Deshio Doi Ghor -দেশীয় দই ঘর যশোর
এটা দেশীয়র একটি অঙ্গ প্রতিষ্ঠান।বগুড়ার সেরা দই টা আপনাদের পর্যন্ত পৌছায় দেওয়াই আমাদের লক্ষ।
না কোন সেল পোস্ট, না কোন প্রমোশনাল পোস্ট,না কোন বুস্টিং তারপরও এক কার্টন দই শুধু ফোন কলেই সেল হয়ে গেল 😊
দই আসছে ২ টার সময়।৬ টার মধ্যে ডেলিভারি দিয়ে কমপ্লিট।
এত শর্ট টাইমে সেল হবে ভাবতেও পারি নি😊
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল😊
সরা দই, শাহী দই,ক্ষিরসা,রসমালাই সব সোল্ড আউট।
এখন মাত্র ৮ পিস কাপ দই আছে।
ইন শা আল্লাহ আজ সেল হয়ে যাবে আশা রাখি
আজ থেকে ঠিক ৩ মাস আগে যখন প্রথমবার দই আসার কথা ছিল ঠিক সেদিন রাতে খুব এক্সাইটেড ছিলাম এবং ঘুম আসছিল না।
আজ আবারও সেইম ফিলিংস কাজ করছে।
দীর্ঘ ১০ টা দিন পর আবার আগামীকাল দই আসবে।
উফ কখন যে সকাল টা হবে??
সূয্যিমামার ঘুম ভাঙবে কখন?
সরা দই এর প্রাইস ২৬০/-
এক সরাতে ৫৫০-৬০০ গ্রাম দই থাকে।
উপরে সরের ঘন লেয়ার।
এই সরের জন্যই সবাই একে বেশি পছন্দ করে।
মাটির সরা সহ ওজন ১৪০০-১৬০০ গ্রাম পর্যন্ত হতে পারে।
যারা বগুড়ার দই ফার্স্ট ট্রাই করতেছেন তাদের জন্য মোস্টলি রিকমন্ডেড এই সরা দই।
আমাদের লোকেশন আরবপুর দিঘির পাড়।
মোবাইল নংঃ01760397271
আবহাওয়াজনিত কারণে আজকে দই আসার কথা থাকলেও নিয়ে আসা সম্ভব হয়নি।
আগামী বুধবার দই আসবে ইন শা আল্লাহ
আমরা শুধু ভালো দই ই সেল করি না ভালো সার্ভিসও সেল করি।
প্রোডাক্ট স্টক থাকা সাপেক্ষে আমরা ইমার্জেন্সি ডেলিভারিও করে থাকি আর সেইটা যত কম সময়ের মধ্যে।
আমরা দই সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠায়।যেন।ডেলিভারিজনিত কোন সমস্যা না হয়।
তারপরও যদি কোন সমস্যা হয় সেইটার সুষ্ঠু একটা সমাধান করি যেন কারো লস না হয়😊
অনলাইন থেকে মানুষ ছবি এবং ভরসা কেনে।
আমি এইটুকু এনসিউর অবশ্যই করতে পারি আমাদের দই ছবির থেকেও সুন্দর এবং আমাদের ভরসা কে আসলেই ভরসা করতে পারবেন আপনারা😊
Call - 01760-397271
১০০ টাকায় পেয়ে যাচ্ছেন ২ পিস কাপ দই ডেলিভারি চার্জ সহ।
একটা লং ব্রেকের পর আগামী সোমবার আমরা আবার বগুড়ার দই নিয়ে আসব ইন শা আল্লাহ।
আমাদের নতুন সংযোজন কাপ দই যেইটার চাহিদা তুঙ্গে কিন্তু সেই পরিমাণ ডেলিভারি করতে পারি না।
এইবার ২৭ পিস কাপ দই আসবে।
আপনারা যারা টেস্ট পার্পজে বগুড়ার দই খেতে চান তাদেরকে আমরা হাইলি রিকমন্ডেড করব এই কাপ দই।
কাপ দই ২/৩ পিস সেল করা খুব রিস্কি।
কিন্তু শুধু আপনাদের জন্য আপনারা যে কোন সংখ্যাতে সেল করি (জোড় সংখ্যা হলে প্যাক করতে ভালো হয়)
আমি আপনাদেরকে সাজেস্ট করব কাপ দই প্রি অর্ডার করে রাখার।কারণ এইগুলা খুব জলদি স্টক আউট হয়ে যায়😊
২ পিস =১০০ /-(ডেলিভারি চার্জ সহ)
অনেকেই বলে বগুড়ার দই তে আগের মত স্বাদ পাওয়া যায় না এখন আর।
এই কথাটার সাথে আমিও একমত।
আমার নানু দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করত।
সংসার জীবনে সে অনেক গরু পালছে।কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে সব বাদ দিয়ে দিয়েছিল।
তো নানু যখন আমাদের বাড়ি আসত তখন দুধ দিয়ে ভাত দিলে ভাত খেতে খেতে বলত এইসব দুধে এখন আর আগের মত সোয়াদ (স্বাদ) নেই।আমার গরুর দুধ যখন ছিল জ্বাল দিলে চটের মত সর পড়ত।ভাত খেয়ে হাত ধোয়ার পরেও হাতে তেল তেল থাকত।
তাহলে এখান থেকে বোঝাই যায় গরুর দুধ যেইটা প্রাকৃতিক ভাবে আসে সেইটাতেও চেইঞ্জ আসছে।
আচ্ছা চিনির কথা ভাবেন।চিনি তে কি আগের মত স্বাদ আছে না ধার আছে?
আগে সেমাই রান্না করতে ২/৩ চামচ চিনি দিলে কি মিষ্টি হয়ে যেত।আর এখন চামচের পর চামচ চিনি ঢালতে হয়।
ব্যসিকালি সব জিনিসের স্বাদেই পরিবর্তন এসেছে।
আর আমাদের দই তৈরির প্রধান ২ টা র ম্যাটেরিয়াল হল দুধ এবং চিনি।
যেখানে গোড়ায়ই গন্ডগোল সেইখানে আগার রস মিষ্টি কিভাবে হবে বলেন।
শুধু দই না সব বলতে সব জিনিসের স্বাদে চেইঞ্জ হয়ছে।
এইটুকু স্বাদের চেইঞ্জ আপনাকে মেনে নিতেই হবে।
আমরা শুধু ভালো দই ই সেল করি না ভালো সার্ভিসও সেল করি।
প্রোডাক্ট স্টক থাকা সাপেক্ষে আমরা ইমার্জেন্সি ডেলিভারিও করে থাকি আর সেইটা যত কম সময়ের মধ্যে।
আমরা দই সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠায়।যেন।ডেলিভারিজনিত কোন সমস্যা না হয়।
তারপরও যদি কোন সমস্যা হয় সেইটার সুষ্ঠু একটা সমাধান করি যেন কারো লস না হয়😊
অনলাইন থেকে মানুষ ছবি এবং ভরসা কেনে।
আমি এইটুকু এনসিউর অবশ্যই করতে পারি আমাদের দই ছবির থেকেও সুন্দর এবং আমাদের ভরসা কে আসলেই ভরসা করতে পারবেন আপনারা😊
আগামী সোমবার দই আসবে ইন শা আল্লাহ 😊
বগুড়ার কাছাকাছি আছে।যে কোন সময় চট করে ঢুকে।যেতে পারে।
সবাই সাবধান🥶🥶
ইয়ে মানে দইয়ের কথা বলছিলাম🙂
সোমবারে চট করে ঢুকে যাবে যশোরে বগুড়ার দই
আমাকে কেও ইগনোর করলে আমি তাকে ইগনোর করি না।
উল্টো তাকে আদর যত্ন করে দই খাওয়ার দাওয়াত করি।
দই না খেলে এনার্জি কই থেকে পাবেন আমার পোস্ট ইগনোর করার😏হুহ বলেন??
দামী গাড়িতে চলার ব্যাখ্যা দিলেন সারজিস আলম।সমন্বয়কেরা এত দামী গাড়ি কই পাচ্ছে তার ব্যাখ্যা জানালেন।
Ten unknown fact about
সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Ten unknown fact about
বাংলাদেশ থেকে ইলিশ চেয়ে ভারতের চিঠি।
Ten unknown fact about
ভারত থেকে কত লাখ যেন ডিম এসেছে।
Ten unknown fact about
সোমবারে আমাদের ফ্রেস দই আসবে।
Ten unknown fact about
জীবনডা ত্যানা ত্যানা হয়ে গেল এই দেখতে দেখতে।
এইসবের মধ্যে একটাই কথা সোমবারে দই আসবে।
It's loud and clear📢
ম্যাক্সিমাম মানুষ চায় কম প্রাইসে বেস্ট জিনিস উইথ এক্সট্রা কোয়ান্টিটি।কিন্তু এইটা কি আসলেই সম্ভব।
কম প্রাইস কিন্তু পরিমাণে কম
কম প্রাইস কিন্তু জিনিস বেস্ট না
সহজ কথায় এই জগতে কম দামে বেস্ট জিনিস পাওয়া যাবে না।
এক কেজি জিলাপি ২০০ টাকা কেজিও হয়,৫০০ টাকা কেজিও হয়,১০০০ টাকা কেজিও হয় আবার ২০০০০ টাকা কেজিও হয়।
জিনিসের পরিমাণ কিন্তু এক শুধু দামের জন্য কোয়ালিটিতে এসেছে হিউজ রকমফের।
এইটুকু জিনিস বুঝে গেলে এবং মানুষ চিনে লেনদেন করতে পারলে পার্ফেক্ট প্রাইসে বেস্ট জিনিসটাই কিনতে পারবেন অনলাইন থেকে।
দেখেন আমাদের দই এবং রসমালাই কিন্তু একের জিনিস।
সলিড প্রাইসে সলিড জিনিস।
আপনারা যদি দাম কমাইতে এবং পরিমাণ বাড়াইতে বলেন তাহলে আমাদের কোয়ালিটি কমাইতে হবে সিউর।
কিন্তু সেইটা আবার আমরা চায় না।
তাই বলি কি কোয়ালিটিফুল জিনিস খান।
মন থাকবে ফুরফুরা একদম।
আগামী সোমবার দই আসবে ইন শা আল্লাহ।
চাইলে প্রি অর্ডার করে রাখতে পারবেন😊ল
একটা ভালো রিভিউ মানে কনফিডেন্সের উন্নতি।আপনি জানেন আপনার প্রোডাক্ট ভালো কিন্তু এইসব ভালো রিভিউ মানে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।
এই যে আমরা এত ভালো জিনিস সেল করি তারপরও যাদের সন্দেহ থাকে তাদের অবশ্যই আমাদের দই টেস্ট করা উচিত এবং উচিত।
কারণ যারা টেস্ট করে নাই তারাই সন্দেহ রাখে
যখন দই থাকে না তখন দইয়ের হিড়িক পড়ে যায়।
এই কয়দিন যে পরিমাণ ফোন পেয়েছি এত ফোন নরমাল সময়েও পায় না আমি।
বাসার দিকের যারা রিপিট কাস্টমার তারা বলছে যে আপু দই নাই এখন আর দই খেতে মন চাচ্ছে বেশি বেশি।কি করা যায় বলেন তো।
এই দই খাওয়ার পর আর অন্য দোকানের দইওও যে।ভালো লাগে না।কবে নিয়ে আসবেন??
আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য দই নিয়ে আসতে পারছি না।😓
কিন্তু খুব শীঘ্রই আমরা ভয়ংকররুপে কামব্যাক করব🙊ইন শা আল্লাহ।
তখন আমাদের কাছে সব ধরনের দই পাবেন।আবারও চিরচেনা রূপে DeDeshio Doi Ghor -দেশীয় দই ঘর যশোরবাইকে বগুড়ার দই খাওয়াবে😊
extra cute🤗‼️
আপনি কিন্তু করেছেন দইয়ের প্রাইস জিজ্ঞেস
এইবার দই না নিলে আপনি হাউন আংকেলের এক্স 🥴
তাই বেশি বেশি দাম জিজ্ঞেস করেন আর প্রি অর্ডার করে রাখেন।
আগামী ১৫/১৬ তারিখে ফ্রেশ দই আসবে।ইন শা আল্লাহ 😊
এই কয়দিনে এত বড় ভালোবাসার জায়গা ক্রিয়েট হইছে আমি নিজেও বুঝতে পারিনি।
একটু সমস্যার জন্য আমরা অফ আছি।
আমাদের একটিভ এক্টিভিটি না দেখে অনেকেই ম্যাসেজ দিয়ে জিজ্ঞেস করছে,অনেকেই আবার ফোন করছে।
আসলে যারা ফোন করছে তাদের ফোন পেয়ে আমি খুবই আবেগাপ্লুত। কারণ কিছুদিনের পরিচয় মাত্র।
নিজের ভিতর একটা ভালো লাগা কাজ করছে😊
সব কিছু ঠিক থাকলে আমরা আবার ১৫ তারিখে বগুড়ার দই নিয়ে আসব ইন শা আল্লাহ 😊😊
কিছু কারণবশত Deshio Doi Ghor -দেশীয় দই ঘর যশোর আগামী ১৩/৮/২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে😓
একটা মাত্র শর্তের ভিত্তিতে Deshio Doi Ghor -দেশীয় দই ঘর যশোর এ আজকের ধামাকাদার অফার।
১.কাপ দই -২/-
২.সরা দই- ৬/-
৩.ক্ষিরসা-৭/-
মোট ১৫ টাকায় পেয়ে যাবেন এই ৩ টা আইটেম🥰
সাথে ডেলিভারি চার্জ -০ টাকা 🥳
কিন্তু শর্ত একটাই পুরো টাকা এডভান্স করতে হবে এবং অনলাইনে অর্ডার দিয়ে অনলাইনেই খাইতে হবে😐
আলহামদুলিল্লাহ আজ অনেক rush গেল
এবং সন্ধ্যার আগে সব দই স্টক আউট 🥳🥳
সব ডেলিভারি করে শেষ করলাম।আলহামদুলিল্লাহ 😊
আগামী ২ দিন আমাদের ছুটি 😁
বাড়িতে যাব।
উফফ খুশি খুশি লাগছে🥳🥳🥳
আচ্ছা আপু একটু সাইডে আসেন।
একটা সিক্রেট কথা জানার আছে👂👀
কথাটা হল শুক্রবারে আপনাদের বাড়ি কুটুমজন আসে না??
মানে দই খাওয়া কুটুম আসে না??
আসলে ফোন ইন্টারনেট হয়ে মানুষ এখন ফোনে ২ মিনিট কথা বলেই খালাস।এখন আর কেও কাওরে দেখতে যায় না রে😔
আচ্ছা একবারে যে আসে না তা তো না?কেও মেও আসে তো নাকি?
এই যে এই গরমে এত কষ্ট করে আপনাদের বাড়ি আসল আপনার তো অবশ্যই উচিত তাকে শেষপাতে দই দেওয়া।
আর যে মানুষ ফোনে ২ মিনিট কথা বলেই দায়িত্ব শেষ করতে পারত সে আপনাকে দেখতে আসছে তার মানে তাকে অবশ্যই স্পেসালি ট্রিট করা উচিত।
আর স্পেশাল ফিল করানোর জন্য আমরা আছি স্পেশাল বগুড়ার দই নিয়ে। বিশ্বাস করেন কুটুমের পাতে দই দেওয়ার সময় যখন বলবেন যে এইটা অরিজিনাল বগুড়ার দই তখন তার মুখে একটা স্পেশাল হাসি ফুটবেই ফুটবে।
সে মনে মনে ভাববে আমার জন্য বগুড়ার দই নিয়ে আসছে?আর সে যদি গ্রাম থেকে আসা কুটুম হয় তাহলে গ্রামে যেয়ে গল্পও করবে।
এই দুইটা পয়েন্ট গ্যারান্টি দিলাম আমি।
আমাদের কাছে অল্প কিছু সরা দই আছে আর।যেগুলো স্পেশালি শুক্রবারের ডিমান্ডের কথা ভেবে নিয়ে আসা।
এক সরা ২৬০/- মাত্র😊
আচ্ছা দইয়ের উপর মোটা সর ফেলানো কি খুবই সোজা?
দইয়ের ভিতরে কোন সর নাই কিন্তু উপরে মোটা সর পড়ে আছে একটু ভাবলে এইটা কিন্তু মোটেও সহজ কোন কাজ নয়।
দুধ জ্বাল দিলে দুধের উপরে সর পড়ে সেইটা নেড়ে দিলে দুধের সাথে মিক্সড হয়ে যায় যার কারণে অনেক দইয়ের ভিতর পর্যন্ত সর থাকে।কিন্তু উপরে সর ফেলানোর প্রসেস কি?
আমাদের দই যারা নিয়েছেন তারা অবশ্যই দেখছেন যে আমাদের সরাটা কত পুরু।এই পুরু সরাই আগুনে পোড়ানো হয়।
এক দিকে দুধ জ্বাল হয় আর একদিকে সরা উত্তপ্ত হয়।
দুধ জ্বাল হয়ে যাওয়ার পরে এই উত্তপ্ত সরাতে দুধ দেওয়া হয় যার ফলে দুধ টগবগিয়ে ফুটতে থাকে।
কয়েক ধাপে দুধ দেওয়ার পর ফাইনাল ধাপে যেয়ে সর পড়ে।
ফ্রেশ দই এসেছে।একদম কড়া সর।এমন কড়া সর অনেক দিন পর পড়ছে।যে নিবে সে জিতবে😊
অথেনটিক সোর্স এর অরিজিনাল বগুড়ার দই পেয়ে যাচ্ছেন দেশীয় দই ঘর যশোর এ।
অনেক অনেক রিভিউ নিয়ে আমরা পথ চলছি।
আমার প্রাণের শহর যশোরের মানুষের কাছে অরিজিনাল বগুড়ার দই পৌছে দেওয়ায় আমাদের প্রথম,প্রধান এবং একমাত্র লক্ষ্য।
এত এত ভেজালের ভিড়ে একদম নির্ভেজাল জিনিস টা দিচ্ছি আপনাদের হাতে।
আমাদের আইটেমগুলো হল
১.সরা দই
২.কাপ দই
৩.শাহী দই
৪.হাড়ি দই
৫.টক দই
৬.ক্ষিরসা
৭.রসমালাই
আমাদের লোকেশনঃআরবপুর দিঘির পাড়।
মোবাইল নম্বরঃ01760397271
ওয়েবসাইট লিংকঃ https://arini.com.bd/shop/
এই মূহুর্তে আমাদের কাছে সব ধরনের দই স্টকে আছে। কেও কোন কিছু অর্ডার করলে বলতে হবে না যে স্টক আউট। মনে করেই শান্তি শান্তি লাগছে।জানি না এই শান্তি কতক্ষণ পর্যন্ত থাকবে?😪
আপনাদের উচিত আমার শান্তি ভঙ্গ করে দেওয়া। এক মানুষ এত শান্তিতে কেন থাকবে আপনাদের হিংসে হওয়া উচিত।তাই জলদি করে অর্ডার করেন
এই মূহুর্তে পাবেন
১.ইয়াম্মি রসমালাই
২.কাপ দই
৩.সরা দই
৪.শাহী দই
৫.হাড়ি দই
কাপ দই ২ পিস ডেলিভারি সহ ১০০/-😊
প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এমন দু একটা ডিপ্রেসড জিনিস থাকে যে সে কথায় কথায় ডিপ্রেশনে চলে যায়।
জেরিন নামের আমার এক বান্ধুবি আছে যাকে ডিপ্রেশন কুইন বললেও ভুল হবে।
তার জন্য আমাদের কমন ডায়লগ ছিল "এক মুখটি (বোতলের ক্যাপ) পানিতে ডুবে মরে যা তুই।😐
কিন্তু সে সেই কথা কোনদিন মানেনি,হয়তো আমরা তাকে বোতলের মুখটি কখনো দেয়নি সেই জন্য হয়তো 😑
যাইহোক আপনাদের জন্য ফ্রিতে একটা পরামর্শ দিই।
আপনার সেই ডিপ্রেশন খ্যাত বন্ধুটিকে একটা কাপ দই গিফট করেন।
তারপর বলেন যে এই দই শেষ করে কাপ টা রেখে দিবি।যদি আর কখনো তোর এই আউলাঝাউলা ডিপ্রেশনের গল্প শুনাস আমাদের তাহলে এই কাপেই তোকে চুবিয়ে মারব।
প্রয়োজন পড়লে এই সুমধুর বাণী আপনাদের হয়ে আমরা চিরকুট আকারে লিখে দিব।
ok tata.Thanks me later okay??
Cup doi is restocked.
2 piece cup doi price 100 /- (included delivery charge within Jaahore city)
It’s a great opportunity for those who didn’t try bogurar doi anytime.
N.B:Delivery charge is not free. It's included within 100 taka😊
আজ দুপুরে দই এসেছে।এক্কেরে কড়া সর পড়েছে আজ।
যে নিবে সে আজ নিশ্চিত জিতবে।আর খাইতেও খুব স্বাদ।
জাস্ট ছবিতে দেখেন যে ছবিগুলোই এত্ত সুন্দর তাহলে দই কত টেস্টি হতে পারে!
একদম ফ্রেশ এবং টাটকা দই।
সিল টা দেখেন তারিখ গতকালের। অর্থাৎ দই যে ফ্রেশ তাতে কোন সন্দেহ থাকার কথা না।
😊
এই ৪ টা দিন ধরে তীব্র মাথাব্যথা এর মাঝে ৩ দিন আগেও দই আসছে আর আজকেও দই আসবে।
এই অবস্থায় সব মেইনটেইন করা খুব কষ্ট হয়ে যাচ্ছে😥
আজকে একটু পরেই ফ্রেশ দই আসবে।যারা ফ্রিজিং ছাড়া দই নিতে চান তারা আজই অর্ডার করতে পারেন
১.সরা দই
২. শাহী দই
৩.হাড়ি দই
৪.কাপ দই
৫.ক্ষিরসা
৬.রসমালাই
৩০ তারিখে দই আসছিল আবার ২ তারিখে দই আসছে।এর মাঝে আজকে অনেককেই স্টক আউট বলতে হয়েছে😥।
আপনাদের এত্ত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।
আগামীকাল আবার দই আসবে।এর মাঝে ক্ষিরসা স্টক আউট। যারা যারা ফ্রেশ দই নিতে চান তারা কাল নিতে পারবেন ইন শা আল্লাহ 😊
সব প্রকারের দই আসবে আগামীকাল
এই জন্যই বলি চিঠির সাথে একটা করে দই গিফট পাঠান।
চিঠি পড়ে মাথা গরম হয়ে যাবে আর দই খেয়ে মাথা হবে ঠান্ডা।
তাই সম্পর্কের ব্যালেন্স এর জন্য দই জরূরী।
তারপরও কিছু লোক এইসব কথা বুঝবে না😒
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Jessore
7440
Jessore
S M Shakib Parvez Owner & Managing Director Food Land Home Service Chowgacha,Jessore.
Jessore, 7400
Ghorowa Rooftop party center is Jessore's party center and catering service.
Dhaka Magura Highway Road Opposite Of Panchbaria Girls School
Jessore, 7400
গ্রীনসিটি! যশোরের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা মনোরম পরিবেশে সুস্বাদু খাবার পরিবেশন আমাদের এক মাত্র অঙ্গীকার!