Warriors of Bangladesh
'ওয়ারিয়র্স অব বাংলাদেশ' দল দেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহী ক্রিকেটারদের নিয়ে গঠিত।
Application Link -> https://tinyurl.com/23ntalzc
পড়লে উপকৃত হবেন,আশা করি।
পরনির্ভরশীল ক্রিকেটারদের গুণাগুণঃ
যেটা চলছে বর্তমান
সামনে হয়তো আরো খারাপ হবে,এরা সারা জীবন অন্যের উপর দোষ চাপিয়ে,নিজে বাঁচার চেষ্টা করে।
এদের সুন্দর কিছু গুণ আছে,আমার কোচিং লাইফের বাস্তব অভিঙ্গতাঃ
১.এরা অল্প পরিশ্রমে,বড় কিছু পাবে বলে বসে থাকে।
২.খুব স্মাট হয়,কোচদের ইমোশনাল করে।
৩.লোক দেখানো,ক্রিকেট খেলে।
৪.ফেসবুকে ভালোবাসি বাবা মা বলে খুব পৌষ্ট করে,বাট বাবা মায়ের কষ্টের টাকার প্রতি কোন ভালোবাসা নেই।
৫.লভিং করে ক্রিকেট খেলতে চায়।
৬.শ্রমের চেয়ে পয়সার গরম বেশী দেখায়।
৭.কোন প্রকার সুয়োগ পেলে,প্রথম বেইমানী তার নিজ কোচের সাথে।
৮.কোচের পারিশ্রমিক দেয়না,অভাব অনটনের অজুহাতের শেষ থাকেনা।
৯.৩-৪ বছর প্রাকটিস করে,বেশী বুঝবে,কারো কথা শোনে না,আসা যাওয়া ছাড়া মন দিয়ে কাজ করবে না।
১০.এদের এমন অবস্হা,এদের খেলা কোচরা করে দিলে ভালো হবে।
১১,টাকায় ক্রিকেট খেলবে,অজুহাত পুজি করে।
১২.সারা জীবন কোচের দোষ দিবে।
১৩.কোচের কথা না শোনে,কিছু না বুঝে ঝরে যাবে,পরে কোচের গুষ্টি উদ্ধার করবে।
১৩.যতপ্রকার দোষ কলংঙ্ক আছে,সব কোচের দিবে।
১৪.এরা সত্য কথা ও সঠিক টা মানতে চায় না,মিথ্যাটা খুব সহজেই গ্রহণ করে।কারণ এদের নিয়্যাত টাই তো ভালো না,তাই সত্যর কোন মূল্য দেয় না।
এটা আমার অভিঙ্গতা আমি পেয়েছি,আমার কোচিং জীবনে।
আমি সব সময় বলী ক্রিকেট খেলাটা ভন্ডামী না,এটা পরিশ্রমী মানুষের খেলা,এটা বাবা মায়ের শেষ করা জোয়া খেলা নয়,এটা বিশ্বদরবারে বাবা মাকে সম্মানীত করা একটি খেলা,এটা রাজনৈতিক কোন ইভেন্ট নয়,এটা পরিশ্রমী ও সততার খেলা।পরে দোষ দিয়ে,গুরুজনের মনে আঘাত করে,বাবার কষ্টের মূল্য না দিয়ে,গুরুজনের শ্রমের মূল্য না দিয়ে,ফেসবুকে আবেগী পৌষ্ট করে,ক্রিকেটার হওয়া সম্ভব না,সাময়িক একটা ভন্ডামী চরিএ,এটা একটা বিকলাঙ্গ মতিষ্ক।এমন ছেলেরা ৫০ বছর প্রাকটিস করেই বা লাভ কি,এবং পৃথিবীর শ্রেষ্ঠ কোচের সাথে কাজ করেও,এদের কোন লাভ হবে,কারণ এমন চিন্তার কাছে পৃথিবীটাই অয়োগ্য,পৃথিবীতে ভন্ডামী করে চলা যায় না।কিছু মানুষকে দায়ী করা,নিজেকে নিজের অজান্তে ঝুকিতে ফেলা।যেখানে যে খেলবে,তারচেয়ে কোচের আগ্রহ বেশী থাকলে,সেই প্লেয়ার কোথায় যাবে,তার ভবিষ্যত কি হবে।
ক্রিকেটার তারাই হবে,তারাই হয়েছে,
যারা আবেগের চেয়ে চেষ্টা বেশী করেছে,সঠিক পরিশ্রম ও গুরুজনকে কথা মেনে চলেছে।অন্যের দোষ গুণ না খুজে,নিজের দূর্বলতা বার বার খুজেছে,এবং সেই ঘাটতি পূরণ করেছে।আজ খুজে দেখুন তারা সফল আজ,তারা সম্মানীত।আমি ৫০ জন ছাএ নিয়ে কাজ করলে,৫ জন পাই সম্ভবনাময়ী,তার ভিতর হারিয়ে যায় তিনজন,২ জন সফল হয়,কারণ সঠিক লোক, এভেল এভেল হবে না।তাই বলছি,সকলকে,ভাই অজুহাত,অভাব,ভন্ডামী,উষকানী,গুরুজনের আঘাত বাদ দিয়ে,ফেসবুক আবেগ না মেরে যতটুকু পারা যায় মন প্রাণ দিয়ে চেষ্টা করুণ।আর তা না পারলে,সময় মতো আর যা করতে ভালো লাগে সেটা করুণ।তাছাড়া কিছুই সম্ভব না।দন্ড হবে বেশী,যদি চেষ্টার চেয়ে আবেগ বেশী থাকে,নিজের ভুল গুলো না ধরে অন্যের পিছু লাগা অভ্যাস না বাদ দিতে পারেন।।
আল্লাহ উপর ভরসা রেখে,মন প্রাণ দিয়ে চেষ্টা করুণ,গুরুজন ভাঙ্গাচুরা যাইহোক তার নির্দেশনা মেনে,তার হক তাকে বুঝায় দিয়ে,চেষ্টার ক্ষুধা নিয়ে কাজ করুণ,আল্লাহ নিরাশ করবেন,কিছু তো দিবেনই।
এটা আমার অভিঙ্গতা শেয়ার করলাম।
মোঃ সৈকত হোসেন।
ক্রিকেট প্রশিক্ষক।
Sheikh Sajib Abidur Rahman Akash BD Fitness Zone Anik Bhattacharjee MD Rashel Mostafa Mohammed Saikat মোহাম্মদ হাসান মেহেদী Mina Smriti Cricket Acadmy Shahriar Anik Azahar Mahmood Shohel H.M. Abdullah Al Mamun Sajib Kumar Das Md Sohanur Rahman Sohan Shanvi Ahmed Milton Sylhet Strikers
সময়ের উপযোগী কোচ।প্রিয় একজন মানুষ।মেধাবী,পরিশ্রমী,সৎ একজন মানুষ।
একজন ছাএর জন্য কতটা দায়িত্বশীল হওয়া জরুরী,সেটা স্যার খুব ভালো জানেন।আমরা গর্বিত ওনার মতো একজন কোচের সাথে কাজ করতে পেরে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Jhenida
7320
Jhenida, 7300
Welcome to spots lover eklas ..!🌺🖤 ⚠️✔️প্রয়োজন ছাড়া বেশি করে মেসেজ দিবেন আজকে ফ্রি আছি 🔞 🙃
Chutlia, Roton Hat, Jhenaidah
Jhenida
Assalamu alaikum welcome to [Makkah vlog channel ] I am mohammad shishir saudi expatriates you can
Jhenida
This a New Page plz Follow My Page n support Me� Falcon pasha gaming Pubg Mobile Lite Gameplay
Jhenida, 7350
এই পেজটিতে গ্রাম্য পবিবেশের খেলাধুলা ও বিনোদন দেখানো হচ্ছে, অথএব পেজটি ফলো করুন। আমাদের পেজটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। This page is showing sports and entertainment of rural...
Abdur Razzak New Market, Horinakundu Bazar, Jhenidah
Jhenida, 7310
"Welcome to Mawa Sports! 🏀⚽ Explore the exhilarating world of sports with us. 🌟 #MawaSports #GameOn