Ripon Hossain
Keshabpur Jessore Bangladash
অভিনন্দন জানাই আমার প্রিয় ভালোবাসার মানুষ 100 জন সদস্যদের জন্য। সকলের জন্য শুভ কামনা রইলো
কেশবপুরে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় কে?
কেশবপুর এবার, এম.পি হিসাবে আপনি কাকে চান?
আজ আটার বছর পরে, অসাধারণ কন্ঠে এই গান টি গেয়ে,, ভাইরাল হয়ে আছেন রঞ্জিত কাকু, অসংখ্য ধন্যবাদ তাকে এমন সুন্দর একটি গান গাওয়ার জন্য।
যশোর কেশবপুর উপজেলার কয়েক টি এলাকায় ফসল খেত ঘিরে আছে সূক্ষ্ম সুতার কারেন্ট জাল। মূলত ফসল বাঁচানোর জন্য এই কারেন্ট জাল পাতা হয়েছে। এই জালে আটকা পড়ে প্রতিদিন মারা যায় অজস্র পাখি। এটা শুধু কেশবপুরের চিত্র নয়, সারাদেশেই মোটামুটি এভাবে জেনেবুঝে পাখি হত্যা করা হয়। তবে
**ফসল বাঁচানো অবশ্যই জরুরি, কিন্তু সব ফসল কি মানুষই খাবে? তাহলে পাখিদের খাদ্য জোগান কোথা কে আসবে?
আর মানুষ ভুলে যায়, পাখিরাই যে ক্ষতিকর পোকামাকঁড় খেয়ে ফসল রক্ষা করে। শস্য বাঁচাতে পাখি হত্যা বন্ধ করতে হবে।
★★আর আমরা মানুষ হিসাবে পাখিদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব!
মৃত্যুর ২২ দিন পর লা*শ বাড়ি আসলো আজ মালয়েশিয়া থেকে।
মনিরামপুর, যশোর। একটি শেয়ার দিয়ে অন্য প্রতিবেশির দেখার সুযোগ করে দেন ।
বলার ভাষাও খুঁজে পাচ্ছিনা😭
প্রিয় ছাগলটি আর নেই!
এটি আমার অনেক আদরের ছাগল ছিল।
রাত্রে মাদ্রাসা থেকে এসে ছাগলের ঘরে
যেয়ে দেখে আসার নিয়ম ছিল আমার।
আজ আমার ছাগলটি কয়েকটি হিংস্র কুকুর মিলে শেষ করে দিয়েছে।😭😭
কিছুই ভালো লাগছে না কান্না করেছি কয়েকবার।
কথা গুলো ছিল মাদ্রসা পড়ুয়া এক ছাত্র ভাইয়ে,, এটি একটি শিক্ষানিও পোষ্ট আপনারাও সাবধান হয়ে যান, যে সকল ভাই বোনেরা গৃহপালিত পশু পাখি লালন পালনে যত্নবান, হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য একটু সচেতন হতে হবে আপনাকে এবং আপনার পরিবার কে, পোষ্ট টি আপনার কাজে আসলে একটি ফলো একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ।
আপনার সাথে সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করবে,
যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন!
৬ ডিসেম্বর (মঙ্গলবার), যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল যশোর জেলা। বীর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর তীব্র প্রতিরোধে এদিন যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয় যশোর জেলা। আকাশে ওড়ে বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা।
(বেঁলেমাঠ হুজুর পাড়া) কাবিলপুর গ্রামের রবিউল ভাইয়ের ছেলে মাসুদ গুরুত্বর আহত হয়েছে, আমরা সকলে তার জন্য দোয়া করবো সে যেন দ্রুত সুস্থ হয়ে,আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে? আমিন
খুলনা বিভাগের নড়াইল সদরের তালতলা নামক স্থানে ভয়াবহ এক্সিডেন্ট, ঢাকার গাড়ি হানিফ পরিবহন ও যশোরের লোকাল বাস মুখোমুখি সংঘর্ষ।
আহত সকলের জন্য দোয়া করবেন।🤲
খানজাহান আলী মাজারের দিঘির ভিতরের পূর্ব দিকে একজন মানুষ ম/রা দেখা যাচ্ছে।
একটি পরিবারের স্বপ্ন পুড়ে যাচ্ছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে।
বক্সিং এ ভারতকে নক আউট করে চ্যাম্পিয়ন বাংলাদেশের মোতালেব🇧🇩🥊
এবার বলেন, ছোটবেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে কার কার?
ছবিঃ এডিটেড এবং কালেক্টেড।
লেখক:আক্তরুল ইসলাম
আবৃত্তি:রিপন হুসাইন
“যশোর এগিয়ে সব দিক দিয়ে”
ছবিটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈত্রিক বাড়ীর। এই বাড়ীতেই ১৮২৪ সালে জন্ম গ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। যশোর জেলার কেশবপুর উপজেলাধীন সাগরদাঁড়ী ইউনিয়নের সাগরদাঁড়ী গ্রামের কপোতক্ষ নদীর তীরে এক জমিদার বাড়িতে জন্ম হয় বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের। তাঁরই জন্মভূমিতে তার স্মৃতিকে চিরঅম্লান করতে সাগরদাঁড়ী বাজারে জেলা পরিষদের ডাকবালোর সম্মুখে স্থাপন করা হয়েছে মহাকবি মাইকেলে মধুসূদন দত্তে মূর্তি। সেখানে তাঁর জন্ম, মৃত্যুর সন সহ জীবনের কিছু ইতিহাসও তুলে ধরা হয়েছে। এই মূর্তিটি সাগরদাঁড়ীর সৌন্দর্য বৃদ্ধি করেছে । Edit: রিপন হুসাইন
৫.৮ এত মাত্রায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আপনার নাম কী?
“কেশবপুর উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস”
প্রকাশিত:১৫-ই ডিসেম্বর ২০২২ | যশোর জেলা |
১৮০২ সালে কেশবপুর নামটি প্রথম শোনা যায়। যশোর তালা সড়ক ঐ সময় তৈরী হচ্ছিল। কেশবপুর খালের উপর জিতরাম সাহা (১৮৬০) একটি পুল তৈরী করেন। চার বছর পর কেশবপুর থানায় উন্নীত হয়। খালের উত্তর দিকে হাট বসতো পরে তা দক্ষিণ পাশেও বসে। প্রাচীন হাট অংশের মালিক ছিলেন সুখময় মুখার্জী এবং নবীন হাট অংশের (আলতাপোল) অতীত কেশব পাটনির জায়গায় সত্ববান ছিলেন সুখসিন্ধু ও সুধাসিন্ধু ব্যানার্জি। উভয়েই প্রবাসীদের সুবাদে এ জমি পান। দু’দলের বিরোধ চরমে উঠলে নড়াইল জমিদার হসত্মক্ষেপ করেন এবং অবস্থার পরিবর্তন ঘটে। পুরানো হাটকে বার আনা এবং নতুন হাটকে চার আনা হাট বলা হত। কেশবপাটনির নাম ধরে থানার নাম হয় কেশবপুর। বৃটিশ-ভারতে মীর্জানগর এক সমৃদ্ধ জনপদ ছিল। ১৭৮১ সালে যশোর জেলা ঘোষণা কালেও যে থানার নাম ইতিহাসে আছে। এটি যশোর জেলার দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র ছিল। উল্লেখ করার মত (১৭৬৪-৭২) রেনেল ম্যাপে কেশবপুর নাম ছিল না। বৃটিশ-ভারত বিল্পবের কেন্দ্রবিন্দু ছিল এখানকার পাজিয়া।
২১০ কেজি ওজনের বিশাল কৈবল মাছের দেখা মিললো খুলনার রুপসা ঘাট মাছ বাজারে😍😍।
পাঁচ মন ওজনের বিশাল সাইজের এ মাছটি পাইকারী বিক্রি হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার টাকায়❤️❤️।
আমাদের কেশবপুর গ্রুপে ১৭ হাজার পরিবারের সদস্য হওয়ায় গ্রুপের এডমিন ও মডারেটার প্যানেলের পক্ষ থেকে গ্রুপের সকল সদস্যদের জানাই প্রিতিও শুভেচ্ছা ও অভিনন্দন, চিত্রে কেশবপুর ১১ টি ইউনিয়নের ভবনের ছবি।
সুন্দর ভাবে ইংরেজি সে কথা বলতে পারে?
গ্রামের প্রকৃতি সুন্দর্য
দক্ষিণ-পূর্ব এশিয়া
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিক
এখন পর্যন্ত পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পেনাংয়ের ডেপুটি পুলিশ কমিশনার দাতুক মোহামেদ ইউসুফ জান মোহামাদ।
স্টার অনলাইন ডেস্ক
বুধবার নভেম্বর ২৯, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার নভেম্বর ২৯, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: দ্য স্টার/মালয়েশিয়া
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: দ্য স্টার/মালয়েশিয়া
মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণাধীন ভবন ধসে সেখানে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এই তথ্য জানিয়েছে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনেই দুজনকে সমান গুরুত্ব দেয়, একে অপরকে সম্মান করে, ভালোবাসে আর সম্পর্কটার প্রতি যত্নশীল হয়!🥰 ☘️ সুন্দর একটা অনুভূতি,,।
I gained 21 followers, created 74 posts and received 510 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
♦ভিন্নধর্মী এক বিয়ের সাক্ষী হলো খুলনা; উৎসুক জনতার ভিড় „„„[দাম্পত্য জীবন সুখের এবং সুন্দর হোক] আমিন
♦ কবির টাইগার যশোরের গর্ব,, আজ খেলা করছে কেশবপুর পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামে,, ৮ দলিও টুর্নামেন্টের আয়োজনে গ্রামটির যুব সমাজ,,,!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the establishment
Telephone
Address
7450
Jessore, Khulna
Jessore, 7400
❝ এই পৃথিবীর অসাড়তা— আমারেও করিবে অসাড়, এক দিন যারে আমি চাহিয়াছি ফিরে তারে চাহিব না আর! ❞
Jessore, Khulna Division
Jessore, 7400
Learning With Fun! Yes, This App will be one of the way of entertainment for your Daughter/Son.In addition to encouraging good deeds a source of knowledge and entertainment has bee...
Keshabpur
Jessore, 7450
আপনি যদি সুন্দর কবিতা শুনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের এই পেজটি ফলো করে সাথে থাকুন।
Address: House/Holding:/Village/Street: BAKURA, Post Office: J-Kati/JHIKARGACHA Jessore
Jessore, 7432
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আমি কবিতা লিখতে ভালোবাসি তার মানে এটা নয় যে আমি কবি তো সবাই আমাকে সাপট কোরবেন আমার কবিতা যদি আপনাদের বিন্দু পরিমান ভালোলাগে তাহলে অবশ্য স...