Sharif Aquarium Fish
@Sharifaquirumfish24h
আমার কিছু গাপ্পি মাছ হাত বদল হবে যারা নিতে ইচ্ছুক তারা ইনবক্স এ নক করতে পারেন। #লোকেশন_গাজীপুর_কাপাসিয়া
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙
Blue Calico Gold Fish 🐟🥰
Pic
আলহামদুলিল্লাহ্। আমার রঙীন মাছের আরএকটি অংশ নাম তার প্লাটি ।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা
আসসালামুয়ালাইকুম
সৌন্দর্য...! সৌন্দর্য কি শুধু চেহারাতেই ফুটে উঠে? সৌন্দর্য যেকোনো কিছুতেই ফুটে উঠতে পারে শুধু প্রয়োজন একটু সাজানোর।আমরা সবাই কিন্তু সৌন্দর্যের পূজারী।
তাই আজকে নিয়ে আসলাম একটা এ্যাকুরিয়াম আপনাদের মাঝে।
কারো প্রয়োজন হলে ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।
এই ডিজাইনের একুরিয়াম প্রয়োজন হলে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনে 01792371126
01611351900
লোকেশন গাজিপুর কাপাসিয়া।
ডেলিভারি পসিবল।
আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বাড়িতে আর একটা নতুন মেহমানদের আগমন হয়েছে। গাপ্পি, মাছের সাথে যুক্ত হলো এবার প্লাটি মাছ।
শুভ সকাল।
আপনারা সবাই কেমন আছেন ?
আলহামদুলিল্লাহ।
আমার বাড়ির ছাদে মিক্স গাপ্পি চাষ দ্বিতীয় বারের মতো বাচ্চা দিলো।
আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
মাছ পরিচিতি পর্ব
✊ প্লেটিস সানবার্স্ট
প্লাটিগুলি প্রায় প্রতিটি রঙে কল্পনাযোগ্য আসে এবং তাদের যত্ন নেওয়া খুব সহজ - তারা এত জনপ্রিয় হওয়ার কারণ মাত্র দুটি। এগুলি একটি দুর্দান্ত সম্প্রদায়ের মাছ, এগুলি খুব শান্ত এবং গাপি এবং মোলির সাথে ভালভাবে আসে। যদিও ছোট, প্লাটিগুলি খুব সক্রিয় এবং দলে দলে থাকতে পছন্দ করে। একটি 10 গ্যালন ট্যাঙ্ক 5 মাছের জন্য যথেষ্ট বড়। যদিও এগুলি সর্বব্যাপী, তাদের মাংসের চেয়ে অনেক বেশি নিরামিষভোজী খাবারের প্রয়োজন হয়। আদর্শভাবে, তাদের উদ্ভিদ ভিত্তিক খাদ্য এবং প্রোটিনের একটি ভাল মিশ্রণ প্রয়োজন।
কালারফিস এর রোগ প্রতিরোধ এবং প্রতিকারঃ
অন্য মাছের ন্যায় বাহারি মাছেও রোগ হওয়াটা স্বাভাবিক। তাই অ্যাকুরিয়ামকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে। এজন্য ফরমালিন, ডেটল, সেভলন, লবণ এসব ব্যবহার করতে পারেন। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। যদি রোগ হয়েই যায় তখন চিকিৎসা জরুরি। অ্যাকুরিয়ামে পালিত মাছে যেসব রোগ হতে পারে; এর মধ্যে লেজ পচা, অ্যাঙ্কর, কোষ্ঠকাঠিন্য, সাদা দাগ রোগ ইত্যাদি অন্যতম। রোগের লক্ষণ, কারণ এবং প্রতিকার একেক করে দেয়া হলো-
ফাঙ্গাস ঃ এই রোগ হলে মাছের গায়ে ছাপ ছাপ সাদা সাদা দাগ হয় অথবা সারা গায়ে পাতলা সাদা রঙের একটি আস্তরন দেখতে পাওয়া যায় । মাছ নিজের গা ঘসতে থাকে ,আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে .১ থেকে ২ দিনের মধ্যে মাছ মারা যায় ।
প্রতিকার ঃ এই রোগ হলে অ্যাকুরিয়ামের জল ২০থেকে ৩০ শতাংশ বদল করে দিন, জলে ৫ গ্রাম / ১০ লিটার পিছু অ্যাকুরিয়াম সল্ট দিন না পেলে সন্ধক লবন দিন । জলের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড এ করে দিন । ওই জলে মালাসাইট গ্রীন ২ ফোটা করে প্রতি ১০ লিটার জলের হিসাবে দিন। ওই ওষুধ ৪ থেকে ৫ দিন ব্যাবহার করুন ।
ড্রপসি ঃ এই রোগ হলে মাছের আঁশ গুলি খাড়া খাড়া হয়ে ওঠে। মাছের চেহারা অনেক টা বেলুনের মত দেখতে হয়ে যায়। এই রোগ খুব ছোঁয়াচে । এই রোগের প্রাথমিক উপসর্গ বুঝতে পারা যায় না , যখন মাছের আঁশ ফুলে ওঠে তখন ই কেবল মাত্র বোঝা যায় । আর আঁশ ফুলে যাবার পর আর মাছের কোন রকম চিকিৎসা করে লাভ হয় না । আমার ৩০ বৎসর এর অভিজ্ঞতায় আমি ১০০ বারের মধ্যে মাত্র ২ বার আক্রান্ত মাছ কে সুস্থ করতে পেরেছিলাম, তাও গাপ্পি মাছের ক্ষেত্রে নয়, ২ বার ই গোল্ড ফিশ কে সারাতে সক্ষম হয়েছিলাম ।
প্রতিকার ঃ এই রোগ খুব ই সংক্রামক । তাই একটি মাছের হলে সব মাছের ই এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা ৯৯ শতাংশ । তাই কোন একটি মাছ এই রোগে আক্রান্ত হলে সত্তর ব্যাবস্থা নিতে হবে । এই রোগের উপসর্গ দেখা গেলে প্রথমে আপনার অ্যাকুরিয়ামের ৫০ ভাগ জল বদল করুন , ফিল্টার পরিস্কার করে দিন , জলে ৫ গ্রাম প্রতি ১০ লিটার জলের হিসাবে লবন দিন । এর সাথে মেথিলিন ব্লু ২ ফোটা প্রতি ৫ লিটার জলের হিসাবে ব্যাবহার করুন ।
লেজ পচা রোগ : অ্যাকুরিয়ামে পালিত মাছের মধ্যে লেজ পচা রোগ বেশি হয়। ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। তবে ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রকোপ বেশি। প্রথমে লেজ কিংবা পাখনায় ক্ষতের সৃষ্টি হয়। পরে লেজ আস্তে আস্তে পচন ধরে। প্রতিকার হিসেবে অক্সি সাইক্লিন গ্রুপের যে কোনো ওষুধ প্রয়োগ করলে উপকার পাওযা যায়। তবে আক্রমণের তীব্রতা বেশি হলে টেট্টাসাইক্লিন ব্যবহার করা যেতে পারে। একটি ক্যাপসুলের ভেতরে থাকা পাউডার পানিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ওষুধ ব্যবহারের পর অ্যাকুরিয়ামের পানির রঙ হলুদ অথবা লালচে বর্ণ, সেসাথে পানির ওপর ফেনা জমতে পারে। এতে কোনো ক্ষতি নেই। শুধু ফেনা সরিয়ে ফেললেই হবে।
অ্যাঙ্কর : মাছের পেটের নিচে পাখনার কাছাকাছি কিংবা লেজের আগের অংশে লাল ফুসকুরি দেখা যায়। পরে ধীরে ধীরে বড় হতে থাকে। এরপর ওখান থেকে গাছের শিকড়ের মতো বের হয়। প্রতিকার হিসেবে লেজ পচা রোগের ব্যবস্থাপনা অনুসরণ করলে কয়েক দিনের মধ্যে আক্রান্ত মাছ সুস্থ হয়ে যায়।
কোষ্ঠকাঠিন্য রোগ : এ রোগে মাছের পেটে গ্যাস হয়ে ফুলে যায়। খাবার খাওয়া বন্ধ করে দেয়। মলত্যাগে অসুবিধা হয়। প্রতিকার হিসেবে খাবার পরিবর্তন জরুরি। সাধারণত বাজার থেকে কেনা লাল ও সবুজ রঙের দানাদার খাবার পরিবর্তন করে খাওয়াতে হবে। খাবার হিসেবে জীবন্ত ওয়ার্ম এবং কৌটাবদ্ধ মৃত ওয়ার্ম (প্রক্রিয়াজাতকৃত) ব্যবহার করলে ভালো হয়। সবজি সিদ্ধ করে মাছ কে খেতে দিতে হবে। মাছ সুস্থ হওয়ার পর ও মাঝে মাঝে খেতে দিতে হবে এগুলো।
মাউথ ফাঙ্গাস ঃ এই রোগ হলে মাছের ২ টী ঠোট সাদা হয়ে যায়। মাছ নিস্তেজ হয়ে পরে , কিছু খেতে চায়না । চুপচাপ এক জায়গায় ভেসে থাকে বা নিচে বসে থাকে। ১—২ দিন পরে মারা যায় ।
প্রতিকার ঃ এই রোগ হলে , একটি পাত্রে ১ লিটার জল নিন ,ওই জলে ১০—১২ টি পটাসিয়াম পারমাঙ্গানেট এর দানা গুলে নিন।তারপর ওই জলে আক্রান্ত মাছটিকে ১—২ মিনিট রেখে দিন তারপর মাছটিকে অ্যাকুরিয়ামে ছেড়ে দিন ।এই ভাবে দিনে ২ বারকরে ৩থেকে ৪ দিন করুন । প্রতি দিন ওষুধ নতুন করে গুলে নেবেন ।
সাদা দাগ রোগ : এ রোগ হলে মাছের শরীরে সাদা দাগ দেখা যায়। এক ধরনের পরজীবীর কারণে এ রোগের সৃষ্টি। এর আক্রমণ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এমনকি মাছ মারাও যেতে পারে। প্রতিকার হিসেবে আলাদা একটি পানির পাত্রে পরিমাণমতো ফরমালিন এবং ক্লোরাইড সল্ট মিশিয়ে আক্রান্ত মাছকে প্রায় আধা ঘণ্টা সময় গোসল করাতে হবে। এ কাজ সুস্থ হওয়ার আগ পর্যন্ত দিনে দুইবার করতে হবে।
অ্যাকুয়ারিয়াম পরিষ্কার রাখা এবং পানি পরিবর্তন করাকে কেউ কেউ ঝামেলা মনে করেন। আসলে এ কাজের জন্য সপ্তাহের ছুটির দিনই যথেষ্ঠ। শুধু প্রয়োজন ইচ্ছেশক্তি এবং কিছুটা সময় বের করে নেয়া। এর ফলাফল দৃষ্টিনন্দন পরিবেশ, সেসাথে মনের প্রশান্তি। এমন সুযোগ হতে আমরা যেন বঞ্চিত না হই।
আসসালামু আলাইকুম।
হাত বদল হবে
ডাম্বো রেডটেল প্ল্যাটিনাম গাপ্পি, যারা আগ্রহী নিতে চাইলে এখনি in-box করুন।
আসসালামু আলাইকুম
হাত বদল হবে।
রেড কেপ অরেন্ডা ফিশ,আগ্রহীরা ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।
আসসালামু আলাইকুম।
আমার কিছু গোল্ড ফিশ মাছ বিক্রি হবে। যারা আগ্রহী নিতে চান তারা in-box করুন।
কিছু #কৈকার্প মাছ শুধু লাভের চিন্তায় ফিশ কিপিং করবেন না।
শখ করে, ভালবেসে মাছ চাষ করুন।
দেখবেন একটা সময় এমনিতেই আপনি লাভের মুখ দেখবেন, ইনশাআল্লাহ।
https://www.facebook.com/Sharifaquirumfish24h/
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
KAPASHIA
Board Bazar , Gazipur
Gazipur
আমাদের কাছে পাচ্ছেন দেশের সবচেয়ে সেরা মানের মাছের হরমোনাল খাবার।
Https://maps. App. Goo. Gl/Te19f7tnsRPUxzMd 8
Gazipur, 1346
#সকল প্রকার কালার ফিস#এ্যাকুরিয়াম ও এ্যাকুরিয়াম এক্সেসরিজ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়#
Kapasia
Gazipur
দেশের ও দেশের বাহিরের বিভিন্ন প্রজাতির রঙিন মাছ। মাছের খাবার বিভিন্ন প্রজাতির প্ল্যান্স পাওয়া যায়।
Kawachala, Sreepur
Gazipur
!!! বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ !!! আধুনিক পদ্ধতিতে অল্প জায়গায় অল্প খরচে অধিক পরিমানে মাছ চাষ করা ।
Shoshan Road
Gazipur, 1700
"আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করুন এবং মৎস্য চাষে সমৃদ্ধি আনুন"
D-2, (2nd Floor), Harinal Road
Gazipur, 1700
সঠিক পদ্ধতিতে ও লাভজনক মাছ চাষ করতে এস.আই.এগ্রো লিমিটেড এর সাথেই থাকুন। ���ধন্যবাদ���
Gazipur, 1703
The Native Farmer's (TNF) Fish Project (TNF) No compromise on advanced breed picking * The project