RAC Technical guide line

RAC Technical guide line

Discussion on Refrigeration and Air Conditioning, Microwave Oven, Washing Machine, Electrical and El Jhenaida

05/08/2024

আলহামদুলিল্লাহ

02/08/2024

দুইটা চোখ আর দুই টা কান
দেখবা আর শুনবা মানুষ!
একটা মুখ তো একটু কথা কম বলবা।

Photos from RAC Technical guide line's post 31/07/2024

মনে কি পড়ে, স্কুলে করা সেই শপথটার কথা অথবা বলতে পারেন জীবনের প্রথম দলীয়ভাবে যে শপথটা করেছিলেন?

"আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা এবং সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অ"ন্যা"য় ও দু"র্নী"তি করিব না এবং অ"ন্যা"য় ও দু"র্নী"তিকে প্রশ্রয় দিব না। হে আল্লাহ , আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি, বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি- আমীন।"
দশবারো বছর ধরে স্কুলে করা শপথ আমরা ভুলিনি, ভুলবো না।✊
🇧🇩🇧🇩🇧🇩ইনশাআল্লাহ🇧🇩🇧🇩🇧🇩

31/07/2024

পুরিয়ে ফেলা হোক সেই বইয়ের পাতা,
যে পাতায় লেখা ছিল বাংলাদেশ স্বাধীন..! 😭😭

30/07/2024

তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।

[সূরা আত তাওবা : ৮২]

17/07/2024

R410a গ্যাস থেকে R32 গ‍্যাস কেন ভালো

R410A এবং R32 গ্যাস উভয়ই এয়ার কন্ডিশনার এবং হিট পাম্পের জন্য ব্যবহৃত হয়, তবে R32 গ্যাস কিছু দিক থেকে R410A-এর চেয়ে ভালো বলে বিবেচিত হয়। এর প্রধান কারণগুলো হলো:

1. **উচ্চ তাপ স্থানান্তর দক্ষতা**: R32 গ্যাসের তাপ স্থানান্তর করার ক্ষমতা R410A-এর চেয়ে বেশি, যার ফলে এটি এয়ার কন্ডিশনারগুলিকে আরও কার্যকরভাবে শীতল করতে সক্ষম করে।

2. **নিম্ন GWP (Global Warming Potential)**: R32 গ্যাসের GWP প্রায় 675, যা R410A-এর GWP 2088-এর চেয়ে অনেক কম। এর ফলে R32 পরিবেশের জন্য কম ক্ষতিকর।

3. **কম্প্রেসর দক্ষতা**: R32 গ্যাস ব্যবহার করলে কম্প্রেসর কম শক্তি ব্যবহার করে, যার ফলে বিদ্যুৎ খরচ কম হয় এবং এনার্জি ইফিসিয়েন্সি বাড়ে।

4. **কম পরিমাণ গ্যাস প্রয়োজন**: R32 গ্যাস ব্যবহারে একই পরিমাণ শীতলকরণ পাওয়ার জন্য R410A-এর চেয়ে কম পরিমাণ গ্যাস প্রয়োজন হয়।

এই কারণগুলো R32 গ্যাসকে R410A-এর চেয়ে পরিবেশবান্ধব এবং কার্যকরী করে তোলে।

17/07/2024

কাজের ফাঁকে

09/07/2024

একজন ভালো বিজনেস হতে হলে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী দরকার। এর মধ্যে কিছু প্রধান গুণ হলো:

1. **নেতৃত্ব গুণ**: টিমকে নেতৃত্ব দিতে এবং প্রেরণা দিতে সক্ষম হতে হবে।
2. **ব্যবস্থাপনা দক্ষতা**: কার্যকরীভাবে সময় এবং সম্পদ ব্যবস্থাপনা করা জানতে হবে।
3. **যোগাযোগ দক্ষতা**: স্পষ্টভাবে এবং প্রভাবশালীভাবে যোগাযোগ করতে হবে।
4. **বাজার জ্ঞান**: বাজার এবং প্রতিযোগীদের সম্পর্কে গভীর জ্ঞান থাকা।
5. **সৃজনশীলতা**: নতুন আইডিয়া এবং সমাধান খুঁজে বের করার ক্ষমতা।
6. **বাজেটিং এবং আর্থিক দক্ষতা**: আর্থিক পরিকল্পনা ও বাজেট তৈরি করতে সক্ষম হতে হবে।
7. **ঝুঁকি ব্যবস্থাপনা**: ঝুঁকি সনাক্ত এবং মোকাবেলা করার ক্ষমতা।
8. **গ্রাহক মনোভাব**: গ্রাহকদের প্রয়োজন এবং প্রত্যাশা বোঝা এবং তার উপর ভিত্তি করে সেবা প্রদান।

এই গুণাবলীগুলি একজনকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করবে।

26/06/2024

আলহামদুলিল্লাহ

পরিশ্রম করলে সাফল্য আসবেই। পরিশ্রম না করলে প্রতিভা শেষ হয়ে যায়। আর পরিশ্রম করলে প্রতিভা না থাকলেও প্রতিভা জন্ম নেয়। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেয়া যায়।

24/06/2024

হুট করে কিছুই শিখে ফেলা যায় না। কোনো বিষয়ে দক্ষতা গড়তে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। সে বিষয়ে চিন্তা করতে হবে। আরও অ্যাডভান্সড টপিক কীভাবে শেখা যায়, তার উপায় নিয়ে ভাবতে হবে। শূন্য থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত এগিয়ে যেতে আপনাকে একটা লম্বা জার্নি পাড়ি দিতে হবে।

21/06/2024

কাজের ফাঁকে 😁

06/06/2024

R22 গ্যাসের কম্প্রেসারে R410a গ্যাস ব্যবহার করে যাবে কিনা?

R22 এবং R410A দুই ধরনের রেফ্রিজারেন্ট গ্যাসের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যার ফলে R22 কম্প্রেসারে R410A ব্যবহার করা অনুচিত। নিচে কিছু প্রধান কারণ এবং সম্ভাব্য সমস্যা বর্ণনা করা হলো:

1. **প্রেশার (চাপ):** R410A-এর চাপ R22-এর তুলনায় অনেক বেশি। R22 কম্প্রেসার এবং সিস্টেমের অন্যান্য উপাদানগুলি এই উচ্চ চাপ সামলাতে সক্ষম নয়। এর ফলে কম্প্রেসার ও সিস্টেমের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

2. **তেল সামঞ্জস্যতা:** R22 সিস্টেমে সাধারণত মিনারেল তেল ব্যবহার করা হয়, যেখানে R410A সিস্টেমে পলিয়েস্টার তেল ব্যবহার করা হয়। এই দুই ধরনের তেলের মধ্যে সামঞ্জস্য নেই, ফলে লুব্রিকেশন সমস্যা দেখা দিতে পারে।

3. **উপাদান সামঞ্জস্যতা:** R22 এবং R410A সিস্টেমের কিছু উপাদান একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পার্থক্যগুলির কারণে সিস্টেমে লিকেজ এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

4. **কারিগরি স্পেসিফিকেশন:** R410A ব্যবহার করার জন্য ডিজাইন করা কম্প্রেসার এবং অন্যান্য উপাদানগুলি প্রযুক্তিগতভাবে উন্নত এবং ভিন্ন স্পেসিফিকেশন অনুসারে তৈরি করা হয়।

সারসংক্ষেপে, R22 কম্প্রেসারে R410A ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে সিস্টেমের ব্যর্থতা, কার্যক্ষমতা হ্রাস, এবং নিরাপত্তা সমস্যা সৃষ্টি হতে পারে। এটি করার পরিবর্তে, আপনার সিস্টেমটি R22 থেকে R410A-তে রেট্রোফিট করার জন্য একজন পেশাদার HVAC টেকনিশিয়ানের সাথে পরামর্শ করা উচিত।

একে অপরকে সহযোগিতা করি সবার দক্ষতা বৃদ্ধি করি।

RAC Technical guide line

23/05/2024

#সততা_সর্বউৎকৃষ্ট_পন্থা!

কিছুদিন যাবত আমাদের গ্রুপে বড় ভাইয়ারা গ্রুপে পোস্ট দিচ্ছে যে XYZ জায়গায় এসি সেটিং করতে হবে।কেউ থাকলে নক করবেন। এমন একটা পোস্ট আমার চোখে পরলো আমার দোকানের এর পাশে একটা কাজ হবে। আমি ভাইকে ফোন দিলাম। উনার কথা শুনে আমার খুবই কষ্ট লাগলো। উনি আমাকে বলছে যে আপনি এসি ফিটিং করবেন এর থেকে আমাকে কিছু কমিশন দিতে হবে। আমি বলাম এসি ফিটিং কত টাকা ভাই। উনি বলছে যে আপনি যে X টাকা পাবেন তার থেকে আমাকে Z টাকা দেবেন। তারপর বলছে যে এসিতে গ্যাস লাগবে না আপনি বলবেন গ্যাস লাগবে এর থেকে আপনি XYZ টাকা নেবেন। এটাকে থেকে আমাকে Abc টাকা দেবেন। উনি যে কথাগুলো আমাকে বলছে কথাগুলো কতটুকু যুক্তি আর একজন মানুষ হিসাবে এ কাজগুলো করা ঠিক হবে কিনা। পরে উনি আমাকে বলছে ভাই আপনি কাজটা করবেন কিনা। বললাম ভাই আমার থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে আমি কাজটা করতে পারব না। আপনি অন্য টেকনিশিয়ান দেখেন।

সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। যদিও এখন সব
কাজে সততা ধরে রাখা কঠিন, তবুও এই
মহৎ গুণটি মানুষের কাছে আপনার
পরিচয় তুলে ধরবে। তাই সর্বদাই সৎ
থাকার চেষ্টা করুন।

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই”

সততা একটি ছোট গাছের মত।
সেটি লাগানোর পর পরিচর্যা নেয়া
প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়।

“সততার নিকট দুর্নীতি কোনোদিনই
জয়ী হতে পারে না ”

#ডিসিশন_আপনার?

প্রায় কথা গুলো কানে আসে খুবই খারাপ
লাগে যে মিথ্যা বলতে বলতে আমরা কতটা
নিচে নেমে যাচ্ছি দিন দিন।

18/05/2024

স্টক অবস্থায় গ্রী ব্র্যান্ডের এসির গ্যাস চার্জ

16/05/2024

গ্র্রী এসি কন্ডেসার ইউনিট লিক পরিক্ষা করণ

15/05/2024

Walton এক টন এসির লিক চেক

Photos from RAC Technical guide line's post 13/05/2024

#এসি যেকোনো সমস্যা সমাধানের জন্য RAC Technical Guide Line

যারা এসি ব্যবহারকারী তারা সবাই এই পরিস্থিতির কথা জানেন। রুমে এসে এসি ছাড়লেন কিন্তু সঠিক তাপমাত্রায় ও এসি পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না। কেন ঠান্ডা হচ্ছে না তার অনেক গুলো কারন থাকতে পারে । যেমনঃ
১. ধূলা-ময়লা যুক্ত এয়ার ফিল্টার
২. কন্ডেনসার/ইভাপোরেটর কয়েল ব্লক হয়ে যাওয়া
৩. কুলিং এজেন্ট গ্যাস বা এসির লিকেজ
৪. কম্প্রেসরে বিদ্যমান ত্রুটি
৫. সঠিক টনের এসি ব্যবহার না করা

আপনার এসির যথাযথ রক্ষনাবেক্ষন এর জন্য অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এসির স্থাপন এবং নির্দিষ্ট সময় অন্তর এসির মেইনটেইন্যান্স প্রয়োজন। এছাড়া এয়ার কুলিং প্রবলেম সহ অন্যান্য সমস্যায় হেলাফেলা করলে কপ্রেসার সহ অনেক মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে পারে এমনকি ঘটতে পারে দুর্ঘটনাও।

আমারা আপনাদের কে এসি সংক্রান্ত সকল ধরনের সার্ভিস দিয়ে আসছি। আপনার এসির যেকোন সমস্যায় অথবা নিয়মিত রক্ষনাবেক্ষন সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
01704-547493

12/05/2024

মাকে ভালোবাসতে নিদৃস্ট একটা দিন বেছে নিতে হবে কেনো? আর সেটা কে দিবষ বানাতে হবে কেনো? প্রতিদিন ই মা দিবষ love you ma♥

12/05/2024

Job Circular-12.05.24

07/05/2024

"Happy Engineers Day" 🙂

30/04/2024

আজ মহান মে দিবস। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন।

দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। ১৮৯০ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করে সারা পৃথিবীতে। ১৮৯০ থেকে ২০২৪ পর্যন্ত ১৩৪ বছর এখনো শ্রমিকদের সঠিক অধিকার পাই নাই।

অধিকার পাই নাই তা বলবো না। পেয়েছে কষাকথিত তো কিছু সরকারি কর্মচারীরা। উনাদের ৮ ঘণ্টা ডিউটি প্রতিমাসের প্রথমে বেতন সকল সুযোগ-সুবিধা উনারা পেয়ে থাকেন।

বঞ্চিত শুধু আমরা যার ব্যক্তি মালিকাদিন চাকরি করি। আমাদের আট ঘন্টা ডিউটি প্রতি মাসের প্রথমে বেতন,স্বাস্থ্য চেকআপ,কোন কিছুই পাই না। আমাদের সঠিক কাজের মজুরি পাই নাই। মে দিবস শ্রমিকদের দিন এটা শুধু একটি বাহানা মাত্র কিন্তু শ্রমিকদের কোন সময় তাদের সঠিক অধিকার পায় নাই।

20/04/2024

আমরা গরম থেকে বাঁচতে গাছ কেটে তা বিক্রি করে এসি কিনি। অথচ গাঁছ না কেটে যদি আরো লাগাই তাহলে আবহাওয়া এমনিতেই ঠান্ডা থাকবে। আজ থেকে এক দুই যুগ আগেও এসি মানে বিলাসিতা ছিলো। অথচ এখন তা অত্যান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সবার তো আর এসি কেনার সামর্থ্যও নেই।

এদিকে দিন দিন যেভাবে গাছ সংকট হয়ে যাচ্ছে এভাবে চললে এক সময় তাপমাত্রা এতটাই বৃষ্টি পাবে যে, আমরা আর স্বাভাবিকভাবে বাঁচতেই পারবো না। তাই আজ থেকেই বেশি বেশি চাঁরা গাছ রোপন করুন। আগামী ৫/৬ বছর পর গাছগুলো বড় হলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তা না হলে আমরা রোদে পুড়ে ও গরমে ধ্বংস হয়ে যাবো। মনে করে দেখেন করোনার সময় আমরা বুঝেছিলাম অক্সিজেনের কত মূল্য।
আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বেশি বেশি গাঁছ লাগান, পরিবেশ বাঁচান।

18/04/2024

বেস্ট প্রাইসে এসি সার্ভিস করুন

সবে মাত্র বৈশাখের শুরু। মাগুরা তীব্র তাপদাহ বইছে । বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই গ্রীষ্মে একদিকে যেমন গরম অন্যদিকে বৈদ্যুতিক সমস্যা তো আছেই। তাই ব্যস্ত এই নগর জীবনে এসি ব্যবহার করা এখন আর কোন বিলাসিতা নয়। আপনার এসির সুরক্ষা ও বেস্ট প্রাইসে সার্ভিসিং করতে আমাদের টিম প্রস্তুত রয়েছে। বিশষজ্ঞদের মতে, বছরে কমপক্ষে দুইবার এসির বেসিক সার্ভিস করা প্রয়োজন। তাই, অনাকাঙ্খীত দুর্ঘটনা থেকে বাঁচুন, ভালো থাকুন।

আমাদের সার্ভিসসমূহ:
✅এসি বেসিক সার্ভিস
✅এসি মাস্টার সার্ভিস
✅এসি জেট ওয়াশ
✅ওয়াটার ড্রপ সলিউশন
✅লিক রেপেয়ার এন্ড সলিউশন

সার্ভিসটি পেতে আজই যোগাযোগ করুন 01704-547493

RAC Technical Guide Line নিশ্চিত করছে,
✅ প্রফেশনাল সার্ভিস
✅ দক্ষ ও ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার
✅ ২৪/৭ কাস্টমার সাপোর্ট
✅০৮ দিনের সার্ভিস ওয়ারেন্টি

# #

13/04/2024

এসি কি ভাবে ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে?

1. রুমের টেম্পারেচার ২৫°c থেকে ২৬°cরাখুন।
2. বছরে তিনবার এসির ইনডোর ও আউটডোর ইউনিট সার্ভিসিং করুন।
3. বাসার ইলেকট্রিক লাইন ভোল্টেজ ২২০ থেকে ২৩০ ভোল্ট মধ্যে রাখুন।
4. রুমে কোন অবস্থায় যেন কুলিং লস না হয় সেদিকে লক্ষ্য রাখুন।

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

"আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলো
কবুল করুন"।

07/04/2024

জরুরী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি-০৫.০৪.২০২৪

05/04/2024

এসি হাইড্রো মাস্টার ওয়াশ এখন মাগুরায়।গরমের সময় ঝামেলা ছাড়াই এসি চালু করুন। আপনার বাসা-বাড়ি অথবা অফিস কল-কারখানা এসি সার্ভিস এর জন্য এখনি কল করুন...

01704-547493

RAC Technical guide line
এর রয়েছে নিজেস্ব দক্ষ এবং সুপ্রশিক্ষিত টিম।
আপনার এসি, ফ্রিজ, ওভেন সকল পণ্যের নির্ভরযোগ্য এবং গুণগত সার্ভিস দিতে সদা প্রস্তুত। এবং সাথে পাচ্ছেন ৭ দিনের সার্ভিস ওয়ারেন্টি।

★আমরা একটি এসির যে ধরনের কাজ করে থাকি,আমাদের সার্ভিস সমূহ-

☑️ সার্ভিসিং
☑️ গ্যাস ফিলিং
☑️ সার্কিট মেরামত
☑️ রিমোট মেরামত
☑️ নতুন রিমোট কন্ট্রোল
☑️ এসি ইনস্টলেশন
☑️ এসি খোলা ও ফিটিংস
☑️ কম্প্রেসার পরিবর্তন
☑️ লিক মেরামত এবং গ্যাস চার্জ
☑️ ফ্রিজ মেরামত

⭕দক্ষ টেকনিশিয়ান দ্বারা সুলভ ‍মূল্যে পেয়ে যান সেরা সার্ভিস!!!

⭕গ্রাহক সেবাই আমাদের লক্ষ্য।

✅শুধু মাগুরা সিটির জন্য✅

সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে এবং সার্ভিস বুক করতে কল করুনঃ 📳 ★0১৭০৪৫৪৭৪৯৩★

Want your business to be the top-listed Equipment Service in Magura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কাজের ফাঁকে 😁
এসি সার্ভিসিং
ইঞ্জিনিয়ার যখন ডাক্তার
স্টক অবস্থায় গ্রী ব্র্যান্ডের এসির গ্যাস চার্জ #airconditioning #greece #gree #Bangladesh #magura #RAC #GREE #Technical...
গ্র্রী এসি কন্ডেসার ইউনিট লিক পরিক্ষা করণ #greece #gree #airconditioning #bangladesh #magura #racing
কাজের ফাঁকে
Walton এক টন এসির লিক চেক
এসি হাইড্রো মাস্টার ওয়াশ এখন মাগুরায়।গরমের সময় ঝামেলা ছাড়াই এসি চালু করুন। আপনার বাসা-বাড়ি অথবা অফিস কল-কারখানা এসি স...
এসি হাইড্রো মাস্টার ওয়াশ এখন মাগুরায়।গরমের সময় ঝামেলা ছাড়াই এসি চালু করুন। আপনার বাসা-বাড়ি অথবা অফিস কল-কারখানা এসি স...
beko কোম্পানির ওয়াশিং মেশিন ডেলিভারি পাম মটর সমস্যা
এসি সার্ভিসিং 01704-547493
এসি সার্ভিসিং

Telephone

Website

Address


Magura