ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন

মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাস

10/08/2022
15/12/2021

আলহামদুলিল্লাহ,আজ যশোর সদর হাসপাতালে এক সিজারিয়ান রোগীর জন্য এক ব্যাগ (O+)রক্তদান করলেন ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের নিয়মিত রক্তদাতা রায়হান মাহমুদ। সকলেই রক্তদাতার জন্য দোয়া করবেন। ❤️❤️❤️❤️❤️

02/11/2021

আলহামদুলিল্লাহ,আজ যশোর সদর হাসপাতালে এক মুমূর্ষু রোগীর জন্য ৬ষ্ঠ বারের মত একব্যাগ (O+) রক্তদান করলেন ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন এর নিয়মিত রক্তদাতা মুশফিকুর রহমান সোহাগ।সংগঠনের পক্ষ থেকে শুভ কামনা আর অফুরন্ত ভালোবাসা। সকলেই দোয়া করবেন রক্তদাতার জন্য।

17/10/2021

২৩ তম বারের মত...

06/09/2021

ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ডাকে সাড়া দিয়ে বিপদ গ্রস্ত অসহায় লোকের মুখে হাসি ফুটাতে একব্যাগ (A+) রক্তদান করলেন আরাফ আল সাদিক ভাইয়া। আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্তদাতা ভাইয়ের জন্য রইলো নিরন্তর ভালো বাসা আর শুভ কামনা।

06/09/2021

আজ মানবতার ডাকে সাড়া দিয়ে ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের পক্ষ থেকে এক মুমূর্ষু রোগীর জন্য একব্যাগ (O+) রক্তদান করলেন সাকিব ভাই।সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য।

21/08/2021

মানবতার ডাকে সাড়া ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের পক্ষ থেকে রক্তদান করলেন সুলতান আহমেদ।সংগঠনের পক্ষ থেকে রইলো ভালোবাসা আর শুভকামনা।

21/08/2021

আলহামদুলিল্লাহ,মানবতার ডাকে সাড়া দিয়ে এক মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করলেন জাহিদ হাসান। সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য।

21/08/2021

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ ২য় বারের মত B+রক্ত দান করলেন ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের রক্তযোদ্ধা মৃত্যুঞ্জয়।দোয়া ও শুভ কামনা রইলো রক্তদাতা ভাইটির জন্য।

18/08/2021

২২ তম বার

28/06/2021

আলহামদুলিল্লাহ,দেশের এই সঙ্কটময় সময়ে সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে মানবতার সেবায় ডাক দিয়ে আজ যশোর সদর হাসপাতালে এক মুমূর্ষু রোগীর জন্য এক ব্যাগ (O+) রক্ত দান করলেন ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের নিয়মিত রক্তদাতা মোঃ মুশফিকুর রহমান সোহাগ।সকলেই দোয়া করবেন রক্তদাতার জন্য।

27/09/2020

রক্তদানের পতাকা ❤️❤️❤️❤️❤️

27/09/2020

রক্তদান নিয়ে কিছু কথা না বললেই নয়, ২ মিনিট সময় নিয়ে কষ্ট করে পড়ে নিবেন এতে নিজেও উপকৃত হবেন।
-
(রক্তের প্রয়োজন যাদের:-)
-
১) দূঘর্টনাজনিত রক্তক্ষরণ– দূঘর্টনায় আহত রোগীর জন্য দূঘর্টনার ধরণ অনুযায়ী রক্তের প্রয়োজন হয়।
২) দগ্ধতা – আগুন পোড়া বা এসিডে ঝলসানো রোগীর জন্য প্লাজমা/রক্তরস প্রয়োজন, এজন্য ৩-৪ ব্যাগ রক্তের প্রয়োজন।
৩) অ্যানিমিয়া – রক্তে R.B.C. এর পরিমাণ কমে গেলে রক্তে পযার্প্ত পরিমাণ হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। হিমোলাইটিক অ্যানিমিয়াতে R.B.C. এর ভাঙ্গন ঘটে ফলে রক্তের প্রয়োজন।
৪) থ্যালাসেমিয়া – এক ধরনের হিমোগ্লোবিনের অভাবজনিত বংশগত রোগ, এমন রোগীকে প্রতিমাসে ১-২ ব্যাগ রক্ত দিতে হয়।
৫) হৃদরোগ – ভয়াবহ Heart Surgery এবং Bypass Surgery এর জন্য ৬-১০ ব্যাগ রক্তের প্রয়োজন।
৬) হিমোফিলিয়া – এক ধরনের বংশগত রোগ। রক্তক্ষরণ হয় যা সহজে বন্ধ হয় না, তাই রোগীকে রক্ত জমাট বাধার উপাদান সমৃদ্ধ Platelet দেয়া হয়।
৭) প্রসবকালীন রক্তক্ষরণ– সাধারণত প্রয়োজন হয় না তবে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ১-২ বা ততোধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়।
৮) ব্লাড ক্যান্সার- রক্তের উপাদানসূমহের অভাবে ক্যান্সার হয়, প্রয়োজন অনুসারে রক্ত দেয়া হয়।
৯) কিডনী ডায়ালাইসিস– প্রতিবার ডায়ালাইসিস-এ ১ব্যাগ রক্তের প্রয়োজন।
১০) রক্ত বমি– এ রোগে ১-২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।
১১) ডেঙ্গু জ্বর – এ রোগে ৪ ব্যাগ রক্ত হতে ১ ব্যাগ Platelet পৃথক করে রোগীর শরীরে দেয়া হয়।
১২) অস্ত্রপচার – অস্ত্রপচারের ধরণ বুঝে রক্তের চাহিদা বিভিন্ন।

তাই আসুন এ সমস্ত রোগীর জন্য রক্তদানে এগিয়ে আসি।

24/09/2020

আলহামদুলিল্লাহ,আজ বিকালে ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ডাকে সাড়া দিয়ে ঝিনাইদাহ থেকে মানবতার কল্যাণে ছুটে এসে দেশ ক্লিনিক,যশোরে এক রোগীর জন্য (AB-) লাল ভালোবাসা দান করলেন প্রিয় ভাই মোঃ হামিদুল ইসলাম।আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্তদাতা ভাইয়ের জন্য শুভ কামনা আর ভালোবাসা। সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য।

Photos from ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন's post 16/09/2020

আবেগের বশবর্তী হয়ে আমরা যে প্রেম প্রকাশ করি, এটা কোন প্রেমের মধ্যে পরে না ।
এটা মনের ব্যাপার, কিন্তু রক্তের জন্য যে কত মানুষ মারা যাচ্ছে সেটা কি কখনও চিন্তা করেছি ?
তাই আসুন বিপদগ্রস্ত মানুষের কল্যাণে
"রক্ত দেই জীবন বাচাই"

এডমিন # Salman

16/09/2020

রক্ত কেন দিবো?
প্রতি ১২০ দিন মানে চার মাস পরপর রক্ত যেসব কণিকা দ্বারা তৈরি সেসব কণিকা (RBC) এর মৃত্যু হয়।তাই ৪ মাস পরপর নতুন রক্ত তৈরি হয়।প্রতি চার মাস পর পর রক্ত আপনা-আপনি নষ্ট হয়ে যায়। নষ্ট না করে সেই রক্ত এর মাঝে মাত্র ৩৮০ মিলিলিটার রক্ত দান করাই যায়।

রক্ত দানের মানবিক দিক
চিন্তা করুন,আপনার দান করা রক্ত(যেটা কিনা এমনিতেই normal physiological প্রক্রিয়ায় নষ্ট হয়ে যেত) একজন মুমূর্ষু মানুষের শরীরে প্রবাহিত হচ্ছে এবং আপনার দেওয়া এক ব্যাগ রক্তের কারণে তার জীবন প্রদীপ জ্বলছে….হয়ত আপনার দেওয়া এক ব্যাগ রক্তই তার জীবনের বেঁচে থাকার পারিধি বৃদ্ধি করে দিচ্ছে….সেইসব মুমূর্ষু মানুষগুলো যদি আপনার দেওয়া রক্তের মাধ্যমে সুস্থ হয়ে উঠে,তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্তদাতার জন্য তার মনের গহীন থেকে দোয়া-আশীর্বাদ করে যায়,হয়ত সেটা তার নিজেরও অজান্তে।আপনার দেওয়া রক্ত,অন্যের শরীরে প্রবাহিত হয়ে তাকে সুস্থ স্বাভাবিক রখছে,এর চেয়ে ভালো মানবিক কাজ আর কি হতে পারে?

তাই আসুন নিয়মিত রক্ত দেই , মানুষের জীবন বাঁচাই ..............

16/09/2020

কখনো হসপিটাল গুলো
পরিদর্শন করেছেন???????????
কখনো দেখেছেন যে বিছানায় শুয়ে শুয়ে একজন মুমূর্ষু রোগী ছটফট করছে
১ ব্যাগ রক্তের অভাবে??
-
এসব তো অাপনারা দেখেন নি ।
হাতে সময় থাকলে ১ বার নিজ জেলার নিকটস্থ হাসপাতাল গুলো ঘুরে অাসবেন।
দেখে অাসুন কত কষ্টে ওরা অাছে।
ওরা ও তো মানু্ষ??? তাই না????
ওরা ছটফট করছে শুধু রক্তের অভাবে ।
-
-
অাজ অাপনারা না এগিয়ে অাসলে
ওরা বাঁচবে কিভাবে??
শত শত মানুষ অপেক্ষায় অাছে
অাপনার জন্য,
অাপনার ১ ব্যাগ মূল্যবান রক্তই পারে
ওদের কষ্ট একটু কমাতে, ওদের মুখে
হাসি ফোঁটাতে
-
# রক্ত_দিন_জীবন_বাঁচান ।।।
-
মনে রাখবেন, অাপনার ১ ব্যাগ মূল্যবান
রক্তই পারে ১ টি মানুষের জীবন
বাঁচাতে এবং ১ টি পরিবারের সকল
সদস্যদের মুখে হাসি ফোঁটাতে

13/09/2020

আলহামদুলিল্লাহ আজ সকালে অসীম ডায়াগনস্টিক সেন্টার যশোরে এক অপারেশন রোগীর জন্য রক্তদান করলেন ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সগঠন এর নিয়মিত রক্তদাতা মোঃ জাহাঙ্গীর আলম।সকলেই দোয়া করবেন রক্তদাতা ও আমাদের সংগঠনের জন্য।

13/09/2020

আজ মণিরামপুরে বড় ভাই ইব্রাহিম হোসেনের রক্তদান।দোয়া ও শুভ কামনা রইলো রক্তদাতা ভাইয়ের জন্য।

12/09/2020

প্রিয় ভাই সাইফ ইসলামের রক্তদান। শুভ কামনা রইলো রক্তদাতা ভাইটির জন্য।সকলেই দোয়া করবেন এইসব রক্ত যোদ্ধাদের জন্য যারা হাজার বাধা বিপত্তিকে তুচ্ছ করে বিপদে অসহায় মানুষের পাশে দাড়ায়।

08/09/2020

আলহামদুলিল্লাহ,আজ মণিরামপুরে এক মুমূর্ষু রোগীর জন্য এক ব্যাগ (AB+) রক্তদান করলেন ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সক্রীয় সদস্য মোঃ শরিফুল ইসলাম।শুভ কামনা রইলো রক্ত যোদ্ধার জন্য।

Photos from ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন's post 06/09/2020

নারায়ণগঞ্জে মসজিদের দূর্ঘটনায় রোগী সংখ্যা ছিলো ৪০ জন বা তার থেকে কিছু কম বা বেশি।
হসপিটালের সামনে সারা রাত অবস্থান নিয়েছিলো ২০০+ সেচ্ছাসেবী এবং ৫০০+ রেডি ব্লাড ডোনার।

এখন আর বাংলাদেশে রক্তের অভাবে কেউ মারা যায়না

সকল রক্তদাতা ভাইদের স্যালুট।🖤✌️✌️✌️✌️✌️💚💚💚💚

31/08/2020

———সব যুদ্ধারা থেমে গেলেও রক্তযোদ্ধারা কখনো থামবেনা ———কারন তারাই শুধু নিঃস্বার্থে যুদ্ধ করে ,তাদের রক্তের ভিতরে মানুষের জন্য ভালবাসা লুকিয়ে থাকে ৷তারই প্রমান স্বরুপ আজ বিকালে যশোরেরএক মুমূর্ষু রোগীর জন্য (O+) রক্তদান করলেন প্রিয় ভাই শাকিব। সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য।

31/08/2020

আলহামদুলিল্লাহ,আজ বিকালে বন্ধন হাসপাতাল যশোরে এক অসুস্থ মায়ের জন্য এক ব্যাগ (O+) রক্তদান করলেন রাসেল হোসেন। ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ডাকে সাড়া দিয়ে বিপদে মানুষের পাশে দাড়ানোর জন্য ভাইটির জন্য রইল আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

31/08/2020

আজ মণিরামপুরে এক মুমূর্ষু রোগীর জন্য একব্যাগ (A+) রক্তদান করলেন আবু নাঈম।শুভ কামনা রইলো ভাই সাথে ভালোবাসা ❤❤❤❤❤❤❤❤অবিরাম।

27/08/2020

প্রিয় ভাগ্নে সোহাগ হোসেনের রক্তদান।শুভ কামনা ও ভালোবাসা রইলো। দোয়া করবেন সকলেই রক্তদাতার জন্য।

23/08/2020

ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন এর ডাকে সাড়া দিয়ে আজ সকালে রেডক্রিসেন্ট সোসাইটি, যশোরে এক থ্যালাসেমিয়া রোগীর জন্য এক ব্যাগ (O+) রক্তদান করলেন মোঃ আব্দুল্লাহ।ঢাকুরিয়া স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন পরিবারের পক্ষ থেকে রক্তদাতার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা। সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য।

23/08/2020

আলহামদুলিল্লাহ, আজ মনোয়ারা ক্লিনিক মণিরামপুরে এক সিজারিয়ান বোনের জন্য এক ব্যাগ (B+) রক্তদান করলেন মোঃ বিল্লাল হোসেন। শুভ কামনা রইলো ভাইয়ের জন্য।সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য।

22/08/2020

প্রিয় ভাই মাসুদ রানার রক্তদান। শুভ কামনা রইলো ভাইয়ের জন্য। সকলেই দোয়া করবেন রক্তদাতা ভাইটির জন্য❤❤❤❤

20/08/2020

স্নেহের প্রিয় ছোট ভাই সাকিব আল হাসানের ২য় বারের মত রক্তদান। শুভ কামনা ও❤❤❤❤❤❤❤ ভালবাসা রইলো ছোট ভাই।সকলেই দোয়া করবেন রক্তদাতা ছোট ভাই সাকিবের জন্য।

14/08/2020

#রক্তদানের_অজুহাতসমূহঃ
১)অন্য সংগঠনের সাথে কাজ করি বা যুক্ত আছি
২) মা না করছে
৩) হাসপাতাল অনেক দূর
৪) সামনে পরীক্ষা, পারবো না
৫) বাসায় অনেক ঝামেলা
৬) অাজ শরীর দুর্বল
৭) অফিসে অনেক কাজ
৮) ব্যস্ত অনেক
৯) ভয় পাই
১০) কখনো রক্ত দিই নি
১১) আমার নিজের শরীরেই রক্ত নাই
--
অজুহাত অনেকেই দেখাতে পারে ; কিন্তু মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনীয়তা যে কতটুকু তা বুঝে না।
#যখন নিজের অথবা পরিবারের প্রয়োজন হবে তখন বুজবেন রক্তদান কি জিনিস।
--
রক্ত ৩-৪ মাস পর পর এম্নিতেই নষ্ট হয়ে যায়। মিথ্যা অজুহাত পরিহার করে সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন
আপনার দানকৃত রক্তে ১ টি মানুষের জীবন বাঁচবে এবং ১ টি পরিবারের মুখে হাসি ফোঁটবে।

Want your practice to be the top-listed Clinic in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Hospital Gate, Dhakuria Bazar, Manirampur, Jashore
Jessore
7440

Other Blood Banks in Jessore (show all)
JUST Blood Bank JUST Blood Bank
Jessore, 7408

Human for Humanity

রাখালগাছি ব্লাড ব্যাংক রাখালগাছি ব্লাড ব্যাংক
Jessore, 7351

আমরা মানবতার কর্মী - রক্ত দেওয়া আমাদে

Fsdo - বাঘারপাড়া থানা শাখা Fsdo - বাঘারপাড়া থানা শাখা
Jessore

�একটি সেচ্ছাসেবী সংস্থা � �প্রতিষ্ঠ?

জীবনের তরে রক্ত দান জীবনের তরে রক্ত দান
Navaron, Sharsha
Jessore

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পর?

Voluntary Blood Donation Campaign Voluntary Blood Donation Campaign
Jessore

রক্ত দিন, জীবন বাঁচান

Blood Aid Bank,Jashore Blood Aid Bank,Jashore
Jessore

রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। তাই আসুন আমরা বেশি বেশি রক্ত দান করি

সূর্যতরী স্বেচ্ছায় রক্ত দান সংগঠন৷ সূর্যতরী স্বেচ্ছায় রক্ত দান সংগঠন৷
Jessore, 7400

**একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন**

Bandhu Mahol Blood Bank Ramnagor,Jhenidah Bandhu Mahol Blood Bank Ramnagor,Jhenidah
ঝিনাইদহ
Jessore, 7350

তুচ্ছ নয় রক্তদান❤ বাঁচাতে পারে একটি প্রাণ🥰

চৌগাছা কেয়ার ব্লাড ব্যাংক চৌগাছা কেয়ার ব্লাড ব্যাংক
Jessore, 7410

Nipu-01992827300 Sohel-01302343195 Imamul-01713784495 Arafat -01932437810 Asanur-01319464555

বাঘারপাড়া ব্লাড ব্যাংক বাঘারপাড়া ব্লাড ব্যাংক
BagherPara
Jessore, 7470

Bagherpara Blood Bank is a voluntary organization.It is located in Bagherpara, Jashore.

রক্ত দিন, জীবন বাঁচান "Donate Blood, Save Life" রক্ত দিন, জীবন বাঁচান "Donate Blood, Save Life"
Jessore, JESSORE

**জরুরী রক্তের জন্য যোগাযোগ** ”মুঞ্জুর ?