ফিজিক্স iটিউটর
Welcome to ফিজিক্স iটিউটর page. This page is maintained by Sanjoy Bachar Sanju and his students.
We are here to strictly disseminate the importance of SSC, HSC & Admission Test Physics Live Class Lecturer.
আর মাত্র ২° কমলেই হবে...
একমাত্র স্বপ্ন যা পূরণ হয় অবিলম্বে😜
✂️ হুইটস্টোন ব্রিজ 60 seconds · Clipped by PHYSICS iTUTOR · Original video "হুইটস্টোন ব্রিজ নীতি || চল তড়িৎ (পর্ব- ১২) || একাদশ-দ্বাদশ শ্রেণি || পদার্থ বিজ্ঞান ২য় পত্র ||" by P...
Happy New Year- 2024
ঈগল একটি অত্যন্ত শক্তিশালী প্রাণী। এই পাখির জীবনাচরণ থেকে এর কয়েকটি নীতি শিক্ষণীয়।
(১) ঈগল অন্যান্য যেকোন প্রাণী থেকে অনেক উঁচুতে উড়ে। (২) ঈগলের ভিশন (দৃষ্টি শক্তি) অত্যন্ত তীক্ষ্ণ এবং সে কখনো লক্ষচ্যুত হয় না। (৩) ঝড় আসলে তা এড়িয়ে যায় না বরং ঝড়ের গতি পজিটিভলি কাজে লাগিয়ে সে আরো উপড়ে উড়ে যায়। লেটস হোপ ফর দ্য বেষ্ট!!
১৪ তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ এর নিবন্ধন চলছে । নিবন্ধন করতে ভিজিট করঃ www.bdpho.org
আসন্ন ফিজিক্স অলিম্পিয়াডের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ফেইসবুক পেইজ থেকে লাইভ ক্লাসের আয়োজন করা হবে । আগামি শনিবার ১৬ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ৭টায় ফিজিক্স অলিম্পিয়াডের একাডেমিক লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে ।
১ম একাডেমিক লাইভ ক্লাসঃ ১৬ ডিসেম্বর
ক্যাটাগরিঃ সি( ৯ম,১০ম ও এস এস সি শিক্ষার্থী )
ক্লাস টাইমঃ সন্ধ্যা ৭টায় ফেইসবুক লাইভ
শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
ব্যাংককে অনুষ্ঠিত ২০ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, আইজেএসও ২০২৩-এ বাংলাদেশ দল ৩টি রৌপ্যপদক এবং ৩টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
রৌপ্যপদক অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামীন, রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ফায়েজ আহমেদ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী মনামী জামান। ব্রোঞ্জপদক অর্জন করেছে নটরডেম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শুভাশীষ হালদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাবিল ইসলাম।
বিজয়ের মাসে ৫৪ টি দেশের সাথে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই অর্জনে আইজেএসও বাংলাদেশ দলের সবাইকে অভিনন্দন।
অভিনন্দন তাদেরকে যারা এই ছয়জনকে সারা দেশ থেকে খুঁজে করেছেন। এরপর গত দুই মাস ধরে কঠোর কঠিন ট্রেনিং দিয়ে গেছেন।
প্রিয় অভিভাবক ( খোলা চিঠি ):
আগামী ২৬ তারিখে আপনার-আমার সন্তানদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বের হতে যাচ্ছে l যেটা নিয়ে আমরা নানা ভাবে উদ্বিগ্ন আছি, যা সন্তানদের মাঝে ছড়িয়ে গিয়ে অনেকটা রোলারকোস্টার অবস্থায় রেখেছে তাদের l
এমতাবস্থায় নিজেই নিজেকে বলতে হচ্ছে যে, আমরা অনেকেই অংকে খারাপ করলেও, সাহিত্য বুঝতাম l সাহিত্যে দুর্বল হলেও বায়লোজি এতটাই প্রিয় ছিল যে ল্যাব থেকে বের হতে চাইতাম না l
আমাদের অনেকেই অনেক ভালো রেজাল্ট করেও জীবনকে গোলমেলে করে ফেলেছি l আবার অনেকেই ফলাফল যাই হোক না কেন জীবনকে উপভোগ করছি l
কর্ম জীবনেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সেরা খেলোয়াড়, সেরা ধনী বা সর্বোচ্চ ক্ষমতাবানরাই সব সুখের মালিক নয় l বহু উৎকৃষ্ট ফুল-ফল মানুষের নজরেই আসে নাই পৃথিবীতে, মিশে গ্যাছে মাটিতে সবার অজান্তে l অন্যদিকে বহু ফেলে দেয়া নগন্য ফুল-ফলেও তৈরী হয়েছে সুন্দরতম সৃষ্টি !
এমন একটা পৃথিবীতে আসুন আমরা ওদের স্বাভাবিক বেড়ে উঠার সঙ্গে থাকি l মানসিক চাপহীন মানুষের এখন বড়ই প্রয়োজন সবখানে l
এতো পড়াখেলা করে কী লাভ...!!
যদি উপরের বানানটাই ভুল পড়েন...!!🙂🥱🤦
Cool, right?
গুনগত মেধাশক্তির উৎপাদন হওক এই দেশে
এই প্রত্যাশা ব্যক্ত করি।
এসএসসি-২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা কীভাবে সহজেই ফল জানতে পারবে, তা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে বলেছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
প্রিয় শিক্ষার্থী,
চলছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩-এর অনলাইন রেজিস্ট্রেশন।
রেজিস্ট্রেশন লিংক: https://online.bdjso.org
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৫ আগস্ট, ২০২৩
কারা অংশ নিতে পারবে?
দেশের যেকোনো অঞ্চলের ৩য়- এসএসসি ২০২৩ পর্যন্ত সকল বয়সের শিক্ষার্থীরা।
১১শ-১২শ শ্রেণির বিশেষ শিক্ষার্থীরা যাদের জন্ম তারিখ ১/১/২০০৮ তারিখ বা তার পর।
অলিম্পিয়াড কবে অনুষ্ঠিত হবে?
অনলাইন বাছাই পর্বের সম্ভাব্য সময় আগস্ট মাসের প্রথম সপ্তাহ ও আঞ্চলিক পর্বের সম্ভাব্য সময় আগষ্ট মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ।
এবার অলিম্পিয়াডটি কয়টি পর্বে অনুষ্ঠিত হবে?
বিডিজেএসও ২০২৩ অনুষ্ঠিত হবে ৩ টি পর্বে।
অনলাইন রেজিস্ট্রেশনকারীদের নিয়ে প্রথমে অনলাইন বাছাই পর্ব
অনলাইন বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ও অফলাইন আঞ্চলিক পর্ব
আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ৯ম বিডিজেএসও-র জাতীয় পর্ব।
এরপর ক্যাম্প, ক্যাম্প টেস্ট ও টিম সিলেকশন টেস্ট থেকে সেরা ৬ জনকে নিয়ে ঘোষণা করা হবে বাংলাদেশ আইজেএসও দল। এই সেরা ৬ জন অংশগ্রহণ করবে আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৩) এ।
অলিম্পিয়াডের সকল আপডেট, প্রস্তুতি ও বিস্তারিত নিয়মাবলি পাওয়া যাবে:
ওয়েবসাইট: https://bdjso.org
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/bdjso
অনলাইন বিডিজেএসও ২০২৩ তে অংশ নেয়ার জন্য স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আমন্ত্রণ।
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড | BdJSO Online BdJSO Online Platform.
কত বছর বয়স থেকে এটা জানতেন???
বিমানের যে দুইটি বিশাল পাখা থাকে সেখানেই তেল নেওয়ার জন্য ট্যাংক থাকে। পাখার দুই পাশেই ট্যাংক স্থাপন করা থাকে । এই ফুয়েল ট্যাংক এমনভাবে ডিজাইন করা থাকে যেনো দুর্ঘটনার সময় ফুয়েল ট্যাংকে আগুন না ধরে যায়।
"২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
২. ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে।
৩. এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘন্টা সময়ে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
Click here to claim your Sponsored Listing.
ফিজিক্স iটিউটর
This page is all about PHYSICS & is maintained by Sanjoy Bachar Sanju and his students. Sanju was born in Satkhira, Bangladesh. He earned his B.Sc & M.Sc in Physics from Shahjalal University of Science & Technology (SUST), Sylhet in 2011. He is currently a Lecturer of Physics at Cantonment Public School & College, Jahanabad Cantonment, Khulna.
SSC, HSC এবং Admission Test এর পদার্থ বিজ্ঞানের সকল Live Class পাবে এই ”ফিজিক্স iটিউটর ”পেজে। এই পেজের উদ্দেশ্য শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পদার্থবিজ্ঞানের সেরা ক্লাস পৌছে দেওয়া।এছাড়াও এই পেজের আছে একটি You Tube Channel. যেখানে তুমি একসাথে পাবে ”ফিজিক্স iটিউটর” পেজের সকল Live Class এর ভিডিও।
”PHYSICS iTUTOR” YouTube Channel: https://www.youtube.com/user/sanjubachar/
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Jessore
9201
Jessore
Assalamu alaikum. I am Md. Nazmul. This page is made for kids. Children can learn in a very simple and beautiful way. Everyone will like, follow and share this page. Thanks.
Jashore, Khulna
Jessore, 7400
Dear Students "I wanna help you to be perfect in every sphere of life"
Jashore
Jessore
অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের অনলাইন পেইড কোর্স ও ফ্রি টিউটোরিয়াল দেওয়া হয়।
Jessore, 7400
Specialties: + Office Automation + Typing + Graphics Design + Digital marketing + B2B & B2C Lead Gen
Doratana, Jashore
Jessore, 7400
This page is open to all students. We are working to overcome the fear of physics!Let's make physics easier!
Mitali Hall Road, Jhikorgachha, Jashore
Jessore, 7420
পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।