Aja Tv

This is a news tv channel so enjoy our Daily news

16/09/2023

আদালতে স্বীকারোক্তি দিয়েছে কলেজছাত্র সিবলী হত্যার আসামিরা।

চট্টগ্রামের রাউজান থেকে অপহরণের শিকার কলেজছাত্র সিবলী সাদিকছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে কলেজছাত্র ও মুরগির খামারের তত্ত্বাবধায়ক সিবলী সাদিককে (১৯) হত্যার চার দিন পর পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেন খুনিরা। মুক্তিপণের টাকা নেওয়া আসামি অং ফ্রাই সিং মারমা (৪৬) গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট জোনায়েদ আহমদের আদালতের ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে একই দিন সকালে নগরের চান্দগাও সনোয়ারা আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অং ফ্রাই সিং মারমা রাঙামাটি জেলার কাউখালীর মাঝের পাড়া গ্রামের বৌদ্ধ অং মারমার ছেলে। অং ফ্রাই সিং আদালতে বলেছেন, সিবলী সাদিককে হত্যার পর পাহাড়ে লাশের দেহাবশেষ গুম করেন তাঁরা। এরপর ছেলেকে ফিরিয়ে দেওয়ার নামে তাঁর স্বজনদের ফোন করে ডেকে নিয়ে দুই লাখ টাকা মুক্তিপণও আদায় করেন।
আদালতে দেওয়া স্বীকারোক্তিতে গ্রেপ্তার অং ফ্রাই সিং মারমা বলেন, গত ২৮ আগস্ট তিনিসহ সাত-আটজন যুবক সিবলীকে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে যান। পরদিন হত্যা করে লাশ টুকরা করে পাহাড়ে ছড়িয়ে রাখেন। পরে পরিবারের কাছে মুক্তিপণ চান। এরপর সিবলীর স্বজনেরা মুক্তিপণ দিতে রাজি হলে বান্দরবান চলে যান অং ফ্রাই সিং। সিবলীর বাবা ২ সেপ্টেম্বর দুজনকে সঙ্গে নিয়ে বান্দরবান জেলা সদরের একটি গহিন পাহাড়ে অং ফ্রাই সিংয়ের হাতে মুক্তিপণের দুই লাখ টাকা দিয়ে আসেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, অং ফ্রাই সিং মুক্তিপণের দুই লাখ টাকা বুঝে নেন পরিবার থেকে। তিনিও পুরো ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

27/12/2021

ইউটিউবে ‘আগামীর চোখে বাংলাদেশ’

টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ‘আগামীর চোখে বাংলাদেশ’ শীর্ষক এক যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস অমর করে রাখতে বিজয়ের ৫০ বছরে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া অবিস্মরণীয় ঘটনাগুলো থেকে গ্রামীণফোন বাছাই করে নিয়েছে কিছু ঘটনা।

আর সেই ঘটনাগুলোকে শিশুদের উপযোগী করে অ্যানিমেটেড কার্টুন আকারে তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের সামনে। সেগুলো ভিডিও কনটেন্ট আকারে রয়েছে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ৫০-এ দাঁড়িয়ে একাত্তরে দেশ স্বাধীন করার পেছনে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনগণের আত্মত্যাগ পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, মুক্তিযুদ্ধের এ ইতিহাসই আগামী প্রজন্মের এগিয়ে যাওয়ার সাহস যোগাবে এবং বাঙালি জাতির বীরত্বগাঁথা ও দেশপ্রেমের সত্য ঘটনাগুলো নবীন ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসাকে তীব্র করে তুলবে। আর এ বিষয়ে তাদের জানানো গ্রামীণফোন নিজেদের দায়িত্ব বলে মনে করে।

আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্যোগটি সবার কাছে পোঁছে দিতে গ্রামীণফোন সম্প্রতি একটি ওয়েবিনার আয়োজন করে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশারের উপস্থাপনায় ওয়েবেনিয়ারে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চেীধুরী এবং গ্রে’র সিইও গাউসুল আলম শাওন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলের অ্যানিমেশন সিরিজের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

মুক্তিযুদ্ধের সত্য ঘটনাগুলো সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা বীর মুক্তিযাদ্ধাদের সাক্ষাৎকার ও যুদ্ধ পরবর্তী সময়ে প্রকাশিত বই, ম্যাগাজিন ও পত্র-পত্রিকা থেকে। আর সেগুলো পাঠ করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী অপি করিম, তারিক আনাম, ফজলুর রহমান বাবুসহ স্বনামধন্য তারকারা। এই উদ্যোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

তিনি এই উদ্যোগ সম্পর্কে বলেন, এই প্রজন্মের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটি একটি দারুণ উদ্যোগ। বাচাদের সামনে আমাদের ইতিহাসকে তাদের মতো করে, তাদের ভাষায় তুলে ধরা হয়েছে। যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ইতিহাসকে ধারণ করতে সহায়তা করবে।

গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, অদ্ভূত সাহসিকতার দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। আমাদের স্বাধীনতার ইতিহাসে লুকিয়ে আছে এমন অনেক শিক্ষণীয় বিষয়, যা আমাদের নতুন প্রজন্মকে আগামীর দিনগুলোকে জয় করার পথ দেখাবে। ৫০ বছরের এই অর্জনের ওপর নির্মিত হয়ে চলেছে আগামীর বাংলাদেশ। বিজয়ের এই মর্মকথা আগামী প্রজন্মেকে অবগত করবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের মতো করে স্বাধীনতার ইতিহাস জানবে, বুঝবে এবং শিখবে। সুবর্ণ জয়ন্তীর এই মুহূর্তে দেশপ্রেমের এই আলো বিজয়ের মাসে ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম।

মা-বাবা অথবা একজন অভিভাবক হিসেবে আগামী প্রজন্মকে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই বিজয়ের ৫০-এ আসুন আমরা আমাদের সন্তানদের জানাই মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ঘটনাগুলো দেশপ্রেমের মশাল হয়ে আলো ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে, এই প্রত্যাশা নিয়েই কাজ করে চলেছে গ্রামীণফোন।

Photos from Aja Tv's post 27/12/2021

হালদা থেকে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীর মদুনাঘাট এলাকা থেকে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। পরে জালগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে।সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশের এসআই আশরাফুল ইসলাম বলেন, অসাধু চক্র হালদার বিভিন্ন স্থানে জাল ফেলার পাঁয়তারা করছে। অন্য দিকে নৌ পুলিশের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। গোয়েন্দা পুলিশের তথ্য মতে আমরা হালদা নদীর মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছি। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

27/10/2021

পাটুরিয়া ঘাটে ফেরি ডোবার ঘটনা Paturia ghat

27/10/2021

এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী SSC Exam 2021 Education Minister

26/10/2021

ভিপি নুরের নতুন দলের ঘোষণা গণ অধিকার পরিষদ

26/10/2021
21/10/2021
21/10/2021

বাংলাদেশে দুইটা বিভাগ হবে দুইটা নদীর নামে পদ্মা এবং মেঘনা

Want your business to be the top-listed Media Company in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পাটুরিয়া ঘাটে ফেরি ডোবার ঘটনা Paturia ghat
ভিপি নুরের নতুন দলের ঘোষণা গণ অধিকার পরিষদ
porimoni birthday special dance with lungi dance

Category

Telephone

Address

Jessore
7407

Other TV Channels in Jessore (show all)
Ababil News Tv Ababil News Tv
Bagharpara
Jessore, 7470

সদা সত্যের পথে নির্ভীক সৈনিক, সমাজের ঘাপটি মেরে থাকা জমাট বাঁধা অন্ধকারে আলো ফেলবে আবাবিল নিউজ..

SABBiR  Tv SABBiR Tv
Kibbu Gane
Jessore, KIBBUGANE

Eglu tv Eglu tv
Jessore

Jashore City Cable Pvt. Ltd Jashore City Cable Pvt. Ltd
JCCL Bangladesh, 3rd Floor, Jes Tower, M. K Road, Jashore
Jessore, 7400

Jashore City Cable Pvt. Ltd. is Pioneer among the cable TV operators in Bangladesh ~ Leader of set top box, located at the heart of Jashore District and serving the local inhabitan...

News for news tv24 News for news tv24
Monirampur Rajgonbajar
Jessore

আপনাদের সকল আবেদন রাখার চেষ্টা করবো ই?

Kazi TV Kazi TV
Khulna
Jessore

Nishana Islamictv Nishana Islamictv
Jessore

please this chanelchanel is like share and coment

SONY AATH & SONY AATH &
Jessore, 7432

Video content TV channel Sony aath all time video upload please my page follow me

Mondol.tv Mondol.tv
Pk Road
Jessore

সত্য অনুসন্ধান ২৪ ঘন্টা

Tanvir Siddique Tanvir Siddique
Chougachha, Jashore
Jessore, 7410

A Passionate man to do a passionate work

কৃষি 24 কৃষি 24
Jessore

News

HANKA Digital HANKA Digital
Jessore

Hello Dear well wishers, We are providing all kinds of graphic design.