Dreams Tiles Fitting & Helping Owner
ভাল মানের কাজের নিশ্চয়তা।টাইলস বিষয়ে যেকোনো পরামর্শ নির্দীধায় বলতে পারেন।
❣️আল্লাহু আকবার❣️
আলহামদুলিল্লাহ। আরও একটি সাইটের কাজ সুনামের সাথে সমপন্ন হল।কালিয়াকৈর, গাজিপুর।
❣️আলহামদুলিল্লাহ ❣️
❣️Keep up with us❣️
Support us, we always trying to help about tiles, problem can be solved.
★★★বাথরুমের টাইলস ক্লিন রাখতে সহজ টিপস জেনে নিন★★★
***বাথরুমের দেয়ালের টাইলস পরিষ্কার
দেয়ালের টাইলসেও পানি ছিটে ছিটে ময়লা দাগ হয়ে যায়। তাই নিয়মিত বাথরুমের দেয়াল পরিষ্কার রাখতে হবে। এজন্য প্রথমে গরম পানি দিয়ে দেয়াল ধুয়ে নিন। এতে করে ময়লাগুলো আলগা হয়ে আসবে। এরপর আধা বালতি হালকা গরম পানিতে ১/২ কাপ বেকিং সোডা ও ১/২ কাপ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে পুরো দেয়াল ভিজিয়ে স্ক্রাবার দিয়ে ঘষুন। মিনিট পাঁচেকের জন্য এবার দেয়ালটিকে এভাবেই রেখে দিন। শেষে একটি পরিষ্কার ও ভেজা স্পঞ্জ দিয়ে দেয়াল ভালোভাবে মুছে নিন। ব্যস, দেয়ালের টাইলসও শাইন করবে এবার!
★★★টাইলসের খাঁজ থেকে ময়লা ও শ্যাওলা পরিষ্কার
বাথরুমের টাইলসতো পরিষ্কার হলো, কিন্তু পাশাপাশি দুই ব্লকের মাঝে যে খাঁজ থাকে সেখানে ময়লা থেকে শ্যাওলা পড়ে যাচ্ছে না তো? টাইলস ব্লকের এই কর্ণারের অংশ পরিষ্কার করতে বেকিং সোডা ও লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে, একটা টুথব্রাশ দিয়ে তা ৫-১০ মিনিট ঘষে পরিষ্কার করুন। শেষে কুসুম গরম পানি দিয়ে বাথরুম ধুয়ে ফেলুন।
***বাথরুমের টাইলস ক্লিন রাখতে সহজ টিপস জেনে নিন
একটি বাড়ির বাথরুম ও কিচেন সেই পরিবারের রুচিবোধ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে কথা বলে। যদি আপনার বাথরুম ও কিচেন অপরিষ্কার থাকে, তাহলে তা খুবই অস্বস্থিকর পরিস্থিতে ফেলে দেয়। অনেকেই বাথরুম পরিষ্কার করতে বোঝেন শুধুই কমোড পরিষ্কার। যার ফলে বাথরুমের টাইলস অযত্নে থেকে ধীরে ধীরে এর শাইনি লুক হারায়। আজ চলুন জেনে নিই বাথরুমের টাইলস পরিষ্কার করার সহজ কিছু টিপস!
***বাথরুমের টাইলস ক্লিন রাখা
সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায় ফাংগাস, ব্যাক্টেরিয়া খুব সহজেই বাসা বাঁধতে পারে। আর সেখান থেকেই ছড়ায় রোগজীবাণু ও ঘটে থাকে আকস্মিক দুর্ঘটনা। পরিবারে যদি ছোটো বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকে, তখন বাথরুমের টাইলস ক্লিন করার কথা আমাদের অনেক গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এছাড়াও নিয়মিত বাথরুমের টাইলস পরিষ্কার না করলে, অবাঞ্ছিত কালো দাগ পড়ে বাথরুমের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।
সুতরাং আপনার পরিবারকে সুস্থ রাখতে নিয়মিত বাথরুমের টাইলস পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই সপ্তাহে অন্তত একবার বাথরুমের টাইলস পরিষ্কার করুন। জেনে নিন কীভাবে বাথরুমের টাইলস পরিষ্কার করা যায়!
★★★বাথরুমের ফ্লোরের টাইলস দাগমুক্ত করা
অনেক দিন ধরে যদি বাথরুমের টাইলস নিয়মিত পরিষ্কার না করেন, তখন সেখানে ক্রমে ময়লা জমে তা জেদি দাগে পরিণত হবে। দাগ উঠানোর জন্য প্রথমে একটি স্প্রে বোতলে ১/২ কাপ পানির সাথে ১/২ কাপ ভিনেগার মিশিয়ে দাগযুক্ত স্থানে স্প্রে করুন। এরপর একটি টুথব্রাশ বা ফ্লোর ব্রাশ দিয়ে ঘষে টাইলস পরিষ্কার করুন। হার্ড ওয়াটার থেকে টাইলসে যে সকল দাগ পড়ে, তা পরিষ্কার করতে লবণ ব্যবহার করুন। খেয়াল রাখবেন, লবণ ব্যবহারের পূর্বে বাথরুমের টাইলস যেন ভেজা থাকে। দাগযুক্ত স্থানে লবণ ছড়িয়ে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করুন। এরপর একটি স্ক্রাবার দিয়ে তা ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন, বাথরুমের টাইলসের দাগ প্রায় উধাও হয়ে গিয়েছে। এরপর বাকি দাগ উঠাতে ভিনেগার ও পানির মিশ্রণ ব্যবহার করুন। ফলে টাইলস হবে দাগমুক্ত।
Alhamdulillah....
নিজের এলাকায় অজুখানার কাজটা করলাম।আলহামদুলিল্লাহ।❣️
Qualify full work...
বিভিন্ন মডেলের ওয়াল টাইলস এর কাজ।
ফ্রেশ কোম্পানি। এই টাইলসের কাজ আজকেও করলাম।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
আরো একটি সাইটের চলমান কাজ।
ভালো কাজের কদর সবসময়ই থাকে।
আলহামদুলিল্লাহ। বাহিরের আরো একটি কাজ সমপন্ন হলো।অভিজ্ঞতা একদিনে অর্জিত হয়না।
সিড়ির কাজ।
একজন দক্ষমিস্ত্রীই পারে কাজের গুণগতমান ঠিক রেখে টাইলসের আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে।
মান সম্মতভাবে টাইলস প্রতিস্থাপনে টাইলসের আসল সৌন্দর্য ফুটে উঠে। .
আলহামদুলিল্লাহ। আরও একটা কাজ ফিটিং ও পুটিং শেষ করলাম,কালিয়াকৈর, গাজিপুর।
ALHAMDULILLAH....
Aro ekti site er kaj sompurno holo
Kaliakoir,Gazipur.
আরও একটি চলমান কাজ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Gazipur
JAYSON GATE, HOTAPARA, GAZIPUR
Gazipur
এখানে এ, বি ও সি গ্রেডের টাইলস পাইকারি ?
140/B, Rasulbag
Gazipur, 1740
Are you in search of quality furniture, appliances, electronics and computers for your family, but a
Shahid Smrity School Road
Gazipur, 1710
We are selling Wall & Floor tiles for decorated your office, house or shopping mall.