সতেজ/satej

Purity is our first priority
Eat fresh food and stay healthy

12/08/2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।

12/08/2023

ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম - হ্যাঁ।

সে যত্ন করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে ২০ ডলার গুঁজে দিলাম।ছেলেটি খানিক অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?আমি বললাম - হ্যাঁ। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের বদলে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।

আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম - তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন , তুমি তো একজন মেধাবী ছাত্র?

উত্তরে সে বলল, আমার দু বছর বয়সেই আমার বাবা মারা যান। আমার মা মানুষের বাসায় কাজ করেন। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।

আমি বললাম - চলো, আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল, একটি শর্তে আপনার দাওয়াত কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিষ্কার করে দেব।

আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।

বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।

তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাঁদতে পর্যন্ত ভুলে যায়।

এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।

তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে!চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি - এগুলো কি করছো?সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন!

এই সেই ফিলিস্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।

Photos from সতেজ/satej's post 30/07/2023

৪০ তম এসআই পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট।

04/06/2022
01/01/2022

আসসালামুআলাইকুম।

Photos from সতেজ/satej's post 19/10/2021

আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা?

আমি Farhad Hossain Noyon
কাজ করছি দেশীয় কৃষিজ পণ্য নিয়ে
স্বত্বাধিকারী সতেজ/satej
member of Women and e-Commerce forum ( WE )

''Purity is our first priority, eat fresh food, stay healthy,,
''বিশুদ্ধতা আমাদের প্রথম অগ্রাধিকার, সতেজ খাবার গ্রহন করুন, সুস্থ থাকুন,,

হাঁসের মাংস কম বেশি বাঙ্গালীদের সবার পছন্দের অন্যতম।
আমাদের গরোয়া বিভিন্ন পোগ্রামে হাঁস ভুনা, হাঁস ঝাল কাড়ি আরো অন্যন্য রেসিপি করা হয়ে থাকে।
স্বাদের দিক থেকে হাঁসের মাংস অত্যান্ত লোভনীয়

হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস। এতে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬ এবং থায়ামিন আছে। এ ছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি১২ এবং ম্যাগনেশিয়াম। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরলও আছে।

গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও রয়েছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক, কপার, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম আছে। হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে। তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে। তা ছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া হাঁসের মাংসে উচ্চখনিজ পদার্থ থাকায় গলাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যাদের উচ্চরক্ত চাপের সমস্যা আছে, তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো। আর খেলেও অল্প পরিমাণে। কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে।

ঢাকা সিটি এরিয়াতে, খুব শীঘ্রই হোম ডেলিভারি নিয়ে আমরা আসছি আপনাদের দোরগোড়ায়।

Photos from সতেজ/satej's post 19/10/2021

আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা?

''Purity is our first priority, eat fresh food, stay healthy,,
''বিশুদ্ধতা আমাদের প্রথম অগ্রাধিকার, সতেজ খাবার গ্রহন করুন, সুস্থ থাকুন,,

মুরগির মাংস ধর্ম বর্ন নিবিশেষে সবার পছন্দ
আর সেটা যদি হয় দেশি মুরগী তাহলে তো কথাই নাই
দেশি মুরগির মাংসের স্বাদই আলাদা যা অন্যান্য মুরগির মাংসের চেয়ে বহু গুন বেশি।
আজ কাল দেশি মুরগীর চাহিদা অনেক সে তুলনায় এর যোগান খুবই অপ্রতুল।

মুরগির মাংস খেতে আমরা সবাই পছন্দ করি। এ মাংস ত্বক ও শরীরের জন্য স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। মুরগির মাংস ওজন কমাতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি এতে রয়েছে আরও নানা রকম পুষ্টিগুণ।

আসুন দেখে নেই মুরগির মাংসে কি কি স্বাস্থ্য উপাদান রয়েছে:

প্রোটিনে ভরপুর
মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা পেশীকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।

কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এটি ওজন কমানোর ভালো উৎস। পেট ভরা রেখেও দীর্ঘদিন ওজন কমিয়ে রাখতে চাইলে মুরগির মাংস নিঃসন্দেহে স্বাস্থ্যকর খাবার।

বিষণ্নতা দূর করে
মুরগির মাংসে উচ্চ মাত্রায় ট্রাইফটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে। ফলে এক বাটি চিকেন স্যুপ স্বস্তি এনে দিতে পারে।

বিষণ্নবোধ হলে কয়েকটি চিকেন উইংস খাওয়া যেতে পারে। যা মস্তিষ্কে সেরেটোনিনের মাত্রা বাড়িয়ে চাপমুক্ত থাকতে সাহায্য করে।


হাড়ের ক্ষয় প্রতিরোধ করে
বয়স্কদের আর্থ্রাইটিস ও হাড় সংক্রান্ত অন্য রোগের আশঙ্কা বেশি থাকে। কিন্তু ভয়ের কিছু নেই। প্রতিদিন মুরগির মাংস খাবার তালিকায় রাখলে এর প্রোটিন হাড়ের ক্ষয় প্রতিরোধ করবে।

হার্টের জন্য ভালো
মুরগির মাংস হোমোকিস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে কাজ করে। হোমোকিস্টাইন একটি অ্যামিনো অ্যাসিড। উচ্চমাত্রায় এটি হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর।

ফসফরাসের প্রাচুর্য
মুরগির মাংস ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ফসফরাস কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

হজমে সাহায্য করে
মুরগির মাংসের ভিটামিন বি-৬ শরীরে বিপাকের মাত্রা উন্নত করে। শরীরে চর্বি না বাড়িয়েই খাবার হজম করতে পারে। রক্তনালী ঠিক রাখতেও এটি কাজ করে।

‘নিয়াসিন’ সমৃদ্ধ
শরীরকে ক্যান্সারমুক্ত রাখতে নিয়াসিন একটি প্রয়োজনীয় ভিটামিন। মুরগির মাংসে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে, যা বিভিন্ন রকমের ক্যান্সার ও ত্রুটিপূর্ণ ডিএনএ দ্বারা যেসব জিনগত সমস্যা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

চোখ ভালো রাখে
অন্য খাবারগুলোর মতো মুরগির মাংসও চোখের সুরক্ষায় কাজ করে। মুরগির মাংসে রেটিনল, আলফা ও বিটা ক্যারোটিন, লাইকোপেন থাকে যার সবগুলোই ভিটামিন ‘এ’ তে পাওয়া যায়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এগুলো জরুরি উপাদান।

দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষক থেকে সংগ্রহ করে
জীবিত ও রেডি টু কুক দুই ভাবেই খুব শীঘ্রই আমরা
নিয়ে আসছি আপনাদের দোরগোড়ায়।

18/10/2021

মানব দেহের জন্য প্রয়োজনীয় সকল প্রকার দেশীয় সবজি ও ফলমূল দেশের প্রান্তিক কৃষক হতে সংগ্রহ করে
আমরা নিয়ে আসছি আপনাদের দোরগোড়ায়।

''Purity is our first priority, eat fresh food, stay healthy,,
''বিশুদ্ধতাই আমাদের প্রথম অগ্রাধিকার, সতেজ খাবার গ্রহন করুন, সুস্থ থাকুন,,

Photos from সতেজ/satej's post 28/08/2021
Want your business to be the top-listed Food & Beverage Service in Jatrabari?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Jatrabari
1204

Other Jatrabari food & beverage services (show all)
সরস সরস
182, RK Tower, Kazla Bridge
Jatrabari, 1204

-Don’t bite on chemicals – go organic

IJA Gharer Ranna IJA Gharer Ranna
197 East Kazipara, Mirpur, Dhaka
Jatrabari

Afsana's food Magic. Afsana's food Magic.
Dhaka
Jatrabari, DHONIA

Home delivery is done in a homely manner with complete hygienic maintenance.

স্বাদের আঙিনা- Shader Angina স্বাদের আঙিনা- Shader Angina
Jatrabari

সম্পূর্ন স্বাস্থ্যসম্মত হাতের তৈরী খাবারে আপনার বিশ্বস্ত সঙ্গী

Euro-Bangla shop Euro-Bangla shop
Dhaka
Jatrabari, 1000

euro-bangla is a online shop which provides qualityfull organic food all over the country. euro-bangla shop is committed to serve their cumtomers need. Their premium items is sundo...

OATH of FIG OATH of FIG
Jatrabari, 1236

Habiba's Kitchen Habiba's Kitchen
Jatrabari

Shade Vinnota- স্বাদে ভিন্নতা Shade Vinnota- স্বাদে ভিন্নতা
Dhulaipar Jatrabari Dhaka
Jatrabari, 1204

আমাদের সকল পণ্য অথেনটিক এবং হোমমেড।আ?

Good Food Kitchen Good Food Kitchen
Jatrabari, 1361

Celebrate your occasion and enjoy your food with Good Food Kitchen. Filling every occasion with great food & service. Make Life Delicious. N.B. You have to let us know before 2 o...

Gazia Food Corner Gazia Food Corner
1/26 E South Mughda
Jatrabari, 1421

pastry item dessert item. Italian cuisine Mexican cuisine.Thai cuisine. Thai cuisine etc.