Abdullah Al Mahmud Sabbir
Those who spend time sitting in a cold room
আবেগের অপর পৃষ্ঠায় লেখা নাম শৈশবের যশোর জিলা স্কুল।
Our honarabal legend teacher's
"If I die in a battle zone
Box me up and send me home
Put my medals on my chest
Tell my mom I did the best
Tell my love not to cry
I'm a soldier born to die."
(Watercolour painting)
_Wasif Zaman Sohag
অনুভূতি গুলা এখনো কাঁদায়...
পরপর দুই বছর Jashore Zilla School Red Cresent Branch এর হয়ে অংশগ্রহণ করেছি যশোর জেলা রেড ক্রিসেন্টে ইউনিট কতৃক আয়োজিত প্রতিযোগিতায় আমার স্কুলের নাম উজ্জ্বল করেয় তবে ফিরে এসেছি আল্লাহর রহমতে।
এই বার প্রথম মনে হলো সেই সোনালী অতিথি দিনগুলো আসলে কত সুন্দর ছিলো...😊
স্মৃতি পাতায় রয়ে যাবে আজীবন এই ছোট্ট ছোট্ট ঘটনা গুলি....
যারা ২০১৬ সালে জিলা স্কুল এ ভর্তি যুদ্ধে অংশনিয়ে জিলা স্কুল এ পড়ার সুযোগ হয়েছিলো তাদের কী কিছু মনে পড়ে দেখেন তো....
এই সেই প্রশ্ন যার মাধ্যমে আমরা ১৮৮ বছররের ঐতিহ্যবাহী একটা স্কুলে পড়ার সুযোগ হয়েছিলো।
তার নিচে আছে জিলা স্কুল জীবনের সব প্রথম বেতন বা ভর্তি কার্ড।
চির অম্লান -২৪ অবিচ্ছেদ্য-২৪
বয়কট ঢাবি কতৃপক্ষ...
The Beauty of Jashore Zilla School
যারা যশোর জিলা স্কুল এ পড়েছেন তারা স্যারকে এক নামে গণিত এর জীবন্ত বই হিসাবে চিনে থাকবেন...
ভিডিও টি ২০১৬ সালের ২৩ শে জুন ক্লাসের ফাঁকে স্যারের দরুন এই প্রতিভার কথা জানতে পেরে সেই সময় এর বড় ভাইয়ারা এবং তাদের আবদারে স্যার এই সুন্দর বাস্তব গান টি গেয়েছিলেন।
অসাধারণ হয়ছে আমার মনে হয়...
এটা যশোর জিলা স্কুল ভাইয়া,,
এখানে না পড়লে আপনি বুঝতে পারবেন না,
এই স্কুল এর আসল মজাটা কতোটা সুন্দর।
আমি অনেক কিছু শিখেছি....
No Caption
মানুষ আসলেই অনেক অদ্ভুত...
কিছু কিছু রাত আসে এমন অসম্ভব
সৌন্দর্য নিয়ে যে ঘুমাতে যেতেই ইচ্ছে করে না।
উক্ত কথাটির সাথে একমত হতে আসতে হবে
যশোর জিলা এর ক্যাম্পাসে।।।।
এশিয়ার ৫ম পুরাতন বিদ্যাপীঠ প্রস্তুত হচ্ছে আবার সবাইকে একই বন্ধনে আবদ্ধ করতে।
এসো নবীন প্রবীণ এক হই
ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হই।
আগামী ২৬ ও ২৭ জানুয়ারী
যশোর জিলা স্কুল এর
১৮৬ তম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪।
রাতের এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য।
প্রথম দেখাতেই যে কারো মনে হতে পারে এটা কোন স্টেডিয়ামের কাজ চলতেছে...
কিন্তু আসলে তা নয়,,,,,,,
এটা ১৮৬ বছরের পুরাতন স্কুলের মাঠের
সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে ..
এটা যশোর জিলা স্কুল এর মাঠ চিত্র....
যা দেখলে আপনি দিনশেষে এই
মাঠের প্রেমে পড়তে বাধ্য হবেন।
কত শত হাজার জিলা স্কুলিয়ানদের
স্মৃতি জড়ানো আছে এখানে,,,
শীতের আমেজে পাতা পড়া এক প্রশান্তি সকালে ২৫ এককের ভালোবাসায় সিক্ত ১৮৬ বছরের ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল।
Azmir Misson Bahiya ❤️
ইট পাথরের শহরে মানুষ গুলা সৌখিন জীবনের খোঁজে প্রতিনিয়ত তার ভাগ্য বদলের জন্য প্রচেষ্টায় রত....
উক্ত সময়ে মানুষের এই ব্যাস্ততার মাঝে দেখুন মিষ্টি এই মেয়েটি তার কত সুন্দর প্রতিভা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে খোঁজ রাখে তাদের, হয়তো উক্ত প্রতিভা টা একটা প্রভাবশালী কোনো ব্যাক্তির ঘরে জন্ম নিলে আজ তাকে আপনারা হয়তো কোনে সেলিব্রিটি রূপে দেখতে পেতেন...
কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছে মেয়েটি।
ভিডিও টি সংগ্রহ করা যশোর পুলিশ প্লাজা মেলা থেকে।
এ বিজয়ের মিছিল...
বেশি মাত্র ৫০ টা ক্যাটাগরিতে পুরষ্কার ছিনিয়ে আনার বিজয় উল্লাস এটা...
মাশায়েল অমি-Mashail Omi ভাইয়া
বেশি না বারের হিসেবে মাত্র ১৪ বার...
এরপর আপনি কেন জিজ্ঞেস করেন যশোর এর সেরা স্কুল কোনটা....
ভাইয়া এটা যশোর জিলা স্কুল...
মাথায় রাখবেন যেখানে আমরা দাঁড়ায় সেখান
থেকে লাইন শুরু হয়...
🎥: Pritam
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচে যশোর জিলা স্কুল বর্নাম যশোর কালেক্টরেট স্কুলের খেলা চলাকালীন সময়ে এভাবেই উৎসাহমূলক কমেন্ট্রি করেন যশোর জিলা স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শোয়াইব হোসেন স্যার।
নতুন শিক্ষা কারিকুলাম
০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
এই ভিডিও টা দেখার পর বর্তমান এর সাথে মিলিয়ে দেখেন তো...
২০০৮ সালে
যশোর জিলা স্কুল এর ১নং গেট থেকে প্রবেশ করে।
শুধ আমি নয় আর যারা এই স্কুলে পড়েন নাই তারা ছাড়া বাকীরা বুঝবেন না এই ভিডিও টি আমাদের কাছ কতো ইমোশনাল।
কী কী পরিবর্তন অনুভব করলেন জানাতে ভুলেন জিলাস্কুলিয়ানরা
আমি যশোর জিলা স্কুল এর ছাত্র হিসেবে নিজেকে দিনশেষে গর্বিত মনে করতেই পারি....
কারণ সময়ে সেরা একটি স্কুল কেনো বলে তার একটি জলন্ত চিত্রহতে পারে এটি, আমার সুযোগ হয়েছিলো যশোর জিলা স্কুল এর ইতিহাস নিয়ে কাজ করার ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত আমি এ কাজ করি এবং যা জানতে পারি ও দেখতে পারি তাতে আমি মনে করে এই স্কুল ছাত্র যে না হতে পারবে সে কখনো বুঝবে না এই স্কুলের গুরুত্ব কত....
ক্রীড়া ক্ষেত্রে স্কুলের অন্যতম সেরা সাফল্য।
বাংলাদেশ জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-১৯৭৩ রানার্স আপ যশোর জিলা স্কুল হকি দল।
শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর।
একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন
গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক।
আমরা আমাদের শিক্ষকদের নিয়ে গর্বিত বোধ করি তাদের স্নেহ,মমতা ও ভালোবাসার কারণে হয়তো আমরা তাদের কাছ থেকে অতি সহজেই পড়াশোনা শিখতে পারি।
যশোর জিলা স্কুল এর জ্ঞান বিতারণ দিক নিদর্শনায় আছেন আমাদের সম্মানিত স্যার এবং ম্যামেরা তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ রয়ে গেলাম। কারণ তাদের কারণে হয়তো আজ যশোর জিলা স্কুল সেরাতে পরিণত হয়।
পরিশেষে আমরা বলি সকল শিক্ষকদের
মন থেকে অনেক ভালোবাসি স্যার।
আপনি দিনশেষে যশোর জিলা স্কুল এর প্রেমে পড়তে বাধ্য হবেন....
কেন বললাম জানেন....
কারণ আমার জানা মতে এমন কোন কাজ নাই যা জিলা স্কুল এর ছাত্ররা পারে না...
তারা একটি প্রমাণ এই ভিডিও টা।
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার একটি অংশ এটা।
(সে হলো ডিজিটাল হকার্স)
তার কথা গুলা শুনুন।
ধারাবাহিক ভবে আরও আছে..
বাকি আরও এই রকম ভিডিও পেতে পেজটি ফলো করুন ধন্যবাদ।
যশোর জিলা স্কুল, যশোর।
জীবনের প্রথম আবেগের মূল কেন্দ্রবিন্দু।
থীম সং....❤️
❤️❤️
আজ দুপুর ২:২৫ মিনিটে একজন সাইকেল চোর যশোর জিলা স্কুল এর ক্যাম্পাস থেকে সাইকেল চুরির উদ্দেশ্য করে একটি সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে...
যেহেতু ঐ সময় দিবা শিফট এর টিফিন টাইম ছিল তাই চোর চুরি করে পার হওয়ার আগেই স্কুলের ছাত্ররা তাকে ধরে ফেলে এবং প্রধান শিক্ষক এর নিকট নিয়ে যায়....
যেহেতু এই ধরনের চুরি আগে ও স্কুল ক্যাম্পাসে ঘটেছে তাই সকল ছাত্ররা বিষয়টি জানাজানি হলে
উৎসুক ছাত্ররা রাগান্বিত হয়ে চোরকে গণপিটুনি দেয়।
ছাত্রদের গণপিটুনিতে চোরের অবস্থার অবনতি ঘটলে শিক্ষকরা চোরকে পুলিশের হাতে তুলে দেয়।
সবথেকে বড় বিষয় হল এই ভিডিওটি দেখার পর চোরের বা চোর গুষ্টির শিক্ষা থাকলে আর জীবনে যশোর জিলা স্কুলের আশেপাশে আসবে বলে আমার সন্দেহ হয়।
এটা যশোর জিলা স্কুল যারা আমাদের নিয়ে আজেবাজে কথা বলেন তারা একটু ভেবে বলেন..
না হলে এসে ঘুরে যায়েন জিলা স্কুলে আপনার দাওয়াত রইলো..... আমরা কিন্তু অনেক আগের পুরাতন খেলোয়াড় ভাই.... খেলা দেখায় না বলে দেখালে কেউ আর জায়গা পায় না এই জন্য...
দেখেন আমার সবাই মিলে কেমন করে আপনাকে আপ্যায়ন আমরা করতে পারি......
ট্রেনিং শেষে....
সময়ের সাথে আমরা ও একটু মেতেছিলাম 🥰
আনন্দের অনুভূতি প্রকাশ করার জন্য 😊
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Jessore
AMSABBIR02
Jessore
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ)
Jessor
Jessore, 7400
Hi..... I am Zara... please guys follow the page and support me to grow my page
Jessore
This concept have no connection with the reality... This vIdeo is made only for comedy purpose.. Don't take funny videos seriously... Don't Forget to follow if you want more videos...
Jessore
I don’t like myself please don’t get me confused. I’m crazy about myself. #selflove.��