসইও উইথ ফ্রিল্যান্সিং
✅ ভিডিও এডিটিং,এ্যানিমেশন উইথ ফ্রিল্যান্সিং
✅ এডভান্স ডাটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং
✅ ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি লারাভেল
✅ Python & Django Programing
✅ WordPress, Shopify With Freelancing
✅ অটেক্যাড(2D&3D), 3D Studio Max
✅ স্পোকেন ইংলিশ মাস্টার কোর্স
✅ কিড্স ইংলিশ ও কিড্স কম্পিউটার কোর্স
✅ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফর ডিপ্লোমা স্টুডেন্ট।
✅ Networking(Mikrotik,Linux,CCNA,ITSupport)
✍️✍️কারা ক্লাস নিবেন-
ফ্রিল্যান্সিং ও আইটি ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ও সেরা মেন্টরবৃন্দ যারা স্ব স্ব ডিপার্টমেন্টে পড়াশোনা করা ইঞ্জিনিয়ার,যাদের রয়েছে দীর্ঘ ১৫ বছরে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে ও প্রশিক্ষন প্রদানের অভিজ্ঞতা! যাদের প্রশিক্ষনেই তৈরী হয়েছে অসখ্য আইটি এক্সপার্ট ও সফল ফ্রিল্যান্সার!
✍️✍️✍️কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
♀️ কোর্স শেষ কারিগরি(BTEB)শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।
♀️ ২০০৯ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।
♀️ কারিগরি বোর্ডের কারিকুলাম ও CBT সিস্টেম অনুযায়ী প্রশিক্ষন প্রদান।
♀️ অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
♀️ স্মার্ট কম্পিউটার ল্যাবে প্র্যাক্টিসের সুবিধা
♀️ ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
♀️ পুরো ক্যাম্পাস রয়েছে নিরবিচ্ছিন্য বিদ্যুৎ সংযোগ
♀️ প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
♀️ আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
♀️ অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ |
♀️ কোর্স শেষে ইন্টার্নশিপ করার সুযোগ।
♀️ জবপ্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে জবের সুযোগ
🏠ঠিকানাঃ ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী,বিস্তারিতঃ📱01856484954 বা 01817711619 🌐 www.twoinsoft.com
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য জব ফেয়ার!!
আজ সকাল ৯টা থেকে ফেনী সরকারী কম্পিউটার ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তি মুলক সপ্তাহ উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেখানে আইটি ইন্ডাস্ট্রির ভিবিন্ন প্রতিষ্ঠান গুলো বিভিন্ন জবের জন্য সিভি গ্রহন করবেন,এবং উপস্থিত ইন্টারভিউ সেশনের মাধ্যমে জয়েনিং লেটার দিয়ে জব নিশ্চিত করবেন।
তাই যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন,চাকুরী খুজছেন এমন ক্যানডিডেটদের জন্য সুবর্ণ সুযোগ।
আর এই ফেয়ারে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট টেকনোলজি এর স্টল।
🔰🔰জব ফেয়ারে টুইনসফ্ট যে বিষয় গুলোতে সিভি গ্রহন করবে-
০১.ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
০২.এ্যাপ ডেভেলপমেন্ট
০৩.গ্রাফিক এন্ড ইউ/আই ডিজাইন
০৪.ইউ এক্স এন্ড ইউ/আই ডিজাইন
০৫.মাইক্রোটিক,লিনাক্স,সিসি এনএ
০৬.সাইবার সিকিউরিটি এক্সপার্ট
০৭.ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক
০৮.মার্ন স্ট্যাক ডেভেলপমপন্ট
০৯.IELTD
উপরোক্ত বিষয় গুলোতে আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার সিভি নিয়ে চলে আসুন আমাদের স্টলে।আর ইম্টারভিউ এর মাধ্যমে নিশ্চিত করুন আপনার কাংখিত জব।
এছাড়ও টুইনসফ্টের স্টলে এসে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ যে কোন কোর্সে স্পট এডমিশন নিয়ে ভর্তি হলেই থাকছে ৭০% ছাড়!
জব ফেয়ার স্থান-
ফেনী সরকারী কম্পিউটার ইনস্টিটিউট
একাডেমিক ভরন,রুম ১০১
টুইনসফ্টের স্টল নং-০২
সমায়- সকাল ৯টায় থেকে ২টা।
বিস্তারিত -০১৮১৭৭১১৬১৯
Www.twoinsoft.com
How to Facebook Ads Campaign Using Business Manager
Mentor Sm Sumon
Twoinsoft Training
ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার প্রবল আগ্রহ নিয়ে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এদক্ষতা অর্জনের দৃৃঢ় প্রত্যয় নিয়ে এস.এস.সি/দাখিল ফলপ্রার্থীদের নিয়ে টুইনসফ্ট ক্যাম্পাসে স্বগৌরবে শুরু হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্টে ডিজিটাল মার্কেটিং এর আরো ১টি নতুন ব্যাচ!
নতুন শিক্ষার্থী জন্য শুভকামনা রইলো।নতুনদের পদচারনায় মুখরিত হবে টুইনসফ্ট ক্যাম্পাস!
কোয়ালিটি ট্রেনিং,প্রপার গাইডলাইন,আপডেট মডিউল এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান,মনোরম পরিবেশ,
স্মার্ট ল্যাব,দক্ষ প্রশিক্ষকের সঠিক প্রশিক্ষন ও সাপোর্ট পেলে সবার তালিকায় টুইনসফ্ট থাকবেই।
ভর্তি হলেই পাচ্ছেন ৫০% ছাড় !সাথে অর্জন করুন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।ভর্তির সাথেই থাকছে একটি টি-শার্ট গিফ্ট
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে সুনামের সাথে ফেনীতে প্রশিক্ষন দিয়ে আসছে।আমরা একজন শিক্ষার্থীকে শুন্য থেকে দক্ষ করে তুলে আই'টি তে কাজ/চাকুরী করার উপযোগী এবং অনলাইনে ইনকাম করার যোগ্য হিসেবে গড়ে তুলে থাকি,তাই আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষন অবস্থায় দক্ষ আইটি এক্সপার্ট ও অনলাইনে ইনকাম করে স্বালম্বী হয়ে উঠেন।
▶আমাদের শিক্ষার্থীদের অনলাইনে আয়ের গল্প শুনুন
👉 https://cutt.ly/uR7nMgW
▶টুইনসফ্টের শিক্ষার্থীদর আয়ের ফিডব্যাক দেখুনঃ
👉 https://cutt.ly/YC018a8
▶আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল মেইন ফেজবুক পেইজ
👉Facebook.com/twoinsoft
✍️✍️✍️কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
♀️কোর্স শেষ শেষে কারিগরি(BTEB)শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।
♀️২০০৯ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।
♀️অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
♀️আধুনিক,স্মার্ট কম্পিউটার ল্যাবে প্র্যাক্টিক্সের সুবিধা
♀️ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
♀️প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
♀️আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
♀️অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ |
🏠ঠিকানাঃ ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী,বিস্তারিতঃ📱01856484954 বা 01817711619
সঠিক প্রশিক্ষন নিতে কোয়ালিটি প্রতিষ্ঠান খুজছেন?
SSC/দাখিল পরীক্ষার উপলক্ষে ৫০% ছাড়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট🔹কম্পিউটার ট্রেনিং 🔹ফ্রিল্যান্সিং🔹স্পোকেন ইংলিশ কোর্সে চলছে ভর্তি উৎসব!
কোর্সের সাথে থাকছে দক্ষ ফ্রিল্যান্সারদের তত্ত্বাবধানে ফ্রিল্যান্সিং বিষয়ক সঠিক প্রশিক্ষন ও গাইডলাইন নিয়ে ঘরেবসেই অনলাইনে আয় করে স্বাবলমবী হয়ে স্মার্ট ক্যারিয়ার গড়ার বিশেষ প্রশিক্ষন।
⚜️অফারটি পাবে শুধু ১০০জন শিক্ষার্থী,আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে।
⚜️ভর্তি-ইচ্ছুক যে কেউ ৫০% ছাড়ের অফারটি পাবেন।
⚜️ ভর্তি হলেই থাকছে আকর্ষণীয় একটি গিফ্ট।
⚜️ভর্তি হলে থাকছে ১বছরের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবে ফ্রি ক্লাস করার সদস্যপদ অর্জনের সুযোগ!
⚜️প্রতিদিন সকাল ১০টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত ভর্তি চলবে।
⚜️২০২৪ সালের HSC পরীক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ৮ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর শিক্ষার্থীরা ভর্তি হয়ে পরে ক্লাস করার সুযোগ থাকবে।
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে সুনামের সাথে ফেনীতে প্রশিক্ষন দিয়ে আসছে।আমরা একজন শিক্ষার্থীকে শুন্য থেকে দক্ষ করে তুলে আইটিতে চাকুরী করার উপযোগী এবং অনলাইনে ইনকাম করার যোগ্য হিসেবে গড়ে তুলে থাকি,তাই আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষন অবস্থায় অনলাইনে ইনকাম করে স্বালম্বী হয়ে উঠেন।
দক্ষ প্রশিক্ষক,কোয়ালিটি প্রশিক্ষন,মনোরম পরিবেশ, স্মার্ট ল্যাবসহ আপডেট মডিউলে প্রশিক্ষন নিতে আজি ভর্তি নিশ্চিত করুন।
টুইনসফ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট(কোডঃ ৬৯ ০৭৪)।
🙏🙏🙏আমাদের ক্যাম্পাস ভিজিট করে শিক্ষার্থীদের ফিডব্যাক যাচাই করেই ভর্তির সিদ্ধান্ত নিন!
▶আমাদের শিক্ষার্থীদের অনলাইনে আয়ের গল্প শুনুন
https://shorturl.at/fisOX
▶টুইনসফ্টের শিক্ষার্থীদর আয়ের ফিডব্যাক দেখুনঃ
https://cutt.ly/YC018a8
🔰🔰আমদের পরিচালিত কোর্স সমুহঃ
✅ কম্পিউটার অফিস প্রোগ্রাম
✅ স্পোকেন ইংলিশ কোর্স ও কিড্স ইংলিশ
✅ এডভান্স গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং
✅ ওয়েব ডিজাইন,ওয়ার্ডপ্রেস উইথ ফ্রিল্যান্সিং
✅ ডিজিটাল মার্কেটিং,এসইও উইথ ফ্রিল্যান্সিং
✅ ভিডিও এডিটিং,এ্যানিমেশন উইথ ফ্রিল্যান্সিং
✅ এডভান্স ডাটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং
✅ ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি লারাভেল
✅ Python & Django, MERN Stack Development
✅ অটেক্যাড(2D&3D),3DMax,ETABS,Estimation
✅Networking(Mikrotik,Linux,CCNA,IT Support)
✅ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফর ডিপ্লোমা স্টুডেন্ট।
✍️✍️✍️কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
♀️ কোর্স শেষ শেষে কারিগরি(BTEB)শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।
♀️ ২০০৯ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।
♀️ কারিগরি বোর্ডের কারিকুলাম ও CBT সিস্টেম অনুযায়ী প্রশিক্ষন প্রদান।
♀️ অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
♀️ স্মার্ট কম্পিউটার ল্যাবে প্র্যাক্টিক্সের সুবিধা
♀️ ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
♀️ প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
♀️ আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
♀️ অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ |
🏠ঠিকানাঃ ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী,বিস্তারিতঃ📱01856484954 বা 01817711619 🌐 www.twoinsoft.com
টুইনসফ্ট এর সাফল্যের ১৬ বৎসর পদার্পনে ৬০% ছাড়ে ডিজিটাল মার্কেটিং,ফ্রিল্যান্সিং এ চলছ ভর্তি উৎসব!!ভর্তির সাথেই থাকছে সর্বমোট ৩ লক্ষ টাকার পুরস্কার!
মাত্র ৫০ জন ভর্তি ইচ্ছুক পাচ্ছে সুযোগটি। কয়েকটি আসন ফাঁকা আছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে।🥰
শুধু মাত্র একটি স্মার্ট ফোন থাকলেই আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করে ঘরেবসেই অনলাইনে আয় শুরু করতে পারবেন।
প্রযুক্তি নির্ভর বিশ্বে ডিজিটাল মার্কেটিং একটি ব্যাপক চাহিদা সম্পন্ন সেক্টর।চাকুরী,ব্যাবসা,সাংসারিক কাজ, পড়ালিখার পাশাপাশি একদম বেসিক থেকে এডভান্স লেভেলে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রীল্যান্সিং করতে ক্যারিয়ার গড়তে চাইলে যোগ দিন আমাদের নতুন ব্যাচ
-এ
ব্যবসায়ীক প্রচারনা,পড়ালিখা বা চাকুরীর পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হয়ে উঠুন,সাথে আর্থিক ভাবে হয়ে উঠুন স্বাবলম্বী।
বর্তমানে খুব কম সময়ে সহজের মধ্যে ফ্রিল্যান্সিং করে অনলাইন ও লোকাল মার্কেটপ্লেসে আয় করা যায় এমন স্কীলের মধ্যে জনপ্রিয় কোর্স হলো ডিজিটাল মার্কেটিং।
✍️✍️কি কি থাকছে এই কোর্সে
⚜️ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি ⚜️সোস্যাল মিডিয়া মার্কেটিং(পেইজবুক,টুইটার,লিংকডিন,ইনস্ট্রাগ্রাম,পিন্টারেস্ট)।⚜️গুগল এ্যাড্স⚜️গুগল এডসেন্স⚜️SEM
⚜️ভিডিও মার্কেটিং⚜️Domain Research⚜️
WordPress Customization⚜️ Advance Keyword Research ⚜SEO(On-Page SEO & Off-Page SEO)⚜️ Google Analytics ⚜️Google Search Console⚜️Lead Generation ⚜️Freelancing Marketplace!
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে সুনাম এর সাথে আই'টি ও কম্পিউটার,
ফ্রিল্যান্সিং এবং ইংলিশ স্পোকেন কোর্স প্রদান করে আসছে।আমরা একজন শিক্ষার্থীকে শুন্য থেকে দক্ষতা সম্পন্য করে তুলে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলে ইনকাম করার উপযোগী হিসেবে গড়ে তুলি।তাই আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষন অবস্থায় ইনকাম শুরু করে থাকে।
▶আমাদের শিক্ষার্থীদের অনলাইনে আয়ের গল্প শুনুন
👉https://shorturl.at/fisOX
▶টুইনসফ্টের শিক্ষার্থীদের কাজের কোয়ালিটি দেখুনঃ
👉 https://cutt.ly/CC02fAx
▶টুইনসফ্টের শিক্ষার্থীদর আয়ের ফিডব্যাক দেখুনঃ
👉https://cutt.ly/YC018a8
▶শিক্ষার্থীদের মুখেই শুনুন ফ্রিল্যান্সি সফলতার গল্পঃ
👉 https://cutt.ly/cNcBoNN
টুইনসফ্ট ট্রেনিং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত ইনস্টিটিউট(প্রতিষ্টান কোডঃ ৬৯০৭৪)।
✍️✍️আপনি কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
♀️কোর্স শেষে কারিগরি(BTEB)শিক্ষাবোর্ড প্রদত্ত্ব সরকারী সার্টিফিকেট প্রদান।
♀️২০০৯ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।
♀️অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
♀️আধুনিক পরিবেশে স্মার্ট কম্পিউটার ল্যাব।
♀️ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
♀️প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
♀️আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
♀️অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ |
🏠আমাদের অফিস-
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী।01856484954,01817711619
How to Create Upwork Project On Digital marketing
Digital Marketing Batch 378
Mentor- Engineer SM Ibrahim Sumon
টুইনসফট এর সকল শিক্ষার্থীরা মাতবে রঙ্গীন উৎসবে,
সাজবে মনের মাধুরী মিশিয়ে,নিজ হাতে তৈরী করবে অসাধারন সব বাহারী পিঠা।
সাথে থাকছে সেল্ফী স্ট্যান্ডে সেল্ফী বাজি করা,ফটো সেশন,কালচারাল প্রোগ্রাম সহ নানা আয়োজন।
বাঙ্গালীয়ানায় সাজবো সাজ,পিঠা উৎসবে মাতবো আজ!
টুইনসফ্টের সাফল্যের ১৬ বছর পদার্পনে আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকাল ৯.৩০ থেকে বিকাল ১টা পর্যন্ত দিন ব্যাপি টুইনসফ্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে "পিঠা উৎসব"
দিন ব্যাপি এই আয়োজনে টুইনসফ্টের সকল সাবেক,
বর্তমান শিক্ষার্থী ও শুভাকাংখীদের উস্থিতি একান্ত কামনা করছি।
বাঙ্গালীয়ানায় সাজবো সাজ,পিঠা উৎসবে মাতবো আজ!পিঠা হলো বাঙালিদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম একটি।পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য।সেই ঐতিহ্য কে ধরে রাখার প্রচেষ্টায় টুইনসফ্ট এর ১৬ বছর পদার্পনে পূর্তিতে টুইনসফ্ট টেকনোলজীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুইনসফ্ট ক্যাম্পাসে দিন ব্যাপি পিঠা উৎসব।
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে কম্পিউটার,ইংলিশ,আই'টি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষনে দক্ষ মানব শক্তি তৈরীর পাশা পাশি শিক্ষার্থীদের মেধা,মনন বিকাশে বিভিন্ন সাংস্কৃতি ও উৎসবের আয়োজন করে আসছে।গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের অন্যতম উৎসব হলো পিঠা উৎসব,
এই উৎসবের মাধ্যমে আমরা লালন করি আমাদের বাঙ্গালীয়ানা।তাই আসছে আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকাল ৯.৩০ থেকে বিকাল ১টা পুরোদিন চলবে প্রানের উৎসব,
🏠কোথায় আসবেন/আমাদের অফিসঃ
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী📱0185648495
চলছে পিঠা উৎসবের প্রস্তুতি😍😍
টুইনসফ্টের সাফল্যের ১৬ বছর পদার্পনে আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকাল ৯.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত দিন ব্যাপি টুইনসফ্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে "পিঠা উৎসব"
দিন ব্যাপি এই আয়োজনে টুইনসফ্টের সকল সাবেক,
বর্তমান শিক্ষার্থী ও শুভাকাংখীদের উস্থিতি একান্ত কামনা করছি।
বাঙ্গালীয়ানায় সাজবো সাজ,পিঠা উৎসবে মাতবো আজ!পিঠা হলো বাঙালিদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম একটি।পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য।সেই ঐতিহ্য কে ধরে রাখার প্রচেষ্টায় টুইনসফ্ট এর ১৬ বছর পদার্পনে পূর্তিতে টুইনসফ্ট টেকনোলজীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুইনসফ্ট ক্যাম্পাসে দিন ব্যাপি পিঠা উৎসব।
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে কম্পিউটার,ইংলিশ,আই'টি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষনে দক্ষ মানব শক্তি তৈরীর পাশা পাশি শিক্ষার্থীদের মেধা,মনন বিকাশে বিভিন্ন সাংস্কৃতি ও উৎসবের আয়োজন করে আসছে।গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের অন্যতম উৎসব হলো পিঠা উৎসব,
এই উৎসবের মাধ্যমে আমরা লালন করি আমাদের বাঙ্গালীয়ানা।তাই আসছে ৩ মার্চ পুরোদিন চলবে প্রানের উৎসব,
টুইনসফট এর সকল শিক্ষার্থীরা মাতবে রঙ্গীন উৎসবে,
সাজবে মনের মাধুরী মিশিয়ে,নিজ হাতে তৈরী করবে অসাধারন সব বাহারী পিঠা।
সাথে থাকছে সেল্ফী স্ট্যান্ডে সেল্ফী বাজি করা,ফটো সেশন,কালচারাল প্রোগ্রাম সহ নানা আয়োজন।
🏠কোথায় আসবেন/আমাদের অফিসঃ
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী📱0185648495
Digital Marketing Live Class
Mentor-Sm Ebrahim
ফেনীর অন্যতম অনলাইন নিউজ পোর্টাল Feni24news.com এর জন্য কিছু সংখ্যক সংবাদ কর্মী নিয়োগ দেয়া হবে!
আগ্রহী প্রার্থীদের 01817711619 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে!
সম্পাদক-
এস.এম ইব্রাহীম সুমন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Feni
3900
UP Complex Market, Sharshadi. Feni
Feni, 3902
MetaByte is a leading Internet and Data-Connectivity Service Provider in Feni Bangladesh.
Feni, 3900
সকল উদ্যোক্তাদের সপ্ন পূরণে বদ্ধপরিকর �আইটি সংক্রান্ত সকল সেবার জন্য আছি সবসময়
Qatar Super Market, Olamabazar, Sonagazi
Feni, 3930
It's an IT training center.
Shanti Company Road
Feni, 3900
XENON Pico Tech is an IT based Brand to ease and bring financial solvency to those who wants to work in Technology sector. We aim to build a prosperous life for you and make it an ...
Feni
Feni
Greetings, COPENART Here , We are passionate designer/developer/marketer. we are serving our clients
Razina Manzil, Sharkari Shishu Poribar, Chhagalnaiya
Feni
Barnamala Institute Of IT is a skill-based training institute. We have lots of skill training course