Pin Point Error
Hey! I'm SK, citizen of Bangladesh. Follow this Page & stay with me. Love you everyone ❤️
█▓▒ ব্রেকিং নিউজ ▒▓
আগামীকাল থেকে প্রত্যেকটি ভুল নৈর্ব্যক্তিক, উত্তরের জন্য (০.২০) নম্বর কাটা যাবে। SSC-2024
█▓▒ ব্রেকিং নিউজ ▒▓
টেকনিক্যাল সমস্যার কারনে আগামীকাল ০২/০১/২৪ রোজ মঙ্গলবার বিজিএস পরীক্ষা স্থগিত করা হলো। 😔
█▓▒ ব্রেকিং নিউজ ▒▓
আগামীকাল ০২/০১/২৪ রোজ মঙ্গলবার বিজিএস পরীক্ষা হবে
চ্যাপ্টারঃ ৪র্থ অধ্যায়।
█▓▒ ব্রেকিং নিউজ ▒▓
আগামীকাল ০২/০১/২৪ রোজ মঙ্গলবার বাংলা ২য় পত্রের পরীক্ষা হবে
চ্যাপ্টারঃ পুরুষবাচক,স্ত্রীবাচক শব্দ এবং সংখ্যাবাচক শব্দ।
█▓▒ ব্রেকিং নিউজ ▒▓
আগামীকাল ০১/০১/২৪ রোজ সোমবার বাংলা ২য় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে।
চ্যাপ্টারঃ উপসর্গ, অনুসর্গ
😔
এখনো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অযোগ্য বলে বিবেচিত হই। তবে লাল মাটিতে বেড়ে ওঠা সন্তান, পারে না এমন কোন কাজ নাই। 💪🔥
█▓▒ রেড এলার্ট ▒▓
(১-৭০) পর্যন্ত যেসব প্রশ্ন এখনো পাওনি, সেগুলো প্রশ্ন সম্মানিত প্রধান শিক্ষকের নিকট হতে নেয়ার আহবান জানাচ্ছি। জানুয়ারিতে সব দেখবো উত্তর সহ।
আপনার সন্তানকে প্রাঞ্জল নীতি, নৈতিকতা এবং আদর্শ শিক্ষা প্রদানে আজই যোগাযোগ করুন। জিআপাস ❣️
SSC - 2024/Bangla 2nd Paper/সরল জটিল ও যৌগিক বাক্য
১. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
● সরল
খ. যৌগিক
গ. জটিল
ঘ. অধীন
২. ‘তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন’ – বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি?
ক. ভাত
খ. চেয়ারে
গ. খেয়ে
● বসলেন
৩. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অনুসর্গ
● যোজক
৪. জটিল বাক্যের উদাহরণ কোনটি?
● যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
খ. পাখিগুলো আকাশে উড়ছে।
গ. আমরা তিন ভাই এবং দুই বোন।
ঘ. আমার সমুদ্র দেখতে খুব ভাল লাগে।
৫. সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়?
ক. যে-সে
খ. যত-তত
গ. যেটুকু-সেটুকু
● যখন-তখন
৬. নিচের কোনটি সরল বাক্য?
● পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।
খ. সে এখানে এল এবং বসে পড়ল।
গ. লোকটি নিরক্ষর, কিন্তু অভ নয়।
ঘ. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
৭. ‘দুর্জন লোক পরিত্যাজ্য’- বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে হবে-
● যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
খ. যে দুর্জন সেই পরিত্যাজ্য।
গ. দুর্জন লোক মাত্রই পরিত্যাজ্য।
ঘ. দুর্জন লোককে সকলে পরিত্যাগ করে।
৮. ‘সে এখানে এসেই বসে পড়ল’- বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি?
ক. সে এখানে এসে বসলো।
খ. সে এখানে এসে বসে পড়ল।
গ. সে এখানে এসে বসেছে।
● সে এখানে এল, তারপরে বসে পড়ল।
৯. ‘যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো’- বাক্যটির সরল বাক্যরূপ কোনটি?
ক. সে সুসংবাদ পেল এবং আনন্দিত হলো।
● সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো।
গ. যেই সে সুসংবাদ পেল, সেই সে আনন্দিত হলো।
ঘ. যদি সুসংবাদ পাও, তবে আনন্দিত হও।
১০. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
১১. কোন ধরনরে বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?
● সরল বাক্যে
খ. যৌগিক বাক্যে
গ. জটিল বাক্যে
ঘ. কোনোটিই নয়
১২. সাপেক্ষ যোজক নিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে কী বলে?
ক. সরল বাক্যে
খ. যৌগিক বাক্যে
● জটিল বাক্যে
ঘ. কোনোটিই নয়
১৩. নিচের কোনটি সরল বাক্য নয়?
ক. আমরা তিন ভাইবোন
খ. পাখিগুলো নীল আকাশে উড়ছে
● হামিদ বই পড়েছে, আর সীমা রান্না করছে
ঘ. তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন
১৪. বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কোন বাক্য হয়?
● সরল বাক্যে
খ. যৌগিক বাক্যে
গ. জটিল বাক্যে
ঘ. কোনোটিই নয়
১৫. যৌগিক বাক্যের ক্ষেত্রে কোন যতিচিহ্ন যোজকের কাজ করে?
ক. সেমিকোলন
খ. কমা
গ. ড্যাশ
● সবগুলোই
১৬. নিচের কোনটি সাপেক্ষ যোজক?
ক. অথবা
● যা-তা
গ. সেজন্য
ঘ. কিন্তু
১৭. নিচের কোনটি জটিল বাক্য?
ক. তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
● যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
গ. পরিশ্রমীরা জীবনে সফল হয়।
ঘ. সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
১৮. রূপান্তর করলেও বাক্যের কী অপরিবর্তিত থাকে?
● অর্থ
খ. ভাব
গ. বিন্যাস
ঘ. গঠন
১৯. ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।’ -এটির জটিল বাক্য কোনটি?
ক. তুমি চেষ্টা করোনি বলে ব্যর্থ হয়েছ।
● যেহেতু তুমি চেষ্টা করোনি, যেহেতু ব্যর্থ হয়েছ।
গ. তুমি চেষ্টা করোনি এবং ব্যর্থ হয়েছ।
ঘ. তুমি চেষ্টা করোনি অথচ ব্যর্থ হয়েছ।
২০. জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময় কী কী বাদ দিতে হয়?
ক. সর্বনাম ও যোজক
খ. বিশেষণ ও ক্রিয়া
● সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক
ঘ. সর্বনাম ও ক্রিয়া
২১. কোন ধরনের বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়?
ক. সরল বাক্যে
● যৌগিক বাক্যে
গ. জটিল বাক্যে
ঘ. কোনোটিই নয়
২২. ‘সে এখানে এল এবং সব কথা খুলে বলল।’- এটির সরল বাক্য কী হবে?
● সে এখানে এসে সব কথা খুলে বলল।
খ. সে এখানে এসেই সব কথা বলল ।
গ. সে শুধু এখানে এলই না, সব কথা খুলেও বলল।
ঘ. যখন সে এখানে এল, তখন সব কথা খুলে বলব।
২৩. ‘দোষ করেছ; অতএব শাস্তি পাবে।’- এটির জটিল বাক্য কী হবে?
ক. দোষ করেছ বলে শাস্তি পাবে।
● যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।
গ. দোষ করলে তো শাস্তি পাবেই।
ঘ. দোষ করবে এবং শাস্তিও পাবে।
২৪. ‘তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম।’ এটি কোন বাক্যের উদাহরণ?
● সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
২৫. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’- এটা কোন ধরনের বাক্য?
● সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
২৬. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য?
● মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
২৭. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ – এটা কী বাক্য?
ক. মিশ্র বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
২৮. ‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।’ গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?
ক. মিশ্র বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
২৯. ‘যখন বিপদ আসে, তখন দুঃখও আসে’- বাক্যটি কোন প্রকারের?
● মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
৩০. ‘যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে’ – এটি কোন বাক্য?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
● জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
৩১. ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’ – উদাহরণটি কোন বাক্যের।
● মিশ্র বাক্যের
খ. যৌগিক বাক্যের
গ. জটিল বাক্যের
ঘ. কোনোটিই নয়
৩২. কোনটি যৌগিক বাক্য?
ক. বিপদ আসলে দুঃখও আসে
খ. দুঃখ ছাড়া বিপদ আসে না
● বিপদ এবং দুঃখ এক সময়ে আসে
ঘ. বিপদ দেখলে দুঃখ আসে
৩৩. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি- এটি কোন ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
৩৪. কোনটি জটিল বাক্যের উদাহরণ?
ক. ভাল ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
● যতই করিবে দান, ততই যাবে বেড়ে
গ. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
ঘ. তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি
৩৫. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি’- উদাহরণটি কোন বাক্যের?
ক. মিশ্র বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. কোনোটিই নয়
৩৬. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’— এটা কোন বাক্য?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৩৭. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’ – বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৩৮. ‘উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না’- বাক্যটি-
ক. মিশ্র বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. সরল বাক্য
৩৯. ‘সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি’— এটা কী ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য
● যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. সরল বাক্য
৪০. ‘যখন আমার বাড়ির কাজ শেষ হবে, তখন আমি খেলতে যাব।’- এই বাক্যে ‘যখন’ ও ‘তখন’কে কী বলে?
ক. আবেগ
খ. শব্দ দ্বৈত
● যোজক
ঘ. ধন্যাত্মক শব্দ
৪১. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৪২. ‘পাখিগুলো’ নীল আকাশে উড়ছে।’— গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো-
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৪৩. নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
● তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন
খ. আমি পড়াশোনা শেষ করব; তারপর ঘুমুতে যাব
গ. যদি তুমি যাও, তবে তার দেখা পাবে
ঘ. যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই
৪৪. কোন বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৪৫. সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে, এই রকম উদাহরণ নিচের কোনটি?
ক. জনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো
● আমরা তিন ভাইবোন
গ. পাখিরা আকাশে উড়ছে
ঘ. আমি স্কুল শেষ করে বেড়াতে যাব
৪৬. ‘নিশা নিঃশব্দে কক্ষে প্রবেশ করলো’ – বাক্যটি গঠন অনুসারে—
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৪৭. ‘সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।’- বাক্যটি হচ্ছে-
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
● সরল বাক্য
৪৮. ‘যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।’- বাক্যটি গঠন, বৈশিষ্ট্য অনুযায়ী—
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
● জটিল বাক্য
ঘ. সরল বাক্য
৪৯. ‘যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।’ গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন বাক্যের উদাহরণ?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
● জটিল বাক্য
ঘ. সরল বাক্য
৫০. ‘দুর্জন লোক পরিত্যাজ্য।’ বাক্যটি জটিল বাক্যে রূপান্তর করলে হবে-
● যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য
খ. যেমন দুর্জন লোক, তেমন তারা পরিত্যাজ্য
গ. যারা দুর্জন লোক সেসব লোক পরিত্যাজ্য
ঘ. দুর্জন মাত্রই পরিত্যাজ্য
SSC - 2024/Bangla 2nd Paper/কারক
১. বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
● বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষ্য ও অনুসর্গ
ঘ. বিশেষণ ও আবেগ
২. ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তেমন কারকের নাম কী?
● সম্বন্ধ
খ. অপাদান
গ. অধিকরণ
ঘ. কর্তা
৩. বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি?
ক. চার
● ছয়
গ. সাত
ঘ. আট
৪. ‘আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম’- বাক্যটিতে আমরা কোন কারক?
● কর্তা
খ. কর্ম
গ. করণ
ঘ. অপাদান
৫. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে?
ক. কর্তা
● কর্ম
গ. করণ
ঘ. অপাদান
৬. ‘শিক্ষককে জানাও’ — এই বাক্যে ‘শিক্ষককে’ কোন কারক?
ক. কর্তা
● কর্ম
গ. করণ
ঘ. অপাদান
৭. ‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়’— এই বাক্যে ‘ভেড়া দিয়ে’ কোন কারক?
ক. কর্তা
খ. কর্ম
● করণ
ঘ. অপাদান
৮. ‘জমি থেকে ফসল পাই’- বাক্যটিতে ‘জমি থেকে’ কোন কারক?
ক. কর্তা
খ. কর্ম
গ. করণ
● অপাদান
৯. কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়?
ক. কর্তা
● অধিকরণ
গ. করণ
ঘ. অপাদান
১০. ‘গাছের ফল পেকেছে’— এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
ক. -র
● -এর
গ. -য়ের
ঘ. -এ
১১. ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে কী বলে?
ক. পদ
● কারক
গ. সমাস
ঘ. অনুসর্গ
১২. কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত হয়—
ক. উপসর্গ ও বিভক্তি
খ. উপসর্গ ও অনুসর্গ
গ. পদ ও অনুসর্গ
● বিভক্তি ও অনুসর্গ
১৩. কারক কত প্রকার?
ক. আট
● ছয়
গ. চার
ঘ. দুই
১৪. ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?
● কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৫. কর্তা কারকে ‘-এ’ বিভক্তির উদাহরণ কোনটি?
● পাগলে কিনা বলে।
খ. শিক্ষককে জানাও।
গ. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
ঘ. রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
১৬. বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কী?
● কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৭. কোন কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না?
● কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৮. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -কে
● -রে
গ. -র
ঘ. -ই
১৯. বাক্যের কর্ম কত প্রকার?
ক. আট
খ. ছয়
গ. চার
● দুই
২০. যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কী বলে?
ক. কর্তা কারক
খ. করণ কারক
● কর্ম কারক
ঘ. অপাদান কারক
২১. সাধারণত কোন কর্ম কারকে বিভক্তি হয় না?
ক. গৌণ কর্ম
● মুখ্য কর্ম
গ. ক ও খ
ঘ. কোনটাই না
২২. গৌণ কর্ম কারকে কোন বিভক্তি হয়?
● -কে
খ. -রে
গ. -র
ঘ. -ই
২৩. কোন কারকে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়?
ক. কর্তা কারক
● করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
২৪. অপাদান কারকে ক্রিয়ার কী নির্দেশ করা হয়?
ক. অবস্থা
খ. অবস্থান
● উৎস
ঘ. অর্থ
২৫. কোন কারকে সাধারণত হতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে?
ক. কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
● অপাদান কারক
২৬. অপাদান কারকের উদাহরণ কোনটি?
ক. ফলের গন্ধে ঘুম আসে না।
খ. বাবা বাড়িতে আছেন।
● কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল।
ঘ. অসহায়কে সাহায্য করো।
২৭. কোন কারকে সাধারণত ‘-এ’, ‘-য়’, ‘-য়ে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়?
ক. কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
● অধিকরণ কারক
২৮. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’- এখানে ফুলের পদটি কোন কারক?
● সম্বন্ধ কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অধিকরণ কারক
২৯. সম্বন্ধ কারকে যে বিভক্তি যুক্ত হয়-
ক. ‘র’, ‘-এর’
খ. ‘কার’, ‘কের’
গ. ‘-য়ের’
● সবগুলো
৩০. যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে কী বলে?
● সম্বন্ধ কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অধিকরণ কারক
৩১. কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে?
ক. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
খ. ছেলেরা ফুটবল খেলছে
● রাখাল গরুকে ঘাস খাওয়ায়
ঘ. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
৩২. বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?
ক. আট
খ. ছয়
গ. চার
● তিন
৩৩. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
● পাগলে কী না বলে।
খ. বনে বাঘ আছে।
গ. ফুলে ফুলে বাগান ভরেছে।
ঘ. অন্ধজনে দেহ আলো।
৩৪. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে?
ক. আমার যাওয়া হলো না।
● ডাক্তার ডাক।
গ. আমি ঢাকা যাচ্ছি।
ঘ. তারা বল খেলে।
৩৫. ‘জগতে কীর্তিমান হয় সাধনায়’ – এখানে ‘সাধনায়’ কোন কারকের উদাহরণ?
ক. কর্ম
খ. অধিকরণ
● করণ
ঘ. কারণ
৩৬. ‘খেজুর রসে গুড় হয়’ — কী বোঝাতে অপাদান কারক হয়েছে?
● জাত
খ. উৎপন্ন
গ. গৃহীত
ঘ. বিচ্যুত
৩৭. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়।’ এ বাক্যে কোন জাতীয় কর্তা উল্লেখ করা হয়েছে?
● ব্যতিহার কর্তা
খ. মুখ্য কর্তা
গ. প্রযোজক কর্তা
ঘ. প্রযোজ্য কর্তা
৩৮. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
বা, ভাবাধিকরণ কারকে কোন বিভক্তির প্রয়োগ করা হয়?
ক. ৫মী
● ৭মী
গ. ৬ষ্ঠী
ঘ. সবগুলো
৩৯. ‘কান্নায় শোক মন্দীভূত হয়’ – ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. অপাদান কারক
খ. কালাধিকরণ
গ. আধারাধিকরণ
● ভাবাধিকরণে ৭মী
৪০. ‘সারারাত বৃষ্টি হয়েছে’—এখানে ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কর্তীয় শূন্য
● অধিকরণে শূন্য
ঘ. অপাদানে শূন্য
৪১. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’- বাক্যে ‘বাড়ি’ কোন কারক?
ক. অপাদান
খ. কর্ম
● অধিকরণ
ঘ. করণ
৪২. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?
ক. আট
খ. ছয়
● চার
ঘ. তিন
৪৩. মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?
ক. প্রযোজক কর্তা
● প্রযোজ্য কর্তা
গ. মুখ্য কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
৪৪. ‘ঘোড়ায় গাড়ি টানে’- এ বাক্যে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি হবে?
ক. কর্তৃকারকে প্রথমা
● কর্তৃকারকে সপ্তমী
গ. কর্মকারকে স
ঘ. করণকারকে সপ্তমী
৪৫. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
● কর্মকারক
খ. সম্প্রদান কারক
গ. করণ কারক
ঘ. কর্তৃকারক
৪৬. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে-
● মুখ্য কর্ম
খ. সমধাতুজ কর্ম
গ. গৌণ কর্ম
ঘ. উদ্দেশ্য কর্ম
৪৭. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
ক. মুখ্য কর্ম
খ. সমধাতুজ কর্ম
● গৌণ কর্ম
ঘ. উদ্দেশ্য কর্ম
৪৮. কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে?
ক. তাকে আমি চিনি
খ. জিজ্ঞাসিব জনে জনে
● দুধকে মোরা দুগ্ধ বলি
ঘ. লাঙ্গল দ্বারা জমি চাষ হয়
৪৯. ‘ডাক্তার ডাক।’— ডাক্তার ডাক শব্দটি কোন কারক?
ক. করণ
খ. অধিকরণ
● কর্ম
ঘ. অপাদান
৫০. ‘জিজ্ঞাসিব জনে জনে’— এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. অধিকরণে ৭মী
গ. অপাদানে ৭মী
● কর্মে ৭মী
SSC - 2024/Bangla 2nd Paper/বাগধারা
১. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
ক. প্রত্যয়
● বাগধারা
গ. কারক
ঘ. সমাস
২. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
ক. প্রত্যয়
● বাগধারা
গ. কারক
ঘ. সমাস
৩. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?
ক. শব্দ
খ. প্রয়োগ
● অর্থ
ঘ. বর্ণ
৪. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
ক. সামাজিক-অর্থনৈতিক
খ. সামাজিক-মানসিক
গ. সামাজিক-রাজনৈতিক
● সামাজিক-সাংস্কৃতিক
৫. নিচের কোনটি ‘অন্ধের যষ্টি’ অর্থ প্রকাশ করছে?
ক. ভাগ্যের খেলা
খ. অসম্ভব কল্পনা
গ. দুর্লভ বস্তু
● একমাত্র অবলম্বন
৬. ‘দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
ক. একচোখা
● এক কথার মানুষ
গ. উড়নচণ্ডী
ঘ. কংস মামা
৭. নীচের কোন অর্থটি ‘কৈ মাছের প্রাণ’ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?
ক. সংকীর্ণমনা রোক
খ. খুব অলস
গ. খুব চালাক
● যা সহজে মরে না
৮. ‘পটল তোলা’ –এর সমার্থক বাগধারা কোনটি?
ক. সংকীর্ণমনা রোক
খ. খুব অলস
গ. খুব চালাক
● অক্কা পাওয়া
৯. ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
● অর্ধচন্দ্র
খ. উড়নচন্ডী
গ. কিস্তিমাত করা
ঘ. পটল তোলা
১০. ‘ছাতটান’ বাগধারাটির অর্থ কী?
ক. নিঃস্ব করা
খ. সর্বনাশ
● চুরির অভ্যাস
ঘ. কুপরামর্শ
১১. বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে-
ক. কলুর বদল
● জিলাপির প্যাঁচ
গ. কানকাটা
ঘ. জগাখিচুড়ি
১২. ‘কচুকাটা করা’ বাগধারাটির অর্থ কী?
ক. কচু কেটে ফেলা
খ. সফলতা লাভ
গ. হত্যা করা
● ধ্বংস করা
১৩. পলায়ন করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক. কিস্তিমাত করা
খ. চুলোয় যাওয়া
গ. কান ভাঙানো
● গা ঢাকা দেওয়া
১৪. নিচের কোনটি ‘চশমখোর’ বাগধারাটির অর্থ প্রকাশ করছে?
ক. অত্যন্ত গরিব
খ. সামান্য ব্যক্তি
● বেহায়া
ঘ. নাছোড়বান্দা
১৫. ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী?
ক. উপযুক্ত মিলন
খ. ছোট মন
● বাইরে পরিপাটি
ঘ. নির্বোধ
১৬. বাগধারা প্রয়োগে ভাষা কী হয়?
ক. দুর্বোধ্য
খ. সরল
গ. সহজ
● প্রাণবন্ত
১৭. বাগধারা বাক্যে অধিক কী সৃষ্টি করতে পারে?
ক. সরলতা
খ. দ্যোতনা
গ. দুর্বোধ্যতা
● ব্যঞ্জনা
১৮. ‘অক্ষরে অক্ষরে’- এ বাগধারা কী?
ক. মারা যাওয়া
● যথাযথ
গ. ভাগ্যের খেলা
ঘ. দীর্ঘসূত্রতা
১৯. ‘বিধির বিড়ম্বনা’-এর বাগধারা কী?
ক. অলক্ষ্মীর দশা
খ. অগ্নিপরীক্ষা
● অদৃষ্টের পরিহাস
ঘ. দিশেহারা হয়ে পড়া
২০. ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হলো—
ক. অপরের বিষয়ে হস্তক্ষেপ
● দিশেহারা হয়ে পড়া
গ. মরা যাওয়া
ঘ. ভাগ্যের খেলা
২১. ‘গোল্লায় যাওয়া’- বাগধারাটির অর্থ কী?
● নষ্ট হওয়া
খ. অসৎ কাজ
গ. খারাপ কাজে যাওয়া
ঘ. দোষের কাজ করা
২২. ‘অরণ্যে রোদন’- এর সঠিক অর্থ হচ্ছে-
ক. বনে কান্না করা
● নিষ্ফল আবেদন
গ. জঙ্গলে কান্না করা
ঘ. দিশেহারা হয়ে পড়া
২৩. ‘খুব কষ্ট’ নিচের কোন শব্দের বাগ্ধারা এটি?
● আঁতে ঘা
খ. আগুন নিয়ে খেলা
গ. অন্ধকার দেখা
ঘ. অক্কা পাওয়া
২৪. ‘আগুন নিয়ে খেলা’ শব্দটির অর্থ কোনটি?
ক. অসম্ভব কল্পনা
● বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা
গ. ভাগ্যের খেলা
ঘ. দিশেহারা হয়ে পড়া
২৫. ‘হঠাৎ বড়লোক হওয়া’- এর বাগ্ধারা নিচের কোনটি হবে?
ক. আকাশ কুসুম
খ. অর্ধচন্দ্র
গ. অমাবস্যার চাঁদ
● আঙুল ফুলে কলাগাছ
২৬. ‘আমড়া কাঠের ঢেঁকি’- এর অর্থ নিচের কোনটি?
ক. বেহিসেবি
● অপদার্থ
গ. অসম্ভব বস্তু
ঘ. নিষ্ফল অনুনয়
২৭. ‘ইঁচড়ে পাকা’ শব্দের অর্থ হচ্ছে—
ক. অসম্ভব কল্পনা
খ. পার্থক্য
● অকাল পক্ক
ঘ. অপদার্থ
২৮. ‘ঠোঁট কাটা’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?
● চশমখোর
খ. খয়ের খা
গ. কুয়োর ব্যাঙ
ঘ. কলুর বলদ
২৯. ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কী?
ক. নদী দিয়ে তৈরি পুতুল
● শ্রমবিমুখ
গ. কপট ব্যক্তি
ঘ. সুযোগ সন্ধানী
৩০. ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?
ক. অমাবস্যার চাঁদ
খ. উড়নচন্ডী
● ডুব মারা
ঘ. কোমর বাঁধা
৩১. ‘খেজুরে আলাপ’ বাগধারাটির অর্থ কী?
ক. বেশি কথা বলা
খ. কুপরামর্শ
গ. ষড়যন্ত্র করা
● অকাজের কথা
৩২. মা সারাজীবন শুধু খেটেই গেলেন, যেন একটা-
● কলুদ বলদ
খ. ননীর পুতুল
গ. খয়ের কা
ঘ. চিনির বলদ
৩৩. ‘দা-কুমড়া সম্পর্ক’ বাগধারাটির অর্থ কী?
ক. গভীর সম্পর্ক
খ. প্রচণ্ড উত্তেজনা
● শত্রুতা
ঘ. চূড়ান্ত মীমাংসা
৩৪. অত্যন্ত গরিব বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক. কুয়োর ব্যাঙ
খ. ঠোঁট কাটা
● ছা-পোষা
ঘ. তালপাতার সেপাই
৩৫. ‘গোড়ায় গলদ’ বাগধারাটির অর্থ কী?
ক. বড় ধরনের ভুল
খ. বিশৃঙ্খলা
● শুরুতে ভুল
ঘ. হতভাগ্য
৩৬. ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ কী?
ক. একগুঁয়ে
● ভণ্ড সাধু
গ. গুরুত্বধীন ব্যক্তি
ঘ. অত্যন্ত গরিব
৩৭. ‘পালের গোদা’ বাগধারাটির অর্থ কী?
● দলপতি
খ. অহিনকুল
গ. অতিবৃদ্ধ
ঘ. শ্রমবিমুখ
৩৮. ‘অগ্নিপরীক্ষা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. আগুনের পরীক্ষা
খ. সহজ পরীক্ষা
● কঠিন পরীক্ষা
ঘ. সঠিক পরীক্ষা
৩৯. ‘এসপার ওসপার’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
ক. সংঘর্ষ
খ. তাগাদা
● মীমাংসা
ঘ. কিছু একটা
৪০. ‘গোঁফ খেজুরে’— কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক. খুব চৌকস
খ. বড় গোফ
● নিতান্ত অলস
ঘ. চাটুকার
৪১. ‘দলপতি’ অর্থে বাগ্ধারা কোনটি?
ক. রুই কাতলা
খ. রাঘব বোয়াল
গ. ভূষণ্ডির কাক
● পালের গোদা
৪২. ‘যার অনেক বুদ্ধি আছে’- তাকে বাগ্ধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়?
ক. বুদ্ধির ঢেঁকি
খ. ভুশণ্ডির কাক
● গভীর জলের মাছ
ঘ. বিড়াল ওপন্থী
৪৩. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?
ক. ভালো-মন্দ
খ. পক্ষপাতিত্ব
● পার্থক্য
ঘ. গুরুত্বহীন
৪৪. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগ্ধারা কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অন্ধকার লেখা
● একাদশে বৃহস্পতি
ঘ. কেউ ফেরৎ
৪৫. ‘চোখের পর্দা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. চক্ষুশূল
● লজ্জা
গ. বেহায়া
ঘ. কপট
৪৬. ‘সৌভাগ্যের বিষয়’ – কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অন্ধকার লেখা
● একাদশে বৃহস্পতি
ঘ. কেউ ফেরৎ
৪৭. ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী?
ক. কাঠের পুতুল
খ. কপমণ্ডুক
● তীব্র জ্বালা
ঘ. কেতাদুরস্ত
৪৮. ‘তাসের ঘর’— অর্থ কী?
ক. তাস খেলার ঘর
● ক্ষণস্থায়ী বস্তু
গ. দীর্ঘস্থায়ী
ঘ. পূর্ণস্থায়ী
৪৯. ‘তামার বিষ’— বাগধারার অর্থ কী?
● অর্থের কু প্রভাব
খ. অপচয়
গ. ক্ষণস্থায়ী বস্তু
ঘ. কৃপণের কড়ি
৫০. ‘রাবণের চিতা’— বাগধারার অর্থ কী?
ক. সামান্য সম্পদ
খ. অরাজক দেশ
● চির অশান্তি
ঘ. অনিষ্টে ইন্টলা
SSC - 2024/Bangla 2nd Paper/বাংলা ভাষার রীতি ও বিভাজন
১. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. লেখ্য রীতি
● প্রমিত রীতি
২. বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়—
ক. প্রাচীন যুগে
● উনিশ শতকের শুরুতে
গ. মধ্যযুগে
ঘ. বিশ শতকের শুরুতে
৩. নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ?
● করিল
খ. করেছে
গ. করত
ঘ. করলাম
৪. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
● ক্রীয়ারূপ দীর্ঘ
খ. অনুসর্গ হ্রস্ব
গ. বিশেষ্যের অধিক্য
ঘ. সর্বনাম হ্রস্বতর
৫. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
ক. বরেন্দ্রি
● কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
৬. নিচের কোনটি লেখ্য ভাষা রীতি?
ক. প্রমিত রীতি
খ. কাব্য রীতি
গ. সাধু রীতি
● সবগুলোই সঠিক
৭. নিচের কোনটি লেখা রীতির অন্তর্ভুক্ত নয়?
● আদর্শ কথ্য রীতি
খ. সাধু রীতি
গ. প্রমিত নীতি
ঘ. কাব্য রীতি
৮. কোনটি ভাষার মূল রূপ?
ক. লেখ্য ভাষা রীতি
খ. সাধু ভাষা রীতি
● কথ্য ভাষা রীতি
ঘ. আঞ্চলিক ভাষা রীতি
৯. স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত-
ক. লেখ্য ভাষা রীতির
খ. সাধু ভাষা রীতির
● কথ্য ভাষা রীতির
ঘ. আঞ্চলিক ভাষা রীতির
১০. যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম—
ক. লেখ্য ভাষা রীতির
খ. সাধু ভাষা রীতির
● কথ্য ভাষা রীতির
ঘ. আঞ্চলিক ভাষা রীতির
১১. আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
● পূর্বি
১২. বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কী?
● বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৩. বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বরেন্দ্রি
● কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৪. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কী?
● বাঙ্গালি
খ. কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৫. পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বরেন্দ্রি
● কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৬. বস্তার কী ভেদে আদর্শ কথ্য রীতিতে কমবেশি পার্থক্য দেখা যায়?
ক. সামাজিক অবস্থান
খ. শিক্ষা
গ. সংস্কৃতি
● সবগুলোই সঠিক
১৭. ‘চর্যাপদ’ লেখ্য ভাষা রীতির কোন রীতিতে রচিত?
ক. প্রমিত রীতি
খ. সাধু রীতি
গ. গদ্য রীতি
● কাব্য রীতি
১৮. বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ কত আগে রচিত হয়েছিল?
ক. প্রায় পাঁচশ বছর
খ. প্রায় দুই হাজার বছর
গ. প্রায় সাড়ে তিন হাজার বছর
● প্রায় এক হাজার বছর
১৯. বাংলা সাধু রীতির বিকাশ ঘটে কখন?
● ঊনিশ শতকের শুরুতে
খ. বিশ শতকের শুরুতে
গ. উনিশ শতকের মাঝামাঝি
ঘ. বিশ শতকের দ্বিতীয়ার্ধে
২০. সাধু রীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে কত শতাব্দী ধরে?
ক. প্রায় তিন শতাব্দী
খ. এক শতাব্দী
গ. অর্ধ শতাব্দী
● প্রায় দুই শতাব্দী
২১. বিশ শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি কোন রীতির জায়গা দখল করে?
ক. কথা রীতির
খ. বাংলা কাব্য রীতির
গ. আদর্শ লেখ্য রীতির
● সাধু রীতির
২২. লেখ্য বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি?
ক. সাধু রীতি
খ. কাব্য রীতি
● প্রমিত রীতি
ঘ. চলিত রীতি
২৩. লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?
● চর্যাপদ
খ. গদ্য রীতি
গ. পদ্মাবতী
ঘ. মঙ্গলকাব্য
২৪. ‘চর্যাপদ’ কত বছর আগের লিখিত বাংলা ভাষা?
ক. প্রায় পাঁচশ বছর
খ. প্রায় দুই হাজার বছর
গ. প্রায় সাড়ে তিন হাজার বছর
● প্রায় এক হাজার বছর
২৫. কোন যুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য?
● আধুনিক যুগ
খ. অন্ধকার যুগ
গ. মধ্যযুগ
ঘ. প্রাচীন যুগ
২৬. চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে?
● একুশ শতকে
খ. উনিশ শতকে
গ. সতেরো শতকে
ঘ. ষোলো শতকে
২৭. বাংলা কাব্য রীতি কয়ভাগে বিভক্ত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৮. নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের দীর্ঘ রূপ
খ. সর্বনামে ‘হ’ বর্ণ যুক্ত
গ. তৎসম শব্দবহুল
● ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ
২৯. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রীতিতে?
ক. সাধু রীতি
খ. কাব্য রীতি
গ. প্রমিত রীতি
● চলিত রীতি
৩০. শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম—
ক. মায়ের মুখের ভাষা
খ. বিভিন্ন ভাষার বই
গ. বিভিন্ন উপভাষা
● পাঠ্যপুস্তক
৩১. কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
ক. কাল ও দেশভেদে
খ. পরিবেশ ও অঞ্চলভেদে
গ. কাল ও স্থানভেদে
● দেশ, কাল ও পরিবেশভেদে
৩২. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলিত
খ. আঞ্চলিক
● সাধু
ঘ. প্রাকৃত
৩৩. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
ক. সাধু ভাষা
খ. মিশ্র ভাষা
● আদর্শ চলিত ভাষা
ঘ. আঞ্চলিক ভাষা
৩৪. বাংলা ভাষার রীতি কয়টি?
● দুইটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. চারটি
৩৫. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. দুইটি
● তিনটি
গ. পাঁচটি
ঘ. চারটি
৩৬. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
● গুরুগম্ভীর
খ. অবোধ্য
গ. গুরুচণ্ডালী
ঘ. দুর্বোধ্য
৩৭. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলতি
খ. আঞ্চলিক
● সাধু
ঘ. প্রাকৃত
৩৮. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য ভাষা
খ. লেখ্য ভাষা
● সাধু ভাষা
ঘ. চলিত ভাষা
৩৯. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাদ মিত্র
● প্রমথ চৌধুরী
৪০. আঞ্চলিক ভেন সহজে বোঝা যায় কোন রীতির?
ক. আঞ্চলিক রীতির
খ. চলিত রীতির
● কথ্য রীতির
ঘ. সাধু রীতির
৪১. আসামের বরাক ও ত্রিপুরা অঞ্চলের উপভাষা কী নামে পরিচিত?
ক. বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
● পূর্বি
৪২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণে
● ক্রিয়া ও সর্বনামে
গ. ক্রিয়ায়
ঘ. বিশেষ্য
৪৩. কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য?
ক. বিশেষণ ও ক্রিয়ায়
খ. গুরুগম্ভীর
গ. তৎসম শব্দবহুল
● তদ্ভব শব্দবহুল
৪৪. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
● সাধু রীতি
খ. কাব্য রীতি
গ. প্রমিত রীতি
ঘ. চলিত রীতি
৪৫. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয়?
ক. উপন্যাসে
খ. নাটকে
গ. গল্পে
● কবিতায়
৪৬. চলিত রীতির শব্দ কোনটি?
ক. তুলা
খ. শুকনা
● তুলো
ঘ. পড়িল
৪৭. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক. বুন
খ. বন
● বুনো
ঘ. বৃন
৪৮. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা
খ. পড়িল
● শুকনো
ঘ. শুকনা
৪৯. বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হলো—
ক. অমিত্রাক্ষর
খ. মিত্রাক্ষর
● পদ্য কাব্য
ঘ. পয়ার
৫০. ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যাবতীয় দাপ্তরিক কাজ চলে—
ক. সাধু রীতিতে
খ. কথ্য রীতিতে
● প্রমিত রীতিতে
ঘ. আঞ্চলিক রীতি
SSC - 2024/Bangla 2nd Paper/শব্দ ও পদের গঠন
১. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
● পদ
খ. পদাণু
গ. প্রকৃতি
ঘ. বাক্যাংশ
২. পদের লগ্নক কত ধরনের?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
৩. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
ক. প্রত্যয়
খ. বিভক্তি
গ. বলক
● উপসর্গ
৪. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কী বলে?
ক. প্রত্যয়
খ. বিভক্তি
● বলক
ঘ. উপসর্গ
৫. কোনটি সাধিত শব্দ?
ক. গাছ
● পরিচালক
গ. মাছ
ঘ. চাঁদ
৬. কোনটি মৌলিক শব্দ?
ক. গাছ
খ. পরিচালক
গ. মাছ
● চাঁদ
৭. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
● শেষে
খ. প্রথমে
গ. মধ্যে
ঘ. যে কোনো স্থানে
৮. কোনটি নির্দেশক?
ক. রা
● টুকু
গ. পরি
ঘ. ই
৯. কোনটি লগ্নক নয়?
● প্রত্যয়
খ. বল
গ. নির্দেশক
ঘ. বলক
১০. ‘নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে’ বাক্যে অলগ্নক পদ কোনটি?
ক. নৌকার
খ. বচন
● নীল
ঘ. মাছরাঙাটি
১১. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কী বলে?
● শব্দমূল
খ. বল
গ. নির্দেশক
ঘ. বলক
১২. ক্রিয়াপ্রকৃতির অপর নাম কী?
● ধাতু
খ. বল
গ. নির্দেশক
ঘ. বলক
১৩. উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কী বলে?
ক. মৌলিক শব্দ
খ. যৌগিক শব্দ
● সাধিত শব্দ
ঘ. তদ্ভব শব্দ
১৪. ‘কে যেন দরজা ঠকঠক করছে।’- এ বাক্যে ‘ঠকঠক’ কী?
ক. বিভক্তি
খ. শব্দমূল
গ. বলক
● শব্দদ্বিত্ব
১৫. পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে কী বলে?
● লগ্নক
খ. বল
গ. নির্দেশক
ঘ. বলক
১৬. ‘সাংবাদিক’ শব্দে ‘ইক’ অংশটুকু কী?
ক. উপসর্গ
● প্রত্যয়
গ. বলক
ঘ. নির্দেশক
১৭. নিচের কোনগুলো বলকের উদাহরণ?
ক. রা, গুলো
খ. এর, লাম
গ. টি, টুকু
● ই, ও
১৮. ‘ছেলেরা ক্রিকেট খেলে’— এই বাক্যে ‘ক্রিকেট’ পদটিকে কী বলা যায়.
ক. বলক
খ. বচন
গ. সলগ্নক পদ
● অলগ্নক পদ
১৯. প্রতিটি জনগোষ্ঠীর শব্দভান্ডার কোথায় সংকলিত হয়?
ক. ব্যাকরণে
খ. সাহিত্যে
● অভিধানে
ঘ. বাক্যে
২০. শব্দ কীসের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্বের
● রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের
ঘ. অর্থতত্ত্বের
২১. শব্দমূলের অপর নাম-
● প্রকৃতি
খ. ধ্বনিগুচ্ছ
গ. শব্দগুচ্ছ
ঘ. ধ্বনিমূল
২২. প্রকৃতি কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৩. নামপ্রকৃতি একই সঙ্গে শব্দমূল এবং—
ক. কৃৎপ্রত্যগ
খ. কৃদন্ত
গ. ধাতু
● নামশব্দ
২৪. বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই বলা হয়—
ক. বাক্য
খ. সমাস
● পদ
ঘ. সন্ধি
২৫. শব্দমূল ও শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ ও পদ তৈরি হয় সেগুলোকে কী বলে?
ক. পদক্রম
● লগ্নক
গ. পদ
ঘ. সমাস
২৬. কোনগুলো শব্দের লগ্নক?
● বিভক্তি ও বচন
খ. প্রত্যয় ও সন্ধি
গ. সমাস ও প্রত্যয়
ঘ. উপসর্গ ও কারক
২৭. লগ্ন কত প্রকার?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
২৮. পদের ল্যাকের অন্তর্ভুক্ত কোনটি?
ক. পদক্রম
● প্রত্যয়
গ. পদ
ঘ. সমাস
২৯. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলো কে কী বলে?
ক. বিভক্তি
● নির্দেশক
গ. পদ
ঘ. সমাস
৩০. নির্দেশকের উদাহরণ কোনটি?
● টি
খ. দিয়ে
গ. এর
ঘ. কর্তৃক
৩১. সমাসের মাধ্যমে একাধিক শব্দ পরিণত হয়-
ক. পদে
খ. বাক্যে
● এক শব্দে
ঘ. বিভক্তিতে
৩২. ‘বন্ধুত্ব’ শব্দের মধ্যে কোন প্রত্যয় রয়েছে?
ক. অ
● ত্ব
গ. আ
ঘ. উ
৩৩. বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্নক থাকে না সেগুলোকে বলে-
ক. সলগ্নক পদ
খ. বিভক্তি
● অলগ্নক পদ
ঘ. পদ
৩৪. ‘শব্দের’ ক্ষেত্রে অভিধানে শব্দগুলো কীভাবে থাকে?
ক. সম্পর্কযুক্ত
● বিচ্ছিন্ন
গ. সম্পর্কহীন
ঘ. সলগ্নক
৩৫. নিচের কোনটি ক্রিয়া-বিভক্তির উদাহরণ?
ক. এর
● লাম
গ. গুলো
ঘ. এ
৩৬. ‘এখনও তুমি বসে আছ!’- এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন পদে?
● এখনও
খ. তুমি
গ. আছ
ঘ. বসে
৩৭. শব্দ যখন বাক্যে স্থান পায়, তখন তার নাম কী হয়?
● পদ
খ. শব্দমূল
গ. নির্দেশক
ঘ. বিভক্তি
৩৮. পদের অংশ নয় কোনটি?
● উপসর্গ
খ. বচন
গ. নির্দেশক
ঘ. বিভক্তি
৩৯. গঠনগতভাবে পদ কত প্রকার?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ
৪০. ‘সবটুকু ওষুধই তোমাকে খেতে হবে।’- এ বাক্যে ‘সবটুকু’ পদে কোন ধরনের লগ্নক ব্যবহৃত হয়েছে?
ক. উপসর্গ
খ. বচন
● নির্দেশক
ঘ. বিভক্তি
SSC-2024/Bangla 2nd Paper/উপসর্গ দিয়ে শব্দ গঠন
১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?
ক. ভিখারি
● প্রবীণ
গ. সেলাই
ঘ. বাবুয়ানা
২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নাহক
খ. উপকূল
● নালায়েক
ঘ. নিম্ন
৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
ক. আখাম্বা
খ. অনভিজ্ঞ
● আরক্ত
ঘ. অনভিজ্ঞ
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো
● উপ
গ. টা
ঘ. ও
৫. ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক. বিপরীত
খ. শূন্য
● ছোট
ঘ. নিম্ন
৬. বাংলা ভাষায় কতগুলো উসপর্শ রয়েছে?
ক. কয়েকটি
খ. অর্ধশত
● অর্ধশতাধিক
ঘ. শতাধিক
৭. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
● সম্প্রদান
খ. অভিযোগ
গ. সম্পত্তি
ঘ. অত্যাচার
৮. উপসর্গের কী নেই?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থ
ঘ. অর্থ-দ্যোতনা
৯. উপসর্গের কী আছে?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা
ঘ. অর্থ-দ্যোতনা
১০. ‘অনুগমন’ শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিকৃত
খ. অর্ধেক
গ. চমৎকার
● পিছনে
১১. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. অধিকার
● অত্যাচার
গ. সুকৌশল
ঘ. গরহাজির
১২. ‘আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত।’- বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক. আজকাল
● হাভাত
গ. জোভাত
ঘ. ভদ্দরলোকদের
১৩. ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● অপূর্ণ
খ. মন্দ
গ. বিপরীত
ঘ. সদৃশ
১৪. চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● ভরজোয়ার
খ. প্রতিধ্বনি
গ. নিমখুন
ঘ. সংযোজন
১৫. ‘রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।’- এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
ক. রোহিঙ্গারা
খ. হয়ে
গ. গেছে
● উদ্বাস্তু
১৬. মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. কদবেল
● দরদালান
গ. প্রগতি
ঘ. দুর্বল
১৭. ‘বিড়ই’ শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?
ক. বিপরীত
খ. সামান্য
● ভিন্ন
ঘ. তুল্য
১৮. ‘কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।’- এ বাক্যে ‘পরিত্যাগ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে।
ক. বিরুদ্ধ
● সম্পূর্ণ
গ. অভাব
ঘ. প্রচন্ড
১৯. অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● অবগুন্ঠন
খ. হাড়াত
গ. বেদখল
ঘ. পাতিহাঁস
২০. ‘কদবেল’ শব্দে ‘কল’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নেতি
● গৌণ
গ. অতিশয়
ঘ. প্রগতি
২১. উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
ক. গরহাজির
খ. সম্পূর্ণ
গ. অত্যাচার
● সুনজর
২২. উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. অভিজ্ঞ
খ. নিমরাজি
● অভিজাত
ঘ. ভরপেট
২৩. ‘সম্মুখ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. ভালো
খ. অতিশয়
● অভিমুখে
ঘ. সম্যক
২৪. প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?
ক. বাংলা উপসর্গ
● তৎসম উপসর্গ
গ. ফারসি উপসর্গ
ঘ. আরবি উপসর্গ
২৫. উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
● ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়
২৬. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
● নতুন শব্দ গঠন
গ. যতি সংস্থাপন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
২৭. শব্দের আগে বসে কোনটি?
বা, নিচের কোনটি শব্দের শুরুতে বসে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
২৮. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
২৯. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. এগারোটি
খ. বাইশটি
● একুশটি
ঘ. আঠারোটি
৩০. নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
অথবা, কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়?
ক. অ, অঘা, অজ, অনা
● আ, সু, বি, নি
গ. আ, উপ, অপ, অপি
ঘ. অনা, ইতি, কু, সম
৩১. ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?
● আতিশয্য
খ. নিষেধ
গ. নিশ্চয়
ঘ. অভাব
৩২. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড়
● অজ, আন, ইতি, পাতি
গ. ফি, নি, বি, সু
ঘ. কু, বি, এ, নি
৩৩. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে’ – এখানে ‘অবেলা’ শব্দের ‘অ’ কোন উপসর্গ?
● বাংলা
খ. ফারসি
গ. তৎসম
ঘ. হিন্দি
৩৪. অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কী কে অনুসর্গ বসতে পারে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
৩৫. ‘বিনির্মাণ’ শব্দে ‘মান’ শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
● ২
খ. ৫
গ. ৮
ঘ. ৯
৩৬. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ – কোনটির?
ক. অনুসর্গের
● উপসর্গের
গ. বিভক্তির
ঘ. পদাশ্রিত অব্যয়ের
৩৭. উপসর্গ কত প্রকার?
ক. ২
● ৩
গ. ৮
ঘ. ৯
৩৮. ‘সম’ উপসর্গ যোগে গঠিত ‘সম্পূর্ণ’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
● সম্প্রসারণ
খ. সংকোচন
গ. বিয়োজন
ঘ. সংযোজন
৩৯. ‘গরহাজির’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
● বিপরীত
খ. অল্প
গ. অভাব
ঘ. সম্যক
৪০. ‘অধি’ উপসর্গ যোগে গঠিত ‘অধিবাসী’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত
খ. অভাব
● মধ্যে
ঘ. বৃহৎ
৪১. ‘অনা’ উপসর্গ যোগে গঠিত ‘অনাবৃষ্টি’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত
● অভাব
গ. মধ্যে
ঘ. বৃহৎ
৪২. ‘অপ’ উপসর্গ যোগে গঠিত ‘অপকর্ম’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. পিছান
খ. তুল্য
গ. বাজে
● মন্দ
৪৩. কোন দুটি বাংলা উপসর্গ?
ক. কার, দর
● অঘা, কদ
গ. পরা, অধি
ঘ. পরা, প্র
৪৪. ‘অকাজ’ শব্দের ‘অ’ উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
● সংকোচন
খ. পরিবর্তন
গ. পরিবর্ধন
ঘ. সম্প্রসারণ
৪৫. অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে— ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
অথবা, ‘অঘা’ শব্দাংশটি কোন উপসর্গ?
ক. বিদেশি
খ. তৎসম
● খাঁটি বাংলা
ঘ. আ উপসর্গ
৪৬. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ – এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
অথবা, ‘মা বলিতে প্রাণ করে আনচান।’ — ‘আনচান’ কোন উপসর্গযোগে গঠিত শব্দ?
● বাংলা
খ. সংস্কৃত
গ. বিদেশি
ঘ. হিন্দি
৪৭. ‘পাতি’ ও ‘ইতি’ কোন উপসর্গ?
ক. তৎসম উপসর্গ
● খাঁটি বাংলা উপসর্গ
গ. বিদেশি উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ
৪৮. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
ক. ২
● ৪
গ. ৮
ঘ. ৯
৪৯. ‘নি’ উপসর্গযোগে ‘নিখাদ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গতি অর্থে
খ. উত্তম অর্থে
গ. নিশ্চয় অর্থে
ঘ. ‘নেই এমন’ অর্থে
৫০. কোনটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ?
● বিফল
খ. নিপাত
গ. আলুনি
ঘ. সুনজর
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Bosura, Dhirasrom Road, Ward No 32, National University
Gazipur, 1704
কুরআন তিলাওয়াত কর ধীরে ধীরে সুস্পষ্টভাবে। সূরা মুযযাম্মিলঃ আয়াত-৪
1710
Gazipur, 1720
Hi! Thanks for visiting. Follow our primary page: https://www.facebook.com/BasicEnglishCreativeSchool
629/1, Kuddus Kholifa Raod, Morkun, Tongi
Gazipur, 1710
এই পেজের উদ্দেশ্য হচ্ছে-শুধুমাত্র প্রি-রেকর্ডেড ভিডিও আপলোডের মাধ্যমে শিক্ষার্থীদেরকে IELTS শিখানো
House LT/4, Word# 27, Laxmipura
Gazipur, 1700
Sub-Trainer Of WebCoder-IT Institute. Freelancer | Entrepreneur | Travel Blogger
Gazipur, 1707
অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দিয়ে বাসায় পড়ানো হয় মোবাঃ 01837083480?