IASL-Borobari Service Center-LCV
This page should help to all the concern of Ifad auto services Ltd stafs & Customers
রাস্তার রাজা অশোক লেল্যান্ড দোস্ত
Mitr bus
Phoenix
Happy customer❤️❤️❤️
Ifad Auto Services Limited Borobari service team
#বর্ষাকালীন #সার্ভিসিং #অফার
Little Customer❤️❤️❤️
Happy customer.
MEGA Service campaign -2022
গাড়িতে ব্যাটারি এর ব্যবহার সম্পর্কে সবারই ধারনা আছে। গাড়ি চালাতে গিয়ে ব্যাটারি নিয়ে বিড়ম্বনার পড়েননি এমন খুব কম মানুষই আছেন। দীর্ঘদিন ব্যাটারি বসে থাকলে ও ব্যবহার না হলে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং নিয়মিত কিভাবে এর মেইনটেন্যান্স করতে হয় তা আজ আমরা জানবো। আলোচনা করবো কিছু টিপস নিয়ে যেটার মাধ্যমে ব্যাটারি মেইনটেনেন্স ( Battery Maintanance) করা যায়।
১। অনেক সময় খেয়াল করে দেখবেন ব্যাটারি এর টার্মিনালে সাদা কিছু জমে থাকে যা H2SO4 বা সালফিউরিক এসিড জমে যাওয়ার কারণে এমন হয়। এমন হবার কারণে এটা এক ধরনের রেজিস্টেন্স হয়ে যায়। ব্যাটারি চার্জ করার সময় এবং স্টার্ট করার সময় কানেকশন ঠিকমতো পায় না। এজন্য এটাকে পরিষ্কার রাখতে হবে।
২। ব্যাটারি ফেইল ( Battery Fail) হবার একটি বড় কারণ হল গাড়ির লাইট জ্বালিয়ে রাখা এবং সাউন্ড সিস্টেম চালানো যখন কিনা গাড়ি বন্ধ থাকে। তাই উচিৎ হবে ইঞ্জিন বন্ধ অবস্থায় গাড়ির লাইট অফ করে রাখা।
৩। লুজ কেবল কানেকশন ( Loose Cable Connection) অনেক সময় ব্যাটারি ড্যামেজ (Battery Damage) হবার কারণ হতে পারে। তাই সর্বদা এটি নিশ্চিত করে নিতে হবে যে, কেবল কানেকশন ঠিক আছে কিনা।
৪। দীর্ঘ দিন গাড়ি না চললে ব্যাটারি চার্জ হতে পারে না, ফলে ব্যাটারি ড্যামেজ (Battery Damage) হয়ে যাবার সম্ভাবনা থাকে। এজন্য কিছু দিন পর পর গাড়ি কে ১০ মিনিট এর জন্য স্টার্ট করে রাখা ভাল। এতে করে গাড়ির ব্যাটারি ড্যামেজ হবার সম্ভাবনা কম থাকে।
৫। শর্ট ট্ট্রিপ (Short Trip) কিন্তু গাড়ির ব্যাটারির জন্য ভালো না। কেননা ব্যাটারি চার্জ হবার জন্য যে সময়টুকু প্রয়োজন ছোট ট্রিপে সেই সময়টুকু পাওয়া যায় না। এতে করে ব্যাটারি ড্যামেজ হয়ে যাবার সম্ভাবনা থাকে।
৬। ব্যাটারি চার্জিং রেট ঠিক আছে কিনা সেটি চেক করা দরকার এবং ব্যাটারির টার্মিনাল এবং কেস যদি ময়লা থাকে তাহলে তা পরিষ্কার করতে হবে।
৭। নিয়মিত অর্থাৎ প্রতি ২-৩ মাস পর পর ব্যাটারি এর ইলেক্ট্রোলাইট বা পানির লেভেল চেক করা। যদি দেখা যায় পানির লেভেল কমে গেছে তাহলে শুধুমাত্র ডিস্ট্রিল পানি ব্যবহার করা। আর যদি AGM (Absorbed Glass Matt) হয়ে থাকে তাহলে প্রয়োজন নেই। ব্যাটারির চার্জ পরীক্ষা করার জন্য নেগেটিভ এবং পজেটিভ লাইনে শর্ট দেওয়া যাবে না।
৮। ব্যাটারি সেল ভোল্টেজ নিয়মিত চেক করুন। এর জন্য ইফাদ অটো সার্ভিসেস লিঃ ওয়ার্কশপে গিয়ে চেক করতে পারেন। ব্যাটারি টেস্টে একটি ভাল ব্যাটারি ১৪.০০থেকে ১৩.৫০ ভোল্ট দেখিয়ে থাকে।
৯। ওয়েদার ( Weather) টি খুবই গুরুত্বপূর্ণ। অধিক গরম অথবা অধিক ঠাণ্ডা ব্যাটারি ড্যামেজ এর জন্য অনেক সময় দায়ী। তাই গাড়ি পার্কিং এর সময় চেষ্টা করতে হবে গাড়িটি যেন গরমের সময় ছায়া যুক্ত কোন স্থান এবং শীতের সময় সুইটেবল একটা স্থানে পার্কিং করানোর।
লীফ স্প্রিং এর অসমতার কারণে আপনার মূল্যবান গাড়িটির এক্সেল টিউবটি এভাবেই ফেটে যেতে পারে।
Customer Feedback
সময়মত হাব গ্রীজিং না করার ফলে আপনার মূল্যবান গাড়ির অবস্থা ও এমন হতে পারে। তাই নিয়মিত হাবস চেক করুন। বড়বাড়ি সার্ভিস সেন্টার সর্বদা আপনার সেবায় নিয়োজিত।
Customer Feedback
Dost,Dost+ Floor mate এখন সবসময় পাওয়া যাচ্ছে।
এই পেজে অশোক লেল্যান্ড ব্যান্ডের দোস্ত, দোস্ত প্লাস এবং পার্টনার মডেলের গাড়ি সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া হবে। এবং প্রকৃত লেপার্টস সম্পর্কে ধারণা দেওয়া হবে।
দোস্ত,দোস্ত প্লাস এবং পার্টনার গাড়ির এয়ার ফিল্টার বড়বাড়ি সার্ভিস সেন্টারে সবসময় পাওয়া যাচ্ছে।
হুইল রিম দোস্ত ও দোস্ত প্লাসের সবসময় পাওয়া যায় আমাদের এখানে😀😀😀😀
দোস্ত এবং পার্টনার গাড়ীর হেডলাইট এবং সিট কভার এখন পাওয়া যাচ্ছে বড়বাড়ি সার্ভিস সেন্টারে
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Gazipur
1704
Opening Hours
Monday | 09:30 - 18:00 |
Tuesday | 09:30 - 18:00 |
Wednesday | 09:30 - 18:00 |
Thursday | 09:30 - 18:00 |
Saturday | 09:30 - 18:00 |
Sunday | 09:30 - 18:00 |