Keya's creation
Keya's Creation এ আপনাকে স্বাগতম��
একটা দেবতা আসবে যে তোমাকে দেবী করে রাখবে🥰❤️
দূর্গাপুজোর একটি বিশেষ অঙ্গ ধুনুচি বা আলতি নাচ।
মায়ের বিসর্জন 💔
অষ্টমী🙏
পছন্দের গানটি লিখেছেন আমার বাবা সাধুচরন গোলদার
কন্ঠে আমি ও বৌদি
বহুদিন পর আজ মনটা খুব খারাপ ছিলো।তাই ভাবলাম সিনেমা দেখে আসি।যা দেখে মন আরও খারাপ হয়ে গেলো সত্যি বলতে শেষে অনেকের চোখেই জল এসে গেছে।সবাই যার যার অবস্থান থেকে ভালো অভিনয় করেছে।
মানুষ কেমনে এত প্রেমিক / প্রেমিকা পাল্টায় কে জানে।আমারতো এক বাসা ছেড়ে অন্য বাসায় যেতেই মায়া লাগে😶😶
নারী কিসে আটকায় তাহা শাকিব খানকে জিজ্ঞাসা করো...
সে তাহার দুই নারীকে অনেক চেষ্টা করিয়াও বিদায় করিতে পারিতেছে না..😐
(১) যারা এসএসসিতে এ+ পাইছো তোমাদের অভিনন্দন। তোমরা ডাক্তার-ইঞ্জিনিয়ার -কর্পোরেট কর্মকর্তা হইবা।
(২) যারা এ পাইছো তোমাদের ডাবল অভিনন্দন। তোমরা সচিব হইবা। সচিব হইয়া ১ম গ্রুপরে দৌড়ানির উপ্রে রাখবা।
(৩)যারা বি পাইছো তাদেরও অনেক অভিনন্দন। তোমরা নেতা/মস্তান হইবা তারপর উপরের দুই গ্রুপরে দৌরানির উপর রাখবা।
(৪) যারা টাইন্নাাটুইন্না পাশ তোমাদের ট্রিপল অভিনন্দন। তোমরা প্রথমে ব্যবসায়ী হইবা। এরপর এমপি, মন্ত্রী হইবা। এমপি, মন্ত্রী হইয়া উপরের তিন গ্রুপরে দৌড়ানির উপ্রে রাখবা।
(৪) শুদ্ধভাবে বাপের নাম আর মার নাম লেখতে পারলেই এইচএসসি পাশ—এই অবস্থায়ও যারা পাশ করতে পারো নাই তোমাদেরও অভিনন্দন। তোমরা সাম্বাদিক হইবা। সাম্বাদিক হইয়া ১৮ কোটি মানুষরে দৌড়ের উপ্রে রাখবা।
৫.এত সুযোগ সুবিদার পরেও যারা পরীক্ষা দেয় নাই, তারা পীর ফকির বাবা হইবা, বাবা হইলে উপরের সব গ্রুপই তোমাদের পায়ের উপর লুটিয়ে পরবে!😁
Collected
এত সুন্দর ভয়েস কেয়া আপুর🥰
মননে রবীন্দ্রনাথ,চেতনায় নজরুল আর দ্রোহে সুকান্ত 🙏🙏
জেনে খুব উপকার হলো🙃🙃🙃🙃🙂🤣
Happy mothers day 🥰
কিরে সজল🤔
only সজলদের মেনশন হপ্পে🤣🤣
ঢাকা টু গোপালগঞ্জ ভ্রমণের বিভিন্ন উপায় পড়ে নিন কাজে লাগবে🤣😇😬😜
ট্রেন ভ্রমণ **
ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন প্রথমে কমলাপুর রেল স্টেশনে যাবেন সেখান থেকে রাজশাহীর
একটা টিকিট কাটবেন টিকিট কেটে রাজশাহী যাবেন রাজশাহী তারপর সেখান থেকে গোপালগঞ্জের টিকিট কাটবেন ব্যাস হয়ে গেল ঢাকা টু গোপালগঞ্জ ট্রেন ভ্রমণ🤣🤣
বিমান ভ্রমণ ***
টাকার যে প্রান্তেই থাকেন না কেন প্রথমে এয়ারপোর্ট যাবেন তারপরে একটি যশোরের টিকিট কাটবেন তারপর যশোর যাবেন যশোর থেকে গোপালগঞ্জের একটা বাসের টিকিট কাটবেন ব্যাস হয়ে গেল বাস বিমান ভ্রমণ 🤣🤣🤣
বাস ভ্রমণ **
ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন প্রথমে গুলিস্তান অথবা সায়দাবাদ যাবেন সেখান থেকে গোপালগঞ্জের একটি টিকিট কাটবেন তারপর বাসে উঠে বসবে পদ্মা সেতু হয়ে সরাসরি গোপালগঞ্জ চলে আসবেন হয়ে গেল বাস ভ্রমণ 🤣🤣🤣
লঞ্চ ভ্রমণ **
ঢাকায় যেখানেই থাকেন না কেন প্রথমে বাসে করে পরী গঙ্গা নদীর তীরে লঞ্চ স্টেশনে যাবেন সেখান থেকে ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট কাটবেন তারপর খেতার গাট্টি নিয়া বরিশাল চলে যাবেন বরিশাল থেকে বাস কাউন্টারে এসে গোপালগঞ্জের একটি টিকিট কাটবেন ব্যাস হয়ে গেল লঞ্চ ভ্রমণ সাথে বাস ফ্রী 🤣🤣🤣
আপনার পছন্দমত ভ্রমণ করেন ধন্যবাদ দেওয়ার দরকার নেই🙄😃😃
এই গানটি গেয়ে কলেজে পরিচিতি লাভ করেছিলাম😍
#ভালাবাসার গান❤️
#রবীন্দ্রসঙ্গীত #রবীন্দ্রজয়ন্তী 🙏
দক্ষিনেশ্বরে একদিন #জয়মাতারা 🙏
বর্ধমানের বিখ্যাত লস্যি আর ডোসা
হেব্বি মজা🥛
.30 pm
মুসলমান জাতি নয়, একটি সম্প্রদায়ের নাম। বাঙালি হচ্ছে একটি জাতির নাম। জাতি আর সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আছে। যে কোনো মানুষ ধর্ম পরিবর্তন করে অন্য সম্প্রদায়ভুক্ত হতে পারে। যেমন, একজন বাঙালি খ্রিস্টধর্ম গ্রহণ করলে তিনি খ্রিস্টান হবেন, কিন্তু তিনি ইংরেজ জাতির অংশ হবেন না। বাঙালি ইসলাম ধর্ম গ্রহণ করে আরবজাতির অন্তর্ভুক্ত হয়নি। জাতি ও সম্প্রদায়ের সংজ্ঞাও আলাদা।
Nation : (জাতি)
A nation is a large body of people united by common descent, history, culture or language, inhabiting a particular country or territory.
-"জাতি হচ্ছে সেই সকল মানুষের সমষ্টি যারা একই ভাষায় কথা বলে, একই সংস্কৃতি ধারণ ও লালন করে, আকার আকৃতির দিক থেকেও মোটামুটি একই রকম, একই ভূখেন্ড বসবাস করে ওই ভূখেন্ডের স্বায়ত্ব শাসন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে একাত্মতা পোষণ করে।"
উদাহরণ : বাঙালি জাতি, ইংরেজ জাতি।
Community : (সম্প্রদায়)
Communities are large groups of people who share certain things, such as social customs, religion, values and identity. Community mobs are not based on geographic location. Communities can be formed based on long lasting relationships even outside of geographic location.
সম্প্রদায়:
সম্প্রদায় হলো ক্ষুদ্র বা বৃহৎ জনগোষ্ঠী যাদের মধ্যে সামাজিক প্রথা, ধর্ম, মূল্যবোধের মিল থাকে। সম্প্রদায় সব সময় ভৌগলিক অবস্থানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না। নির্দিষ্ট ভৌগলিক অবস্থানের বাহিরেও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে সম্প্রদায় গড়ে উঠতে পারে। এখানে যেহেতু নির্দিষ্ট ভূখন্ড, সার্বভৌম শক্তি অনুপস্থিত সেজন্য এটি জাতি নয়, সম্প্রদায়।
উদাহরণ : মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়।
দুটিকে গুলিয়ে ফেলা ঠিক নয়।
মঙ্গল শোভাযাত্রা বাঙালির উৎসব। এই শোভাযাত্রা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। কোনো মুসলমান যদি মনে করে মঙ্গলে তার আস্থা নেই তাহলে সে যাবে না। তা বন্ধ করার দাবি সে করতে পারে না। এ দেশ শুধুমাত্র কিছু অনুভূতিপ্রবণ মুসলমানের নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ নানা জাতিসত্বার ও নৃগোষ্ঠীরও।
এই উৎসব বাঙালির। বাঙালি থাকলে এই উৎসবও থাকবে।❤️
কালেক্টেড।
জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!
(Don't take it seriously)
My another younger student
Name: Arko das
Age: 6
Everyone pray for him🙏
#রবীন্দ্রনাথঠাকুর #কাজীনজরুলইসলাম
খুব ইচ্ছে করে এই পেজের সবাইকে কেটে টুকরো টুকরো করে লবন হলুদ দিয়ে মেখে রোদে শুকিয়ে আমের আচার খাওয়াতে, But এত আম পাবো কোথায়?😕🙃
একটা শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলাম।কয়েকজন মহিলা আর মেয়েদের সাজসজ্জা এত্ত বেশি পরিমান হয়েছে যে তা অনেকেরই চোখে লাগার মত।স্থানুযায়ী দেখতে খুব উদ্ভট লেগেছে,যা নিয়ে অনেকেই হাসাহাসি করতেছিলো।
পায়ের জুতা থেকে শুরু করে আপনার পোষাকের গেটাপ আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে।তাই কোথায় কোন অনুষ্ঠানে কেমন পোষাক ব্যবহার করবেন,সে দিকে একটু খেয়াল রাখুন।পোষাক নির্বাচনে একটু সচেতন হন।আপনার আর্থিক স্টেটাস বোঝানোর জন্য সবসময় সবস্থানে গর্জিয়াস ড্রেসআপ সাজসজ্জা কখনো কখনো আপনার ব্যক্তিত্বকেও ক্ষুন্ন করে।
খাবারের পর ভোজন দক্ষিণা দিচ্ছে।যে ছেলেটা দিচ্ছে তার সাথে হঠাৎ চার পাঁচজন মহিলার কথার উচ্চস্বর।খেয়াল করে তাকিয়ে আছি তাদের দিকে।যা বুঝলাম তাতে রাগ আর লজ্জিত হতে বাধ্য হয়েছি।কয়েনগুলো বিভিন্ন সংখ্যার ছিলো।মানে ১টাকার,২টাকার এবং ৫টাকার।তো স্বাভাবিক ভাবেই এক একজনের হাতে ভিন্ন ভিন্ন কয়েন পরেছে।কিন্তু ওই মহিলা ক'জন ছেলেটাকে ধরে ৫ টাকার কয়েনগুলোই নিয়েছে।ছেলেটার বয়স আনুমানিক ১৪/১৫ হবে।তাদের এমন বিশ্রী আচরণের স্বাক্ষী হয়ে ছেলেটাও অবশেষে চলে গেলো সেখান থেকে।কিন্তু যাবার সময় তাদেরকে বলে গেলো, "বাড়ি যাবার সময় ৫ টাকা দিয়ে এক প্যাকেট করে চানাচুর কিনে খেতে খেতে যাবেন"।আমি থ হয়ে তাকিয়ে আছি।শুধু আমি নয় বরং আশেপাশের সবাই তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিলো।
কথায় বলে ব্যবহারেই বংশের পরিচয়।আপনার শিক্ষা,সংস্কার,জ্ঞান-বুদ্ধি,
বিচার-বিবেচনা সবকিছুই আপনার আচরণ-ব্যবহারে প্রকাশ পায়।তাই ব্যবহারে যথেষ্ট সংযত থাকুন।নতুবা আপনার কুৎসিত মানসিকতার প্রমান প্রকাশিত হতে অধিক সময়ের প্রয়োজন হবেনা।
মনি মিত্র
ভাষা আমার অহংকার আমার অধিকার। এই ভাষার জন্যই রচিত হয়েছিলো একটা ইতিহাস একটা সংগ্রাম।
সকল ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা 🙏
#২১শে ফেব্রুয়ারী
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Gopalganj
⸎⸎ ┈┈┈𝕀 ♡𝕃𝕆𝕍𝔼┈┈┈ ⸎ ⸎ ┈┈┈┈┈▉┈┈┈◢┈ ⸎ ⸎ ┈◢▀▉┈▉┈▉┈▉┈ ⸎ ⸎ ┈▀▀▉┈▉┈▉┈▉┈ ⸎ ⸎ ┈┈┈▉▄▉▄▉┈◤┈ ⸎ ╚╩══••✠•❀•✠•
Village:rajpat, Postoffice:rajpat, Thana:kasiani
Gopalganj, 8130
** If you have great interest in anything, and if you work hard, then success will come .
Gopalganj
আল্লাহ সর্বশক্তিমান ইচ্ছে আছে একদিন আমি ও বড়ো হবো আমার এই পেজ এ আপনারা সকল ধরনের ভিডিও পাবেন
Gopalganj
Welcome to my page😍 🕉️Hare Krishna for everything🙏💖 Travelling,Eating,Food,Cooking,Family Vlog🥰