Md.Anisur Rahman
পৃথিবী তোমার আসল ঠিকানা নয়,মরণ একদিন মুছে দিবে সকল রঙ্গিন পরিচয়
দিন দিন আমাদের সমাজে দেখা যাচ্ছে সমকামিতা বেড়েই চলছে এর জন্য দায়ী আমাদের দেশের নাম করা ইউনিভার্সিটির সোনার ছেলে মেয়ে গুলো এবং যারা নববর্ষের নামে শাহবাগী চেতনায় সমাজে পাপাচার করতে উৎসাহিত করে,সোশ্যাল মিডিয়া এবং নাট্য নির্মাতা ও অভিনেতা গুলো।আসলে সমাজে তারা সমকামিতা প্রচার করে তাদের স্বার্থ আদায় করে সমাজকে তারা পতিতালয়ে পরিনত করতে চায়।সমকামিতা যেখানে হারাম সেখানে তারা শরীফ থেকে কিভাবে শরীফা হওয়া যায় তা সমাজে প্রচারণা করে মানুষকে বিব্রত করছে।
পৃথিবীতে মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কত কিছু করে।কিন্তু এমন একটা সময় আসে,যখন কেউ আর মনে রাখে না বা রাখার চেষ্টা ও করে না।
শীতের মৌসুমে যে শাক সবজি গুলো বাজারে পাওয়া যায় তার যে দাম ইতিহাস।সাধারণ মানুষের কেনাকাটা বাহিরে।প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে।আসলে আমাদের সোনার দেশটা সোনার চুর ব্যবসায়ীদের হাতে জিম্মি।😭
আমাদের সমাজে দিন দিন চাটুকারিতা বেড়েই চলছে।যেখানে চামচামি করে সবাই টিকে থাকতে চায়।কে ভালো কে খারাপ সেটা দেখার সময় নাই।বিশেষ করে প্রাইভেট সেক্টর গুলোতে বস যা বলবে সেটা সত্য সবাই ধরে নেই।কিন্তু সাধারণ কাজের লোক গুলোর কথা কেউ বিশ্বাস করতে চায় না এটাই আমাদের সমাজে প্রধান সমস্যা।এভাবে একটা সমাজ চলতে থাকলে সেই সমাজে মরণ ব্যাধি ভাইরাস লাগবে না ধংস হতে এমনই এই সমাজ ব্যবস্থা ধংস হয়ে যাবে।Ak
এক দিন বিমানে উঠার স্বপ্ন আমারও আছে☝️
অভিশাপ্ত জীবনে ক্ষত-বিক্ষত দেহে কারো কথায় আঘাত পাওয়ার কিছু নাই।জীবনে চলার পথে খনে খনে ভুলে ভরা সেখানে সুখের স্বপ্ন দেখা তো বিলাসিতা।
আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।আজকের এই দিনে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জানাই শ্রদ্ধা ও ভালবাসা।
আমরা এমন একটা যুগে আছি যে দিনে অথবা সপ্তাহে অথবা মাসে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু লেখা,ছবি ছেড়ে জানান দিতে হয় যে এখন আমি ভালো বা খারাপ আছি।
বেকারত্বের খাতায় নাম লেখানো সহজ কিন্তু বেকারত্ব থেকে বেরিয়ে আসা কঠিন।
মানুষের জন্ম হয় একবার আবার দেহের মৃত্যু ও হয় একবার কিন্তু মানুষের হৃদয়ের বা মনের মৃত্যু হয় ক্ষনে ক্ষনে।
আমাদের সমাজের মানুষ গুলো সব সময় পিছনে কি হয়ছে বা হচ্ছে সেটা না দেখে চোখের সামনে সামান্য কিছু দেখলে তা নিয়ে সব সময় আলোচনা করতেই থাকে এটাই বাস্তবতা।
আমরা কোন সমাজে বাস করি যে সমাজে মানুষ ক্ষমতা আর সম্পদের জোরে মানুষকে মানুষ মনে করে না।সামান্য কথা কাটাকাটির কারণে নামাজরত মানুষকে লাফি মারে একজন মুসলমান হয়ে কিভাবে এসব কাজ করে।মানুষ যতই প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে ততই আমাদের সমাজের মানুষের নৈতিকতা,মূলবোধ কমে যাচ্ছে।আপনার আমার যৌবন,ক্ষমতা,সম্পদ বেশি দিন থাকবে না এটা আমরা ভুলে যাই।বর্তমান সমাজ ব্যবস্থা এমন হচ্ছে মনে হয় দাস সমাজকে ও হার মানিয়ে দিবে।😭
📖বই আমি তোমাকে অনেক ভালবাসি চোখের সামনে রাখতে চাই কিন্তু চোখ তোমাকে সহ্য করতে পারে না😠সাথে সাথে ঘুমাতে চায়😴আমি এখন কি করবো বলো।
স্বপ্ন যেখানে রঙিন বাস্তবতা সেখানে কুয়াশায় ডাকা আকাশ।
🌹ভালবাসার বন্ধু গুলো🌹
🌹বড় ভাইয়ের গায়ে হলুদে🌹আনন্দময় মুহূর্তে🌹
২৮/০৭/২০২৩
স্মৃতি হয়ে থাক ভালবাসায় জড়ানো মানুষ গুলোর ছবি
জীবনে চলার পথে শত বাধা আসবেই
তাই ভেঙে পড়লে কি চলবে বল
এক সাথে চলতে চাই অনেক পথ
পারি দিতে চাই শত ঝড় তুফান
এক সাথে থাকতে চাই বাকি জীবন
এভাবেই চলুক রাগ অভিমানে ভরা
ভালবাসায় পরিপূর্ণ তোমার আমার জীবন❤️👩❤️💋👨❤️
সবাইকে আপন ভেবে😔
মরিচীকার মতো মিশে থাকার চেয়ে😭একা থাকা অনেক ভালো😭
স্বপ্ন দেখি অনেক ধুর হেটে যাওয়ার কিন্তু শেষ হয়ে যায় এক সেকেন্ডে।
মনের শক্তি সঞ্চয় করতে না পারলে পৃথিবীটা অন্ধকার।
প্রিয় তুমি অভিমান করে দূরে থাকলে আমি প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবো🥰AT🥰
দিন শেষে যেই মানুষ গুলো আপনার পাশে থাকে তারাই আপনার সুখে দুঃখের সাথী❤️
পরন্ত বিকালে দুই বন্ধু
Visit TikTok to discover videos! Watch, follow, and discover more trending content.
মা ছাড়া কেউ❤️
পৃথিবীতে বিপদের সময় কেউ পাশে থাকে না।
আমি মরিচিকার পিছনে সুখের আশায় দৌড়াতে দৌড়াতে
আজ আমি ক্লান্ত😇বিনিময়ে পেয়েছি শুধু দুঃখ আর কষ্ট😂
আজ তাই নিরবে একা বসে ভাবি নিজেই করেছি নিজেকে নষ্ট😒
মুখ ফুটে কিছু বলা এখন কষ্ট🤐
পৃথিবী কত শান্ত,আমি এখন ক্লান্ত🤭
আমার নেই শান্তি এই পৃথিবীতে মৃত্যু ব্যতীত।😍
কিছু চাওয়া পাওয়া গুলো শুধু মনের ভিতরে যন্ত্রণা বাড়ায় কিন্তু পূর্ণতা পায় না।
বিবেকের কাছে মনের আবেগ গুলো হেরে যায় আর রাত যত গভীর হয় হৃদয়ের যন্ত্রণা গুলো আর তীব্র হয়।AK🥰
প্রিয় এই বৃষ্টি বেজা সকালে সবচেয়ে বেশি মনে পরে তোমাকে,যার আলতো ছুয়ায় আমার ঘুম ভেঙে যেতো সেই তো তুমি প্রিয়।মাঝে মাঝে ও-ই আকাশের দিকে তাকিয়ে ভাবি একলা জীবনে যেই মানুষটা পূর্ণতা দিয়েছে সেই মানুষটা এখন অনেক দূরে,শুধু কর্মময় জীবনের জন্য।আমি নিরবে নিশ্বাস ফেলে মনের সাথে কথা বলে সান্ত্বনা দেই,ওরে অবুঝ মন কষ্টের কি আছে।আমার প্রিয়তমা বসে আছে একলা আমার প্রহর গুনে।আমি কবে যাবো এই ভাবনায় সে এলো মেলো চুলে সারাক্ষণ বসে থাকে নিজের যত্ন নিতে ভুলে যায় এখন সে।যেই মানুষটা সারাক্ষণ নিজের যত্ন নিতো এখন আর নিজের প্রতি যত্ন নেয় না শুধু ভাবনা তার প্রিয় মানুষটা দূর অজানায় কেমন আছে।আজ এমন এক আবহাওয়া যেখানে মন চায় প্রিয় মানুষকে নিয়ে একটু কোনো খুলা যায়গায় হাতে হাত ধরে বৃষ্টিতে ভিজে হারিয়ে যাই কোনো এক অচেনা দিগন্তে মিশে যাই প্রকৃতি সাথে।Ak🥰
একটা সময় জীবনটা কারাগারের মতো বন্দী হয়ে যায়।
চাইলেই সব কিছু করা যায় না।🙄
ইট পাথরে গড়া এই সুন্দর দালানে কতশত মানুষ প্রতিদিন আর্তচিৎকার করে জীবনটা শেষ করে দিচ্ছে।যদি আমরা সাধারণ মানুষ দেখতাম বা শুনতে পারতাম তাহলে আর বলতাম না এই শহরের মানুষ কত সুখী।
যেই গল্পের প্রথম প্রিয় তুমি সেই গল্পের শেষ অংশটা ও তুমি হয়ে থেকো।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the public figure
Website
Address
Holding # 6, Hazi-Market, Dattapara, Tongi
Gazipur, 1710
This is a Home Studio. You can record voice and compose music for song here. Any kind of instruments
Gazipur, GAZIPUR
࿐•••⊰ᴮᴱˢᵀッᴸᴵᴺᴱ⊰•••࿐ ࿐লা༅༎ইলা’হা༅༎ইল্লালাহু༅༎মুহাম্মাদু’র༅༎রাসুল’উল্লাহ্࿐ ࿐•••⊰ッ⊰•••࿐