Priyo Fresh Food
A Trusted Source of fresh food.
খাঁটি মধু চেনার ৬ কৌশল।
মধুতে রয়েছে অনেক ঔষধি গুণ। ত্বকের যত্নে ও ঠাণ্ডাজনিত সমস্যা সারাতে মধু খুব ভালো কাজ করে। মধুতে প্রায় ৪৫টিও বেশি খাদ্য উপাদান থাকে। তবে এতে সাধারণত কোনো চর্বি বা প্রোটিন নেই। প্রতি ১০০ গ্রাম মধু থেকে আমরা পাই ৩০৪ ক্যালরি।
মধু কিনতে গেলে কমবেশি সবাই বিপাকে পড়ে যান। কারণ নকল মধুতে বাজার সয়লাব। সব মধুর চেহারা একই রকম হওয়ায় বোঝা দায় কোনটি আসল, কোনটি নকল।
খাঁটি মধু চেনার উপায় জানতে হলে আপনার কিছু কৌশল জানা প্রয়োজন, খুব সহজেই চিনতে পারেন আসল মধু। তবে আসল মধু চেনার আগে চিনতে হবে নকল মধু।
আসুন জেনে নিই খাঁটি মধু চেনার উপায়-
১. এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মধু দিন। তার পর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তা হলে বুঝবেন সেটি খাঁটি মধু।
২. নকল মধুতে ফেনা হয়। এ ছাড়া একটু টকটক গন্ধ থাকবে এবং গন্ধ তেমন ভালো হয় না।
৩. নকল মধু বেশ পাতলা হয়। স্তরগুলো আলাদা করা যায়। এ ছাড়া খেতে সুস্বাদু হয় না। এ ছাড়া তলানিটা খসখসে থাকে।
৪. সামান্য মধু আঙুলে নিন, এর পুরুত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো হবে।
৫. খাঁটি মধু ড্রপ অবস্থায়ই গ্লাসের নিচে চলে যাবে। তার পর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটি ভেজাল মধু। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তা হলে বুঝবেন সেটি খাঁটি মধু।
৬. মধু যদি নকল না হয়, তবে দীর্ঘদিন থাকলেও মধুর নিচে জমাট বাঁধবে না। এ ছাড়া পিঁপড়া ধরবে না।
আমাদের শোরুম ঠিকানা:- প্রিয়ভাষিণী/Priyobhashini
বীর মুক্তিযোদ্ধা আলি হোসেন মনি সড়ক(প্যারিস রোড) -যশোর।
01303654288.
🌱কারখানা ঠিকানা :- নাজিরশঙ্কর পুর, সাদেকদারোগার মোড় - যশোর।
সরিষা ফুলের মধু পাবেন টাটকা টাটকা। ঘন খাঁটি তরল মধু।
ফ্রেস কাচা রস(খেজুর রস)
১৩ লিটার রস পেয়েছি।
ফ্রেস ও অর্গানিক ফুড পাবেন আমাদের পেইজে।
প্রিয়ভাষিণী/Priyobhashini -একটি অংঙ্গপ্রতিষ্ঠান
Priyo Fresh Food।
আমাদের শোরুম ঠিকানা:- প্রিয়ভাষিণী/Priyobhashini
বীর মুক্তিযোদ্ধা আলি হোসেন মনি সড়ক(প্যারিস রোড) -যশোর।
01303654288.
🌱কারখানা ঠিকানা :- নাজিরশঙ্কর পুর, সাদেকদারোগার মোড় - যশোর।
খাঁটি #ঘী পেতে যোগাযোগ করুন আমাদের সাথে....
প্রিয়ভাষিণী/Priyobhashini - র একটি অংঙ্গ প্রতিষ্ঠান Priyo Fresh Food.
🍁আমাদের ব্যবসার মুনাফার ১% আমরা সমাজের ভালো কাজ ও অসহায় মানুষের সাহায্যের কাজে ব্যায় করেথাকি।
🍁শোরুম ঠিকানা : "প্রিয়ভাষিণী"
বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়ক (প্যারিস রোড), মুসলিম একাডেমি মার্কেট, যশোর। 01303654288
সন্ধার নাস্তা.....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Telephone
Website
Address
7400