REJAUl KARIM Hemel
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from REJAUl KARIM Hemel, Poet, Gazipur.
জাগ্রত কবি মুহিব খান মাহফিলে,,
কবিতাঃ- ""যুদ্ধে চলো""
লেখকঃ- রেজাউল করিম হিমেল
-😢😢
"চলো সবাই যুদ্ধে চলো
আল-আকসা রক্ষা করো।
শুনো হে রাহাবার
কবে দেখাবে তোমাদের পালোয়ান!
শুনো হে মুজাহিদ
আল-আকসা রক্ষায় হয়েছে আজ ওয়াজিব।
ফিলিস্তিনি শিশুর করুণ কাহিনী
মুসলিম হয়ে কিভাবে নিরব থাকি?
শুনো হে আরববাসী
একতা হয়েছে ইহুদি সব পশ্চিমবাসী।
মুকাদ্দাস রক্ষায় শুধু নয় ফিলিস্তিনি
মুসলিম জাতির উপর দায়িত্ব ঈমানী।
শুনো হে হিজবুউল্লাহ,হামাস বাহিনী
ধ্বংস গাজায় নিরবতার রয়েছে ঝুঁকি।
রুখে দাড়াও ঠেঁলে দাও ওই ইহুদিবাদী
নইলে পরকালে হয়ে যাবো আসামি। "
আমার ঘরের পাশের দেখা জীবনের ভয়াবহ বন্যা।😢😢
,,,,ছোট গল্প,,,
,,,,,দুশ্চিন্তার বিড়াল,,,
লেখক,,,রেজাউল করিম হিমেল,,
এক বনে এক বিড়াল বসবাস করতো।দীর্ঘদিন যাবৎ বিড়ালটি অত্যান্ত দুঃখের সাথে জীবন কাটছিলো। কখনো খেয়ে কখনো অনাহারে।একদিন বিড়ালটি খাবারের সন্ধানে বন থেকে বেড়িয়ে আসলো।তখন হাটঁতে শুরু করলে আর ভাবতে লাগলো কোথায় গেলে খাবার পাওয়া যাবে।হটাৎ চোখে পরলো একটি বাড়ি।তখন সে এগিয়ে যেতে লাগলো এবং বাড়ির ভেতর ঢুকে পড়লো।তখন দেখলো রান্নার করার পাশে রাখা ভর্তি পাএে দুধ।রাখা দুধ সে পান করতে লাগলো, তখন হঠাৎ পাশে থাকিয়ে দেখলো আরো একটি ঘর রয়েছে।সে দিকে তার মনোযোগ গেলো ভাবতে লাগলো ওখানে আরো ভালো কিছু রয়েছে।বিড়ালটি চলে গেলো দেখলো আগের থেকে এখানকার দুধ দেখতে ঘন এবং সুস্বাদু হবে। বিড়ালটি তা পান করলো।তখন ভাবলো না আগের বাড়ির দুধই বেশি মিষ্টি ছিলো।চলে গেলো আগের জায়গায়,সেখানে গিয়ে আবার ভাবলো না পরেরটাই ভালো ছিলো।আবার চলে গেলে সেখানে।এভাবে কয়েকবার আসা যাওয়া করার পর ক্লান্ত হয়ে পরলো।সন্ধ্যা নেমে আসলে বনে চলে গেলো।
পরদিন সকালে আবার বিড়ালটি প্রথম বাড়ির দিকে গেলো।আবার ভাবলো না ওই বাড়ির দুধ পান করবো তখন সে ওইখানে চলে গেলো।সেখানে গিয়ে ভাবলো না আগের বাড়িরটিই বেশি সুস্বাদু হবে যাই ফিরে যাই।সেখানেও তার মন বসলো না।এভাবেই সারাদিন খেটে গেলো কিন্তু তার দুধ পান করা হলো না।পরের দিন আবার আসলো কিন্তু তার মন স্তির না হওয়াই দুধ পান হলো না।এভাবে বিড়ালটি না খেয়ে ক্লান্ত হয়ে পরে।এদিক ওদিক করতে করতে দুধ পান আর হয়নি।দিন যাচ্ছে আর ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে বিড়াল।হঠাৎ দুশ্চিন্তায় বেশি অসুস্থ হয়ে বিড়ালটি জীবনের ইতি টানে।
এভাবেই মানুষের জীবনের গল্পগুলো সুখ সুখ খুজতে খুজতে কখন যে জীবনের শেষ অধ্যায় টানে তা বোঝা যায় না।
Funn with little mother
আদিবা আর আফিয়ার ঘুরানোর প্রতিযোগিতা।
গাজীপুর চৌরাস্তা সামনের গাড়িতে বালুর ট্রাকে মাঝ রাস্তায় হঠাৎ আগুন ধরে যায়।😢😢😢
আমার জীবনের সর্বচ্চো শিলা বৃষ্টি দেখা মিনিমাম ৩ থেকে সাড়ে ৩ তিন ঘন্টা সময় শিলা বৃষ্টি হয়।যা ফসলের মারাত্মক ক্ষতি হয়।।
নাস্তিকতা নিফাক যাক,,,,,
আলোড়ন সৃষ্টি করলেন,,
জীবনের ভুলগুলো,,,,,,,
ময়মনসিংহ বাইপাস থেকে আজকে গাজীপুর চৌরাস্তা যাওয়ার ভাড়া ৪০০ টাকা।। যা অন্যান্য দিনের তুলনায় ২৫০ টাকা বেশি।।কিন্ত কেনো???? তার কারণ জানতে চায় যাএীরা,,😢😢
দাও খোদা দাও আমায় আবার,,,,
শিরোনাম,,,,,,,,,,,,,,,আসুক ফিরে নাজাতের পথে,,,,,
কলমে,,,,,রেজাউল করিম(হিমেল),,,,,
ওগো মানুষরুপী বলীয়ান
কবে হবে তোমাদের মহীয়ান?
আসে না ফিরে কোনো প্রাণ
চলে যায় যে একবার পরপার!
কীসের নেশায় হয়েছো জানোয়ার
অপেক্ষায় থাকছে সময়হীন যন্ত্রনার।
নেইতো শেষ সেই মূহুর্ত তোমার
সহ্য করবে কতটুকু ভেবেছো একবার?
এ জনমে আছো তুমি মহান
রাসূলের অনুসারীদের করছো পিছুটান।
পারবেনা থামাতে আমজনতার গুণগান
শিখে নিও ফিরাউন ও নমরুদের জীবন অবসান।
মুমিনের পথচারী আছে আজ বন্দীয়ান
হিংস্র প্রাণী ঘুরছে বনে নিয়ে রাজার শান।
ফিরে আসো যতো জালিম ও পাপীয়ান
রাসূলের আদর্শে হও সব
মনীষিয়াণ।
যখন মনের সাথে মিলে যায় গানটি,,,,🥰🥰🥰🥰
মিলে যখন যায় তালে,,
শিরোনাম,,,,,,,,, পথিকের কথা,,,,,,
কলমে,,,,,রেজাউল করিম (হিমেল),,,,,
যাচ্ছি যখন একা হয়ে ক্লান্তি দূরের খুজে
ভাবছি তখন দুঃখী মনের কষ্টগুলোকে।
সময়ে ব্যবধানে হারিয়েছি কতো অজানা জীবনে
বিলীন হওয়ার প্রশ্ন রাখে অশান্ত মনে।
শুনেছি ধ্বনি খুলেছে চোখ ছুঁটছে সবাই মিলে
পিছু হয়ে এগিয়েছি আমি থেমেছে এক মসজিদে।
শ্রেনিহীন সমাজে মনোযোগী সবে স্রষ্টার প্রার্থনাতে
ভিন্ন চেতনায় ব্যস্ত কেহো এক অজানাতে।
হঠাৎ এসে হাতটি বাড়িয়ে পাহাড় দুঃখে থাকিয়ে
চাইছে যেনো অনেক কিছু খায়নি কতদিন ধরে!
দীর্ঘশ্বাসে চর্তুদিকে দেখছি একটু থাকিয়ে
শত শত পাহাড়ি আছে নানান অভিযোগে।
সেই তাড়নায় যাচ্ছি যখন দেখছি নারীর কাধেঁ
ইটের ভাটায় উটায় উড়িঁ কত বৃদ্ধ লোকে।
অঙ্গহীনে জীবনপাড়ি হাজার ব্যথা নিয়ে
সবার কাছে বোঝা হয়ে ডাকছে স্রষ্টার কাছে।
ঘুমিয়ে থাকবে আরশ ছায়ায় মায়ের কোলো করে
সেই শিশুটি হাঁঠছে এখন এপার ওপার করে।
এতো দুঃখ জীবনযাপন কেমনে মানুষ পারে
আমার মতো সুখী মানুষ পৃথিবীর কে আর হবে!
যুদ্ধ ধর্ম ভুলে গিয়ে
সবার কাধে কাধ মিলিয়ে
যাচ্ছে সবাই উদ্ধার কাজে
মানবতার হাত বাড়িয়ে
কাদঁছে সবাই ধ্বংস দেখে।
এই পৃথিবী কিছুই নারে
এক নিমিষেই গেলো ঝরে
হাজার হাজার প্রাণ উড়িয়ে
নিচ্ছে কোথায় কে জানে!
তুরষ্কের ওই ভূমিকম্পে
বিশ্বটাকে প্রমাণ করে
মুছে যাবে ভবনরুপে
বিপদসীমা আসবে যবে।
,,,,,,,,,,,,,
নামাজকে বলোনা কাজ আছে,কাজকে বলো আমার নামাজ আছে।
শিরোনাম,,,,,, অভাব ,,,,,,,
কলমে,,,,,,,রেজাউল করিম(হিমেল)
"অভাব এমন একটি শব্দ
রয়েছে জীবনে চিরন্তন ঝুলন্ত
দূর হয় না কখনো ক্লান্ত
সমাপ্ত নেই চলছেই অজানা দূরন্ত।
ভেদাভেদ ভবে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অন্ত
সবজীবনে আসে নেই কোনো দিক-দিগন্ত
অভাব নিঃশ্বেসে ছুটছে সবাই দূর-দূরন্ত
সব খোয়াবেই জাগে থামবে কোন প্রান্ত?
কুড়েঁর খোয়াব ছিলো যখন সীমান্ত
পেরিয়ে আসতেই বাড়ছে মনের উড়ন্ত
ছিলো যাহা পেয়েছি যা নেই মনে শান্ত
তাইতো অভাব জীবনে থাকবেই ঝুলন্ত।"
,,,,,
শুভ জন্মদিন আফিয়া🎂🎂🎂🎂🎂বার বার ফিরে আসুক এমন দিনগুলো আমার ছোট্ট আম্মুর জন্য।
শিরোনাম,,,,,,নানান মানুষের নানান রঙে চাওয়া ,,,,,,,
কলমে,,,,,,,রেজাউল করিম (হিমেল)
সেইতো খুশি তখন শুনি স্বার্থ যখন পুঁজি,
বৈধ নাকি পাপী তুমি খুঁজবে কখন জানি?
পাহাড় সমান দালান-বাড়ি শান্তি নাই একটুখানি
ঘরের মানুষ রেখে কেহো পল্লিতে জমায়পাড়ি।
ছোট্ট ঘরে বসত ঘরে থাকার জায়গা একটু-খানি
তবুও কারো আছে যেনো এক মধু মিলনঘাঁটি।
ছোট্ট খোকা দেখার নেশায় করছে কেহো আহাজারি
ডাস্টবিনে রেখে পাপকে ঢেকে ফিরছে কেহো বাড়ি।
জীবনদায়ে জীবিকার অর্জনে হালাল কাজে করছে কেহো ছুটাছুটি
অসৎ পথে উপায় খুজে স্বপ্ন সাজায় কেহো রাশি রাশি।
ক্ষমতার দাফটে অসহায়দের চুষে দিচ্ছে কেহো বিলাসপাড়ি
নিম্ন আয়ে থেকেও কেহো সাহায্যে পাহাড় সমান পুঁজি।
ধর্মের টানে স্রষ্ট্রার স্বরণে করছে কেহো মধুময়ী
ইহকাল টানে ব্যস্ত সময়ে করছে কেহো ছুটাছুটি।
চাওয়া-পাওয়া ভিন্নরুপি মানুষ বলে সবাই জানি
শেষ নিঃশ্বাস স্বরণ রেখে পাবো কিন্তু সাড়ে তিন হাত মাঠি।
,,,,,
Song
Boat travel
Enjoy
🌹
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the establishment
Telephone
Website
Address
Dhaka
Gazipur
Bangla shayari, Bangla shayari status, Bangla shayari video, Bangla shayari sad, Bangla shayari lov
Dhaka
Gazipur
বাংলাদেশ আমার.. বাংলাদেশ তোমার.. বাংলাদেশ সবার প্রাণ ...ধন্য ধন্য আমি বাংলা মাটির সন্তান ....
Board Bazar National University Gazipur
Gazipur, 1704
Md.Naimul Hasan I born in 1986 gazipur I love written poem and play cricket.