Voluntary Organization for Intellectual Development (VOID)

Voluntary Organization for Intellectual Development (VOID)

Official page of VOID (Voluntary Organization for Intellectual Development).

16/12/2021
Photos from Voluntary Organization for Intellectual Development (VOID)'s post 14/05/2021

মিটিং ২৮ জুলাই, ২০১৯। যুগপূর্তির অনুষ্ঠান উপলক্ষে।

03/05/2021

একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য জরুরি ভিত্তিতে B+ (বি পজিটিভ) রক্ত প্রয়োজন।

স্থানঃ গোবিন্দগঞ্জ।

যোগাযোগঃ 01717573740

24/04/2021

২০১০ সাল। শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব মমতাজ উদ্দিন স্যার এবং তৎকালীন ও বর্তমান এম.পি মহোদয় জনাব মনোয়ার হোসেন এর সঙ্গে ভয়েডিয়ানরা...

19/03/2021

স্বপ্নের বীজবোনা। ভয়েডের স্মৃতিময় দিনগুলো।

19/03/2021

২০১০ সালের আন্তঃস্কুল মেধা প্রতিযোগিতা ও কৃতি সংবর্ধনা মেগা প্রোগ্রামের পর ক্লান্ত স্বপ্নবাজরা....

Photos from Voluntary Organization for Intellectual Development (VOID)'s post 21/02/2021

আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...

১৩৫৮ সালের ৮ ফাল্গুনের এই দিনে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা পাকিস্তানি শাসকগোষ্টির গুলিতে মাতৃভাষা বাঙলার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বিলিয়ে দেন।

এই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

আজ বাঙলা ৯ ফাল্গুন, ১৪২৩।
আসুন শুদ্ধ বাঙলায় কথা বলতে প্রতিজ্ঞা করি এবং শুদ্ধ বানানে বাঙলা লিখতে চেষ্টা করি। বাঙলাকে বিকৃতির হাত হতে রক্ষা করি।

ভালোবাসায় ঋদ্ধ হোক আমার মাতৃভাষা "বাঙলা"!

ভয়েড এর পক্ষ থেকে আজকের শ্রদ্ধাঞ্জলি....

21/02/2020

৮ ফাল্গুন, ১৪২৬

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি....

01/01/2020

"ভয়েড" এর মেম্বারশিপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামি এক বছরের জন্য স্থগিত ঘোষণা করা হল। শুধুমাত্র পুরাতন মেম্বাদের মধ্যে যারা অনলাইন রেজিস্ট্রেশন করেননি তাদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে। আর নতুনদের মধ্যে কেউ মেম্বার হওয়ার ইচ্ছে পোষণ করলে তাদের ভয়েডের বিভিন্ন উদ্দ্যোগের সাথে সম্পৃক্ত থাকার অনুরোধ রইলো। আশাকরি, যাচাই-বাছাই সাপেক্ষে আগামীতে আমরা তাদের সদস্য হিসেবে রেজিষ্ট্রেশন করাতে পারবো।

নতুন সদস্যদের জন্য শুভকামনা।

সকলকে ধন্যবাদ ভয়েডের সাথে থাকার জন্য...

25/12/2019

'ভয়েড' এর যুগপূর্তির নিউজ।

24/12/2019

#ধন্যবাদ_ও_কৃতজ্ঞতা_পোস্টঃ

বিলম্বের জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। ব্যস্ততা একেবারেই আষ্টেপৃষ্ঠে বিঁধে গিয়েছে। এই ব্যস্ততাকে পাশকাটিয়েই ভয়েডের এই পথচলা। গত ১৩টি বছর ধরে গোবিন্দগঞ্জের সবচেয়ে মেধাবী ভালো ছেলেগুলোই ভয়েড করেছে। কেউ পড়াশুনা বা চাকুরির ক্ষতি করে সংগঠন করুক তা ভয়েড কখনোই চায়নি। সবার ক্ষুদ্রক্ষুদ্র প্রচেষ্টার সমন্বয়েই ভয়েড এর আজকের অবস্থান।

যাইহোক, গত ১৬ ডিসেম্বর ‘ভয়েড’ এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘খাদ্য ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এবং উন্মুক্ত মেডিকেল ক্যাম্পিং-২০১৯’ প্রোগ্রামটি মাত্র ৫ দিন হাতে নিয়ে উদ্দ্যোগ নেয়া হয়। আমাদের প্রধানতম চ্যালেঞ্জ ছিলো ফান্ডিং। অবশেষে সবার বিশ্বাস, ভালোবাসা ও কর্তব্যবোধে প্রোগ্রামের সব কিছুই ভালোভাবে সম্পন্ন হয়েছে।

এই ইভেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছে বন্ধু আবুল কালাম আজাদ। শাহ আলম, সিমু, ইফতি, নিবিড়, আহম্মদ আলী, বৃত্ত, আরাফাত, রব্বানী, মাহফুজ মুন, সাকিব এবং স্বাগতমও এই ইভেন্টে তাদের সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে। তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া দীপ, তাহমিদ, রবিউল, আলামিন, রায়হান, মহাদেব, মহিদুল হাসান, আলমগীর, ইতি, অনিমা মিমসহ প্রোগ্রামে উপস্থিত সকলকে ধন্যবাদ। কন্ট্রিবিউটিং মেম্বার ছোট আপু রাজপরি (তাসমিম মিম)কে বিশেষভাবে ধন্যবাদ জানাই শুরু থেকে শেষ পর্যন্ত তার আন্তরিক অবদানের জন্য।

ডা. সুমন প্রামানিক, ডা. আব্দুল্লাহ, ডা. মাহবুব এবং ডা. শুভকে ধন্যবাদ মেডিকেল ক্যাম্পেইনকে সফল করার জন্য এবং অসহায়দের জন্য ওষুধ সরবরাহের জন্য।

উপস্থিত না থেকেও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সার্বিক দিক খেয়াল রাখার জন্য খায়রুল, তামিম, সুজন কুণ্ডু, শাওন, হিমাংশু, মিঠু, নাহিন, সাব্বির, বিলাস, চন্দন, খায়রুল (০৫), রাশেদ, বিজু, মুরাদ সিভান এবং পলককে অনেক ধন্যবাদ।

একজন মাহফুজ ভাইয়ের কথা আলাদা করে বলতেই হয় তার কন্ট্রিবিউশনের জন্য। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই আমাদের সাহস বাড়িয়ে দেয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ জানাই ফারজানা জামান রতিকে তার স্বতঃফূর্ত সহযোগিতার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই রোজায়ের ভাই, খায়রুল ভাই, রিয়াদ, রিপা, তরিকুল ভাই, সোহেল আরমান, শাকিল, এবং নাম প্রকাশে অনিচ্ছুক সকল শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষগুলোকে।

এর বাহিরেও যারা অন্তরালে থেকে ভয়েডকে সাহস যুগিয়েছেন তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। আশাকরি মানবিক ও সামাজিক কাজে ভয়েডের সাথেই থাকবেন।

শুভকামনা ও ভালোবাসা সবার প্রতি..

সুজন প্রামানিক
আহবায়ক
ভয়েড

20/12/2019

২০১০ সাল। আন্তঃস্কুল মেধা প্রতিযোগিতার পর সকল ভয়েডিয়ান।

18/12/2019

প্রথম স্কুল প্রোগ্রামের স্মৃতি। সকল ভয়েডিয়ান। ২০০৮ সাল।

18/12/2019

২৯/০৭/২০১৯ইং অনুষ্ঠিত 'ভয়েড' এর যুগপূূর্তি উপলক্ষ্যে-
'প্রগতি' পাঠ উন্মোচন, মেধা প্রতিযোগিতা

'ভয়েড সাহিত্য পুরস্কার- ২০১৯' ~এর আংশিক ভিডিও চিত্র।

Photos from Voluntary Organization for Intellectual Development (VOID)'s post 17/12/2019

বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি এবং "ভয়েড"এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে- "খাদ্য ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ও উন্মুক্ত মেডিকেল ক্যাম্পিং-২০১৯" এর কিছু স্থির চিত্র।

15/12/2019

২০০৮ সালের 'স্কুল প্রোগ্রাম' এর ছবি...

15/12/2019

একুশে টিভিতে (ETV) তে প্রচারিত হয় ২৯/০৭/১৯ইং তারিখে অনুষ্ঠিত 'ভয়েড' এর যুগপূর্তির নিউজ। ২০০৬ সালে শুরু হয় 'ভয়েড' এর স্বপ্নযাত্রা...

15/12/2019

আগামীকাল ১৬.১২.১৯ইং তারিখের ভয়েডের 'খাদ্য ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এবং উন্মুক্ত মেডিক্যাল ক্যাম্পিং -২০১৯' প্রোগামের স্বেচ্ছাসেবক আইডি কার্ড...

15/12/2019

আজ কন্ট্রিবিউশন এর শেষ দিন! আগামিকাল প্রোগ্রাম...

Want your organization to be the top-listed Non Profit Organization in Gobindganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

২৯/০৭/২০১৯ইং অনুষ্ঠিত 'ভয়েড' এর  যুগপূূর্তি উপলক্ষ্যে-'প্রগতি' পাঠ উন্মোচন, মেধা প্রতিযোগিতা                       ও 'ভয়...

Website

Address

Gobindganj