Bangla Wash বাংলাওয়াশ
♥♥হারলেও বাংলদেশ জিতলেও বাংলাদেশ♥♥ https://www.youtube.com/c/bplt20-live-cricket
ময়মনসিংহ 😊
পুলিশত নয় যেন ডাকাত- Bangladesh Polish
পুলিশত নয় যেন ডাকাত- Bangladesh Polish
Street Food Malaysia - Fried stricky Rice - street food
Street food Malaysia - Fried stricky Rice - street food. Many more people eaten Street food Malaysia - Fried stricky Rice - street food in Malaysia. Street f...
Timeline Photos
★★ ব্রেকিং নিউজ ★★★
ম্যাশের ছক্কাতে সিরিজের ১ম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
*** স্কোর বোর্ড ***..
১১মাসের ১১তারিখে ১১খেলোয়াড় নিয়ে
১১তম বাংলা ওয়াশ !!!!!
পাঁচে–পাঁচ করে ফেলল বাংলাদেশ!
প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও প্রায়
একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। এবারও টসে জিতে
জিম্বাবুয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল, এবারও রান
তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে মুখ থুবড়ে পড়ল।
আজকের জয়ে বাংলাদেশকে একটু বেশি ঘাম
ঝরাতে হয়েছে, পার্থক্য এই যা! শেষ পর্যন্ত
জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে প্রথমবারের
মতো টানা পাঁচটি সিরিজ জিতে নিল বাংলাদেশ।
জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
সেই লড়াইয়ের ঝাঁজ ছিল তাদের বোলিংয়ে।
বাংলাদেশকে ২৪১ রানে আটকে ফেলেও অবশ্য
শেষ পর্যন্ত পারল না। ৪৩.২ ওভারে ১৮৩ রানেই
অলআউট হয়ে গেল। প্রথম ওয়ানডের পর এবারও
দুশো পেরোতে পারল না তারা। এই সিরিজে এখন
পর্যন্ত তাদের প্রাপ্তি দুটো টস জয়। সেখান
থেকে বের হতে না পারলে বুধবার মিরপুর
শেরে বাংলা স্টেডিয়ামে ৩-০-ই হয়তো অপেক্ষা
করছে তাদের জন্য। গতবার জিম্বাবুয়ে হেরেছিল
৫-০ ব্যবধানে।
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সেটা
জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব তো বটেই,
তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও দায় আছে।
দলের ৩২ রানেই ফিরে যান তামিম ইকবাল। এরপর
নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। তবে
একপাশ আঁকড়ে ছিলেন ইমরুল কায়েস। এই
বছরের বিশ্বকাপের পর ওয়ানডে দলে ব্রাত্যই
ছিলেন। ফিরেই খেললেন ৭৬ রানের ঝকঝকে
একটা ইনিংস। আরেকটা কারণেও এই ইনিংসটা অনেক
দিন মনে রাখবেন ইমরুল, সাত ম্যাচ পর যে দুই
অঙ্ক ছুঁতে পারলেন!
সেঞ্চুরির সুবাসই পাচ্ছিলেন ইমরুল, তবে শন
উইলিয়ামসকে ছক্কা মারার পরের বলেই উড়িয়ে
মারতে গিয়ে অপমৃত্যু হয়েছে সম্ভাবনাময়
ইনিংসের। আরও একবার ব্যর্থ লিটন দাশ (৭) ও
মাহমুদউল্লাহ (৪)। বিশ্বকাপে অবিশ্বাস্য ব্যাটিং করা
মাহমুদউল্লাহ ওই টুর্নামেন্টের পর সাত ইনিংসে
পঞ্চমবারের মতো আউট হলেন দুই অঙ্ক ছোঁয়ার
আগেই। আজকের ৪ রান তুলতে তাঁর ২০ বল
খেলাও যেন সেই আত্মবিশ্বাসহীনতার
প্রতিচ্ছবি।
গত ম্যাচের নায়ক মুশফিকও (২১) ইনিংসটা খুব বড়
করতে পারেননি। সাব্বিরও ভালো শুরু করেও
আউট হয়ে যান ৩৩ রানেই। মাশরাফিকে নিয়ে
নাসির দলকে আড়াই শ পার করে ফেলবেন
বলেই মনে হচ্ছিল। কিন্তু ২৩২/৫ থেকে ২৪১/৯
রানের মধ্যেই শেষ চার উইকেট হারিয়ে
ফেলে বাংলাদেশ। নাসিরের ৪১ রানই ছিল দলের
দ্বিতীয় সর্বোচ্চ। জিম্বাবুয়ের সফলতম
বোলার ছিলেন তিনাশে পানিয়াঙ্গারা, ৪১ রানে
নিয়েছেন ৩ উইকেট। শেষ চার ওভারে মাত্র ১৪,
বাংলাদেশের স্কোরটাও তাই ২৪১-এ থমকে গেল।
এই পুঁজি নিয়ে যেমন বোলিং শুরু করা দরকার,
বাংলাদেশ তেমনই শুরু পেল। জিম্বাবুয়েকে
প্রথম ধাক্কাটা দিয়েছেন আরাফাত সানি, ২২ রানেই
ফিরিয়ে দিয়েছেন চাকাভাকে। ঠিক চার বল পরেই
ফিরে গেছেন চিবাবা, এবার শিকারি মাশরাফি বিন
মুর্তজা। ক্রেইগ আরভিন (২৬) ও শন উইলিয়ামসও
(১৪) বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ম্যাচটা তখন
জিম্বাবুয়ের মুঠো থেকে বেরিয়ে গেছে
বলেই মনে হচ্ছিল।
এরপর এলটন চিগুম্বুরা ও সিকান্দার রাজা আবার আশা
দেখাতে শুরু করেন তাদের। কিন্তু ৭৩ রানের
জুটি গড়ার পর রাজা (৩৩) ও চিগুম্বুরা (৪৭) ফিরে
গেছেন তিন ওভারের মধ্যেই। দুজনকেই
ফিরিয়েছেন আল আমিন, দুইটি ক্যাচই ধরেছেন
ইমরুল কায়েস। শেষদিকে নাসিরকে নিয়ে
লেজটা মুড়ে দিয়েছেন মুস্তাফিজ, ৩৩ রানে ৩
উইকেট নিয়ে এই বাঁ-হাতিই বাংলাদেশের সফলতম
বোলার। দুটি করে উইকেট আল–আমিন ও
নাসিরের।
জিম্বাবুয়েকে দিয়েই শুরু হয়েছিল। আবারও
জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি সিরিজ জয়।
বলতে পারেন বৃত্ত পূরণ। তবে বৃত্ত পূরণ মানে
তো আবার শেষও। গত বছরের শেষাশেষি
জিম্বাবুয়েকে হারিয়ে যে স্বপ্নযাত্রা শুরু
করেছিল বাংলাদেশ, টানা পাঁচ সিরিজ জয়ের পরও সেই
যাত্রার শেষটা হবে না নিশ্চয়ই। জিম্বাবুয়ে,
পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর আবারও
জিম্বাবুয়ে—ঘরের মাঠে এই হলো বাংলাদেশের
টানা পাঁচ সিরিজ জয়ের আখ্যান। যে আখ্যান সোনালি
ভবিষ্যতের গানই শোনাচ্ছে। উঁচু থেকে আরও
উঁচুতে নিজেদের নিয়ে যাবে মাশরাফি বিন
মুর্তজার দল, সেই প্রতিশ্রুতির গান শোনা গেল
আরও একবার
জিম্বাবুয়ে কে বাংলা ওয়াশ করতে চাই।
Bangladesh Premier league BPL T20 2015 mashrafe bin mortoza fun with taskin
https://youtu.be/lk2--rG8DtQ
Mashrafe and taskin celebration
youtube.com The BPL T20 2015 that means Bangladesh Premier League 2015 is the 3rd period of BPL (Bangladesh Premier League) This period will perform 6 team such first th...
BpL 2015 Coming soon
mashrafe bin mortza's fun with taskin
mashrafe bin mortza is cricket player. mashrafe bin mortza is also captain of Bangladesh cricket team. mashrafe bin mortza is know how to do fun and also goo...
mashrafe bin mortza's fun with taskin
মাশরাফি ও তাসকিনের উরন্ত কোলাকোলি না দেখলে চরম মিছ হবে সাথে মোশারফ করিম ও তিশা।।
https://youtu.be/zVtRHyHWYK8
mashrafe bin mortza is cricket player. mashrafe bin mortza is also captain of Bangladesh cricket team. mashrafe bin mortza is know how to do fun and also goo...
Bangla Wash বাংলাওয়াশ
অভিনন্দন বাংলাদেশ এ দলকে। নাসিরের
দুর্দান্ত ব্যাটিং এবং বোলিংয়ে ভারত এ
হারলো ৬৫ রানে। ওয়েল ডান টাইগারস।
Nasir Hossain gets his century from just 94
balls in crucial time in the second ODI match
against India A in Bangaluru. Congratulations
Nasir!
Bangladesh A 252/8 in 50 overs. Nasir 102*
বড় হারে ভারত সফর শুরু মুমিনুলদের
সুবন্ধু ছাড়া লাইফ ইমপসিবল
,
HaPpY FrIEnD ShiP Day
তামিম পাক সিরিজে যা খেলটা দিসে....
ওইটা ভাঙাইয়া আগামী ৫০ বছর দলে টিকা থাকবে।
.
- মাশরাফি বাংলাদেশ থেকে
তার
ফেসবুজ পেইজ হাইড করে
নিয়েছে।
- মুশফিক বাংলাদেশ থেকে
তার পেইজ
হাইড করে নেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে।.....এরপর হয়তো সাকিব,
তামিমেরাও
বাংলাদেশ থেকে তাদের
পেইজ হাইড
করে নিবে।
কারন একটাই- ছোট বোনের
আবদার
মেটাতে ভাই নাসির বোনকে
নিয়ে
তোলা সেলফি পেজে আপলোড
করেছিলো। আর আমাদের কিছু
বাংলাদেশি অমানুষ অতি
জঘন্যভাবে
ওই ছবিতে ভাই-বোনকে জড়িয়ে
খারাপ
মন্তব্য করেছে। অশ্লীলতার চরম এক
নিদর্শন দেখিয়েছে কমেন্ট
বক্সে। আর
ম্যাশের পেইজে তার বউকে
নিয়ে কিছু
বেয়াদব নোংরা কমেন্ট
করেছে।
তাই, বাধ্য হয়েই নাসির বোনের
সাথে
দেওয়া ছবি সরিয়ে নিয়েছে।
অভিমানী
প্রতিবাদ করতে গিয়ে বলেছে-
'Don't
Follow Me'
আর, ম্যাশ তার পেইজ
বাংলাদেশ
থেকেই হাইড করে নিয়েছে।
নিজের সহযোদ্ধার এমন অপমান
হয়তো
মাশরাফি সইতে পারেনি।
মুশফিক
সইতে পারেনি। তাই বলে
তারা তো আর
ওই অমানুষ গুলোর মত গালাগালি
করতে
পারেনা।
সেজন্য তারা নিজেরাই নীরবে
নিজেদের সরিয়ে নিলো
বাংলাদেশ
তথা ১৬ কোটি মানুষের থেকে।
তারা
হয়তো ভেবেছে আজ নাসিরের
বোনকে
নিয়ে অশ্লীলতা হয়েছে, কাল
আবারও
ম্যাশের কিংবা মুশির বউকে
নিয়ে হবে।
আমরা ভুলে যাই কেন?
যে দেশে গুনীজনদের কদর হয়না,
সে
দেশে গুনী জনেরা জন্মাবে
না!!
দক্ষিণ আফ্রিকা সিরিজের
আগে
আমাদের এমন নির্লজ্জ্যতা না
দেখালেও পারতাম আমরা। এই
সিরিজে
যদি বাংলাদেশ খারাপ করে
তবে তার
জন্য দায়ী থাকবো আমরা।
কিছুদিন আগেও যেই
ছেলেগুলোকে নিয়ে
আমরা সবাই আনন্দে ভেসেছি,
সেই
ছেলেগুলোকে এভাবে কষ্ট
দিতে
আমাদের একটুও বিবেকে
আটকালো না!!
কিছু কুলাঙ্গারের কারনে আজ
আমরা
গোটা বাংলাদেশ ওই কিউট
ছেলেগুলোর
কাছে দায়ী হয়ে গেলাম। এরা
সুযোগে
নিজেদের মা-বোনকেও
ছাড়বেনা।
তাইতো রবি ঠাকুর বলেছিলেন,
"সাত
কোটি সন্তানের হে মুগ্ধ জননী,
রেখেছো বাঙ্গালী করে মানুষ
করনি"
ছিঃ....এ লজ্জা লুকোবার
জায়গা নেই।
নেই ক্ষমা চাওয়ার কোন উপযুক্ত
ভাষা।
ছিঃ ছিঃ
@@@শুভ সকাল@@@
আজ,
রবিবার
28শে জুন 2015 খ্রীষ্টাব্দ
14ই আষাঢ় 1422 বঙ্গাব্দ
10ই রমজান 1436 হিজরি...সুস্হ্য ও নিরাপদে কাটুক আপনার
সারাদিন....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
Gazipur
1700