Sabbir Ahmed
Writing and video
মায়া😔
পৃথিবীতে যদি কোন একটা নিকৃষ্ঠ কাজ থাকে সেই কাজটি হলো কারো মায়ায় আসক্ত হওয়া।
যদিও কোন দিন তাকে পাওয়া যায় না।দূর থেকেই কল্পনার জগতে ভাবতে হয়।আর কল্পনাতে হারানোর ভয়ে ব্যথায় কাতর হতে হয়।
আর মায়ার এই মানুষটা কে কখন ও বোঝানো যায় না যে কতটা ভালোবাসি।সে কখন ও বুঝতেই চায় না।
পারি না তাকে মন থেকে দূরে ফেলে দিতে।অন্য কারো মায়ায় ঝরাতে ।শুধু একটা অজানা শক্তি পিছনের দিকে টানে।
জানি না এর শেষ টা কেমন হবে ।। তবে তাকে পাবার তীব্র ভাসনা নিয়ে বেচে আছি।😔
MD Toufiqul Islam Tuhin,,,
গান গুলো মনের মাঝে থেকে যাবে আজীবন 🥰🙂
প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি 🌸
তাকে নিয়ে লেখা ডায়রি,,,,, । 💝
সমাপ্তি পেজে না এসে,,, শেষ হয়ে গেছে মাঝ পথে,,,,,,,,।💔🌸
পুরুষ তার সখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অব্দি পরিক্ষা দিয়ে যায়,,,,,,,,,।।।।😅💔
যাকে পাওয়া যাবে না,,,,,,,,
কিন্তু অসম্ভব ভালোবাসি 💔🙂
শুনো আমি তোমাকে জোর করবো না। আমার সাথে থাকতে। কারণ আমি তোমার সাথে কথা বলে যে শান্তি টা পাই, তুমি হয়তো না ও পেতে পারো আমার মাঝে ঠিক ঐ রকম শান্তি। তাই বলি কি তোমার যদি এমন হয়, তাহলে আমায় free mind এ বলে দিও, আমি তোমায় শেষ বার হাসতে হাসতে ভালোবাসি বলে বিদায় জানাবো!😊💔
ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, অথচ প্রেম টিকে থাকার যুগটাই চলে গেছে!😅😅
ঘুমানো নিষেধ, তবে জেগে থাকা অপরাধ 🙂
অনুমতি আছে মৃত্যুর, তবে সেচ্ছায় মহাপাপ। 🌺🖤
সে সুন্দর কিনা জানি নাহ! তবে এতটুকু জানি যে, তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে, শান্তি লাগে, এটা খুবই ভিন্ন রকমের এক অনুভূতি। যেই অনুভূতিটা দুনিয়ার আর কারো চেহারায় আমি খুঁজে পাই নাহ!'😇❤️🩹
স্বপ্নে ডাকা ভোরে ঘুম ভাঙ্গা, ঘুমিয়ে থেকে ও তোমার সাথে কথা বলা, তোমায় নিয়ে স্বপ্ন দেখা, তোমার কথা ভেবে উদ্দেশ্যহীন ভাবে নির্জন পথে হতে চলা সবই আমার সঙ্গী হয়ে থেকে গেছে। খুব যত্ন করে রেখে দিয়েছি তোমার সকল অনুভুতি গুলো। শুধু রাখতে পারলাম না তোমাকে।
সবকিছুর পর আমি চাই তুমি ভালো থাকো। সবসময় সুখে থাকো।
পরের জন্মে হাওয়া হয়ে জন্মাবো,🙂
ছুতে না পারা মানুষটাকে ছুঁয়ে যাবো।💔😌
মায়াবীর মায়া স্মৃতিতেই শ্রেয়.....।
বাস্তবে পেয়ে গেলে মায়াবিনীর মূল্যায়ন যথার্থ হতো না... 🖤
রেখে গেলেম স্মৃতি.....
মায়াবীনিকে না পাওয়ার অভিযোগ 💜🥀
- আমি আমার ভালোবাসার মানুষের মুখে, তার ভালোবাসার মানুষের গল্প শুনেছি!'💔😅
পুরুষ মানুষ এক বার মন থেকে ভালোবাসলে মৃত্যুর পর ও তাকে ভুলতে পারে না।
ভালো থেকো অপরাজিতা....
লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না
প্রেম শুকিয়ে গেলে, আমার দুঃখ নিয়ে কার কাছে যাবো বলো?
হতাশা বেড়ে গেলে কার কোলে মাথা দেবো!?
খুব কান্না পেলে কার বুকে মুখ গুজবো!?
আমার নির্ঘুম রাতগুলো, তোমার কষ্টের দিনগুলো, আমাদেরই রাত-দিন।
আমাদের প্রেম, আমাদের কবিতা-
আরেকটু বড় হোক ।
অন্তত আমাদের মৃত্যুর সমান বড় হোক।🌼🌸🥀
চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা, শুনছো?
হয়তো 🙄🙄
কথাটা বা শব্দটা কেমন জানি মনে হয়।
কিন্তু এই কথাটির সাথে অনেক কিছু জরিয়ে থাকে।
দিন দিন কেন জানি মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি। আমার সেই অসাধারন অভিব্যক্তিটা ফোটাতে পারি না। একটা সময় এই আমি নিজেকে লিডার হিসেবে পরিচয় দিতাম আর সেই আমি এখন ক্ষুদে সৈনিক 🙂
আমি কবি নই। আমার এত ছন্দ নেই। হয়তো আমার লেখায় তেমন মাধুর্য নেই। তবু জীবনের কিছু মর্মস্পর্শী ঘটনা থেকে দুই চারটা কথার বহিঃপ্রকাশ মাত্র। হয়তো আমার লেখা কেউ পড়বে না।
ইচ্ছা ছিল অনেক কিছু করবো। সেই পথেই এগোচ্ছিলাম হঠাৎ কি যেন হলো অদ্ভুত একটা শক্তি শুধু পেছনের দিকে টানতে লাগলো। 😔
ছোট বেলায় শুনতাম পরিশ্রম করলেই সব হয়। কিন্তু এখন মনে হচ্ছে কথাটা ভুল। সবাই যে পরিশ্রম করলেই হয় তেমন নয়।
তোমার ভাগ্যোর ও সহায় হতে হয়।
আর ভালোবাসা! এটা একটু দূরে রাখলে মনে হয় ভালো হয়।কারন ভালবাসা বলতে কিছু নেই এটা শুধু সফলতার পেছনে দৌড়ায়।
আজ তুমি সফল নয় তো সবাই তোমার বিপরীতে চলবে।এজন্য ই হয়তো কথাটা বলা।যদি হতো, হয়তো সকল কিছুকে পিছনে ফেলে আবার নতুন করে শুরু হতো।
অনেকের কাছে শুনেছি কত সফলতার গল্প। দেখি নিজেকে এমন সফলতার কাতারের শামিল করতে পারি কিনা।
আর নয়তো নিজেকে দিন শেষে হারিয়ে খুঁজব। এতে অনেক আবেগ, অনুভূতি, আনন্দ, হারিয়ে ফেলা, আবার ফিরে পাওয়া এই সব কিছু যেন শুধু যদি , কিন্তুর উপর নির্ভর করে।
দিন শেষে শুরু শেষটা দেখার অপেক্ষায়। হয়তো সফল নয়তো???????😔
লেখক: MD Toufiqul Islam Tuhin
কথা গুলো বাস্তব 🥰😅
Ahmed
তুমি আমার এলোমেলো
শব্দের চাষ, তুমি মানেই বিবর্ণ আকাশ। তুমি আমার এক চিলতে সুখ, তুমি মানেই না পাওয়া তীব্র শোক।🖤🌹
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে তামিম ইকবাল 🙂 পুরো বাংলাদেশ ১৬ কোটি মানুষের কাছে তুমি সেরা ব্যাটসম্যান 🥰
জানি আলোয় ভিজবে চেনা পার্কস্ট্রিট
তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট,
নিয়ে সুটকেস ভর্তি শুণ্যতা
হাতছানি দেয় অন্য শহর..
Endings are the saddest part🖤
যাচ্ছে পুড়ে আমার শরীর, হয়ে যাচ্ছি যে ছাই
শেষ গানটা থাকলো পরে, কোথাও তুমি নাই💔💔
গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর মৃত্যু বার্ষিকী আজ
‘অনেক কথায় মুখোর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা’—এভাবেই গেয়েছিলেন বাংলা ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে যাওয়ার আভাস দিয়েছিলেন অনেক আগেই। তবে সেই সময়টা যেদিন এলো, অশ্রু গোপন করে রাখতে পারেননি তাঁর ভক্তদের কেউই। গত বছর ঠিক এই দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা আইয়ুব বাচ্চু। আজ এই সুরের সাধকের প্রথম মৃত্যুবার্ষিকী।
কয়েকটি প্রজন্মকে গানের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন আইয়ুব বাচ্চু। সেই ক্যাসেট-ফিতার কাল পেরিয়ে স্মার্টফোন-ল্যাপটপের যুগে এসেও তাঁর গানের আবেদন কমেনি এতটুকুও। বইয়ের ফাঁকে তাঁর ভিউকার্ড জমানোর সেই উন্মাদনা কখনো কি ভোলা সম্ভব? অটোগ্রাফের জমানা শেষে ফটোগ্রাফের আমলে, বাঙালির চিঠি লেখার অভ্যেস ফুরিয়ে যাওয়ার পরে, ই-মেইল, ফেসবুকের কালে প্রবেশের পরেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুকুও।
কত লক্ষ-কোটি বিরহী প্রেমিক তারাভরা রাতে তাঁর গানকে সঙ্গী করেছেন, সে হিসাব কেউ কি জানে? ফেরারি মন নিয়ে নিয়ন আলোয় হেঁটে যাওয়া তরুণ-তরুণীর বড্ড আপনজন ছিলেন বাচ্চু। ইট-কাঠের শহর ঢাকাবাসীকে সুরের মূর্ছনায় ভাসাতে মঞ্চে কেবল আইয়ুব বাচ্চুর উপস্থিতি থাকলেই হতো। কী এক অদ্ভুত মায়া, টান ছিল তাঁর গিটারে! গভীর কোনো বেদনা থেকেই কি অমন বিরহের সুর তুলতেন তিনি!
হৃদয় স্পর্শ করে যাওয়া অমন সুরের মোহে আচ্ছাদিত থাকত উপস্থিত সকলে। শুধু কি শহর! মফস্বল কিংবা গ্রামেও আইয়ুব বাচ্চুর উপস্থিতি মানেই ছিল রোমাঞ্চকর, সারা জীবন মনে রাখার মতো কিছু মুহূর্ত।
তবে সবাইকে দুহাতে আনন্দে বিলিয়ে বেড়ানো আইয়ুব বাচ্চুর সুরের বুকে লুকিয়ে থাকা কান্নার সন্ধান পেয়েছিলেন ক’জনা? সবাইকে ফাঁকি দিয়ে আকাশে উড়াল দেওয়ার প্রবণতা কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন?
বড্ড অচেনা হয়ে বিদায় নিলেন আইয়ুব বাচ্চু। এভাবেই কি যাওয়ার কথা ছিল! এভাবে কি যেতে হয়! মঞ্চে সুরের ঝংকার তোলা সুরস্রষ্টার চিরবিদায় বেলায় শীতপ্রকৃতির মতোই নির্জীবতা বিরাজ করছিল সর্বত্র। কফিনবন্দি বাচ্চু সবাইকে কাঁদিয়ে উড়াল দেওয়ার দিনেই যেন শেষ হলো বাংলা সংগীত জগতের একটি অধ্যায়।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির দলনেতা ছিলেন তিনি। একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ডজগৎ।
১৯৭৮ সালে তিনি ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে পথচলা শুরু করেন। এরপর ১০ বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু হয় ‘ব্যান্ডদল এলআরবি’র।
দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী, জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই,’ ‘হাসতে দেখো,’ ‘এখন অনেক রাত,’ ‘রুপালি গিটার’, ‘মেয়ে’ ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সুখের এ পৃথিবী,’ ‘ফেরারী মন,’ ‘উড়াল দেবো আকাশে,’ ‘বাংলাদেশ,’ ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি,’ ‘এক আকাশের তারা,’ ‘সেই তারা ভরা রাতে,’ ‘কবিতা,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ,’ ‘যেওনা চলে বন্ধু,’ ‘বেলা শেষে ফিরে এসে,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি শিল্পী।
লোকে পাগল বলুক 😊
মাতাল বলুক আমি 😍
তোমার পিঢ়ু ছাড়বো না🥰
Happy birthday boss Mash 🥰🥰🎂🎂
আমি তোমাকেই ভালবাসি ❤️🥰
তোমাকে আজ খুব দারুণ লাগছে 🙂🥰
একটিবার কখনো ভেবে দেখেছো কার জন্য তুমি এত কিছু করছো? কার জন্য তুমি অপেক্ষা করছো?কখনো ভেবে দেখেছো কি সেও তোমার জন্য অপেক্ষা করে নাকি? যাকে দেখার জন্য তুমি ছুটে যাও কখনো খেয়াল করেছো, যে সেও তোমাকে দেখার জন্য ছুটে এসেছে। যাকে এক বেলা খুজে না পেলে তুমি ছটফট করো, তোমার মন খারাপ হয়, বুক ভারী হয়ে আসে ।
তোমাকে না পেলে তারও কী এমনটাই হয়? যার কথা সারাদিন তোমায় ভাবায়, সে কি একটি বারও তোমার কথা ভাবে?হাজার ব্যস্ততার মাঝে যার জন্য তুমি সময় রাখো, সেউ কি তোমার জন্য সময় গোছায়? এবার ভেবে দেখো তুমি অন্যকারও জন্য এইসব কিছুই করছো না, শুধুমাত্র নির্দিষ্ট একটি মানুষের জন্য এগুলো করে যাচ্ছো, কারণ তুমি তাকে অনেক বেশী ভালোবাসো। কিন্তু দিনের পর দিন সেই মানুষটিই তোমায় অবহেলা করে চলেছে। কিন্তু তুমি ভাবছো হয়তো সে ব্যস্ত, তুমি মেনে নিতে পারছোনা যে সে তোমায় ভালোবাসেনা। তার একটু স্বাভাবিক কথায় তুমি গলে যাও। জানি তুমি তার উপর অনেক অভিমান করো তুমি চাও সে তোমার অভিমান গুলো ভাঙাক, কিন্তু তোমার মান-অভিমানে তার কিছুই আসে যায়না। তুমি অপেক্ষা করতে থাকো একসময় অপেক্ষা করতে করতে নিজেই নিজেকে বুঝিয়ে নাও। সব কিছু ভুলে আবার তার কাছেই ফিরে যাও, আর দিনের পর দিন তুমি হতাশ হতে থাকো। তো কার জন্য এত আয়োজন করো?, যে তোমাকে ভালোবাসেনা,কেয়ার করেনা। আসলে অল্পসল্প কথা বিনিময় হবার মানেই সবাই তোমার আপনজন না বা সবাই তোমাকে ভালোবাসেনা। তাই কিছু কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর 💔 তেমনি কিছু কিছু ভালোবাসা অপ্রকাশিতই শ্রেয়💔
Sundor konna 😊-Turag River
ভালো থেকো প্রেমকান্ত, আর বিরহ নিয়ে দেশে ফিরে যাও, মনে রেখো দেবদাস উপন্যাসটা বাঙ্গালী চরিত্র নিয়ে লিখেছিলেন শরৎ বাবু। পার্বতীরা যুগে যুগে বাঙ্গলার ভূমিতেই জন্ম নেয়।
প্রেমের ক্ষেত্রে বাঙ্গালী মেয়েরা সলিড না, যতটা না বাঙ্গালী প্রেমিকরা।
ভালো থেকো প্রেমকান্ত তোমার সলিড প্রেম বুকে ধারণ করে। মনে রেখো "বড় প্রেম শুধু কাছেই টানেনা দূরেও ঠেলিয়া দেয়"
হয়তো তোমার প্রেমকাব্য আর তোমার ই আধুরি কাহিনী নিয়ে তামিল কোন ছবি তৈরি হবে আর তা থেকে ভারতবর্ষ জানবে বাঙালী তরুনীর বি''শ্বা''স''ঘা''ত'ক''তা...
স্যালুট তোমায়
ভালোবাসা নিরন্তর।
অসময়ে আমি তোমার হাত ধরতে চাই না।
সময় মতো তোমার হাত ধরতে চাই।
এই পাশে থেকে হাত বাড়ালে ওই পাশের হাতটা যেনো পাই।
- সাব্বির আহমেদ
সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কীভাবে এত বদলে গেছি এই আমি
গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমিহীনা কবিতা😅❤️
প্রতিটা মানুষেরই প্রেম করা উচিত ।
জীবনের সুখটাই সব না,অশান্তিরও দরকার আছে।🤭
# জান্নাত
তোকে একার দেখার লুকিয়ে কি মজা সেতো আমি ছাড়া কেউ জানে না 🥰🥰
কেউ কথা রাখে নি, ভালো বাসে নি,,,,,,,,,
এ কেমন তুমি? ছুঁতে গিয়েও পাই না ছুঁতে
কথা বলি নিজের মাঝে তবু , তোমায় পারিনা বলতে ।
বন্ধ ঘরে অন্ধকারও ঘনিয়ে আসে মেঘ
ঢেকে যায় আর্তনাদের সুরের ছন্দ ভেদ ।
তবুও তোমার দেখা মেলে না
এ কেমন তুমি?
হে সৃষ্টিকর্তা কী রূপে সৃজিল তোমারে,
যার জন্য আমরা বাঁচি সেই বোঝো না
আর যে বোঝে তার জন্য আমরা আর থাকি না।
লেখক: সাব্বির আহমেদ
অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি? নাহ ব্যাপারটা তেমন নয়, তাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাই না!'🖤🌸
Click here to claim your Sponsored Listing.