Halal Bazar - হালাল বাজার
একটি অর্গানিক খাবারের অনলাইন শপ।
সাত হাজার চাষি দুই হাজার মৌ খামারে বছরে চার থেকে সাড়ে চার হাজার টন মধুর জোগান দিচ্ছেন..
তথ্য সুত্রঃ প্রতিদিন সংবাদ।
পাবনা ও সাতক্ষীরা থেকে সংগৃহীত খাঁটি ঘি।
কাঠের ঘানীতে ভাঙানো ১ম চাপের দেশি শরিষার তৈল। মূল্য প্রতি কেজি ২৬০ টাকা মাত্র।
হালাল বাজারের খাঁটি ঘি পাবেন নিয়মিত।
দাম : ১৪০০ টাকা (প্রতি কেজি)
যোগাযোগ : 01911647218
অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই ধারাবাহিকতায় এ বছর ২ হাজার গরিব মানুষকে টেকসই ও নান্দনিক রিকশা প্রদান করা হবে ইন-শা-আল্লাহ।
আমরা মনে করি, সমাজের মানুষের অবস্থা ইমাম-খতীবরা বেশ ভালো জানেন। এজন্য আমরা ইমাম-খতীবদের প্রস্তাবের আলোকে (ফাউন্ডেশনের নিজস্ব লোকবল কর্তৃক) যাচাই-পূর্বক প্রত্যেক জেলায় সর্বনিম্ন ২০ জন গ্রহীতা নির্বাচন করব।
🟩 স্মর্তব্য:
✅ একজন খতীব সর্বোচ্চ দুজনের নাম প্রস্তাব করতে পারবেন। (দুজনের জন্য প্রস্তাব করতে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে।)
✅ ফরম পূরণ মানেই রিকশা প্রদান চূড়ান্ত নয়। প্রস্তাবের আলোকে যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করা হবে।
✅ প্রস্তাবিত উপকারভোগী চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রস্তাবকারী খতীব উপকারভোগীকে নিজ দায়িত্বে ১ মাস দীনিয়াত শেখাবেন।
🟩 প্রস্তাবের বিষয়ে লক্ষ রাখবেন:
✅ গ্রহীতাকে অবশ্যই যাকাতের হকদার হতে হবে।
✅ পেশাগতভাবে রিকশা-চালক হতে হবে। অন্য পেশার কারো জন্য এই প্রকল্পে আবেদন করা যাবে না।
✅ নিজ মালিকানাধীন রিকশা আছে, এমন কারো জন্য আবেদন করা যাবে না।
আপনি যদি একজন ইমাম বা খতীব হন এবং আপনার এলাকার কোনো রিকশা-চালকের জন্য একটা রিকশা একান্ত প্রয়োজন বোধ করেন, তাহলে এই ফরমটি পূরণ করতে পারেন। আবেদন করতে ক্লিক করুন: https://forms.gle/n4ZsFf9STFLPrURa7
(উল্লেখ্য, স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ ১ হাজার ৭৭জন কর্মক্ষম গরিব মানুষকে উপার্জন-উপকরণ যেমন: রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মুদিমাল, গরু-ছাগল ইত্যাদি প্রদান করা হয়েছে। এছাড়া ১০২ জন অসহায় নারীকে ব্লক-বাটিক প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দেওয়া হয়েছে।)
চাঁদপুরের তাজা রুপালী ইলিশ পেতে অর্ডার করুন।
দাম : ১২০০ টাকা (কেজি), সাইজ -১ কেজি।
যোগাযোগ : 01911647218
প্রিমিয়াম কোয়ালিটি আজওয়া।
খুচরা ও পাইকারির জন্য অর্ডার 01911647218 (Imo & whatsApp)
মাবরুম প্রিমিয়াম ৫ কেজি ইন্ট্যাক্ট বক্স।
যোগাযোগ : 01911647218 (What's App & Imo)
সরিষার তেল না খেয়ে যে উপকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন.......!!
সরিষার তেলের যেমন সুবাস, তেমনি এর শারীরিক উপকারিতার বিষয়টিকেও উপেক্ষা করা সম্ভব নয়। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে নিয়মিত তেলটি ব্যবহার করে রান্না করা খাবার খেলে শরীরের একাধিক উপকার হয়। বাড়ে সাথে আয়ুও!
🌸সরিষার তেল খাওয়া শুরু করলে হার্টের কোনও ক্ষতি তো হয়ই না, বরং কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে তলানিতে এসে ঠেকে। প্রসঙ্গত, ২০০৪ সালে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে সরিষার তেলে উপস্থিত মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।
🌸সরিষার তেলে উপস্থিত গ্লকোসুনোলেট এবং মিরোসিনেস নামে দুটি উপাদান শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিন এই তেলটি খেলে এমন ধরনের মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যে অনেকাংশেই হ্রাস পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
🌸একাধিক গবেষণায় একথা প্রামাণিত হয়েছে যে শ্বাসকষ্ট সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা কমাতে সরিষার তেলের কোনও বিকল্প হয় না বললেই চলে।
🌸সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটি খনিজ সরিষার তেলে খুব বেশি পরিমাণ থাকে, যা আর্থ্রাইটিসের প্রদাহ কমানোর পাশাপাশি এই রোগের প্রকোপ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
🌸সরিষার তেলে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে আমাদের একাধিক রোগের খপ্পর থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
🌸সরিষার তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারে কমে যায়। প্রসঙ্গত, সরিষার তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমাগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়।
🌸ডায়াটারি ফাইবার হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি নানাবিধ পেটের রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা নেয় সরিষার তেল। আসলে এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা পেটের স্বাস্থ্য ভাল রাখতে দারুন কাজে আসে। তাই পেটের রোগ থেকে যদি দূরে থাকতে চান তো কখনও সরিষার তেলের সঙ্গে বন্ধুত্ব ভাঙবেন না।
🌸সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে সরিষার তেলে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এজেন্ট দেহের ভেতরে জীবাণুদের প্রবেশ করতে দেয় না। আর যদি কোনো ক্ষতিকর এজেন্ট প্রবেশ করেও যায়, তাকে মেরে ফেলে। ফলে কোনও ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। প্রসঙ্গত, কোলন এবং ইন্টেস্টাইনে যাতে কোনোভাবে ইনফেকশন না হয়, সরিষার তেল সেদিকেও খেয়াল রাখে।
🌸ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে সরিষার তেলে রয়েছে কপার, আয়রণ, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম। এই খনিজগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
🌸সরিষার তেলের অন্য উপকারিতা পেশীর যে কোনো ধরনের যন্ত্রণা কমানোর পাশাপাশি ঠাণ্ডা লাগা, পিঠে ব্যথা, এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সরিষার তেলের কোনো বিকল্প হয় না বললেই চলে।
তাই এসকল উপকার থেকে বঞ্চিত না হয়ে আজ থেকেই নিয়মিত সেবন করুন খাঁটি সরিষার তেল।
খুচরা মূল্যঃ প্রতি লিটার ২৭০ টাকা মাত্র।
অর্ডার করতে ইনবক্সে অথবা যোগাযোগ করতে পারেন এখানে +880 1911-647218 (What's App & Imo)
এই সিজনের শরিষা ফুলের ফ্রেশ মধু ও শরিষার তৈল পেয়ে যাবেন Halal Bazar - হালাল বাজার পেইজ থেকে।
যোগাযোগ : 01911647218
খাঁটি মধু পেতে অর্ডার করুন।
01911-647218
আজ সাঁড়ে তিন কেজি মধুর অর্ডার ছিলো সফল ভাবে কাষ্টমারের কাছে পৌঁছাতে পেরেছি।
আলহামদুলিল্লাহ।😌😌😌
আমাদের হানিনাটের উপাদানসমূহ:
১.মধু
২.কালোজিরা
৩.পেস্তাবাদাম
৪.কাজুবাদাম
৫.কাঠবাদাম
৬.চীনা বাদাম
৭.আখরোট
৮. সাদা খুরমা
৯. আলু বোখারা
১০.রেড এপ্রিকোট,
১১. চিনা বাদাম রোস্টেট
১২.কালো কিছমিছ,
১৩.গোল্ডেন কিছমিছ,
১৪. আফগানি কিসমিস
১৫. আখরোট রোস্টেট
১৬. সাদা তিল
১৭. কুমড়ার বিচি
১৮.তরমুজ বিজ,
১৯. সূর্যমুখী বিজ,
২০. নারিকেল চিড়া,
২১. কিইউ ফল,
২২. গ্রীণ ইভ ম্যাংগো,
২৩. ইউলো ম্যাংগো,
২৪. শাকুরা প্লাম,
২৫. ড্রাই আনারস
২৬. ড্রাই পেপে,
২৭. ড্রাই গাজর,
২৮. ঘি
২৯. সরিষার তৈল
৩০. ফজলি আমের মিষ্টি আমসত্ব
৩১. সিয়াসিড
৩২. তীন ফল
৩৩. আজওয়া খেজুর
৩৪. কাজু রোস্টেট
৩৫. কাঠ রোস্টেট
৩৬. পেস্তাবাদাম রোস্টেট
প্রতি কেজি মূল্য : ১১০০ টাকা
হাফ কেজি ৬০০ টাকা।
২৫০ গ্রাম ৩০০ টাকা।
অর্ডার করতে যোগাযোগ +880 1911-647218
আমাদের হানিনাটের উপাদানসমূহ:
১.মধু
২.কালোজিরা
৩.পেস্তাবাদাম
৪.কাজুবাদাম
৫.কাঠবাদাম
৬.চীনা বাদাম
৭.আখরোট
৮. সাদা খুরমা
৯. আলু বোখারা
১০.রেড এপ্রিকোট,
১১. চিনা বাদাম রোস্টেট
১২.কালো কিছমিছ,
১৩.গোল্ডেন কিছমিছ,
১৪. আফগানি কিসমিস
১৫. আখরোট রোস্টেট
১৬. সাদা তিল
১৭. কুমড়ার বিচি
১৮.তরমুজ বিজ,
১৯. সূর্যমুখী বিজ,
২০. নারিকেল চিড়া,
২১. কিইউ ফল,
২২. গ্রীণ ইভ ম্যাংগো,
২৩. ইউলো ম্যাংগো,
২৪. শাকুরা প্লাম,
২৫. ড্রাই আনারস
২৬. ড্রাই পেপে,
২৭. ড্রাই গাজর,
২৮. ঘি
২৯. সরিষার তৈল
৩০. ফজলি আমের মিষ্টি আমসত্ব
৩১. সিয়াসিড
৩২. তীন ফল
৩৩. আজওয়া খেজুর
৩৪. কাজু রোস্টেট
৩৫. কাঠ রোস্টেট
৩৬. পেস্তাবাদাম রোস্টেট
প্রতি কেজি মূল্য : ১২০০ টাকা
Halal Bazar - হালাল বাজার এ আজ থেকে পাবেন শতভাগ খাঁটি খেজুরের গুড।
আজই অর্ডার করুন।
যোগাযোগ : +880 1911-647218 (imo)
শীগ্রহী পাবেন Halal Bazar - হালাল বাজার পেইজে।
প্রি অর্ডার করতে যোগাযোগ করুন।
সরিষার তেল না খেয়ে যে উপকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন.......!!
সরিষার তেলের যেমন সুবাস, তেমনি এর শারীরিক উপকারিতার বিষয়টিকেও উপেক্ষা করা সম্ভব নয়। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে নিয়মিত তেলটি ব্যবহার করে রান্না করা খাবার খেলে শরীরের একাধিক উপকার হয়। বাড়ে সাথে আয়ুও!
🌸সরিষার তেল খাওয়া শুরু করলে হার্টের কোনও ক্ষতি তো হয়ই না, বরং কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে তলানিতে এসে ঠেকে। প্রসঙ্গত, ২০০৪ সালে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে সরিষার তেলে উপস্থিত মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।
🌸সরিষার তেলে উপস্থিত গ্লকোসুনোলেট এবং মিরোসিনেস নামে দুটি উপাদান শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিন এই তেলটি খেলে এমন ধরনের মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যে অনেকাংশেই হ্রাস পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
🌸একাধিক গবেষণায় একথা প্রামাণিত হয়েছে যে শ্বাসকষ্ট সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা কমাতে সরিষার তেলের কোনও বিকল্প হয় না বললেই চলে।
🌸সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটি খনিজ সরিষার তেলে খুব বেশি পরিমাণ থাকে, যা আর্থ্রাইটিসের প্রদাহ কমানোর পাশাপাশি এই রোগের প্রকোপ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
🌸সরিষার তেলে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে আমাদের একাধিক রোগের খপ্পর থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
🌸সরিষার তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারে কমে যায়। প্রসঙ্গত, সরিষার তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমাগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়।
🌸ডায়াটারি ফাইবার হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি নানাবিধ পেটের রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা নেয় সরিষার তেল। আসলে এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা পেটের স্বাস্থ্য ভাল রাখতে দারুন কাজে আসে। তাই পেটের রোগ থেকে যদি দূরে থাকতে চান তো কখনও সরিষার তেলের সঙ্গে বন্ধুত্ব ভাঙবেন না।
🌸সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে সরিষার তেলে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এজেন্ট দেহের ভেতরে জীবাণুদের প্রবেশ করতে দেয় না। আর যদি কোনো ক্ষতিকর এজেন্ট প্রবেশ করেও যায়, তাকে মেরে ফেলে। ফলে কোনও ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। প্রসঙ্গত, কোলন এবং ইন্টেস্টাইনে যাতে কোনোভাবে ইনফেকশন না হয়, সরিষার তেল সেদিকেও খেয়াল রাখে।
🌸ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে সরিষার তেলে রয়েছে কপার, আয়রণ, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম। এই খনিজগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
🌸সরিষার তেলের অন্য উপকারিতা পেশীর যে কোনো ধরনের যন্ত্রণা কমানোর পাশাপাশি ঠাণ্ডা লাগা, পিঠে ব্যথা, এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সরিষার তেলের কোনো বিকল্প হয় না বললেই চলে।
তাই এসকল উপকার থেকে বঞ্চিত না হয়ে আজ থেকেই নিয়মিত সেবন করুন খাঁটি সরিষার তেল।
খুচরা মূল্যঃ প্রতি লিটার ২৭০ টাকা মাত্র।
অর্ডার করতে ইনবক্সে অথবা যোগাযোগ করতে পারেন এখানে +880 1911-647218 (What's App & Imo)
আসসালামু আলাইকুম
মধুর বিশেষ কিছু উপকারিকা ===
★ মধু জীবনীশক্তি বৃদ্ধি করে
★ ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে;
★ রক্ত পরিশোধন করে;
★ শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে;
★ বাতের ব্যথা উপশম করে;
★ মাথা ব্যথা দূর করে;
★যৌনশক্তি বৃদ্ধি করে
★ শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে;
★ গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে;
★ শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না;
★ শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে;
★মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে উঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।
� অর্ডারের জন্য কল করুন: 01911647218
imo & WhatsApp
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Gandaria
1204
Gendaria Dhalkanagar Len
Gandaria, 1204
এটি একটি ভিন্ন ধরনের e commerce Page. যা অন্য সকল পেজ থেকে অনেক টাই ভিন্ন।
Gandaria
makeup lipstick eyeliner eyeshadow makeup brush set Foundation eyelash highlighter nail polish nail