Jannat & Ranju
Plzzz Follow My Page
যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।
একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️
আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।
কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।-সংগৃহীত
৭ জনমের (৭জনের) গল্প.. কি?
নাতী: দাদু পড়তে মন চাচ্ছেনা, একটু টিভি দেখবো?
দাদু : টিভি থাক দাদুভাই, তুমি আমার সাথে গল্প করো।
নাতী: আচ্ছা দাদু আমাদের পরিবার কি সারাজীবন সাত জনের-ই থাকবে?
মানে আমি, বোন, তুমি, দাদি, বাবা-মা আর আমাদের বিড়াল ছানা ক্যাটি।
দাদু : এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাবো।
নাতী: কুকুরটা তো বিড়াল ছানাটিকে মেরে ফেলবে, তখন আমরা আবার সাতজন হয়ে যাবো।
দাদু : তুমি বিয়ে করে আনলে তখন আমরা আবার আটজন হয়ে যাবো।
নাতী: কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।
দাদু : তোমার ছেলে-মেয়ে হলে আমরা আট-নয়জন হয়ে যাবো।
নাতী: কিন্তু তুমি আর দাদী মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।
দাদু : হারামজাদা তুই যা গিয়ে টিভি দেখ।
😃😃😃😃
😃😃😃😃😃
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Gazipur
Gazipur
⚔🔱RDX FAMILY 🔱⚔ ⚔️SUPERFAST TIMELINE IN 2024⚔ BIG REFRESH 🗡️ TODAY FIX 7PM🗡️ TODAY 6 PM NEW DP🗡️
Gazipur City Corporation
Gazipur, 1700
অতী ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট সর্বপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি।