মানুষ মানুষের জন্য MAHP
লাইক দিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্য?
তুমি আমাকে হ্মমা করে দিও 😪🤣
এটা কোনো কথা হলো
দুই সিজদার মাঝখানে পড়ুন
শেরপুরের হালুহাটি, রাণীশিমুল ইউনিয়নের বাসিন্দা শেকবর হত্যার ভিডিও।
পুলিশের সামনে প্রকাশ্যে খুন।😪
খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
টিপ নিয়ে কটূক্তি প্রমান পায়নি তদন্ত কমিটি📌👁️
কপালে টিপ হযরত ইব্রাহিম (আঃ) এর যুগে পতিতা সনাক্তের চিহ্ন হিসাবে প্রচলন হয়,এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছে।
হযরত ইব্রাহীম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি ১৮ মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে। সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে, কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহীম (আ.) কে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হল না।অবশেষে একটি চরক বানানো হল যার মাধ্যমে হযরত ইব্রাহীম (আ.) কে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না।
তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা (নগ্ন) মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হল এবং ফেরেশতারা চলে গেল, হযরত ইব্রাহীম (আ.) কে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন।পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হল এবং তাদের মাথায় তীলক পরানো হল। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত।
যেসব মুসলিম নারীরা টিপ পরে, তারা এই ঘটনা জানেনা। জেনেও যদি কেউ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ।
পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো, তা আজ আমাদের উপমহাদেশে মুসলমানদের মধ্যেও ফ্যাশনে রূপান্তরিত হয়েছে !
ওহে মুসলিম মা-বোনেরা! এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন ? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনরা এড়িয়ে চলুন।
সূত্র : তাফসীরে মা-রেফুল কোরআন, হযরত ইব্রাহিম (আ.) মূলগ্রন্থ। তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪; ছালাবী আদি গ্রন্থ, কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠাঃ ৮১, আদি ইসলামী ইতিহাস, ইবনে কাসীর।
হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের রোড বাস্তবায়ন হলে ভোগান্তি কমবে কিছু টা হলেও✌️👇
লোকটি রুটির পিছনে না ধরে যদি চাবির পিছনে ধরতো" তাহলে রুটি ও পেত মুক্তি ও পেত।
ঠিক তেমনি তুমি দুনিয়ার পিছনে না দৌড়ে আখেরাতের পিছনে দৌড়াও উভয় জগতেই তোমার পশান্তিময় হবে।
ইনশাআল্লাহ 🍀🍀
জায়গা মতো বসতে পারলে কুত্তাও বাঘ হয়, কিন্তু ছায়াটা সরে গেলেই আবার কুত্তা কুত্তা-ই হয়ে যায়, এমন ছায়া পেয়ে বর্তমান সমাজে অনেক 🐕 কুত্তা 🐆বাঘ সেজে বসে আছে 😡📌
মা বলেছেন আমি এখনো ছোট
তাই শিশু পার্ক থেকে ঘুরে আসলাম
👍😋😄😁✌️
আলহামদুলিল্লাহ 🥰✌️❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
1740
Joydebpur
Gazipur, 1700
I am a digital marketing expert. I can provide the best service for your business.
Dhaka
Gazipur, 5400
সবার কাছে দোয়া চাই। আর একটি করে ফলো চাই, আমার পেইজ এ। । 🙏🙏🙏🙏🙏🙏
Shatiabari, Rajendrapur, Sreepur
Gazipur, 1741
I work on campaign,creative strategy targeting,segmentation,budgeting,SEO and content writting.
Dhaka
Gazipur
Facebook Monetization Youtube Monitize & All policy issues রিমোভ করেন খুব সহজেই।
Kawraid, Sreepur, Gazipur
Gazipur, 1745
#social media agency #social media marketing offers one stop #social media marketing services
Gazipur, 1703
দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী দ্বারা আপনার ব্যবসার প্রচার ও প্রসারের মাধ্যমে মুনাফা অর্জন ই আমাদের লক্ষ্য