Amar Kolom 22 / আমার কলম ২২

"অনুভুতি মানুষকে উপলব্ধি করতে শেখায়" none

20/09/2023

তোমাকে যতোবার দেখি
ততোই নতুন লাগে।
তোমাকে যতোবার দেখি
ততোই দেখার ইচ্ছে জাগে।
তুমি যতই আড়ালে থাকো
তবুও রবে আমার চোখে।।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)

অনামিকা সেন।।🌿

20/09/2023

ভালোবাসা এমন ক্রিয়া
যা বিলালে বাড়ে।

16/07/2023

আমি চেয়েছিলাম তোমার সাথে সময়কে বেঁধে রাখতে
কিন্তু সময় আমাকে সে সুযোগ দেয়নি।
সময় কখনও কখনও খুব নিষ্ঠুর আচরণ করে
যা মন থেকে মেনে নেওয়া যায় না।

সময় এতোই শক্তিশালী যাকে চাইলেই
ধরে রাখা যায় না, চাইলেই পরাজিত করা যায় না।

সময় তার মতো করে বহমান চলে তার ঢঙ্গে
আমার চাওয়ার মূল্য সময়কে বুঝাতে পারিনি।

তোমাকে আমার জীবনে কতোটা প্রয়োজন ছিল তা শুধু আমি জানি,সময় আমাকে সেটা আগে জানতে দেয়নি।

খুব ইচ্ছে হয় সময়কে যদি পিছিয়ে আনতে পারতাম
তাহলে তোমাকে বুঝাতাম আমার ব্যাকুলতা
তোমাকে ফিরে পেতাম সেই আগের মতো করে
তোমার নিঃশ্বাস ছুঁতে পারতাম রচিত হতো এক স্বর্গীয় ভালোবাসা।

সময় তোমার আমার দূরত্ব বাড়ালেও
ভালোবাসা কমাতে পারে নি এক বিন্দু
যদিও তোমার কথা জানিনা
তুমি আছো এখনও আমার মনের কেন্দ্রবিন্দু।।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)

অনামিকা সেন।।🌿

26/06/2023

প্রত্যেকের জীবন জটিল, ভিন্ন ভিন্ন ভাবে জটিল।এই জটিলতার মুখোমুখি হতে হয়,যুদ্ধ করতে হয় এবং সফল হতে হয়। কোন ভাবেই মনে করার কিছু নেই যে শুধু আমার জীবনই অধিক জটিল। অনেক সময় আমরা আমাদের জীবনকে সহজ করতে যেয়ে আরও বেশি জটিল করে ফেলি।এটা একপ্রকার অগ্যতা। শুধু প্রয়োজন নিজের চিন্তা-ভাবনা কে একটু সহজ করে নেওয়া, জীবনকে খুব বেশি কঠিন করে না ভাবা তাহলেই অনেক জটিলতার অবসান হওয়া সম্ভব।আর হ্যা অবশ্যই নিজেকে অন্যের সফলতার সাথে তুলনা না করা, কারণ প্রত্যেকে আমরা আলাদা মানুষ।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)
অনামিকা সেন।।
#জীবন #জটিল #মানুষ #উক্তি #আমারকলম২২ #অনামিকা

13/06/2023

I've just reached 400 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

12/06/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

06/05/2023

একটি আত্নার সম্পর্ক,শখ করে নাম দিয়েছিলাম 'তারা'।যেন মিটি - মিটি জ্বলে সারা জীবন। হঠাৎ করে সে নিজেই যে তারা হয়ে ঐ দূর আকাশে পাড়ি দিবে তা কে জানতো!!!

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)

অনামিকা সেন।।

03/05/2023

সারাদিন অনেক ম্যাসেজ পাই কল পাই কখনও ব্যস্ততা,
কখনও ইচ্ছার অভাবে সাড়া দেওয়া হয়না। কিন্তু আমি যখন কারো সাথে কথা বলতে চাই তাকে আর পাইনা। অদ্ভুত এক ঘেরাটোপে গড়া আমাদের মন।চাওয়া ও পাওয়া সবসময় চুম্বকের বিপরীত মেরুর মত,যা কখনো মেলানো যায়না।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)

অনামিকা সেন।।

28/04/2023

অনেকের মুখেই শুনি টাকা জীবনের সব না।টাকার পিছনে ছুটে এতো কি হবে?? টাকা আজ আছে কাল নাই।

আসলেই কি তাই??? চলুন একটু গল্প করি।
এই ধরূন আপনার কোন এক নিকট আত্মীয় অসুস্থ। তাকে দেখতে যাওয়া আপনার কর্তব্য। সেই সময় প্রথম আপনার মাথায় কি আসবে???
দেখতে যাবো সাথে কি কি নিয়ে যাবো, কিভাবে যাবো। কোথাও যেতে গেলে নিজের ও কিছু প্রস্তুতি লাগে।এই যে আপনি রোগী দেখতে যাবেন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কি কি নিয়ে গেলেন,কি ভাবে গেলেন মানে নিজেস্ব গাড়ি ,ভাড়া করা গাড়ি নাকি পাবলিক ক্যারিয়ার।যাওয়ার সময় কেমন গেটআপ নিয়ে গেলেন, আসার সময় ছোটদের হাতে কত টাকা দিলেন।
একবার ভেবে দেখুন এই সবকিছু নির্ভর করছে টাকার মাপকাঠিতে।
এখন বলবেন আমি এমন না। আমি বলব কোথাও না কোথাও আপনি ও এমন।তবে সব জায়গাতেই ব্যতিক্রম আছে।এই হ্মেত্রে ব্যতিক্রমই শ্রেয়।
শুধু মাত্র এই টাকার খেলার জন্য অনেক কাছের আত্মীয় দূরে চলে যায়।টাকা আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে।তবে সম্পর্ক কে টাকার মাপকাঠিতে বিচার না করি। কখনও কোন আত্মীয় আসলে তার আন্তরিকতাকে গুরুত্ব দেই তার আনা উপহারকে নয়।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রতি ছড়াই)

অনামিকা সেন।।

22/04/2023

মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি সুস্থতা।
অপরদিকে সবথেকে বড় অর্জন ধৈর্য।।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)

অনামিকা সেন।।

#লেখা #আমার #অনামিকা #বাংলাদেশ #অনামিকাসেন #আমারকলম২২ #পেইজ #ভালবাসা #সাহিত্য #তুমি #মানুষ

19/04/2023

কথায় আছে "মানুষ অভ্যাসের দাস"।অভ্যাস শব্দটি আমাদের কাছে খুব পরিচিত।এমন একটা দিন নাই যেদিন আমরা এই শব্দটি উচ্চারণ না করে থাকি।এই শব্দটি কেন এতো প্রিয় আমাদের কাছে ভেবেছি কখনও???
অভ্যাস শব্দটি মানে কোন কিছু কে মন থেকে মেনে/মানিয়ে নেওয়া।যে কাজগুলো আমরা প্রতিনিয়ত মনথেকে মেনে নিয়ে করে থাকি। তাই এই কাজগুলো করতে আমাদের ভালো লাগে। এজন্য এই অভ্যাস শব্দটি আমাদের কাছে এতো প্রিয়।অভ্যাসের বাইরে গিয়ে কিছু করতে আমাদের স্বভাবতই ভালোলাগে না।আমরা আমাদের অভ্যাসগুলো ভাঙ্গতে ও চাইনা।অভ্যাস আসলে একটা চেনা রাস্তার মতো। যেখানে চোখ বন্ধ করে চলা যায়।"অভ্যাস" শব্দটির কাছে "কঠিন" শব্দটি ও যেন তার নিজস্ব বৈশিষ্ট্য হারায়। ভালো যেকোন কাজ অপেক্ষাকৃত কঠিন।আমরা ভালো কাজের অভ্যাস গড়ে তুলি।

(বিদ্বেষ নয় আসুন সম্প্রীতি ছড়াই)

অনামিকা সেন।।
#আমার #অভিমান #লেখা
#অনামিকা #আমারকলম২২ #বাংলাদেশ #তুমি #ভালবাসা #সাহিত্য #পেইজ #অনামিকাসেন

23/03/2023

জীবনে চলার পথে ,,,,
একজন আগন্তুক পথিকের
দেখা পাওয়া খুব জরুরী।
তাতে চলার পথ সহজ না হলেও
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার
যে অবশাদ তা কিছুটা কমে।

অনামিকা সেন।।

15/03/2023

দেওয়ালের অথবা হাতের ঘড়িটিও প্রতি সেকেন্ডে তার অবস্থান পরিবর্তন করে চলেছে।যদি কখনও ঘড়িটি এক জায়গায় থেমে থাকে,তখন আমরা ধরে নেই যে ঘড়িটি অকেজো হয়ে গেছে। ঠিক তেমনি মানুষও নিজেকে পরিবর্তন করে চলেছে।আর যারা পরিবর্তনকে ভয় পেয়ে থমকে আছে অথবা পরিবর্তন করতে পারছেনা তাদেরকেও আমরা অকেজোই মনে করি। এখানে মানুষের সাথে একটি ঘড়ির কি অপ্রিয় মিল।

অনামিকা সেন।।

#আমার_কলম_২২ #উক্তি #জীবন #পরিবর্তন #ঘড়ি

05/03/2023

চাইলেও সব অবহেলা উপেক্ষা
করে চলা যায় না।
কিছু অবহেলা হজম করে
চলার অভ্যাস তৈরি করতে হয়।

অনামিকা সেন।।

#উক্তি
#আমার_কলম_২২
#জীবন


#বাংলাদেশ
#অবহেলা
#অভ্যাস

01/03/2023

মনের সম্পর্ক ফোনে শেষ হয়ে গেলেও
মনে থেকে যায় আজীবন।।

অনামিকা সেন।।

28/02/2023

সারাদিন ফ্যান অন আর অফ,
এই করতে করতেই সময় শেষ।
ফ্যান অফ থাকলে মনে হয়
অন করি,আর অন থাকলে অফ
কি-এক-টা-অ-ব-স্হা🙄🙄🙄।।

অনামিকা সেন।।

বি:দ্র: কার কার আমার মতো এই অবস্থা হাত 🤚তুলেন।।

21/02/2023

১টা প্রশ্ন ,পারলে কেউ উত্তর দিবেন।

মহিলা নার্সদের আমরা সিস্টার বলে ডাকি।
তাহলে পুরুষ নার্সদের কি বলে ডাকবো??
ব্রাদার নাকি অন্য কিছু????🤔🤔🤔

- অনামিকা সেন।।

19/02/2023

তোমার আমার ভালবাসা খুব
সত্যি হলেও দিন শেষে তা মিথ্যে।
তাই তোমার আমার গল্পগুলো
আর কাউকে বলা হলোনা।

- অনামিকা সেন।।

19/02/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

15/02/2023

আমরা স্বপ্ন দেখতে ভালবাসি
কিন্তু স্বপ্ন দেখাতে পারি কি???
শুধু নিজের নয় অন্যের স্বপ্ন ও
বাস্তবায়নের চেষ্টা করা উচিত।
তাতে আত্নতৃপ্তি বাড়ে।
আত্নতৃপ্তি আমাদের অন্যরকম সফলতা।
যা জীবনের অন্য এক দুয়ার
উন্মোচন করে দেয়।
মানুষকে আরও পরিনত করে তোলে।

অনামিকা সেন।।

13/02/2023

নিজের জীবনকে অর্থবহ করে
তুলতে অর্থের কোন বিকল্প নেই।
নিজেকে একটা নির্দিষ্ট লক্ষ্যে
পৌঁছানোর পর অনুধাবন করা যায়
আহা জীবন কতোটা স্বাধীন।।
স্বাধীন মানে অন্যের তোয়াক্কা
না করে জীবনকে যাপন করা।
অর্থ থাকলেই সুখী নয় তবে
আত্নসন্মানের সাথে পথচলা যায়।
জীবনকে গুরুত্বপূর্ণ করা যায়।
মনে রাখতে হবে আপনার জীবনের
কেন্দ্রীবিন্দু যদি অন্য কেউ হয়
অথবা অন্যের জীবনের উপর আপনার
জীবনের সবকিছু নির্ভরশীল হয়
তাহলে আর যাই হোক স্বাধীন জীবন পাবেন না।
চলুন সবাই একসাথে নির্ভরশীল জীবনকে না বলি।

অনামিকা সেন।।

11/02/2023

স্ক্রীন আসক্তির জন্য আমাদের ধৈর্য ধারণ হ্মমতা কমে যাচ্ছে। যেখানে জীবনকে সুন্দর করে সাজানোর পূর্ব শর্ত ধৈর্য ও অধ্যাবসায়।

অনামিকা সেন।।

07/02/2023

মানুষ সুখী হতে চায় কিন্তু পারেনা। কারন জীবনের প্রাপ্তির থেকে অপ্রাপ্তি গুলো বেশি স্মৃতিচারণ করে। এজন্য মানুষ সবসময় নিজেকে দুখি মনে করে। নিজেকে সুখী ভাবতে না পারাটা একটি মানসিক রোগ।

অনামিকা সেন।।

07/02/2023

তুমি চেয়েছিলে ভালোবাসার লাল গোলাপ।
কিন্তু,আমি চেয়েছিলাম হলুদ গোলাপ।

অনামিকা সেন।।

#আমার_কলম_২২ #উক্তি #জীবন #বাংলাদেশ #ভালবাসা #প্রেম

05/02/2023

যার অভিনয় যত নিখুত
সে সর্ব মহলে ততো বেশি জনপ্রিয়।

অনামিকা সেন।।

04/02/2023

পৃথিবীর সবচেয়ে পরিশুদ্ধ ভালোবাসা মনে করা হয় মা ও সন্তানের ভালোবাসাকে। সন্তানের ভালোবাসা শুরু হয় মাতৃদুগ্ধ দিয়ে। সুতরাং প্রয়োজন ছাড়া কখনও প্রিয়জন তৈরি হয় না।

অনামিকা সেন।।

03/02/2023

মানুষের হ্মমতার সীমাবদ্ধতাই
অসুখী হবার একমাত্র কারন।

অনামিকা সেন।।
#আমার_কলম_২২ #উক্তি #প্রেম #বাংলাদেশ #জীবন #বিডি

03/02/2023

তুমি আমার এক সমুদ্র অনুভূতির নিঃশব্দ ভালোবাসা।।

অনামিকা সেন ।।

03/02/2023

এই জন্মে তোমার সাথে পথচলা আর হলো না
তাই বলে ভেবোনা হাল ছেড়েছি
পরের জন্মে নিশ্চিত হবে এই ভেবে রেখেছি।
এখনো ভ্যান থেকে নেমে দুচোখ তিনশো ষাট ডিগ্রী
ঘুরে বেড়ায় কোন এক সুপ্ত আশায়।
তোমার খবর পাবার আশায় কারো কাছে যাইনি
তাই বলে ভেবোনা তোমায় মনে রাখিনি।
তুমি আমার এক অনন্য মনের মধ্যে লুকানো।
সরস্বতী পূজো মানেই একসাথে অঞ্জলী দেওয়া
অঞ্জলী শেষে ঝগড়া করে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরা।
এসব এখন মধুর স্মৃতি যা কখনো যাবেনা ভোলা।

অনামিকা সেন।।

#আমার_কলম_২২ #উক্তি #জীবন #বাংলাদেশ #বিডি #প্রেম #প্রেমিকা

01/02/2023

দান হোক
মুক্ত হস্তে নয়,
মুক্ত মনে।

অনামিকা সেন।।

01/02/2023

জীবনে সুখী হতে চাইলে
পান করতে শিখুন।
কি পান???
তিক্ততা পান করতে শিখুন।
তাহলেই সবসময় ভালো থাকবেন।

অনামিকা সেন।।

#উক্তি #জীবন #বিডি #বাংলাদেশ #আমার_কলম
#আমার_কলম_২২

20/01/2023

কিছু কিছু ভুলের মাশুল
সারাজীবন ধরে দিতে হয়।।
ভুলগুলো এমন আস্টেপিস্টে
জড়িয়ে যায়,এতোই শক্তিশালী
যেখান থেকে চাইলেও বের হওয়া যায়না।।

23/12/2022

বাস্তবের থেকে কল্পনা
অনেক বেশি সুন্দর।
কারন কল্পনায় তুমি
সবসময় শুধুই আমার।

অনামিকা সেন।।

13/12/2022

মানুষের জীবনে সবথেকে বড় ম্যাজিশিয়ান মা-বাবা।

--অনামিকা সেন।।

10/12/2022

#মা #আমার_কলম_২২

খুব দুরন্ত শিশুও মা এর কোলে এসে শান্ত হয়ে যায়।প্রয়োজন হয়না কোন অনুসঙ্গের। এটাই মা এর ম্যাজিক। এটাই একমাত্র শান্তির ঠিকানা।এক অহ্মরের বানান হলেও হাজার অহ্মরের বানানের থেকেও ধারালো।এটি এমন একটি শব্দ যা উচ্চারণে ও শান্তি ,যার সান্নিধ্যে ও শান্তি,যার কথাতে ও শান্তি,যার মুখ দেখলে ও শান্তি অনুভব হয়।যার মুখ টা সবচেয়ে মায়াবী সে হলো মা।মা ও সন্তানের সম্পর্ক অদ্বিতীয় সম্পর্ক।।

অনামিকা সেন।।

04/12/2022

#আমার_কলম_২২ #অনামিকা_সেন #জীবন #ভাইরাল

মানুষ কথা না বলে থাকতে পারেনা।কথা একা একা বলতে পারলেও তা পূর্ণতা পায়না।
তাই কথা বলার জন্য সঙ্গি দরকার। প্রতিদিন মানুষের জীবনে অনেক গল্প তৈরি হয়।দিন শেষে এই গল্পগুলো শোনার মানুষ যার আছে সে সত্যিই সুখী মানুষ ☺️।।

---অনামিকা সেন।।

03/12/2022

#আমারকলম২২ #আমার_কলম_২২ #ভালবাসা #ভালোলাগা #অবহেলিত #অবহেলা #অনামিকা #ভাইরাল #অনামিকা_সেন

তোমার খুব পছন্দের কোনো অভ্যাস,কাজ, ভালোলাগা অথবা ভালোবাসাকে মূহুর্তেই শেষ করে দিতে পারে একটি শব্দ।তা হলো 'অবহেলা'।।

-অনামিকা সেন।।

Want your business to be the top-listed Photography Service in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চোখের মায়া,,,,,#eye #reels #viral #shorts #page #for #foryou #fypシ゚viral #onlyme #girls
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
একটি আত্নার সম্পর্ক,শখ করে নাম দিয়েছিলাম 'তারা'।যেন মিটি - মিটি জ্বলে সারা জীবন। হঠাৎ করে সে নিজেই যে তারা হয়ে ঐ দূর আ...
জীবনে চলার পথে ,,,,একজন আগন্তুক পথিকের দেখা পাওয়া খুব জরুরী।তাতে চলার পথ সহজ না হলেওদীর্ঘ পথ পাড়ি দেওয়ারযে অবশাদ তা ক...
সারাদিন ফ্যান অন আর অফ,এই করতে করতেই সময় শেষ।ফ্যান অফ থাকলে মনে হয়অন করি,আর অন থাকলে অফকি-এক-টা-অ-ব-স্হা🙄🙄🙄।।         ...
১টা প্রশ্ন ,পারলে কেউ উত্তর দিবেন।মহিলা নার্সদের আমরা সিস্টার বলে ডাকি।তাহলে পুরুষ নার্সদের কি বলে ডাকবো??ব্রাদার নাকি অ...
I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
তুমি চেয়েছিলে ভালোবাসার লাল গোলাপ।কিন্তু,আমি চেয়েছিলাম হলুদ গোলাপ।                                          অনামিকা সে...
দান হোকমুক্ত হস্তে নয়,মুক্ত মনে।      অনামিকা সেন।।
জীবনকে সুন্দর করে সাজানো যায় না,জীবন সুন্দর হয় প্রকৃতির ইচ্ছায়।আমরা শুধু চেষ্টা করে যাই মাত্র।যে সফল হয় তাকে যোগ্য ভ...

Category

Telephone

Website

Address

Jessore
7471

Other Camera/Photo in Jessore (show all)
BoRhan Photography BoRhan Photography
Jessore

Any types photoshoot or edit for contract

Gaming Sajal Gaming Sajal
Jessore

happy gaming

Îñdrõ Kúmãr Rãm Îñdrõ Kúmãr Rãm
Kaliganj
Jessore

Jashore volg Jashore volg
Jashore
Jessore, 7400

Jashore is Best District

Of Two Shoot's Of Two Shoot's
Jessore, 0195462

Editing & Photography

FFLover FFLover
Jessore

Nil pakhe Nil pakhe
Jessore

Dream havian butyparlar

KTM Lovers BD KTM Lovers BD
Jessore

Hey Girl😌 তুমি বাইক ভালোবাসো-আমি তোমাকে ভালোবাসবো ☺️🥱

KIB Gamer Yt KIB Gamer Yt
Jessore

https://youtube.com/channel/UCXW1Rb_mqQPFHJ6em4VA-1g

Dream Photography Dream Photography
Phultala Nowapara
Jessore

wading photographr

MD SHOHIDUl ISLam MD SHOHIDUl ISLam
Jessore

gamer