DUET Admission

Ask any update for DUET�
𝕯𝖀𝕰𝕿 𝕬𝖉𝖒𝖎𝖘𝖘𝖎𝖔𝖓 𝖙𝖊𝖆𝖈𝖍𝖎𝖓𝖌 𝖇𝖆𝖘𝖊𝖉
𝖍𝖊𝖑𝖕𝖎𝖓𝖌...🥰 yes

04/12/2023

CGPA এর পূর্ণ রূপ কি?

02/12/2023

🔰বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) কর্তৃক 'বার্ষিক এ.পি.এ. মূল্যায়ন ২০২৩' এর ভিত্তিতে ৯০.৬৬ স্কোর নিয়ে দেশসেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে "ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)" ।

পরবর্তী চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্কোর ও ক্রম:
২★ কুয়েট — ৮০.৫৭
৩★ চুয়েট — ৭২.২১
৪★ বুয়েট — ৭২.১৩
৫★ রুয়েট — ৪৯.১৫

According to the annual performance agreement (A.P.A.) of Bangladesh University Grants Commission (UGC)
"𝘿𝙝𝙖𝙠𝙖 𝙐𝙣𝙞𝙫𝙚𝙧𝙨𝙞𝙩𝙮 𝙤𝙛 𝙀𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧𝙞𝙣𝙜 𝙖𝙣𝙙 𝙏𝙚𝙘𝙝𝙣𝙤𝙡𝙤𝙜𝙮 (𝘿𝙐𝙀𝙏)" has been placed as the 𝗕𝗲𝘀𝘁 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 in the country with a score of 90.66 based on evaluation 2023.
Source👉https://ugc.portal.gov.bd/sites/default/files/files/ugc.portal.gov.bd/page/d5c7dae4_4139_4e1c_ab91_bb77e4eed5a3/2023-08-31-09-30-12faaf0931b2eaeb9e0b3266733d2954.pdf

ugc.portal.gov.bd

27/11/2023

🔰 ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার জন্য বাংলাদেশে আয়োজিত কনসার্টের নাম - ❝ Gaza,From .❞

27/11/2023

প্রথমে দশটি বই পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমালোচনা করতে পারবে ৷ রুটিনমতো জীবনযাপনে আগ্রহী হবে ৷ চা-কফির দোকান বা কোন হোটেলে গেলে, একাকী নির্জন কোন টেবিলে একটু ভাব ধরে বসতে চাইবে ৷

পঞ্চাশটি বই পড়ার পর কলম হাতে নিবে ৷ টুকটাক কিছু লেখালেখি করতে শুরু করবে ৷

দুইশত বই পড়ার পর ভাল ও খারাপ বইগুলোরপার্থক্য করতে পারবে ৷

আড়াইশ বই পড়ার পর মানুষ থেকে আরো দূরে সরে পড়বে। বাহিরের হাঙ্গামা, গান-বাজনা, নানাবিদ অনুষ্ঠান কোন কিছুই তোমার ভাল লাগবে না ৷ তুমি সদা তোমার আপন ভুবনে ডুবে থাকবে ৷ নিজের মত এমন শান্ত, পাগল একজন বন্ধু খুঁজবে ৷

সাড়ে তিনশ বই পাঠের পর তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত মন্থর ৷ এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে ৷

পাঁচশ বই পাঠের পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে ৷ তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হবে ৷ এরপর লিখতে শুরু করবে ৷ আর ঐটা অপর এক জগত ৷ জীবনের অপর এক যাত্রা ৷

( সংগৃহীত )

26/11/2023

🔰এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ। রেজাল্ট দেখার লিংক প্রথম কমেন্ট বক্সে।🔰

Photos from DUET Admission's post 22/11/2023

আপনারটা কততম?

#এপিএ_মূল্যায়ন
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রতিষ্ঠানসমূহের এপিএ ২০২২-২৩ এর মূল্যায়নে ১ম স্থান অর্জন করে প্রিয় বিদ্যাপীঠ।

20/11/2023

"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো।

এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই।

যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।

যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।

যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে।

যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"

"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"

- (সূরা তাকাসুরঃ১,২)

(কপি পোস্ট)

#ডুয়েট
#ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

15/11/2023

🔰 প্রস্তুতি নিজ উদ্যোগে গুছিয়ে নেন।
৩০ নভেম্বর থেকে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষা🔰📚

15/11/2023

"ডিপ্লোমা " শেষ করে কী করার ইচ্ছা আছে?😊

10/11/2023

QS এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ এশিয়ার ৮৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের ডুয়েট ৫ম।

২০২৪ সালের র‍্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
১. DU (140)
২. BUET (187)
৩. NSU (191)
৪. BRAC (281-290)
৫. JU, DUET (351-400)
৬. SUST, DIU (401-450)
৭. RU, CUET, EWU, IUT (451-500)
৮. KUET, RUET (501-550)
৯. AUST, IUB, IUBAT, JUST, Stamford (551-600)
১০. KU, UIU (601-650)
১১. AIUB, UAP (751-800)
১২. ULAB (801+)

05/11/2023
05/11/2023

🔰ইউজিসি'র এপিএ মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে DUET ৯০.৬৬ পয়েন্ট পেয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ও সার্বিকভাবে ৯ম স্থান অর্জন করেছে।

ইউজিসি কর্তৃক প্রকাশিত এবারের এপিএ মূল্যায়ন অনুযায়ী দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং:

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়- ১০০ পয়েন্ট

২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৯৭.৯১ পয়েন্ট

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়- ৯৫.৯৭ পয়েন্ট

৪. খুলনা বিশ্ববিদ্যালয়- ৯৫.৪৭ পয়েন্ট

৫. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(বিইউপি)- ৯৪.৯৫ পয়েন্ট

৬. জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ৯৪.৫৮ পয়েন্ট

৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়- ৯২.৩৪ পয়েন্ট

৮. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- ৯১.৩৬ পয়েন্ট

৯. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)- ৯০.৬৬ পয়েন্ট

১০. কুমিল্লা বিশ্ববিদ্যালয়- ৮৯.৫০ পয়েন্ট

১১. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৮৮.৯৪ পয়েন্ট

১২. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়- ৮৮.১৮ পয়েন্ট

১৩. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৮৭.৬৮ পয়েন্ট

১৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়- ৮৪.১৭ পয়েন্ট

১৫. চট্টগ্রাম ভেটেরেনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়- ৮৩.৪৮ পয়েন্ট

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়- ৮৩.৩০ পয়েন্ট

১৭. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট)- ৮০.৫৭ পয়েন্ট

১৮. ইসলামী বিশ্ববিদ্যালয়- ৭৯.০৩ পয়েন্ট

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়- ৭৭.৮৮ পয়েন্ট

২০. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৭৭.৮৩ পয়েন্ট

২১. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৭৭.২৬ পয়েন্ট

২২. বরিশাল বিশ্ববিদ্যালয়- ৭৬.৬৬ পয়েন্ট

২৩. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়- ৭৫.৯৮ পয়েন্ট

২৪. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়- ৭৫.২৮ পয়েন্ট

২৫. চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়(চুয়েট)- ৭২.২১ পয়েন্ট

২৬. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)- ৭২.১৩ পয়েন্ট

২৭. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- ৭০.৯৮ পয়েন্ট

২৮. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৭০.১৬ পয়েন্ট

২৯. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৬৬.৫২ পয়েন্ট

৩০. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- ৬৪.৫১ পয়েন্ট

৩১. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- ৬২.৯৪ পয়েন্ট

৩২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- ৬০.৮১ পয়েন্ট

৩৩. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়- ৫৯.৭২ পয়েন্ট

৩৪. রাজশাহী বিশ্ববিদ্যালয়- ৫৯.২৬ পয়েন্ট

৩৫. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৫৭.৯৮ পয়েন্ট

৩৬. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স)- ৫৬.৪৮ পয়েন্ট

৩৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৫৬.৩৪ পয়েন্ট

৩৮. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৫১.৩২ পয়েন্ট

৩৯. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়- ৫০.২৯ পয়েন্ট

৪০. জাতীয় বিশ্ববিদ্যালয়- ৫০.০৩ পয়েন্ট

৪১. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট)- ৪৯.১৫ পয়েন্ট

৪২. ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়- ৪৮.৯৮ পয়েন্ট

৪৩. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- ৪৬.২৪ পয়েন্ট

৪৪. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়- ৪০.৩৩ পয়েন্ট

৪৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি- ৩৬.৩৪ পয়েন্ট

৪৬. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়- ৩২.০০ পয়েন্ট

------
এই পয়েন্টগুলো দেওয়া হয়েছে নিম্নোক্ত বিষয়গুলোকে বিবেচনা করে: কৌশলগত উদ্দেশ্যসমূহ, জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরকল্পনা, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা, তথ্য অধিকার কর্মপরিকল্পনার উপর নির্ভর করে।


DUET Admission

05/11/2023

হাল ছেড়ে দিয়ো না। ওটা সহজ। ওটা সবাই পারে। এ কারণেই, বেশিদূর যেতে সবাই পারে না। ভালো কিছু পেতে সময় লাগে। সময় নাও।

22/10/2023

🔰🔰🔰🔰🔰

টানা ৭ সেমিস্টারে GPA 4.00 (Out of 4) অর্জন করায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১৯-২০ সেশনের সিভিল ডিপার্টমেন্টের ছাত্র মোঃ মামুনকে DUET Admission এর পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।



ধন্যবাদ সবাইকে 🥰

22/10/2023

একজন ইঞ্জিনিয়ারকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন,"প্রকৌশলী হওয়ার জন্য আপনি কেন গর্ববোধ করছেন?"

তিনি হাসলেন এবং বললেন, "একজন আইনজীবীর আয় বাড়ে দেশে খুনাখুনি, অপরাধ ও মামলা বৃদ্ধির সঙ্গে। আর একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন? যদি উত্তর পান ভাল নেই, তাহলে বুঝে নিবেন দেশের মানুষের রোগ শোক হচ্ছে না। তাই উনার মন খারাপ। কারণ ডাক্তারের আয় বাড়ে মানুষের অসুস্থতা বৃদ্ধির সঙ্গে!
কিন্তু একজন প্রকৌশলীর আয় বৃদ্ধি পায় মানুষ এবং জাতির সমৃদ্ধির সঙ্গে। দেশ এগিয়ে গেলে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাড়ে, ইন্জিনিয়ারদের আয়ও বাড়ে। সে কারণে আমরা গর্ববোধ করি।
আর দেখেন ডাক্তার তার আইডেনটিটির জন্য গলায় বা হাতে স্টেথোস্কোপ লাগিয়ে রাখে। আইনজীবী হাতে ফাইল রাখে। শিক্ষক খাতা,কলম,চক নিয়ে থাকে। পুলিশ তার ইউনিফর্মে থাকে আপনারা সাংবাদিকরাও কম না। গলায় ক্যামেরা বা খাতা-হাতে কলম নিয়ে রাখেন। কিন্তু আমাদের কিচ্ছু লাগে না। আমাদের সব কিছু থাকে মাথার ভেতর। সেটাই একজন প্রকৌশলীর পরিচয়।"

Collected

22/10/2023

আমার প্রিয় ইনস্টিটিউট : ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট!

আপনার কোনটি......?

10/10/2023

আজকে আমার স্টুডেন্ট ১২ আর ৭ যোগ অংক করার সময় দেখি পা'য়ের আ'ঙ্গুল সহ গুনতেছে। তারপর আমি বলি আ'ঙ্গুল গুনো কেন দাগ দিয়ে করো। স্টুডেন্ট বলে আমার এইটা সহজ লাগে। তারপর আমি চা'লাকি করে ২৫ আর ২৭ যোগ করতে দিলাম। ওমা দেখি টেবিলের নিচে গিয়ে আমার পা'য়ের আ'ঙ্গু'লসহ গোনা ধরছে🥲

© Jakia

10/10/2023

দুশ্চিন্তার থেকে পড়াশোনা বেশি হতে হবে, কম হলে দুশ্চিন্তা বাস্তবে রূপ নেবে!😓

05/10/2023

😊ছাত্রীকে পাত্রী বানানো সকল শিক্ষককে জানাই বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা!💔🌸😍

03/10/2023

স্বপ্ন বিহীন আত্মা মৃত প্রায়!!!
তাকে বাঁচিয়ে রেখো নিজের স্বপ্নে 🥰

02/10/2023

দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির অনুমোদন।🤷‍♂️

02/10/2023

5.3🤷‍♂️

02/10/2023

যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয়, সফলতা একটি জীবনধারায় পরিণত হয়। 🌸

Photos from DUET Admission's post 01/10/2023

Why_______

উত্তরটা লাস্ট ছবিতে দেওয়া আছে 😴

30/09/2023

ছবিটার অর্থ বুঝতে পেরেছেন...?😊💔

25/09/2023

চীনে আইফোন-১৫ সিরিজের আইফোন -১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটি প্রি-অর্ডার চালু হওয়ার মাত্র ১ মিনিটের মধ্যেই আউট অব স্টক হয়ে যায়। প্রি-অর্ডার শুরু হওয়ার ১০ মিনিট পর অ্যাপলের ওয়েবসাইটও ক্র্যাশ করে।


https://www.apple.com/newsroom/2023/09/apple-unveils-iphone-15-pro-and-iphone-15-pro-max/

24/09/2023

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় নম্বরভিত্তিক মূল্যায়ন বাদ দেওয়া হচ্ছে। সমাপ্তি ঘটছে জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার যুদ্ধেরও। এখন থেকে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে ব্যবহার হবে পারফরম্যান্স ‘ইনডিকেটর’, অর্থাৎ বিশেষ পারদর্শিতার ‘চিহ্ন’। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে এ প্রক্রিয়ায় মূল্যায়ন শুরু হবে।

নতুন শিক্ষাক্রম প্রণয়নে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ফল হিসেবে যে ইনডিকেটর বা চিহ্ন দেওয়া হবে, তা থেকে বোঝা যাবে- কোন শিক্ষার্থী কোন বিষয় বা কাজে বেশি দক্ষ। ‘ভালো’, ‘মধ্যম’ বা ‘খারাপ’ ফল বলে কোনো কথা বা বার্তাও সেখানে থাকবে না। কোনো শিক্ষার্থী খেলাধুলায় পারদর্শী হতে পারে, কেউ হতে পারে ছবি আঁকায়। কারও কথা বলার দক্ষতা বেশি থাকতে পারে। তাদের এসব দক্ষতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দ করে পড়তে উৎসাহ দেওয়া হবে। এতে শিক্ষার্থী যে বিষয়ে দক্ষ ও আগ্রহী, সে বিষয়ে পড়বে এবং কর্মজীবনে সেই ক্ষেত্রেই কাজ করবে। চাকরির বাজারে বিষয়ভিত্তিক দক্ষ কর্মী বাড়লে, কমবে বেকারত্বও।

24/09/2023

GPA 5 সিস্টেম বাতিল হচ্ছে।
পাশের বাসার আন্টির কী হবে?🥹

21/09/2023

ফিরোজ ভাইয়ের আত্নহত্যার বৃত্তান্ত :

জিয়া হলের ফিরোজের সম্পর্ক ছিল বঙ্গমাতা হলের এক মেয়ের সাথে। একসময় ওদের প্রেম দেখলে মনে হবে বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। ফিরোজের পরিবার‌‌ও জানতো বিষয়টা। তারপর মেয়ে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্পর্ক বিচ্ছেদ করে‌। এরপর থেকে বঙ্গমাতা হলের সামনে কতশত রাত দাড়িয়ে থাকতো শুধু একটু দেখা করার জন্য হিসেব নাই।

ফিরোজ তার মাকে কথা দিয়েছিলো, ওই মেয়ের জন্য নিজের ক্ষতি করবে না। সেই কথা রাখতে পারে নি।

বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়মিত খুঁজ খবর নেয়ার অংশ হিসেবে গত শুক্রবার(১৫-০৯-২০২৩) সকাল ১১ টায় ফোন দেই। জানতে পারি ওদের সম্পর্ক ঠিক করার জন্য ফিরোজের মা, বড় ভাই, ছোট ভাই ক্যাম্পাসে আসছে। মেয়েটা সবার নম্বর ব্লক লিস্টে রেখেছে। আমি ওদের কাছে যেয়ে আমার ফোন থেকে ফোন দেই। কথা না বলেই আমাকে ব্লক করে দিল!

মা ও পরিবার সুদূর গোপালগঞ্জ থেকে ঢাকা এসেও ব্যার্থ হয়ে বাসায় চলে যায়। ফিরোজকেসহ আমি গাড়িতে তুলে দেই। রবিবার ফিরোজ আবার ক্যাম্পাসে আসে। আমরা সারাদিন একসাথে ছিলাম, রাত ২ টা পর্যন্ত মুহসীন হলের ছাদে আড্ডা দিয়েছি। অনেক আলাপ করেছি। অনেক বুঝিয়েছি। ফিরোজের কষ্টের জায়গাটা হলো, বাসায় যেয়ে ফিরোজের মা মেয়েকে ফোন দিয়েছিল অন্য নম্বর দিয়ে। রিসিভ করার পর ফিরোজের মায়ের পরিচয় জানার সাথে সাথেই ফোন কেটে ব্লক দেয়। অথচ অনেক আগের ভিডিওতে দেখেছি ওর মার সাথে কত মুহাব্বতের সাথে কথা বলেছে। ওর নানার খুঁজ খবর নেয়ার পর ওর বাবার কথা জিজ্ঞেস করার সময় বলেছিল, " আর আমার বাবা কেমন আছে?"
সেই মেয়ে কিভাবে এত অপমান করতে পারলো!

ফিরোজ ওর মাকে কথা দিয়ে এসেছিল মেয়ের জন্য নিজের ক্ষতি করবে না। সেই কথা রাখতে পারেনি।

কতভাবে, কতজনের মাধ্যমে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। একটু দেখা করার জন্য সারারাত বঙ্গমাতা হলের সামনে দাড়িয়ে থাকতো। মেয়ের সাথেও আমাদের পরিচয় ছিল, ওদের প্রেম ভালোবাসা দেখে বেস্ট কাপল মনে হতো।
আহা ওদের প্রেম, বিয়ে...

ফিরোজের মা আমাকে ওদের বাড়ি যেতে বলতো, আজ যাচ্ছি। তবে ফিরোজের লা*শ নিয়ে...

সূত্রঃ ফিরোজের ঘনিষ্ট বন্ধু
মেয়েদের ভালোবাসা আসলেই ভয়ংকর রকমের হয়😅😅😅

21/09/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্ট এর চতুর্থ বর্ষ (ব্যাচ-১৯) এর সোহেল ভাই গতকাল রাত্রে ১০:৩০ এর দিকে মর্মান্তিক ভাবে বাইক এক্সিডেন্ট করেন। গাজিপুর সদর হাসপাতালে নিলে তারা জানায় রোগীর অবস্থা ভালো নয় তাই ঢাকা নিতে হবে। ঢাকা নেয়া অবস্থায় পথিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। খালি হলো এক মায়ের বুক যার এই অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না।

তিনি ডুয়েটের বর্ণালী সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। সকলের সাথে ছিলো তার হাসিমুখের সম্পর্কের বন্ধন। পরপারে ভাইকে মহান রব যেনো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই দোয়াই করি।
আমিন।🤲

Photos from DUET Admission's post 20/09/2023

DUET DAY 🥰
Band lineup :

#কুঁড়েঘর

-MINOR

21/9/23

Photos from DUET Admission's post 20/09/2023

আহা! আরেকটি তরতাজা তরুণ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল!!!

গতকাল রাতে কাজী ফিরোজ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ সেশনের ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী *সু*ই*সা*ই*ড করেছেন।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে সু*ই**সা*ই*ড করেছে বলে জানা যায়। পরে তার রুম থেকে একটি *সু*ই*সা*ই*ড নোট পাওয়া যায়।

এখন আমার প্রশ্ন হল, জীবন নিয়ে হতাশ হয়ে সু*ই*সা*ই*ড করতে হবে কেন? জীবনে বেঁচে থাকার এক দুটি রাস্তা বন্ধ হয়ে গেলেও বেঁচে থাকার হাজারটি রাস্তা আছে। আপনার বন্ধু বা সহপাঠী যেভাবে সফল হয়েছেন, আপনি সেই একইভাবে সফল নাও হতে পারেন; অথবা ঠিক একইভাবে সফল হতেই হবে- এমন কোনো কথাও নেই। আপনার জন্য তো অন্য ক্ষেত্রে সফলতা অর্জন করার সুযোগ রয়েছে। আপনি অন্য অনেক ক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখতে পারেন।

প্লিজ, হতাশা বা বিষণ্ণতা থেকে *আ*ত্ম*হ*ত্যা*র মতো ভয়ানক কাজ করতে যাবেন না। যারা বর্তমানে হতাশা, বিষণ্ণতায়, দুশ্চিন্তায় ভুগছেন অথবা আ*ত্ম*হ*ত্যা করার ভয়ঙ্কর কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, তাদের প্রতি বিনীত অনুরোধ রইল অন্তত একবার হলেও "ঘুরে দাঁড়াও আরেকবার" বইটি পড়ুন। জীবনে বেঁচে থাকার অসংখ্য রাস্তা ও উপলক্ষ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

14/09/2023

একটা কথা বলি:

যে মানুষের কাজই মানুষকে মোটিভেশন দেওয়া, তার কাছ থেকে মোটিভেশন নেবেন না এবং তার কথার দ্বারা প্রভাবিত হবেন না।

কারণ তার মোটিভেশনের প্রধান লক্ষ্য, ভিউ বাড়ানো, মোটিভেশন দিয়ে টাকা ইনকাম করা, পপুলারিটি অর্জন করা ইত্যাদি ইত্যাদি।

আপনার জন্য পৃথিবীর সবচেয়ে বড়ো মোটিভেশন আপনি, আপনার ফ্যামিলি এবং আপনার মা-বাবা।

05/09/2023

All is well🥰

Photos from DUET Admission's post 31/08/2023

Photos from DUET Admission's post 24/08/2023

Alhamdulillah 🥰
New DUET holders.

DUET admission 2022-23
Civil Engineering Result.

Photos from DUET Admission's post 20/08/2023

পরিক্ষা কেমন হলো! আজকে ডুয়েট এডমিশন পরিক্ষায় নন ডিপার্টমেন্ট যা যা আসছে যার যা মনে আছে কমেন্ট করি,যাতে পরবর্তীতে আপনার ছোট ভাইদের কাজে আসে😊

17/08/2023

ভর্তি পরীক্ষার ঠিক আগে অবশ্যই যা মাথায় রাখবে!
এবার আসা যাক ভর্তি পরীক্ষার সময়ের ব্যাপারে। এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বুঝেশুনে পা ফেলতে হয়। আমার কাছে এই সময়কে স্নায়ুযুদ্ধের সময় লাগে। যে যতক্ষণ পর্যন্ত নার্ভ ঠিক রাখতে পারবে সেই তত বেশি সফল। তবে আমরা অনেকেই তীরে এসে তরী ডুবিয়ে ফেলি। ৩/৪ মাসের পরিশ্রম একদিনেই শেষ! বলো তো আমরা কিভাবে সেটা করি? পরীক্ষার হলে! হ্যাঁ, ঠিক তাই।

আমাদের তিন চারমাস ধরে যুদ্ধের প্রস্তুতি, পরিকল্পনা করে কি লাভ যদি আমরা যুদ্ধের দিনই সেগুলো কাজে লাগাতে না পারি? তাই শুধু প্রস্তুতি নিলেই হবে না, তা সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তবেই যুদ্ধের জয়ী হতে পারবে।আমার ভার্সিটি ভর্তি পরীক্ষা এর সময় আমি কিছু ভুল করেছিলাম। যদিও সৃষ্টিকর্তার রহমতে আমি এখন ভালো জায়গাতেই পড়ছি। যা চেয়েছি তা পেয়েছি। একটা আলহামদুলিল্লাহ স্ট্যাটাস ও দিয়েছিলাম!

আমি ভুল করেছি বলেই আমি চাই না তুমি সেই ভুল করো। কারণ, ভাগ্য তোমার সহায় না হতে পারে। ভর্তি পরীক্ষার আগেরদিন এবং ভর্তি পরীক্ষার দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তখন থেকেই কঠিনতম স্নায়ুযুদ্ধটা শুরু হয়। এই দুইদিন তুমি যত ঠান্ডা মাথায় কাজ করবে, ভাববে ততই তুমি এগিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত জয়ের দিকে। আজকে তোমাদের সাথে তাই কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো পড়ালেখার বাইরের জিনিস হলেও আমি মনে করি মেনে চলা অত্যাবশ্যক। কিছু সাজেশন দিচ্ছি আরকি। ঐ যে বলেনা University admission test tips and tricks? ধরে নাও তেমনই কিছু। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যুদ্ধের আগের দিন! সব প্রস্তুতি শেষ করে এবার রণক্ষেত্রে নামবার পালা! তাই ভর্তি পরীক্ষা এর আগের দিনটি হওয়া চাই নির্ঝঞ্ঝাট। কোনোরকম ঝামেলায় জড়ানো যাবে না, কোনো ঝামেলা লাগানোও যাবেনা। ভর্তি পরীক্ষা এর আগের দিনে যা যা করা উচিত, যা যা উচিত নয় তা বলছি ।

১) পরিমাণমত স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করা : ২) ভর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ডের প্রিন্ট রেডি রাখা:৩) নতুন টপিক না ধরা:৪) পর্যাপ্ত ঘুম এবং কম পড়া: ৫) শান্ত থাকা
ভর্তি পরীক্ষা এর দিন ১) ভর্তি পরীক্ষা তে জ্ঞানভিত্তিক প্রশ্ন আগে দাগাও :২) ভর্তি পরীক্ষা তে নিশ্চিত না হলে উত্তর না দাগানো :শেষ কথা:
আমার মতো এত এত ভুল করা মানুষ খুব বেশি সাজেশন দিতে পারছে না তোমাদের। তবে আশা করি, এই কথাগুলো একটু কষ্ট করে মেনে চললে ভালো রেজাল্ট পাবে। আরেকটা বোনাস সাজেশন হলো ঘাবড়ে না যাওয়া। ভর্তি পরীক্ষা এর দিন শেষমুহূর্তে হাজার হাজার মানুষ দেখবে, অনেককেই দেখবে বইয়ের মধ্যে মুখ গুঁজিয়ে পড়েই যাচ্ছে তো যাচ্ছে! তুমি ভয় পেয়ো না। আস্থা রাখো নিজের প্রতি। কাঙ্ক্ষিত সাফল্য আসবেই।

Photos from DUET Admission's post 17/08/2023

🔰ভর্তি পরীক্ষার আসন বন্টন ২০২২-২০২৩🔰

Want your school to be the top-listed School/college in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🔰নতুন কারিকুলাম শিক্ষার বেসিক কোর্সের প্রশিক্ষণ ব্যাঙের খেলা!!ভাল্লাগছে!!😍🔰#duet #Admission
#এভাবেই _আমি _আমার _ডিপ্লোমা _ সেমিস্টার _শেষ_ করলাম 🙆‍♂️🤦‍♂️ #duet #Admission #inspiration
Be prepared for these🤣
🤷‍♂️🤗 #inspiration #motivation
#motivation#duet #admissions
Focus your Goal 🔰
পড়। #motivation #admissions #duet #success
#success #motivation #duet #admissions
My favorite one sir🥰 #DUET_Admission #motivation #admissions #study #duetadmission #goals #duet #fahadsir #ফাহাদস্যার
#duetadmission #motivation #admissions #duet #study #goals #DUET_Admission
#duetadmission #duet #admissions #motivation #study #goals
#Motivation #duet #Addmission #Admissions #DUET

Category

Telephone

Website

Address

7070
Gazipur

Other Education in Gazipur (show all)
Liton Ahmed 2.0 Liton Ahmed 2.0
Gazipur, 1711

আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলামিক ঘটনা সঠিকভাবে জানতে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকুন।।

বন্ধু বন্ধু
Dhaka
Gazipur, 1541

Hello friends, This is a Most uncommon channel. Which provide Interesting Facts, Mysteries, top 10, top 5, Magic science fact, Amazing fact and Entertainment of videos regularly. ...

Kazi Agimuddin College Rover Unit Kazi Agimuddin College Rover Unit
Gazipur

কাজী আজিম উদ্দিন কলেজ রোভার ইউনিট,গাজ?

Holy Public School Holy Public School
Jolarpar, Kawaltia
Gazipur, 1703

This is Holy Public School's official page.

Al Abrar Tahfizul Quran Madrasah Al Abrar Tahfizul Quran Madrasah
Ratol Super Market, Srepur Gazipur
Gazipur

ইসলামি সাংস্কৃতিক মাধ্যমে শিক্ষার প্রতিভা বিকাশের আদর্শ দ্বিনী প্রতিষ্ঠান

Learn Spoken English Learn Spoken English
Gazipur

❤️ This is Mayen Uddin(Mayen).Founder of Mayen's Spoken English Learning Zone 🏵️🏵️🏵️MSELZ🏵️🏵️🏵

M.E.H Arif College M.E.H Arif College
Konabari, Dhaka
Gazipur, 1700

M.E.H Arif College, Konabari, Gazipur.

কুরআন হাদিস Quran Hadith কুরআন হাদিস Quran Hadith
Gazipur

যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?

S.M Shanto S.M Shanto
Joydebpur
Gazipur

Assalamulaikum Everyone, It's S.M Shanto. It's a page where you can know many things about english. so,be with me for knowing english language.

Sijdah Academy Sijdah Academy
Gazipur

Let's taste the real education with us!

HSC      2023 HSC 2023
Gazipur

ভালো পড়াশোনা না ভালো মানুষ হওয়া প্রয়জন

EduCare English Learning Academy EduCare English Learning Academy
Salam Mansion, Joydebpur Bus Stand
Gazipur, 1700

Leading Spoken English and IELTS Center located in Gazipur. Elevate your English with us.