The House Of Paradise
Assalamualaikum.It’s an Islamic Page.Please Help us to share peace & prosperity among all the Muslim.
Pain is blessing from ALLAH ❣️
Dua can change our life 😊❣️
💔
ছেলেদের আল্লাহ সৃষ্টি করার পর জান্নাতে থাকতে দিয়েছেন।আর মেয়েদের জান্নাতেই সৃষ্টি করেছেন।তাই মেয়েদের চাহিদা সবসময় বেশী।তাই তাদেরকে যত্নও করতে হয় বেশী।🙂🖤
🤲
The Messenger of Allah said: 'They (cats) are not impure, they are of those who go around among you.'"
🐱❣️
😇
The Power Of "সূরা মূলক!"
মনে করুন, আপনি মারা গেছেন!
আপনার জানাজার নামাজ শেষ! আপনাকে কবরে রাখা হলো! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য! কিন্তু, তাঁরা আসছে না!
অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!
একটু পরেই–
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো! আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন - উত্তর কই!? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই! কবর আজাবেরও কোনো চান্স নাই! অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- আলহামদুলিল্লাহ!
( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )
Thank me later
quran.com
শবে কদরের নামাজ ও অনান্য ইবাদত …❤
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ.
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ (কল্যাণকর)।
(সূরাঃআল-কদরঃ৩)
#নামাজঃ-
তারাবিহ নামাজ পড়ার পর কমপক্ষে ১২ রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের নিয়ত মুখে বলা জরুরি না। মনে মনে নফল নামাজের নিয়ত করলেই হবে।
আপনি নামাজ পরবেন শেষে ১০ রাত্রি।না পারলে বিজোড় ৫ রাত্রি।
শবে কদরের নামাজ অনান্য নফল নামাজের মত করে পড়বেন। আপনি ইচ্ছা করলে সূরা ফাতিহার সাথে যে কোন সূরা মিলিয়ে পরতে পারেন।শবে কদরের নামাজের কোন নিয়ম নেই।
আপনি আপনার ইচ্ছা মত পড়তে পারেন।
শেষ রাতে অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করবেন।
#কুরআন_তিলাওয়াতঃ-
শবে কদরে কুরআন নাজিল হয়েছিল।
এই রাতে অবশ্যই কুরআন তিলাওয়াত করবেন।
কুরআনের তর্জমা , তাফসীর পড়বেন। কুরআনের তিলাওয়াতের আদাব হল- কান্না নিয়ে কুরআন তিলাওয়াত করা আর কান্না না আসলে কান্নার ভাব করা।
আর সূরা ইখলাস বেশি বেশি পরবেন।
(কমপক্ষে ২০০ বার)
#যিকিরঃ-
سُبْحَانَ اللَّهِ.
সুবহা-নাল্লা-হি (কমপক্ষে ১০০বার)
الْحَمْدُ لِلَّهِ.
আলহামদুলিল্লা-হি(কমপক্ষে ১০০বার)
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.
লা-ইলা-হা ইল্লাল্লা-হু (কমপক্ষে ১০০ বার)
اللَّهُ أَكْبَرُ.
আল্লা-হু আকবার (কমপক্ষে ১০০ বার)
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ.
লা হাওলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হি (কমপক্ষে ১০০ বার)
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ.
সুবহানাল্লা-হি ওয়াবিহামদিহী
(কমপক্ষে ১০০ বার)
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ .
সুবহানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী (কমপক্ষে ১০০ বার)
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ الْعَظِيمِ.
সুবহানাল্লা-হি ওয়া বিহামদিহী,
সুবহানাল্লা-হিল ‘আযীম।
(কমপক্ষে ১০০ বার)
#ইস্তেগফারঃ-
যত বার খুশী ইস্তেগফার পরবেন।নিজের গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পরবেন।
এই ইস্তেগফার খুব ফজিলত পূর্ণ।
এইটা পরতে পারেন-
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيّوُمُ وَأَتُوبُ إِلَيهِ.
উচ্চারণঃআস্তাগফিরুল্লা-হাল ‘আযী-মাল্লাযী- লা ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল কায়্যূমু ওয়া আতূবু ইলাইহি।(কমপক্ষে ১০০ বার)
অর্থঃআমি মহামহিম আল্লাহ্র নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, তিনি চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। আর আমি তাঁরই নিকট তওবা করছি।
(তিরমিজি শরীফঃ৩৫৭৫)
এই ইস্তেগফারটা না পারলে আপনার খুশি মত যে কোন ইস্তেগফার পড়ে নিয়েন। ক্ষমা প্রার্থনার জন্যে ইস্তেগফার আবশ্যক।
#দরুদ_শরীফঃ-
মোহাব্বত নিয়ে দরূদ শরীফ পড়বেন।
উচ্চারণ-
জাযাল্লা-হু আন্না- মুহাম্মাদান মা-হুওয়া আহলুহু (কমপক্ষে ২০০ বার)
এই দরূদ শরীফ প্রতি দিন (সব সময়) পরবেন।(কমপক্ষে ১০০ বার)
ছোট দরূদ শরীফ-
উচ্চারণ-
সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।
(কমপক্ষে ২০০ বার)
আপনি যে কোন দরূদ শরীফ পরতে পারেন। দরূদে ইব্রাহীম(নামাজ যেটা পরেন) খুব ফজিলত পূর্ণ।
#দানঃ-
দান হচ্ছে দলিল। যা হাসরের ময়দানে আমাদের হয়ে কথা বলবে।
কোন কারনে আমাদের নামাজ, রোজা বাদ হয়ে যেতে পারে কিন্তু হালাল টাকা দান করলে সেটা কখনো বরবাদ হবেনা। হাত খুলে দান করবেন।
প্রতি রাতে(১০ রাত) কমপক্ষে ১০ টাকা করে দান করবেন। কদরের রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাস অপেক্ষা উত্তম,তাহলে এই রাতে কমপক্ষে ১০টাকায় দান করলে আমাদের কত নেকি হবে ???
৳আলহামদুলিল্লা-হ!
#ইতিকাফঃ-
যারা রমজানের শেষের ১০ দিন ইতিকাফ করতে না পারবেন তারা শুধু ১০ রাত্রিতে ইতিকাফ করবেন। আর প্রতি রাতে আলাদা আলাদা করে নফল ইতিকাফের নিয়ত করে ইবাদত করতে বসবেন। আর ১০ রাত্রি ইবাদত করতে না পারলে বিজোড় ৫রাত্রি ইবাদত করবেন।১০ রাত্রি ইবাদত করলে কদর মিস হবে না।
এক রাত হাজার মাসের চেয়ে উত্তম (কল্যাণকর)।
#শবে_কদরের_দো'আঃ-
আয়েশা (রাঃ) তিনি বলেন:
আমি বললাম,
“হে আল্লাহর রাসূল!
যদি আমি জানতে পারি কোন রাতটি ভাগ্য রজনী (শবে কদর)তবে সে রাতে আমি কী পড়ব?
তিনি বললেন,
তুমি বলবে:
اَللّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ.
উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নাকা আফুউউন কারীমুন তুহিবব্বুল আফওয়া, ফা’ফু আন্নী।
অর্থ: হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি ভালবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন।
(তিরমিজি শরীফ)
এই দো'আটি বেশি বেশি পড়বেন।
#মুনাজাতঃ-
দো'আ ই ইবাদতের মূল।
দো'আ করার শুরুতে দরূদে ইব্রাহীম তারপর সূরা ফাতিহা পড়ে দো'আ শুরু করবেন। দো'আ শেষে আবার দরূদে ইব্রাহীম পড়বেন। দো'আর শুরুতে দরূদ শরীফ পড়া আবশ্যক।
এই রাতে আল্লাহ তা'আলার কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে, চোখের পানি ছেড়ে মাফ চাইবেন। জাহান্নাম থেকে মুক্তি , নিজের ভুলের জন্য, নিজের হালাল চাওয়া / পাওয়ার জন্যে, মা- বাবা জন্যে, পরিবার জন্যে ,আত্মীয়- স্বজনের জন্যে , পরিচিত - অপরিচিত, করোনা ভাইরাসের নিয়ে দো'আ করবেন।মন খুলে দো'আ করবেন।
আপনি সকলের জন্যে দো'আ করবেন।
ফেরেস্তা আপনার জন্যে দো'আ করবে।
#বিঃদ্রঃ- শবে কদর এতো ফজিলত পূর্ণ। কদরের ইবাদত ৮৩ বছর ৪ মাস অপেক্ষা উত্তম। এই দিনগুলি (১০দিন) যেন শয়তানের ধোকায় পড়ে সময় নষ্ট না হয়।রমজানের শেষের ১০ রাত্রিই ইবাদত করতে হবে। সকালে একটু ঘুমিয়ে নিয়েন। হয়তো,,, এই সময়টা আর পাবো না। গত বছর যারা যারা আমাদের মাঝে ছিলেন এই বছর হয়তো অনেকেই আমাদের মাঝে নেই।জানিনা আগামী বছর রমজান পাবো কি না?
Assalamu Aa'laikum to all.
It is obligatory to reply to Salam ❣️
আসসালামু আলাইকুম সবাইকে
সালামের উত্তর দেয়া ওয়াজিব ❣️
Six Forgotten Sunnahs Acts With Your Wife...
বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালিমা করা সুন্নত। আজকাল মেয়ের বাড়িতে যে ভোজের আয়োজন করা হয়, তা শরিয়তসম্মত নয়। বিয়েতে মেয়েপক্ষের কোনোরূপ খরচ করার কথা নয়। এরপরও যেটা করা হয়, সেটা সৌজন্যমূলক আপ্যায়নমাত্র। (বুখারি, হাদিস নম্বর-৬০১৮)।
অথচ বর্তমান যুগে ওয়ালিমার এই সুন্নত বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা বাঞ্ছনীয় নয়। বিশেষত মেয়েপক্ষের ওপর আপ্যায়নের যে চাপ সৃষ্টি করা হয়, তা সম্পূর্ণ হারাম। সর্বোপরি শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সঙ্গে অধিকসংখ্যক লোক নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার ওপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। (মুসনাদে আহমাদ: ২০৭২২, বুখারি: ২৬৯৭)।
🌸দোআ: ০১
কাপড় পরিধানের দো‘আ
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ
সকল হামদ-প্রশংসা আল্লাহ্র জন্য; যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন
আল্হামদু লিল্লা-হিল্লাযী কাসানী হা-যা (আসসাওবা) ওয়া রযাকানীহি মিন্ গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওওয়াতিন
রাসূলুল্লাহ (স) বলেন, “যদি কেউ পোশাক পরিধানের সময় এ কথা বলে তাহলে তার পূর্বাপর গোনাহ ক্ষমা করা হবে।”
হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থকারদের সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, নং ৪০২৩; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ্, নং ৩২৮৫। আর শাইখ আলবানী একে হাসান বলেছেন। দেখুন, ইরওয়াউল গালীল, ৭/৪৭।
Allahu Akbar 🖤❤️
Wait for the end 😍
😌পাত্রপক্ষ দেখতে এসে, উপহার হিসেবে তার পঠিত একটি কুরআন ও একটি বই দিলো।এবং যাওয়ার সময় এক ভান্ডেল ১০ টাকার নোট।
যেন স্বপ্নের মত সবকিছু হলো।
©️
মানুষ অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে তওবা করতে পারে না। এত গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অনেকে এই ভয় পায়। অনেকে আবার মনে করে আমি গুনাহ ছাড়তে পারবো না কিছুতেই।
শত দ্বিধা আর শংকা থাকুক,তওবা করুন।শতবার তওবা ভেঙে ফেললেও আবার তওবা করুন।
নবীজি বলেন,আমি প্রতিদিন সওর বারের বেশি তওবা করি।
যার কোনো গুনাহ নেই, তিনি নিয়মিত এতবার তওবা করলে আমাদের অনুতাপ কতটা হওয়া উচিত?
ইয়া আল্লাহ আমাকে সহযোগিতা করুন🙂🙂
4 Mistakes to avoid on Ramadan-
-Getting Angry🚫
-Bad Language🚫
-Sleeping all day🚫
-Fasting without prayers🚫
Ramdan Mubarak✨
🌼🥀
This pic broke my heart 💔
Allah made you
You're beautiful.
Allah takes care of you,
You’re safe.
Allah is with you
You're not alone.
So cheer up and smile.
😇😇
এক জ্ঞানী ব্যক্তি তার অফিসে তিনটি সাইন বোর্ড ঝুলিয়ে দিয়ে তা প্রতিদিন পড়তেন।
প্রথমটিতে লিখা ছিল,
"আপনার আজকের দিন আপনার আজকের দিন।"
(অর্থাৎ কাজ কর এবং প্রচেষ্টা কর আজকের সীমার মধ্যেই জীবন যাপন করুন।)
দ্বিতীয়টিতে লিখা ছিল,
"ভাবুন ও কৃতজ্ঞ হোন।"
(অর্থাৎ আপনার উপর আল্লাহর করুণার কথা ভাবুন ও পরে কৃতজ্ঞ হোন।)
আর তৃতীয়টিতে লিখা ছিল,
"রাগান্বিত হবেন না।"
অর্থাৎ, "এবং (তারাই মুত্তাকী) যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল।"
[৩১৩৪]
Because Allah is my lord,
I'll wipe my tears!🌼
Because Allah is my lord,
I'll forget my worries!🌼
Because Allah is my lord,
I'll endure my pain!🌼
🖤🖤
আইয়্যামে বীজের রোজা সম্পর্কে কিছু তথ্য🌼🖤
Click here to claim your Sponsored Listing.