আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল
You may also like
এটি একটি শিক্ষা বিষয়ক পেইজ।
একটু সময় নিয়ে পড়ুন প্লিজ।
Khadiza Yeasmin Hira ম্যাডাম ধন্যবাদ সহজভাবে বুঝিয়ে দেয়ার জন্য। সবাই যেন একটু বুঝতে চেষ্টা করেন অন্তত।
কান দিয়ে খাই আর মুখ দিয়ে শুনি?
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদের কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, মুখ দিয়েছেন খাওয়ার জন্য। যেটা যে কাজের জন্য তিনি দিয়েছেন, আমরা সেটি সেকাজেই ব্যবহার করি। আমরা কেউ কান দিয়ে খাই না এবং মুখ দিয়ে নিশ্চয়ই শুনি না। এবার আসুন আমাদের উদাহরণে- আমরা মানুষেরা তাঁর দেওয়া বুদ্ধি আর মেধা খাটিয়ে তৈরি করেছি নানা যন্ত্র, নানা মেশিন; যেমন ধরুন- ব্লান্ডারের কথা, কত জাতের ব্লান্ডার বানিয়েছি- কোনোটা মাংস কিমা বানায়, কোনোটা ফলের জুস বানায়, কোনোটা বা শুকনো মশলা গুড়া করে। এখন যদি আমি জুস বানানোর মেশিনে মাংস দিয়ে ভাবতে থাকি- এটা থেকে আমার পছন্দমতো ‘কিমা’ বের হয়ে আসবে, সম্ভব?
সম্ভব নয়তো!
তার মানে হলো, একেক জিনিসের কাজ এবং লক্ষ্য একেক রকম। এই পৃথিবীতে জ্ঞানের আছে নানা ক্ষেত্র। শেখার আর জানার সুবিধার্থে জ্ঞানের এই ক্ষেত্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে; এভাবেই বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল ইত্যাদি ইত্যাদি জ্ঞানের ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে একেকটি বিষয়ের জন্ম হয়। তাই প্রতিটি বিষয়ের আলাদা বৈশিষ্ট্য, আলাদা সৌন্দর্য, আলাদা বৈচিত্র্য আর আলাদা প্রয়োজন । এখন আমাদের শিক্ষিত অভিভাবকগণ যদি বাংলা বইয়ে গণিত খুঁজে বেড়ান তাহলে সেটা কতখানি যৌক্তিক? নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের নানামুখী জ্ঞানে সমৃদ্ধ করার জন্য ১০ টি বই দেওয়া হয়েছে। তার মধ্যে একটি বই হলো ‘জীবন ও জীবিকা’। আর উক্ত বইয়ের ৯ টি অধ্যায়ের মধ্যে একটিমাত্র অধ্যায় হলো রান্না । অথচ ফেইসবুকের পাতায় শুধু রান্নাই ঘুরে বেড়ায়! আরও ৯খানা বই তো আছে, যার যার জ্ঞান ও লক্ষ্য সার্ভ করার জন্য!
আমার অনেক বন্ধুরাই আছেন এদেশের শিক্ষাবিদ। তাঁরা আমাকে আজকাল রান্না নিয়ে প্রশ্ন করে বলেন,
‘আগামীতে তো রান্না করবে রোবট, তাহলে রোবট বানানো না শিখিয়ে রান্না শিখিয়ে কী লাভ?’ আমি তাদের জিজ্ঞেস করি, ‘জীবন ও জীবিকা’ এই দুটো শব্দ দিয়ে কী বুঝায় বলতো!’ তাঁরা বলেন,’ এই ধরো, লাইফ স্কিল আর আয় উপার্জন সংক্রান্ত জিনিস’। আমি তখন হাসিমুখে বলি, ‘রান্না আর বিছানা গোছানোটা তাহলে কী?’ সঙ্গে সঙ্গে উত্তর, ‘ কেন, এগুলো তো সবই লাইফ স্কিল, তবে চাইলে এগুলো দিয়ে উপার্জনও সম্ভব’। ‘এবার বন্ধু, তাহলে সমস্যাটা কোথায়, বল? তোমরা জীবন ও জীবিকায় বিজ্ঞানের থিউরি নাই, রোবট বানানোর ফর্মুলা নাই, বলে হতাশ হচ্ছো কেন? ডিজিটাল প্রযুক্তি নামে একখানা বই আছে, যেখানে কোডিং, প্রোগ্রামিং, অ্যালগরিদম ইত্যাদিসহ রোবট বানানোর সেশন আছে, আর জীবন ও জীবিকায় আছে রোবট বানাতে উদ্বুদ্ধ করার স্বপ্ন, রোবটকে নির্দেশনা দেওয়ার বাস্তব জ্ঞান, রোবটের প্রভাবে নতুন নতুন পেশায় নিজেকে মানিয়ে নেওয়া এবং দক্ষতা অর্জনের কৌশল। তোমরা আম গাছের ডালে উঠে যদি বলো, গাছে একটাও কাঁঠাল নাই কেন, তাহলে শুনতে বড় বিরস লাগে বন্ধু’।
উপসংহার: তবে শেখানোর সুবিধার্থে বই আলাদা হলেও প্রতিটি বইয়ের একটির সাথে আরেকটির গভীর আন্তঃসম্পর্ক বিদ্যমান; ঠিক যেমন- খাবার মুখ দিয়ে খাওয়া হলেও চোখ কিন্তু খাবার দেখামাত্রই স্নায়ূর মাধ্যমে সংকেত পাঠায়, লালাগ্রন্থি প্রস্তুত হয়, জিহবা রসালো হয় , খাবার চিবুতে তখন সহজ হয়- সেইরকম। সকল বইয়ের লক্ষ্য একটাই- আগামীর ছেলেমেয়েরা যেন নীতিহীন, বেকার, অথর্ব না হয়; তাদের মেধার সুষ্ঠু বিকাশ যেন হয়, সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতাসম্পন্ন হয়ে যেন গড়ে উঠে।
নতুন স্মার্ট ফোনটা অপারেট করতে গোটা কয়েকদিন সমস্যা তো হয়ই, তাই না!
✒ Khadiza Yeasmin Hira
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
1743
বাংলাবাজার, জাঙ্গালিয়াপাড়া রোড, ওয়ার্ড নং ২২, গাজীপুর সিটি।
Gazipur, 1703
Banglabazar, Ward No: 22, Gazipur City. Web: www.bskaedubd.com
27-A, East Chandana, New Eid Gah Math, Ward No-17, Gazipur Sadar
Gazipur
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন
Jarun(South), Kashempur, Konabari
Gazipur, 1346
সবুজ কানন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অফিসিয়াল পেইজ
Rowson Sarak
Gazipur, 1702
A student who learn from here. If you student of class Play to Ten you will learn this page. It’s a school page. Derector : MD Abdur Rauf B.Sc Hons (Science) Thank You for like Bha...