চাকরির প্রস্তুতি

প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, BCS সহ সকল চাকরির প্রস্তুতির জন্য এই পেজটিকে Follow করে সাথে থাকুন।

19/05/2022

'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এই গানের রচয়িতা, কিংবদন্তী আব্দুল গাফফার চৌধুরী ইন্তেকাল করেছেন।
19-05-2022

19/05/2022

#প্রাইমারি ভাইভার নম্বর বিভাজনঃ

18/05/2022

বর্তমানে বাংলাদেশে ১০ম জিআই (GI) পণ্য
বাগদা চিংড়ি।
সনদ প্রাপ্তির তারিখঃ
২৪ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ।

14/05/2022

#মুখস্থ_না_করে_ফেমাস_টেকনিকে_উত্তর_করুন।
প্রত্যয় নির্নয়ের ১০টি স্পেশাল সূত্র ঃ

#সূত্র ★১★
শব্দের শেষে ‘ব’প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণ]হবে।
যেমনঃ
মানব=মনু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
দানব=দনু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
লাঘব=লঘু+ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
শৈশব =শিশু +ষ্ণ-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★২★
শব্দের শেষে ‘মা’ এবং ‘ম’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ইমন ]হবে।
যেমনঃ
নীলিমা=নীল+ইমন----তদ্ধিত প্রত্যয় পূর্ণিমা =পূর্ণ +ইমন----তদ্ধিত প্রত্যয়
দ্রাঘিমা =দীর্ঘ +ইমন----তদ্ধিত প্রত্যয়
মহিমা =মহৎ +ইমন-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★৩★
শব্দের শেষে ‘ইক’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণিক ]হবে।
যেমনঃ
সাহিত্যিক=সাহিত্য+ষ্ণিক ----তদ্ধিত প্রত্যয়
সামাজিক =সমাজ +ষ্ণিক----তদ্ধিত প্রত্যয়
হৈমন্তিক =হেমন্ত +ষ্ণিক----তদ্ধিত প্রত্যয়
ধার্মিক =ধর্ম +ষ্ণিক-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্র ★৪★
শব্দের শেষে ‘মান’প্রত্যয় থাকলে -
[মূল শব্দ +মতুপ/শানচ]হবে।
যেমনঃ
কীর্তিমান =কীর্তি+মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
বুদ্ধিমান =বুদ্ধি +মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
শ্রীমান =শ্রী+মতুপ/শানচ----তদ্ধিত প্রত্যয়
বর্তমান=√বৃত+মতুপ/শানচ-----কৃৎপ্রত্যয়
বর্ধমান =√বৃধ+মতুপ/শানচ----কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে ‘মতুপ’ ‘শানচ’ এই ২টাই দেওয়া হয়েছে।আপনারা লেখার সময় যেকোন ২টার মধ্যে যেকোন ১টি লিখবেন]
#সূত্র ★৫★
শব্দের শেষে ‘বান’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + বতুপ]হবে।
যেমনঃ
দয়াবান=দয়া+বতুপ----তদ্ধিত প্রত্যয়
পূণ্যবান=পূণ্য +বতুপ----তদ্ধিত প্রত্যয়
মেহেরবান =মেহের +বতুপ----তদ্ধিত প্রত্যয়
মূল্যবান =মূল্য +বতুপ-----তদ্ধিত প্রত্যয়।
#সূত্রঃ ★৬★
শব্দের শেষে ‘তা’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + তৃচ ]হবে।
যেমনঃ
দাতা=√দা+তৃচ----কৃৎপ্রত্যয়
মাতা =√মা+তৃচ----কৃৎপ্রত্যয়
বিধাতা =√বি +ধা+তৃচ----কৃৎপ্রত্যয়
বহতা =বহ +তৃচ-----তদ্ধিত প্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৭★
শব্দের শেষে ‘ল’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + লচ ]হবে।
যেমনঃ
শীতল=শীত+লচ----তদ্ধিতপ্রত্যয়
শ্যামল=শ্যান+লচ----তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।

#সূত্রঃ ★৮★
শব্দের শেষে ‘বী’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + বিন ]হবে।
যেমনঃ
মেধাবী=মেধা+বিন----তদ্ধিতপ্রত্যয়
মায়াবী =মায়া+বিন----তদ্ধিতপ্রত্যয়
ইত্যাদি।
#সূত্রঃ ★৯★
শব্দের শেষে ‘অক’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + নক/অক ]হবে।
যেমনঃ
নায়ক =√নী+নক/অক----কৃৎপ্রত্যয়
গায়ক=√গৈ+নক/অক-----কৃৎপ্রত্যয়
ইত্যাদি।
[বিঃদ্রঃ এখানে মূল শব্দের সাথে ‘নক’ এবং ‘অক’ এই দুইটাই দেওয়া হয়েছে। আপনারা লিখার সময় যেকোন একটি লিখবেন]
# সূত্রঃ ★১০★
শব্দের শেষে ‘ই’ প্রত্যয় থাকলে -
[মূল শব্দ + ষ্ণি ]হবে।
যেমনঃ
রাবনি=রাবন+ষ্ণি

#পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেননা।কারন আপনার দেওয়া ছোট একটা ধন্যবাদ আমাকে নতুন নতুন পোস্ট করতে উৎসাহ প্রদান করে থাকে।
collected

12/05/2022

এই সেই বোতল
যার এক বোতল পানির মূল্য।
সাধারণ দোকানে ১৫/- টাকা।
বাসে বিক্রি করে ২০/- টাকায়।
ফাইভ ষ্টার হোটেলে ২০০/টাকা। এবং
এয়ারপোর্টের ভিতরে ৩০০/- টাকা।
বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও একই পরিবর্তন শুধু স্থানের।
ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন।

নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...
তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...
সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে, গুরুত্ব প্রদান করে...
নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।
নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সম্মান।।

05/05/2022

#সরকারি #বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

সরকারি চাকরির গ্রেড
আগে ছিল ৪ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল
এখন ২০ গ্রেডে চারটি শ্রেণিতে বিভক্ত।

আগের প্রথম শ্রেণি > বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড
আগের দ্বিতীয় শ্রেণি > বর্তমানে শুধু ১০ম গ্রেড
আগের তৃতীয় শ্রেণি > বর্তমানে ১১-১৬ তম গ্রেড আগের চতুর্থ শ্রেণি > বর্তমানে ১৭-২০ তম গ্রেড এবং সর্বশেষ গ্রেড।

যিনি
১ থেকে ৯ নং গ্রেডে > প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার।
#এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।

পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৬ ধরণের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন-ক্যাডার জব বলা হয়।

নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয়

#ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য:
১// ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন।
২// নন-ক্যাডারগণ প্রমোশন যেতে পারেন না অর্থাৎ ননক্যাডার একটি ব্লক পোস্ট।

বিসিএস ক্যাডার মূলত দুই প্রকার:
ক.জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি)
খ.টেকনিক্যাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।

পার্থক্য:
#জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন
#টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন, ডাক্তার হতে এমবিবিএস ডিগ্রি।

#চেনার উপায়:
সরকারি যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে>
১ম স্তরে > ক্যাডার (গেজেটেড কর্মকর্তা )
২য় স্তরে> কর্মকর্তা (গেজেটেড কর্মকর্তা )
৩য় স্তরে> কর্মকর্তা
৪র্থ স্তরে> কর্মচারী

#প্রথম শ্রেণি মানেই নূন্যতম ৯ম গ্রেড:
সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণির বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির।

#দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড:
পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির।

#তৃতীয় শ্রেণি কেবল ১১-১৬ তম গ্রেড :
প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ সাঁট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির।

#চতুর্থ শ্রেণি কেবল ১৭-২০ তম গ্রেড:
অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিওন।

#গ্রেডভেদে বেতন ও ভাতা>>>>>>
সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা
সর্বোচ্চ ৭৮ হাজার টাকা

#সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও বেতন-ভাতাসহ ১ লাখ ৪০ হাজার টাকা।
#সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।

প্রথম স্কেলে
#বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ = ৪০ হাজার টাকা।
#চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা,
ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা,
#উৎসবভাতা ১৩ হাজার ৩৩ টাকা,
#আপ্যায়নভাতা ৩ হাজার টাকা
#শিক্ষাভাতা ২ হাজার টাকা করা হয়েছে।

সর্বনিম্ন স্কেলে
#বাড়িভাড়া ৫ হাজার টাকা,
#চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা,
#যাতায়াত_ভাতা ৩০০ টাকা,
#শিক্ষাভাতা ২ হাজার টাকা,
#ধোলাইভাতা ১৫০ টাকা
#টিফিনভাতা ৩০০ টাকা।

স্থানভেদে অন্যান্য ভাতা ও সুবিধাদি>
বাড়ি ভাড়া: ৪৫ হাজার টাকা ও এর উর্ধ্বে ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ২৮ হাজার টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ২৩ হাজার টাকা ও সর্বোচ্চ ৩৬ হাজার টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ৩২ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫ শতাংশ হারে কমপক্ষে ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ২৮ হাজার টাকা। মূল বেতনের ২৫ হাজার টাকা থেকে ৪৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য ৬০ শতাংশ হারে কমপক্ষে ২০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ১৬ হাজার টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ১৩ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ১১ হাজার ৫০০ টাকা। ১৩ হাজার টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ১০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার ৫০০ টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ৭ হাজার ২০০ টাকা। ১২ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৭০ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার ৫০০ টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার।


জেলা শহরের জন্য মূল বেতনের ৬০ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার ৫০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার।

চিকিৎসা ভাতা
মাসে কমপক্ষে ১ হাজার ৫০ টাকা।

বয়সভেদে চিকিৎসাভাতা
অবসরভোগীদের ক্ষেত্রে ৬৫ বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৫০০ টাকা।
৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য ২ হাজার ৫০০ টাকা।

এর পাশাপাশি সরকার প্রদত্ত ৪০০ টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা এবং জীবন বীমাসহ সরকারি চাকরিজীবীর জন্য বীমা স্কিম চালু।

#যাতায়াত ভাতা
দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় ১০ নাম্বার থেকে ১৬ নাম্বার গ্রেডে যাতায়াত ভাতা মাসে ৩৬০ টাকা।

#গাড়ির সুবিধা
পরীক্ষামূলকভাবে ৩ নং গ্রেডের উপরের কর্মকর্তাদের জন্য সুপারিশ প্রাপ্ত।
পাশাপাশি ৪র্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে।

#শিক্ষা_সহায়ক ভাতা:
সকল শ্রেণির চাকরিজীবীদের সন্তান
প্রতি মাসে ১ হাজার টাকা,
২ সন্তানের জন্য ২ হাজার টাকা।
পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য #সরকারি অর্থে পরিচালিত সকল প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা সুবিধা পাচ্ছে।
(বিদ্রঃ বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এ সুপারিশ প্রযোজ্য হবে না।)

#টিফিন ভাতা
মাসে টিফিন ভাতা ৩০০ টাকা। তবে যে সব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠানে দুপুরের খাবার পান কিংবা দুপুরের খাবারের ভাতা পান তাদের জন্য এ টিফিন ভাতা প্রযোজ্য হবে না।

#উৎসব ভাতা
সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে ২টি উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে।

#শ্রান্তি_বিনোদন ভাতা
সকল শ্রেণির চাকরিজীবীকে প্রতি ২ বছর অন্তর ১৫ দিনের গড় বেতনে অর্জিত ছুটিসহ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা পাবে।

#ধোলাই_ভাতা
৪র্থ শ্রেণির চাকরিজীবীদের জন্য ধোলাই ভাতা মাসে ১৫০ টাকা পাবেন।

#কার্যভার_ভাতা
কার্যভার ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে ২ হাজার ৫০ টাকা উন্নীত করা।

#গৃহকর্মী_ভাতা
গৃহকর্মী ভাতা অপরিবর্তীত আছে।

#পোশাক_পরিচ্ছদ_সুবিধা
প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রাপ্তির সুবিধা রয়েছে

#পাহাড়ি ও দুর্গম ভাতা
পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা পাবেন।
একইভাবে হাওড়-বাওড়, দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা।

#আপ্যায়ন_ভাতা
মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিব ৩ হাজার টাকা,
সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার ৫০০ টাকা
অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার টাকা,
যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তারা ১ হাজার ৫০০টাকা।

#ভ্রমণ_ভাতা
বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন
সড়ক পথে ১০০ কি.মি. পর্যন্ত ১০ হাজার টাকা,
১০১ থেকে ২০০ কি.মি. পর্যন্ত ১৫ হাজার ৫০০ টাকা
২০১ থেকে এর বেশি কি.মি. হলে ২০ হাজার টাকা

#বিশেষ_ভাতা
বাংলাদেশ পুলিশ, র‌্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এসএসএফ ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষভাতা বেতন ভাতা।

#আবাসন ও গৃহ নির্মাণ ঋণ
গ্রেড অনুযায়ী ১২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা গৃহ ঋণ
সুদের হার হবে ব্যাংক রেটে ৫ শতাংশ।

৮ম থেকে ১ম গ্রেড স্কেলের কর্মকর্তাদের ২০ জনের জন্য ১০ কাঠা ও অন্যান্য চাকরিজীবী প্রতি ২০ জনের জন্য ৮ কাঠা প্লট সুবিধা।

এছাড়া গবেষণা কাজে নিয়োজিত বিশেষায়িত চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো আলাদা রাখা।

#অনুরোধঃ অনেক পরিশ্রম,সময় ব্যয় করে তথ্য সংগ্রহ,মুদ্রণ,সম্পাদনা করা হয়েছে। আপনাদের সামান্য উপকারে আসবে আশা করি।ভুল হলে ক্ষমার পাশাপাশি সঠিক তথ্যটি কমেন্টে তুলে ধরবেন।
"""আপনার স্বপ্নের চাকরি
ধরা দিক আপনার নাগালে'''''"
(কালেক্টেড)
[কোনো পরিবর্তন হলে কমেন্টে জানাবেন ]

21/04/2022

প্রশ্নঃ বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
সঠিক উত্তরঃ উপজেলা প্রশাসন
মনে রাখবেন, উত্তর কখনই ইউনিয়ন পরিষদ নয়। কারণ স্থানীয় সরকারের ব্যাপারে জানতে চাওয়া হয়নি। স্থানীয় "প্রশাসনের" ব্যাপারে জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশের "স্থানীয় প্রশাসন" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামো ৩টি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।
সুত্রঃ বোর্ড বই।

অর্থাৎ,
স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর - উপজেলা প্রশাসন
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ

17/04/2022

প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

★ প্রাথমিক শিক্ষা আইন জারি – ১৯৭৪ সালে।
★প্রাথমিক শিক্ষা জাতীয় করণ – ১৯৭৩ সালে।
★সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত - ১৯৮০ সালে।
★বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ - ১৯৯০ সালে।
★বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু - ১ জানু. ১৯৯২ সালে।
★দেশব্যাপী বাধ্যতামূলক - ১ জানু. ১৯৯৩ সালে।
★বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার নির্দেশ - ২০০৯ সালে।
★বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ - ২০১০ সালে।
★সকল শিশুকে প্রাশি আওতায় আনা হয় -২০১১ সালে।

সংগৃহীত

17/04/2022

১ম ধাপের MCQ পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণঃ কোন কোন বিষয়ের কোন অংশ থেকে প্রশ্ন এসেছিলো তার তালিকা
২০১৯

■■ বাংলাঃ
I. সমাস
II. ণ ও ষ বিধান
III. সমার্থক শব্দ
IV. শুদ্ধ বানান
V. সন্ধি বিচ্ছেদ
VI. বিরাম চিহ্ন
VII. ব্যাকের শ্রেণী বিভাগ
VIII. পদ
IX. শব্দের অর্থ
X. এককথায় প্রকাশ
XI. ধ্বনি
XII. বাগধারা
XIII. প্রকৃতি ও প্রত্যয়
XIV. বিপরীত শব্দ
XV. সাহিত্য
■■ গণিতঃ
I. শতকরা
II. ঐকিক নিয়ম
III. সংখ্যা
IV. অনুপাত
V. গড়
VI. পরিমিতি
VII. মানসিক দক্ষতা
VIII. বীজগণিতের সূত্রাবলী
IX. জ্যামিতি
■■ সাধারণ জ্ঞান বাংলাদেশঃ
I. ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ
II. বাংলাদেশের জাতীয় সংসদ
III. সংবিধান
IV. প্রাচীন বাংলার ইতিহাস
V. সংস্থা ও সংগঠন
VI. সাম্প্রতিক
■■ ইংরেজিঃ
I. Spelling
II. Antonym
III. Synonym
IV. Word Meaning
V. Number
VI. Parts of Speech
VII. Fill in the gap
VIII. Correction
IX. Degree
X. Appropriate Preposition
XI. Gender
XII. Voice
XIII. Translation

Photos from Govt. Job preparation's post 17/04/2022

#সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মান বণ্টনের সম্ভাব্য বিভাজনঃ

মানবণ্টনঃ
১/বাংলা—২০
২/ইংরেজি—২০
৩/গণিত—২০
৪/বাংলাদেশ বিষয়াবলী,আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ জ্ঞান,দৈনন্দিন বিজ্ঞান,কম্পিউটার —২০

#বাংলা(২০)
★ব্যাকরন—১৬
★বাংলা সাহিত্য—৪
★বর্ণ ও ধ্বনি,দ্বিরুক্ত শব্দ—২
★সন্ধি—১
★বাক্য শুদ্ধি ও বানান—৩
★সমাস—২
★প্রকৃতি ও প্রত্যয়—১
★শব্দ—১
★বিপরীত শব্দ—১
★সমার্থক শব্দ—১
★বাগধারা —১
★এককথায় প্রকাশ—১
★পদ প্রকরণ—২
★কারক ও বিভক্তি —২
★বাক্য প্রকরণ—১
★উপসর্গ,অনুসর্গ —১
★কাল,যতিচিহ্ন —১
★আধুনিক যুগ,কবি রবি, নজরুল —১
★পত্রিকার সম্পাদক,ছদ্মনাম, উপাধি —১
★মুক্তিযুদ্ধ গ্রন্থ, উপন্যাস —১

#ইংরেজি(২০)
★ Grammar —13/14
★ Vocabulary (মুখস্ত part)—6/7
★ Literature —1
★ Parts of Speech—2
★ Tense/ Right form of verb—1
★ Fill in the blank with appropriate / Preposition —3
★ verb, Gerund, Participle—1
★ Number, Gender —2
★ Voice —1
★ Narration —2
★ Sentence Correction —2
#মুখস্ত Part:
★ Spelling —1
★ Synonym+Antonym—2
★ Phares —2
★ One word substitution —1
★ Proverbs/Translation — 1

#গণিত(২০)
★ পাটি গণিত —১২/১৩
★ বীজ গণিত—৫/৬
★ জ্যামিতি —৪/৫

*পাটি গণিতঃ
★ সংখ্যা,মৌলিক সংখ্যা—২
★ দশমিক ভগ্নাংশ—১
★ শতকরা—১
★ ল.সা.গু—গ.সা.গু—১
★ ঐকিক নিয়ম— ১
★ অনুপাত,সমানুপাত —১
★ ধারা বা অনুক্রম —১
★ বয়স,গড়ের অংক— ২
★ লাভ-ক্ষতি — ১
★ সুদ-কষা — ১

*বীজ গণিতঃ
★ মান নির্ণয়, উৎপাদক—২
★ সরল সমীকরণ —১
★ সূচক ও লগারিদম— ১

*জ্যামিতিঃ
★ রেখা,কোণ—১
★ ত্রিভুজ —২
★ চতুর্ভুজ,বৃত্তের ধারণা,বেসিক সূত্রের অংক সমূহ—১
★ পরিমিত —২

#সাধারণ জ্ঞান,কম্পিউটার,
দৈনন্দিন বিজ্ঞানঃ(২০)
★ বাংলাদেশ—১০
★ আন্তর্জাতিক — ৫
★ বিজ্ঞান—৪
★ কম্পিউটার —২

*বাংলাদেশঃ
★ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান,আয়তন,সীমানা—১
★ জনসংখ্যা,উপজাতি —১
★ বাংলাদেশের ঐতিহ্য,স্থাপনা,নিদর্শন —১
★ প্রাচীন বাংলার ইতিহাস,ইংরেজ,ব্রিটিশ শাসন—৩
★ ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ —৩
★ সংবিধান, প্রশাসনিক কাঠামো—২
★ খেলাধুলা, অর্জন,পুরস্কার— ১
★ অন্যান্য-বাংলাদেশের জনপদ,নদ-নদী,প্রাকৃতিক সম্পদ,অর্থনীতি, বিখ্যাত স্থান,জাতীয় দিবস।

*আন্তর্জাতিকঃ
★ মহাদেশ পরিচিতি—১
★ ভৌগোলিক উপনাম,সীমারেখা, প্রণালী, দ্বীপ,সাগর,মহাসাগর—১
★ চুক্তি, সম্মেলন— ১
★ সংগঠন,সংস্থা,দেশ,রাজধানী, জাতিসংঘের অঙ্গসংগঠন —১
★ পুরস্কার, খেলাধুলা ইত্যাদি— ১

#বিজ্ঞানঃ(৩) ২/৩টি কমন প্রশ্ন আসবে বিগত সাল+ বিসিএস বিগত সাল

#কম্পিউটারঃ(১)

২/১টি প্রশ্ন থাকবে বিসিএস বিগত সাল চর্চা করা যেতে পারে।

12/04/2022

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখক থেকে বাংলা ও ইংরেজি ম্পর্কে বিস্তারিত আলোচনা আজ। ৩ জন বাংলা সাহিত্যিক + ৩ জন ইংরেজি সাহিত্যিক আজ।............................রবীন্দ্রনাথ ঠাকুর..............................
[৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]
১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।
১৩। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস।
১৪। একখানি ছোট ক্ষেত আমি একেলা’ এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার?
উত্তরঃ সোনার তরী।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উঃ ২ বার।..............................কাজী নজরুল ইসলাম..........................
[৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]
১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে.............................বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়..............................
[৩৭, ৩৬, ৩৫, ৩৩, ৩২, ৩১, ৩০, ২৯, ২৪, ১৬, ১৬, ১৫, ১৩, ১২ তম বিসিএস]
১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের জন্মস্থান কোথায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ ললিতা তথা মানস।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশনন্দিনী।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি?
উঃ ইন্দিরা, আনন্দ মঠ , বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়।
ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন ।
৮। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা।
৯। বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী।
১০। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।........................William Shakespeare..................................
[16th, 29th, 29th, 35th, 35th, 36th, 36th, 36th, 37th, 37th, 37th BCS]
Information about Shakespeare
1. Born – 23 April 1564
2. Died – 23 April 1616
3. A poet and playwright of – Elizabethan period
4. Mostly known for his – plays
5. He is called the national poet of – England
6. He is also called – the ‘Bard of Avon’
7. He is known as – Poet of human nature
8. Alfred Tennyson called him –The Dazzling Sun
9. He is the -- Father of English Drama
10. The number of his plays – 37
11. The number of his sonnets –154
12. The number of his long narrative poems –2
13. The number of his epitaphs –2,
14. His swan song / last work was –The Tempest
15. Wife – Anne Hathaway
16. He married in 18 years old
Shakespeare’s 37 plays are divided into three types:
1. Tragedy 2. Comedy 3. History
Tragedy;
Antony and Cleopatra , Cymbeline , Coriolanus , Hamlet , Julius Caesar , King Lear , Macbeth, Othello, Romeo Juliet, Timon of Athens , Titus Andronicus ,Troilus and Cressida
Comedy
A Midsummer Night’s Dream , All’s Well That Ends Well , As You Like It, Comedy of Errors . Love’s Lovers Lost , Measure for Measure , Merchant of Venice, Merry Wives of Windsor, Much Ado About Nothing , Pericles, Prince of Tale , Taming of the Shrew , Tempest, Twelfth Nights , Two Gentlemen of Verona, Winter’s Tale
History Android App: Job Circular
Henry-IV, Henry-V, Henry-VI, Henry-VIII, King John, Richard-II, Richard-III
Previous BCS Questions about Shakespeare;
1. What is the last play of Shakespeare? [37th BCS]
Ans: Tempest
2. Shakespeare composed much of his plays in which sort of verse? [37th BCS]
Ans: Iambic pentameter
3. ‘Othelo’ gave Desdemona ………..as a token of love. [37th BCS]
Ans: Handkerchief
4. "Frailty thy name is women" is a famous dialogue form…….? [36th BCS]
Ans: W. Shakespeare.
5. Shakespeare's "Measure for Measure" is a successful…….? [36th BCS]
Ans: Comedy
6. The Merchant of Venice is a Shakespeare play about…….? [36th BCS]
Ans: A Jew
7. "To be or not to be that is the question "-is a famous dialogue from….? [35th BCS]
Ans: Hamlet
8. ‘Othello’ is a Shakespeare's play about……? [35th BCS]
Ans: A Moor
9. Who wrote the plays, "The Tempest "and" The Mid Summer Night's Dream"? [29th BCS]
Ans: Shakespeare.
10. “To be or not to be, that is the…..” [29th BCS]
Ans: question
11. Shakespeare is known mostly for his ……? [16th BCS]
Ans: Plays........................William Wordsworth.........................................................[31st, 35th, 36th, 36th, 36th BCS]...................
Information about Wordsworth
1. Wordsworth was a romantic poet.
2. He was called poet of nature
3. He and S. T. Coleridge jointly published ‘Lyrical Ballads’ in 1798.
4. Romantic age began with the publication of ‘Lyrical Ballads’ in 1798.
5. He became poet laureate in 1843.
6. He was greatly inspired by French Revolution in 1789.
7. He believed in Pantheism ( ঈশ্বর সর্ববিরাজমান)
Wordsworth’s notable works;
Poems;
The Prelude, Tintern abbey, Ode on Intimidations of Immortality, Daffodils
Essay : Lyrical ballads
Other
The Solitary Reaper, The Excursion, A Complaint, Ode to Duty, My Heart Leaps Up, To the Cuckoo, The Recluse, Lucy, Michael, Written in March,
Previous BCS Questions about Wordsworth;
1. The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad. (Written by William Wordsworth & S. T. Coleridge)
2. Who is the known as "the poet of nature"? [36th BCS]
Ans: W. Wordsworth
3. Who wrote the poem "The Solitary Reaper"? [36th BCS]
Ans: W. Wordsworth.
4. Who wrote the following lines, "All at once I saw a crowd, a host of golden daffodils”? [35th BCS]
Ans: W. Wordsworth.
5.Wordsworth introduced the reader's --- a new kind of poetry. Fill in the gap. [31st BCS]
Ans: to......S. T. Coleridge ...............[13th, 36th, 37th BCS]
Information about S. T. Coleridge
1. Samuel Taylor Coleridge was addicted to O***m.
2. He was known as ‘The Poet of Supernaturalism’
3. S.T. Coleridge and Wordsworth jointly published –Lyrical Ballad
4. Two famous quotations of Lyrical Ballad – a. Imagination is the soul of poetic genius b. Poetry is the first and last of all knowledge
S. T. Coleridge’s notable works;
Poems: www. prebd.com
The Rime of the Ancient Mariner, Kubla Khan, Biographia Literaria, Dejection: An Ode, Christabel, A Christmas Carol, Fears in Solitude, The Nightingale: A Conversation Poem
Previous BCS Questions about Coleridge;
1. Who wrote ‘’Biographia Literaria’’? [37th BCS]
Ans: S.T. Coleridge
2.The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad.
3. The Literary work "Kubla Khan" is…..? [13th BCS]
Ans: A verse by Coleridge
4. Which of the following writer's belongs to the romantic period in English Literature? [36th BCS]
(a) A. Tennyson (b) Alexander Pope (c) John Dryden (d) S. T. Coleridge
Ans: S. T. Coleridge.
-

12/04/2022

*২০২২*সালের *কারেন্ট *অ্যাফেয়ার্স থেকে *গুরুত্বপূর্ণ* তথ্য এবং ব্যাখ্যাসহ ১০০টি Mcq.

১. বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বায়োপিক-
ক. মুজিব✅
খ. খোকা
গ. বঙ্গবন্ধু
ঘ. বাংলাদেশ
👉অসমাপ্ত আত্মজীবনী কেন্দ্রীয় চলচ্চিত্র: চিরঞ্জীব মুজিব।
👉বাংলাদেশের ১ম অ্যানিমিশন চলচ্চিত্র: মুজিব আমার পিতা।
👉বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারত নির্মাণকারী চলচ্চিত্র: মুজিব ১টি জাতীর রুপক।

২. বতর্মান বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষার নাম-
ক. মাদারিন
খ. ফারসি
গ. ইংলিশ✅
ঘ. আরবি
👉মাতৃভাষার সংখ্যায় প্রথম ভাষা: মাদারিন।
👉বাংলা ভাষার অবস্থান: ৬ষ্ঠ (৫ম: মাতৃভাষায়)

৩. তৈল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ-
ক. ইউক্রেন
খ. আফ্রিকা
গ. যুক্তরাষ্ট্র✅
ঘ. চীন

৪. বাংলাদেশ কোম্পানির প্রথম ই-সিম-
ক. বাংলালিংক
খ. গ্রামীণ ফোন✅
গ. রবি
ঘ. টেলিটক
👉বাংলাদেশ কোম্পানির প্রথম ই-সিম চালু করেন:৭ ই মার্চ ২০২২

৫. ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে ৫ম নারী সাহসীকতার পুরুষ্কার পান?
ক. প্রমিলা দেবী
খ. ফারজানা চৌধুরী
গ. সৈয়দা রিজওয়ানা✅
ঘ. জাহানারা পারভীন

৬. বাংলাদেশে প্রথম ভার্চুয়াল জাদুঘর চালু হয়-
ক. ১০ জানুয়ারি ২০২২
খ. ২৪ জানুয়ারি ২০২২
গ. ২২ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ২৮ ফেব্রুয়ারি ২০২২✅

৭. কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান 'স্বাধীনতা পুরুষ্কার ২০২২' লাভ করেন?
ক. ২টি প্রতিষ্ঠান এবং ৯ জন✅
খ. ৭টি প্রতিষ্ঠান এবং ৪ জন
গ. ৫টি প্রতিষ্ঠান এবং ২ জন
ঘ. ৩টি প্রতিষ্ঠান এবং ৫ জন

৮. বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘন্টার ঘটনায় নির্মত চলচ্চিত্র-
ক. ৫৫০
খ. ৫৫৫
গ. ৫৬০
ঘ. ৫৭০✅

৮. পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অবস্থান-
ক. সিলেট-সিতাকুন্ড
খ. ময়মনসিংহ-ভাটা পাড়া
গ. পটুয়াখালী-কলাপাড়া✅
ঘ. দিনাজপুর-মহিপাল
👉দেশের ২য় তাপ বিদ্যুত কেন্দ্র পটুয়াখালী-ধানখালি।
👉দেশের ১ম তাপ বিদ্যুত কেন্দ্র বড় পুকুরিয়া।

৯. রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যে জাহাজ ক্ষতিগ্রস্থ হয়-
ক. বলাকা-৩
খ. ধ্রুবক-৫
গ. বাংলার সমৃদ্ধি✅
ঘ. বাংলাদেশের অগ্রদূত

১০. 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেট প্রকাশ হয়েছিল-
ক. ২রা মার্চ ২০১২✅
খ. ৩রা মার্চ ২০১২
গ. ৭ ই মার্চ ২০১২
ঘ. ২৬ ই মার্চ ২০১২
👉'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা হয়: ২রা মার্চ ২০২২

১১. ২০২২ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে ১ম সুখী দেন-
ক. নরওয়ে
খ. পাকিস্তান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফিনল্যান্ড✅

১২. বতর্মান বাংলাদেশ কতভাগ বিদ্যুতের আওতাভুক্ত?
ক. ৮০%
খ. ৯০%
গ. ৯৫%
ঘ. ১০০%✅
👉বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত ঘোষণা হয়: ২১ মার্চ ২০২২ ইংরেজি।

১৩. বতর্মান বাংলাদেশের ইলিশ অভয়াশ্রম কেন্দ্রে-
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি✅
👉জটকা ইলিশ মাছের আকার ২৩ সে.মি.

১৪. বাংলাদেশে ৫০ টাকার স্নারক মুদ্রা প্রচলন হয়-
ক. ৫ ফেব্রুয়ারি ২০২২
খ. ১০ ফেব্রুয়ারি ২০২২✅
গ. ১৫ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০২২
👉প্রধান উপলক্ষ্য: বাংলাদেশ-জাপানের ৫০ বছরের কূটনীতিক সম্পর্ক পূর্তি।

১৫. বিশ্বের সবচেয়ে উচ্চ রেল সেতু অবস্থিত-
ক. ভারতে✅
খ. রাশিয়ায়
গ. চীনে
ঘ. পাকিস্তানে
👉বিশ্বের গভীরতম পাতাল স্টেশন অবস্থিত: চীনে।

১৬. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-
ক. ২৮ ফেব্রুয়ারি
খ. ২৪ মার্চ
গ. ১২ এপ্রিল
ঘ. ৫ ই জুন✅

১৭. মধ্যে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ক. কাজাকস্থান✅
খ. বেলারুশ
গ. উজবেকিস্তান
ঘ. কোনটিই না

১৮. জাতীয় কৃষি পদকের বতর্মান নাম-
ক. প্রধান মন্ত্রী পদক
খ. বঙ্গবন্ধু কৃষি পদক✅
গ. ফারমার্স এডওয়ার্ড
ঘ. কোনটাই না

১৯. বাংলাদেশের কে প্রথম করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন-
ক. সাকিবাল হাসান
খ. শেখ হাসিনা
গ. রুনু বেরোনিকা কস্তা✅
ঘ. সেঁজুতি সাহা

২০. "মিষ্টি কুমড়ার বেগুনি' বাগধারার অর্থ কী?
ক. নাই মামার চেয়ে কানা মামা ভালো
খ. অসম্ভব বস্তু
গ. দূর্লভ বস্তু
ঘ. পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা
👉Fun টপিক প্রশ্ন😁😁😁😁

২১. পিএসসি এর বতর্মান চেয়ারম্যান কে?
ক. ডা. মোহাম্মদ সাদিক
খ. মোঃ সোহরাব হোসেন✅
গ. মুহম্মদ নুরুল হুদা
ঘ. আফিফ হোসেন

২২. জাতীয় ক্রিকেট দলের বতর্মান 1 Day অধিনায়ক-
ক. মুসফিকুর রহমান
খ. শফিউল ইসলাম
গ. মমিনুল হল
ঘ. তামিম ইকবাল✅

২৩. '২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২' কাতার। কবে অনুষ্ঠিত হবে-
ক. ২১ আগস্ট থেকে ২৫ ডিসেম্বর
খ. ২১ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর
গ. ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর✅
ঘ. ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর
👉মোট অংশগত দল সংখ্যা: ৩২টি।
👉২১ নভেম্বর সূচনা ম্যাচ হবে: আল বাইত স্টেডিয়াম।
👉১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে: লুসাইল স্টেডিয়াম।

২৪. বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান-
ক. ১ম অবস্থান✅
খ. ২য় অবস্থান
গ. ৩য় অবস্থান
ঘ. ৪র্থ অবস্থান
👉বায়ু দূষণে শীর্ষ জেলেঃ ঢাকা-গাজিপুর।
👉বায়ু দূষণ কম যে জেলায়ঃ মাদারীপুর।

২৫. বাংলা একাডেমির প্রথম নারী ও বতর্মান সভাপতি-
ক. কামরুন নাহার
খ. সেলিনা বেগম✅
গ. সেঁতুতি সাহা
ঘ. সন্ধ্যা মুখোপধ্যায়

২৬. বাংলাদেশের তৈরী প্রথম রকেটের নাম-
ক. ধ্রুব
খ. জাগ্রত বাংলা
গ. সোনার সোপান
ঘ. ধূমকেতু✅
👉তৈরীর স্থান: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট'স।

২৭. বতর্মান বাংলাদেশের ভূমিকম্প বপন জেলা-
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি✅কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী)
ঘ. ৪টি
👉খরা প্রবল জেলা: ১৩টি।
👉হঠ্যাৎ বন্যা ও ভূমিকম্প পবন জেলা: ৬টি।

২৮. ২০২২ সালের সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান-
ক. ২৪তম
খ. ২৮তম
গ. ৩২তম✅
ঘ. ৩৬তম
👉সাইবার নিরাপত্তা সূচকে বতর্মান শীর্ষ দেশ: গ্রীস।

২৯. পদ্মা সেতুর নকশা প্রনোয়ন করেন-
ক. AECOM✅
খ. ACOEM
গ. AEOCM
ঘ. AOECM

৩০. 'ই গভর্নমেন্ট' শব্দের আবিধানিক অর্থ-
ক. ডিজিটাল সরকার✅
খ. গণতান্ত্রিক সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. এক কেন্দ্রীয় ব্যবস্থা

৩১. বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর দৈর্ঘ্য কত কিঃ মিঃ?
ক. ৩.৬০ কিঃ মিঃ
খ. ৪.৮০ কিঃ মিঃ✅
গ. ৫.৮০ কিঃ মিঃ
ঘ. ৬.৬০ কিঃ মিঃ

৩২. বতর্মান বাংলাদেশের মাথাপিছু আয়?
ক. ২,৫৯১০ মা.ড.✅
খ. ২,৫৯৯৯ মা.ড.
গ. ২,৬৭১৫ মা.ড.
ঘ. ২,৬৮৯০ মা.ড.

৩৩. ২০২৩ সালে যে সংসদ নির্বাচন হবে তা-
ক. নবম নির্বাচন
খ. দশম নির্বাচন
গ. একাদশ নির্বাচন
ঘ. দ্বাদশ নির্বাচন✅

৩৪. জাতীর পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে পথিকৃৎ করা হয়েছে?
ক. ২ক
খ. ৪ক✅
গ. ৬ক
ঘ. ৮ক

৩৫. সংসদীয় ব্যবস্থায় ১টি মাত্র আসন কোন জেলার?
ক. মেহেরপুর
খ. লকীপুর
গ. ঝালকাঠি
ঘ. রাঙ্গামাটি✅

৩৬. মৌলিক অধিকার দেওয়া হয়েছে সংবিধানের-
ক. ২৬-৪৭ অনুচ্ছেদ✅
খ. ২৬-৪৫ অনুচ্ছেদ
গ. ২৬-৪৩ অনুচ্ছেদ
ঘ. ২৬-৪১ অনুচ্ছেদ

৩৭. পোশাক রপ্তানিতে একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়✅
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

৩৮. বাংলাদেশে থেকে কোন দেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-
ক. মায়ানমার✅
খ. ভারত
গ. ব্রাজিল
ঘ. যুক্তরাষ্ট্র

৩৯. Produced of the year: 2022 কোনটি?
ক. পাট শিল্প
খ. চামড়া শিল্প
গ. হস্ত শিল্প
ঘ. আইসিটি পণ্য✅

৪০. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়-
ক. চট্টগ্রাম✅
খ. কক্সবাজার
গ. সিলেট
ঘ. নীলফামারী

৪১. বতর্মান বাংলাদেশের সরকারি নোট-
ক. ২টি
খ. ৩টি✅
গ. ৪টি
ঘ. ৫টি

৪২. বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর কোনটি?
ক. পায়রা সমুদ্র বন্ধর
খ. সোনাহাট স্থল বন্ধর
গ. দর্শনা স্থল বন্ধর
ঘ. মুজিবুর নগর স্থল বন্ধর✅

৪৩. রেমিট্যান্স কি?
ক. বৈদেশিক অর্থ
খ. বিদেশে প্রেরিত অর্থ
গ. বিদেশ থেকে প্রাপ্ত অর্থ✅
ঘ. বাংলাদেশ সরকারের অগ্রগতি

৪৪. বতর্মান বাংলাদেশের মানুষের গত আয়ুষ্কাল-
ক. ৭০. ৭ বছর
খ. ৭১. ৬ বছর
গ. ৭২. ৮ বছর✅
ঘ. ৭৪. ৬ বছর

৪৫. বাংলাদেশের সর্ব বৃহৎ পোড়া মাটির ফলক চিত্র কোথায় অবস্থিত?
ক. নওগাঁ পাহাড়পুর✅
খ. ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান
গ. কুমিল্লার ময়নামতি
ঘ. বগুড়ার মহাস্থানগড়

৪৬. ময়নামতি কোন সৌভ্যতার নিদর্শন?
ক. বৌদ্ধ✅
খ. সাঁওতাল
গ. খ্রিস্টান
ঘ. জৈন

৪৭. মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক রক্তাক্ত প্রান্তর চলচ্চিত্রের 'ও দাদাভাই' গানের কন্ঠ শিল্পী-
ক. মহিপাল দেব
খ. লতা মঙ্গেসকর✅
গ. আশা ভোঁসলে
ঘ. বেবি নাজনীন

৪৮. বাংলাদেশে করোনা টিকার কয়টি কোম্পানির টিকা ব্যবহার হচ্ছে-
ক. ৪টি
খ. ৬টি✅
গ. ৮টি
ঘ. ১০টি

৪৯. বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ-
ক. রঙনা হেরাথ
খ. ড্যানিয়েল ভেক্টরি
গ. জন লুইস
ঘ. জেমি সিডেন্স✅

৫০. এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য কেন্দ্র-
ক. হালদা✅
খ. চলন বিল
গ. মেঘনা নদী
ঘ. পশুর নদী
👉বাংলাদেশের হোয়াইট গোল্ড: চিংড়ি।

৫১. আমের যে পণ্যটি জি আই পণ্য হিসাবে স্বীকৃত-
ক. ফজলি
খ. ন্যাংড়া
গ. গোলাপ ভোক
ঘ. ক্ষীরশাপাতি✅
👉আম উৎপাদনে বতর্মান শীর্ষ জেলা নওগাঁ।

৫২. 'ইলামতি' কিসের জাত?
ক. উন্নত জাতের আম
খ. উন্নত জাতের ধান✅
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের লেবু

৫৩. ১৯৫৪ সালের নির্বাচনে মোট কতটি দল অংশ নেয়?
ক. ৮টি
খ. ১০টি
গ. ১৩টি
ঘ. ১৬টি✅

৫৪. বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি শহীদ কে-
ক. ডা. শামসুজ্জোয়া✅
খ. রফিক উদ্দিন
গ. শফিউল
ঘ. মুনির চৌধুরী

৫৫. মুক্তিযুদ্ধের ক্র‍্যার্ক প্লাটুন কোন শহরের আওতাধীন ছিল-
ক. যশোর জেলা
খ. ময়মনসিংহ জেলা
গ. ঢাকা জেলে✅
ঘ. মেহেরপুর জেলা

৫৬. 'কনসার্ট ফর বাংলাদেশ' খ্যাত বাদক দল-
ক. অতুল প্রসাদ
খ. বি-গজ
গ. বিটলস✅
ঘ. ডিপারপল

৫৭. ধান উৎপাদনে বতর্মান বাংলাদেশের অবস্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়✅
ঘ. চতুর্থ
👉পাঠ/কাঁঠাল উৎপাদনে: ২য়।
👉চা উৎপাদনে ৪র্থ; রপ্তানিতে ১৫তম।
👉আম উৎপাদনে ৭ম; পেয়ারায় ৮ম।

৫৮. "আইসিসি নারী বিশ্বকাপ ২০২২" এর ১২তম আসরে চ্যাম্পিয়ন দল-
ক. অস্ট্রেলিয়া✅
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. ইংল্যাণ্ড (রানার্স আপ)
👉আইসিসি নারী বিশ্বকাপ ২০২২" এ বাংলাদেশের অবস্থান: ৭তম।
👉১টিমাত্র জয় পাকিস্তানের বিরুদ্ধে; এতে চ্যাম্পিয়ন হন: ফাতিহা খাতুন।

৫৯. নিচের কোনটি 'ঝানু' শব্দের বিপরীত শব্দ?
ক. নিশ্চল
খ. উদাসীন
গ. অপটু✅
ঘ. নির্বোধ
👉নানা শব্দের বিপরীত এক।
👉ভার্যা শব্দের বিপরীত পতি।
👉ঠান্ডা শব্দের বিপরীত তাতা।

৬০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে?
ক. মোনালিসা বেওয়া
খ. মোতাহার হোসেন
গ. মোনায়েম সরকার✅
ঘ. মহিপাল দেব

৬১. জাতীসংঘ এ ইউক্রেন হামলা ২০২২ বন্ধের প্রস্তাবে কতটি দেশ সমর্থন/ভোট দেয়-
ক. ১২০টি
খ. ১৩১টি
গ. ১৩৭টি
ঘ. ১৪১টি✅
👉ইউক্রেন দেশের রাজধানী: Kyiv : নিপার নদী।
👉বিশ্বের সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ: রাশিয়া।
👉ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়: ২৪ ফেব্রুয়ারি।

৬২. বতর্মান বাংলাদেশের নির্বাচন কমিশনারের নাম?
ক. কাজী আলমগীর হোসেন
খ. কাজী হাবিবুল আওয়াল✅
গ. আনিসুর রহমান
ঘ. আহসান হাবিব
👉কাজী হাবিবুল আওয়াল বাংলাদেশের ১৩তম নির্বাচন কমিশনার।

৬৩. ২৫ ফেব্রুয়ারি ২০২২ মারমা ভাষায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র-
ক. গিরি কন্যা✅
খ. পাহাড়ি কন্যা
গ. কাজল রেখা
ঘ. নিষিদ্ধ নারী

৬৪. '৮ বছর বয়সের কন্যা' কে এক কথায় প্রকাশ-
ক. ষোড়শী
খ. তরুণী
গ. রমনী
ঘ. গৌরী✅
👉গম্ভীর যে ধ্বনি-মন্দ্র।
👉খাতা পত্র রাখার ঘর-দপ্তরখানা।

৬৫. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত-
ক. সুন্দরবন (এর দক্ষিণে✅
খ. রাঙ্গামাটির উত্তরে
গ. মেঘনা মহনায়
ঘ. টেকনাফ এর দক্ষিণে
👉মহুরীর চর-ফেনী জেলায় অবস্থিত।
👉প্রান্তীক হৃদ-বান্দরবান জেলায় অবস্থিত।

৬৬. ২০২১ সালে 'Miss world' খেতাব প্রাপ্ত হয়-
ক. ক্যারোলিনা বিলাস্কা✅
খ. অলিভীয়া ইলাস
গ. শাইনি অ্যাসেন
ঘ. হারনাজ সান্ধু

৬৭. বাংলাদেশ কে ১ম স্বীকৃতি প্রদানকারী উপসাগরীয় দেশ:
ক. কুয়েত✅
খ. বুনাই (সর্বশেষ স্বীকৃতি প্রদানকারী)
গ. টোঙ্গা (প্রথম ওয়েনিয়ার দেশ)
ঘ. ভুটান (প্রথম; ২য় ভারত)

৬৮. ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় ১ম নারী শহীদ-
ক. নীলা নাগ
খ. নিশাত মজুমদার (এভারেষ্ট জয়ী)
গ. প্রীতিলতা✅
ঘ. শিরীন শারমিন

৬৯. ঢাকার কারওয়ান বাজারে 'কারওয়ান সরাই' নির্মাণ করেন-
ক. আবুল হাসনাত (১ম সিটি মেয়ের)
খ. শের শাহ্✅
গ. মুহাম্মদ আজম শাহ্ (শাহী মসজিদ নির্মাণ)
ঘ. মীর জুমলা (ঢাকা গেট নির্মাণকারী)

৭০. বতর্মান BIMSTEC সভাপতি হলেন-
ক. শেখ হাসিনা✅
খ. প্রীতিলতা
গ. শেখ রেহেনা
ঘ. কাজী আলমগীর হোসেন
👉সর্বশেষ ৫ম BIMSTEC সম্মেলন অনুষ্ঠিত হয়: কলম্ব; ৩০ মার্চ, ২০২২ ইংরেজি।

৭১. 'বাংলাদেশের ৬ষ্ঠ আদম শুমারী ও গৃহ গণনা ২০২২ ইংরেজি' শুরু হবে-
ক. ১৭-২৩ মে
খ. ১৫-২১ জুন✅
গ. ১৩-২৫ জুলাই
ঘ. ১৭-২৭ আগস্ট
👉শুমারিতে ডিজিটাল ম্যাপ হিসাবে ব্যবহৃত হবে: জিআইএস।

৭২. মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর অত্যাচার একটি-
ক. সামাজিক অবক্ষম
খ. রাষ্ট্র বিরোধী নীতি
গ. গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ✅
ঘ. উপরের কোনটিই সঠিক নয়
👉 স্বীকৃতি প্রদানকারী দেশ: যুক্তরাষ্ট্র: ২২ মার্চ।

৭৩. '২৬ ই মার্চ বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস' ঘোষণা করা হয়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৮০ সালে✅

৭৪. বাংলাদেশের ফুসফুস বলা হয় নিচের কোনটি?
ক. আমাজান
খ. সুন্দরবন✅
গ. কক্সবাজার
ঘ. কুয়েত সিটি

৭৫. মোবাইল থেকে ডায়াল কল করলে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়?
ক. প্রেরক টাওয়ারে
খ. গ্রাহক টাওয়ারে
গ. প্রেরক ও গ্রাহক টাওয়ারে✅
ঘ. টেলিফোন অফিস প্রোগ্রামে

৭৬. বতর্মান বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা?
ক. ১১৪টি✅
খ. ১১৬টি
গ. ১১৮টি
ঘ. ১২০টি

৭৭. গোলাপগঞ্জের টুঙ্গিপাড়া গ্রাম কোন নদীর তীরে অবস্থিত-
ক. বাইগার✅
খ. সাঙ্গু
গ. সুরমা
ঘ. মেঘনা

৭৮. বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়-
ক. ১ লা এপ্রিল
খ. ৭ ই এপ্রিল✅
গ. ২৪ ই এপ্রিল
ঘ. ২৮ ই এপ্রিল

৭৯. বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রেল অবস্থান-
ক. কক্সবাজার (৬০ মেগাওয়াট)✅
খ. ফেনী (১ম বায়ু বিদ্যুৎ কেন্দ্র)
গ. সিলেট হিমছড়ি
ঘ. ঢাকার আঙ্গারগাঁ

৮০. 'কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২' এ ব্যবহৃত বলের নাম হবে-
ক. গ্যাজপ্রম
খ. লায়ির (মাসকেট: দারুণ দক্ষ খেলোয়াড়)
গ. আল-রিহলা (অর্থ: ভ্রমণ=১০টি দেশ)✅
ঘ. কোনটিই সঠিক শব্দ নয়

৮১. বাংলাদেশের ঘোড়া প্রচলন চালু করেন?
ক. শেরশাহ✅
খ. ঈসা খান
গ. মোগল সম্রার্ট
ঘ. ইয়াহিয়া খান

৮২. চাল রপ্তানীতে র্শীর্ষ দেশ?
ক. বাংলাদেশ
খ. মায়ানমার
গ. ভারত✅
ঘ. ইন্দোনেশিয়া

৮৩. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি✅
ঘ. চুম্বক শক্তি

৮৪. ‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি—
ক. গুরুত্বহীন লোক✅
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি

৮৫. জন্মহীন-মৃত্যুহীন—
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ✅
ঘ. অজেয়

৮৬. শীতকালে সাধারণত গাছের পাতা ঝরে গেলেও কোন গাছের কখনও পাতা ঝরে ইত্যাদি
ক. সুন্দরী গাছের
খ. বট গাছের
গ. বৈলাম গাছের
ঘ. খেজুর গাছের✅

৮৭. পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রীত্ব হারান?
ক. ১লা এপ্রিল ২০২২
খ. ৫ ই এপ্রিল ২০২২
গ. ৯ ই এপ্রিল ২০২২✅
ঘ. ১০ ই এপ্রিল ২০২২
👉মন্ত্রীত্ব হারাবার কারণ: তাঁর অনাস্থা প্রস্তাবে ১৭৪টি ভোট প্রদান।
👉পাকিস্তানের নতুন প্রধান মন্ত্রী: শাহাবাজ শরিফ: 10 April

৮৮. "পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য" স্লোগানটি থাকে-
ক. ১ টাকায়✅
খ. ২ টাকায়
গ. ২০ টাকায়
ঘ. ২০০ টাকায়

৮৯. ১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা দাবি উত্থাপন করে ছিলেন?
ক. ৪ দফা (১৯৭১)
খ. ৬ দফা (১৯৬৬)
গ. ১১ দফা (১৯৬৯)
ঘ. ২১ দফা✅

৯০. বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. নারায়ণগঞ্জ
গ. খুলনা
ঘ. গাজীপুর✅

৯১. বাংলাদেশের কোন স্থল বন্দরকে 'পোর্ট অব কল' বলা হয়?
ক. বুড়িমাড়ি
খ. আশুগঞ্জ✅
গ. ভোলাগঞ্জ
ঘ. বাংলাবান্ধা

৯২. বাংলাদেশের কোন জেলাটি শিল্পোন্নত?
ক. চট্টগ্রাম✅
খ. রাজশাহী
গ. ঢাকা
ঘ. খুলনা

৯৩. জিয়া কারখানায় উৎপাদিত সারের নাম?
ক. টিএসপি
খ. ফসফরাস
গ. ইউরিয়া✅
ঘ. অ্যামোনিয়া

৯৪. বঙ্গবন্ধু ২ স্যাটেলাইট তৈরী ও উৎক্ষেপণ করবে-
ক. ফ্রান্স
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া✅
👉বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের ১ম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ: ২০১৮।

৯৫. মুজিব বর্ষের সময় কাল-
ক. ২-৩১ মার্চ, ২০২০-২২
খ. ৭-৩১ মার্চ, ২০২০-২২
গ. ১১-৩১ মার্চ, ২০২০-২২
ঘ. ১৭-৩১ মার্চ, ২০২০-২২✅

৯৬. সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি?
ক. জাতির পিতা
খ. মুজিব
গ. খোকা
ঘ. নিঃশঙ্গ লড়াই✅
👉'নিঃশঙ্গ লড়াই' পালাকার মাসুম রেজা।
👉বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম।
👉পাকিস্তানের জেল বন্দি কাহিনি: ৭-৮জানুয়ারী।

৯৭. বাংলাদেশের ১ম নৌকা জাদুঘরের নাম কি?
ক. বঙ্গবন্ধু নৌকা জাদুঘর✅
খ. হাসিনা নৌকা জাদুঘর
গ. ভাসানী নৌকা জাদুঘর
ঘ. শেরে বাংলা নৌকা জাদুঘর
👉মুজিব শতবর্ষ উপলক্ষে বরগুনায় তৈরী হয়েছে: বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।

৯৮. বতর্মান বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি?
ক. ২৮টি✅
খ. ৩০টি
গ. ৩২টি
ঘ. ৩৬টি
👉দেশের সর্বশেষ/২৮তম গ্যাস ক্ষেত্রটি জকিগঞ্জ-সিলেটে অবস্থিত।

৯৯. বাংলাদেশের ১ম টানেল যে নদীর তলদেশে নির্মাণ হচ্ছে-
ক. কর্ণফুলি✅
খ. পদ্মা
গ. মেঘনা
ঘ. যমুনা
👉বাংলাদেশের ১ম টানেলের নাম: বঙ্গবন্ধু টানেল; দৈর্ঘ্য ৩.৪৩ কি.মি.

১০০. দেশের চরম দারিদ্রতার শীর্ষ জেলা-
ক. গাজীপুর
খ. ব্রাক্ষণবাড়িয়া
গ. জয়দেবপুর
ঘ. কুড়িগ্রাম✅
👉দেশের চরম দারিদ্রতার নিম্ন জেলা-নারায়ণগঞ্জ।

১০১. ভাষা আন্দোলনের মোট ভাষা শহীদ কতজন?
ক. ৪ জন
খ. ৬ জন
গ. ৮ জন✅
ঘ. ১০ জন
👉১ম ভাষা শহীদ: শফিউল ইসলাম।

১০২. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকার লেখক কতজন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন✅
ঘ. ৪ জন
👉অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ)

১০৩. সৈয়দ মীর নিসার আলী বাংলায় কি নামে পরিচিত ছিলেন?
ক. মীর জুমলা
খ. তিতুমীর✅
গ. দুদু মিয়া সব্যসাচি
ঘ. তারেক রহমান
👉নারিকেলবাড়িয়া গ্রামে হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করতে গড়ে তোলা হয় বাঁশের কেল্লা: ১৮৩১ ইংরেজি।

১০৪. মুক্তিযুদ্ধের সময় চরমপাঠ করা হত-
ক. নোয়াখালীর উপভাষায়
খ. রাজশাহীর উপভাষায়
গ. বরিশালের উপভাষায়
ঘ. ঢাকার উপভাষায়✅
👉চরমপত্র: এম আর আখতার মুকুল রচিত/উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১টি অনুষ্ঠান।

১০৫. সুন্দরবন ব্যতিত দেশের সর্ব ১ম সরকারি কুমির প্রজনন কেন্দ্রটি-
ক. রংপুর জেলায়
খ. দিনাজপুর জেলায়
গ. বাগেরহাট জেলায়✅
ঘ. কুড়িগ্রাম জেলায়

১০৬. ১৯৭১ সালের স্বাধীনতার পরবর্তী সময় বাংলায় কতটি বিভাগ ছিল-
ক. ৪টি
খ. ৬টি✅
গ. ৮টি
ঘ. ১০টি

Collected

Want your school to be the top-listed School/college in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Jessore
7400

Other Education Websites in Jessore (show all)
Aponjon Model Academy Aponjon Model Academy
Muruli
Jessore, 7400

Aponjon Model Academy

Earn Without Experience Earn Without Experience
Jessore Khulan
Jessore, 7400

বর্তমান সময় ৩৬০

Wilssm BD Member Wilssm BD Member
Jashore
Jessore, 04

HSC-Notes HSC-Notes
Jhikorgachha Jessore
Jessore, 7520

https://t.me/toufiktoufikur02/16

Arnob's Pro learning Arnob's Pro learning
Terokhada Khulna
Jessore

Arnob's Pro learning is a page about education .it provides students Educational tips and tricks ,Ex

M.M.Israfil Hossain M.M.Israfil Hossain
Jessore

ব‍্যক্তিগত ওয়েবসাইট

Tanzimul Ummah Hifz Madrasah. Jashore Branch. Girls & Pre-Hifz Section Tanzimul Ummah Hifz Madrasah. Jashore Branch. Girls & Pre-Hifz Section
Arabpur Dighirpar, Sadar, Jashore
Jessore, 7400

"তানযীমুল উম্মাহ" কুরআন ও সুন্নাহভিত্?

BCS Preparation BCS Preparation
Jashore University Of Science And Technology, Shadhinota Sharak
Jessore, JASHORE-7408

This is the official page of BCS Preparation.📖📚📈 Here, you will get the best preparation

mohid's Guideline mohid's Guideline
সিটি কলেজ গেট( মসজিদ গেটের পাশে), যশোর।
Jessore, 7400

নতুন পরিবেশ,নতুন কলেজ,নতুন পাঠ্যপুস্তক; এ সকল বিষয়ে দুশ্চিন্তা দূর করুন- মহিদ'স গাইডলাইনের হাত ধরে...

Digital learning Of Bangladesh Digital learning Of Bangladesh
Kanainagor
Jessore, 7420

Hello everyone! This is DIGITAL LEARNING OF BANGLADESH YouTube Channel. This channel will be to lear

দ্বীনের পথে -way to Deen দ্বীনের পথে -way to Deen
Jessore

রবের পথে ফিরে আসার আহ্বান