Md. Delwar Hosen
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Delwar Hosen, Digital creator, Jessore.
আন্দোলনে যারা রাজপথে ছিলো তারা এখন বাসায়, আর যারা বাসায় ছিলো এখন তারা ধান্দা করতে রাস্তায়!😅
পার্থক্য এতটুকুই
🇧🇩
কথা গুলো তথ্য উপাত্ত ভিত্তিক।
Quantum Computer
আজ বৃহঃস্পতিবার ২১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ,
২৯ সফর ১৪৪৬ হিজরি
বৈদেশিক মুদ্রার দর:
মার্কিন ডলার ১১৯.২০ টাকা
বৃটিশ পাউন্ড ১৫৬.৬৭ টাকা
ইউরো ১৩২.০৬ টাকা
চাইনিজ ইউয়ান ১৬.৭৭ টাকা
ভারতীয় রুপি ১.৪২ টাকা
মালোশিয়ান রিংগিট ২৭.৪৮ টাকা
আরব আমিরাত দিরহাম ৩২.৪৫ টাকা
সৌদি আরাবিয়ান রিয়াল৩১.৭৬ টাকা
কুয়েতি দিনার ৩৯০.৩৯ টাকা
কাতারি রিয়াল ৩২.৭৪ টাকা
রাশিয়ান রুবল ১.৩৬ টাকা
দক্ষিন কোরিয়ান ওন ০.০৮৯ টাকা
জাপানি ইয়েন ০.৮৩ টাকা
#টাকা #বৈদেশিক_মুদ্রা #ডলার_রেট
পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না।🤣
ছাত্রদের দাবী যৌক্তিক আমরা সবাই তরুণপ্রজন্মের সাথে আছি এক সাথে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবো কোন ভূল বোঝাবুঝি ও সহিংসতা কাম্য নয়। তৃতীয় পক্ষে নামের মুনাফেক গুলোর স্থান ভাগাড়েই হবে।
যত দিন তার হাতে দেশ,
পথ হারাবে না বাংলাদেশ।
জয় বাংলা।
‘পুলিশের চাকরিকে ইবাদত মনে করি, এ কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই’
চাকরিকে রুটি-রুজির পাশাপাশি ইবাদত মনে করেন যশোর জেলার নতুন পুলিশ সুপার মো. মাসুদ আলম।তিনি বলেছেন, ‘এ কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।’
যশোর জেলার নতুন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
এর আগে তিনি কক্সবাজারের চকোরিয়া ও পেকুয়ার সার্কেল এসপি থাকা কালীন অসাধারনভাবে সততার সাথে দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। শুভ কামনা💐
Little bit of freshness🤏
নীলাচল, বান্দরবান।
আর্জেন্টিনার নব নির্বাচিত প্রেসিডেন্টের নাচ উল্লাস ইসরাইলিদের দখলদারিত্বের পক্ষে।
স্থান : দখলকৃত পূর্ব জেরজালেম
আজকের উইকেট গুলো একেবারে নিট এন্ড ক্লিন আমপায়ারদের কোন সুযোগই ছিলো না কাপটা আমাদের এশিয়ার মাটিতে রাখার😥।
Today in history
This day in 1846, astronomer Johann Gottfried Galle became the first person ever to observe the planet Neptune, the existence of which had been mathematically predicted by Urbain-Jean-Joseph Le Verrier and John Couch Adams.
উন্নয়ন আর উন্নতির ভীড়ে শান্তি হারিয়ে যাচ্ছে কারো পরিতৃপ্তি নেই সন্তুষ্টি নেই আছে শুধু চাই আরো চাই।
চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেলে -
স্মরণ -
বাংলাদেশের প্রথম নারী শহীদ
কবি মেহেরুন্নেসা
---------------------------------------------------
কবি মেহেরুন্নেসার জন্ম ১৯৪২ সালের ২০ আগস্ট কলকাতার খিদিরপুরে।
মেহেরুন্নেসার কবি প্রতিভার প্রকাশ ঘটে খুব ছোট বেলায়।
১৯৫২ সালে মাত্র দশ বছর বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তার খুরধার লেখনীর মাধ্যমে এবং জায়গা করে নেন সংগ্রাম, ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, অনন্যা, কাফেলা, বেগম, যুগের দাবিসহ তৎকালীন প্রায় সকল পত্রিকায়।
মাত্র দশ বছর বয়সে ১৯৫২ সালে তার ‘চাষী’ কবিতা সংবাদ এর ‘খেলাঘর’ পাতায় প্রকাশিত হয়। তিনি বড়দের জন্য লেখা শুরু করেন ১৯৫৪ সালে ‘কাফেলা’ পত্রিকার মাধ্যমে।
কবি মেহেরুন্নেসার রুচি, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও কবিতা সমান্তরাল। তার কর্ম, বিশ্বাস এবং বিবক্ষাই তার কবিতা।
প্রথমে তার কবিতায় ফররুখ আহমদের প্রভাব, ইসলামী ভাবধারা, আরবী-ফার্সী শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। জাগে মখলুখ জাগে ফুল পাখি জেগেছে স্বর্ণ সুরুজ ইত্যাদি।
তার বেশিরভাগ কবিতা প্রকাশিত হয় ‘বেগম’ পত্রিকায়। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পরামর্শে তিনি স্বদেশ, প্রেম ও প্রকৃতি বিষয়ে আরবী-ফার্সী শব্দের ব্যবহার বর্জন করে কবিতা লিখতে শুরু করেন।
তিনি রানু আপা নামে ‘পাকিস্তানি খবর’ এর মহিলা মহল পাতার সম্পাদনা করতেন। কবি হিসেবে তিনি ছিলেন সত্যিকার কবিতাকর্মী।
খুব আত্মবিশ্বাস ও সাহসিকতা, তার কবি প্রতিভা আদায় করে নিয়েছিল কবি সুফিয়া কামালের স্নেহ আনুকূল্য।
১৯৬১ সালে যোগ দেন ফিলিপস রেডিও কোম্পানিতে। এছাড়া তিনি ইউএসআইএস লাইব্রেরিতেও অনুলিখনের কাজ নিয়েছিলেন।
উল্লেখ্য যে, সে সময় ফিলিপস ইংরেজি ও উর্দুতে মুখপত্র ছাপাত, কবি মেহেরুন্নেসার চেষ্টায় বাংলা ভাষায় রচিত পত্রিকাও প্রকাশে বাধ্য হয় ফিলিপস কর্তৃপক্ষ।
কবিতার প্রতি ভালবাসা, বাংলা সাহিত্যের প্রতি অকৃত্রিম আকর্ষণ তাকে সাহিত্য চর্চা থেকে দূরে থাকতে দেয়নি।
'রানু আপা' ছদ্মনামে রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন ৬৯ এর আইয়ুববিরোধী উত্তাল গণআন্দোলনে।
নিজের চেষ্টায় তিনি মিরপুরের ৬ নং সেকশনে, ডি ব্লকের ৮ নং বাড়িটি বাবার নামে বরাদ্দ পান।
১৯৬৩ সালে কবি মেহেরুন্নেসা সপরিবারে বসবাসের জন্য ওই বাড়িতে ওঠেন। ১৯৬৫ সাল থেকে তারা থাকতে শুরু করেন মিরপুরে। সে সময় মিরপুর ছিল বিহারী অধ্যুষিত এলাকা।
বাঙালি পরিবার বিহারীদের তুলনায় নগণ্য। এর কিছু দিনের মধ্যে তার বাবা অসুখে পড়েন। তখন তাকে আরও বেশি পরিশ্রম করতে হয় পরিবারের জন্য।
৭১ এ বিহারী অধ্যুষিত মিরপুরে কবি কাজী রোজীর (প্রয়াত সাবেক সংসদ সদস্য) নেতৃত্বে এ্যাকশন কমিটি গঠন করা হয়। এই কমিটির সক্রিয় সদস্য ছিলেন কবি মেহেরুন্নেসা।
১৯৭১ সালের ২৩ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণে লেখক সংগ্রাম শিবির আয়োজিত বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান, আহসান হাবীব, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন কবিরসহ অন্য কবিদের সঙ্গে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মেহেরুন্নেসা।
এ আসরে সভাপতিত্ব করেছিলেন ড. আহমদ শরীফ। সেই অনুষ্ঠানে তিনি 'জনতা জেগেছে' কবিতাটি আবৃত্তি করেন।
বিহারী অধ্যুষিত মিরপুরে তিনি ও তার পরিবার অনেক আগে থেকেই চিহ্নিত হয়ে ছিলেন মুক্তিকামী বাঙালি হিসেবে।
২৭ মার্চ এলো, দুদিন আগেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তখন একতরফা গণহত্যা শুরু হয়ে গিয়েছিল।
কবি মেহেরুন্নেসা বিহারীদের হুঁশিয়ারি উপেক্ষা করে, তার দুই ভাই মিরপুর ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য রফিক ও টুটুলকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা কর্মসূচীর অংশ হিসেবে ২৩ মার্চ সকাল ১০টায় মিরপুরের ৬ নম্বর সেকশনের ডি-ব্লক, ১২ নম্বর রোডে নিজ বাড়িতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন।
এবং ওইদিন বেগম পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা শেষ কবিতা (তাকে মারার মাত্র তিন দিন পূর্বে)। আর এই অপরাধে কাদের মোল্লার নির্দেশে ২৭ মার্চ তার মা, দুই ভাই ও তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার সময় তার বয়স হয়েছিল ঊনত্রিশ বছর।
মেহেরুন্নেসার ছোট দুই ভাইয়ের কাটা মাথা দিয়ে ফুটবল খেলা হয়। প্রত্যক্ষদর্শী মিরপুরের আলী আহাম্মদের ভাষ্য মতে কবি মেহেরুন্নেসাকে চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেলে।
মেহেরুন্নেসার কাটা মাথার বেণী করা চুল ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে ফ্যান ছেড়ে দেয়া হয়। উল্লাস করা হয় কাটা মস্তকের রক্ত ছিটিয়ে। এভাবেই কবি মেহেরুন্নেসা হন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের প্রথম শহীদ মহিলা কবি।
মিরপুরের স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। কিন্তু এই মহান কবির বাংলাদেশে এক বোন ছাড়া কোন আত্মীয় নেই এবং তার বোন মোমেনা বেগম রক্ষণশীল পরিবারের গৃহবধূ হওয়ায় মেহেরুন্নেসাকে নিয়ে আমাদের দেশে উল্লেখযোগ্য তেমন কিছুই করা হয়নি।
তথ্যসূত্রঃ 'দৈনিক জনকণ্ঠ'
২৭ মার্চ ২০০৯
✍️কপি
Safety first🤒
ঈদ মোবারক🌙
লন্ডন চলে যাচ্ছি ✈️
Click here to claim your Sponsored Listing.