Dakua24.com
ডাকুয়া নদীর নাম অনুসারে দেয়া এই ২৪ ঘন্টার অনলাইন।
ডাকুয়া২৪.কম
Info: 01721-192656
কালেরস্বাক্ষী ডাকুয়া নদীর তীরে গড়ে ওঠা উপজেলার একটি স্বনামধন্য, ঐতিহ্যবাহী, সুশিক্ষিত অঞ্চল কাঁচেরকোল। প্রথম থেকে আজ পর্যন্ত কাঁচেরকোল শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
ডাকুয়া নদীর নাম অনুসারে দেয়া এই ২৪ ঘন্টার অনলাইন সব মানুষের একমাত্র অনলাইন ।
''দৈনিক ডাকুয়া''
যোগাযোগঃ 01721-192656
কাঁচেরকোল গ্রামের কৃতি সন্তান জমিদার বাড়ির এ. এস. এম. চেঙ্গিস খান ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে গ্রিন ঢাকার লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেনি।
চেঙ্গিস খান দীর্ঘদিন হার্ট ও লিভার জনিত রোগে আক্রান্ত ছিলেন।
তিনি, ডেসকোর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিলেন।
তার মৃত্যুতে কাঁচেরকোল ইউনিয়নবাসী শোকাহত।
সতর্ক বার্তা™
★ঝিনাইদহে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা এমপি আব্দুল হাই আর নেই★
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য, ও দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ মার্চ) ভোরে থাইল্যান্ডের বামরুনদগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই। অবস্থার অবনতি হলে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা স্বাধীনতাবিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন।
তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
১৯৫২ সালের পহেলা মে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। বাবা ফয়জুদ্দিন মোল্লা ও মা ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে তিনি সবার ছোট। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। পরে ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এর দু বছর পর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি-জামায়াত জোটের ক্ষমতায় আসার সেই নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগের ৫৮ জন প্রার্থী বিজয় লাভ করেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এরপর থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।
★সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের বর্ণাঢ্য জীবন★
বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান হিটু ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রপিতামহ ছিলেন ফরায়েজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লার ঘনিষ্ঠ সহযোগী। শিক্ষাজীবনে বরাবর কৃতিত্বের স্বাক্ষর রাখা মেধাবী ছাত্র ওয়ালিউর রহমান শিক্ষাজীবন শেষে ১৯৬৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
১৯৬৮ সালে তার প্রথম পোস্টিং হয় দিল্লিতে এবং পরে কলকাতায়। কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মতাদর্শের ধারক অভিযোগ তুলে তাকে শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া পাঠায় পাকিস্তান সরকার। জাকার্তায় তার সহকর্মী ছিলেন প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া। পরবর্তী সময়ে তাকে বদলি করা হয় সুইজারল্যান্ডে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের কূটনীতিক মিশনের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান দেন দেশপ্রেমিক এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ওয়ালিউর রহমান ছিলেন ৭ নম্বর হেলভেশিয়া প্লাসে। সুইস পার্লামেন্টের সামনে হাজার হাজার সুইস নাগরিক সমবেত হয়ে একটি সমাবেশ করেছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। ওই সমাবেশটি চিলন্ড্রেন অব সুইজারল্যান্ড নামে খ্যাত। সেখানে তারা ৪০ হাজার ফ্রাঙ্ক ফান্ড তুলে বাংলাদেশকে সাহায্য করেছিল। ওয়ালিউর রহমান ওই সমাবেশে বক্তব্য দেন।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও নেতৃত্বে ওয়ালিউর রহমান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তৎকালীন সামরিক সরকারের রোষানলে পড়েন ওয়ালিউর রহমান। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ওএসডি হয়েছিলেন কূটনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। দ্বিতীয় ওএসডি করা হয় ওয়ালিউর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই তাকে নানাভাবে বিব্রত করে সামরিক শাসক চক্র। সেমিনার করে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর অভিযোগে জিয়াউর রহমানের আমলে তাকে ওএসডি করা হয়। পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি থেকে অব্যাহতি দেয়। অবশ্য পরে তিনি আদালতের মাধ্যমে চাকরি ফেরত পান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া নগরীতে তিনি দেখা করেন কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ পৌঁছে দেন নেলসন ম্যান্ডেলাকে।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শুরু হলে খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ টাস্কফোর্স গঠিত হয়। ওয়ালিউর রহমান ছিলেন ওই টাস্কফোর্সের চিফ কো-ওর্ডিনেটর।
যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক অপরাধ আদালতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা ওয়ালিউর রহমানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
ওয়ালিউর রহমান ছিলেন থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর সদস্য। পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতির স্বাক্ষর রেখেছেন ওয়ালিউর রহমান। তার আত্মজীবনী গ্রন্থ ‘কূটনৈতিক বিশ্ব’ যেখানে বাংলাদেশের স্বাধীনতার-পূর্ব ও স্বাধীনতা-উত্তর রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায় উঠে এসেছে। এ ছাড়াও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধ বিচারের প্রসঙ্গে তিনি লিখেছেন ‘ফরগটেন ওয়ার, ফরগটেন জেনোসাইড’ এবং ‘ব্রিফ হিস্ট্রি অব দ্য ফ্রেমিং অব দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩। তার লেখা অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘খাদের কিনারে পাকিস্তান: সভ্যতাগত অনুসন্ধান’।
#কাচেরকোল #কাঁচেরকোল #শৈলকুপ #ওয়ালিউর_রহমান #হিটু
*শোক সংবাদ*
সাবেক রাষ্ট্রদূত কাঁচেরকোল গ্রামের কৃতি সন্তান ওয়ালিউর রহমান হিটু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি....রাজিউন)।
বুধবার (২৯ নভেম্বর) ঢাকার ল্যাবঅ্যাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ওয়ালিউর রহমান হিটুর বাবা আলহাজ ডা. হাবিবুর রহমান। ডা. শহীদুর রহমানের ভাই ওয়ালিউর রহমান।
ওয়ালিউর রহমান হিটু প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার শহর প্রিটোরিয়াতে কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলাকে বাংলাদেশের রজত জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ জানাতে দেখা করেন ম্যান্ডেলার সাথে।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও নেতৃত্বে ওয়ালিউর রহমান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি জিয়াউর রহমানের রোষানলে পরেন এবং এক পর্যায়ে তাকে ওএসডি করা হয়।
বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শৈলকুপার নিশ্চিন্তপুর গ্রামের কৃতিসন্তান অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম 'মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে'র প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুরে প্রতিষ্ঠিত মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি।
অভিনন্দন ও শুভ কামনা।
বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শামীম হুসাইন। তার বাড়ি শৈলকুপা থানার আগুনিয়া পাড়া গ্রামে। তাকে নিয়ে প্রথম আলোতে দুর্দান্ত এক প্রতিবেদন।
https://www.prothomalo.com/technology/06d5xlbt6x?fbclid=IwAR1CxeSibYmJkFZida5kz0BBPEknJfgINCagsoeAttvaVxZ5DtGh8E4kuoA
১৩ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন শামীম, নিজেও আয় করেন মাসে ৫ লাখ টাকা গত পাঁচ বছরে ১৩ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন শামীম হুসাইন। তথ্যপ্রযু...
*শৈলকুপায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬*
শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার দিগনগর গ্রামের রাব্বি শেখের ছেলে তিনি।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, ২৮ আগস্ট জ্বর, পেট ব্যথা, বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন মানিক হোসেন। এরপর পরীক্ষার শেষে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। প্রাথমিকভাবে হাসপাতালেই ভর্তি ছিল। কিন্তু রাতের পর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। এরপর সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতাল ছাড়ার আগেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। তাদের সবার শারীরিক অবস্থা ভালো আছে।
লাগামহীনভাবে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডেঙ্গু্র সংক্রমণ আরো বাড়বে এবং সামনে ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করতে পারে। ডেঙ্গুর এই ভয়ানক পরিস্থিতিতে আপনি কতটা সচেতন?
ডেঙ্গু কি, কিভাবে ছড়ায়, ডেঙ্গুর লক্ষণগুলো কি, ডেঙ্গু হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন, ডেঙ্গু হলে কি করা উচিত, এই প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জেনে রাখুন...
সাঁতার না জানা গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্রের পানিতে ডুবে করুণ মৃত্যু
কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামের ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মুস্তাফিজুর রহমান সোহাগ। রতিডাঙ্গা গ্রামের মো. সাগর আহমেদের ছেলে মুস্তাফিজুর রহমান।
জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে রতিডাঙ্গা গ্রামের উপর থেকে লাফ দেয় মুস্তাফিজুর। এরপর প্রায় ৩০ মিনিট খোঁজ করার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সাঁতার না জানার কারণে তিনি পানিতে ডুবে যান। যদিও নদীতে পানি কম ছিল তবে মুস্তাফিজুর যেখানে লাফ দেয় সেখানে প্রায় ৩০ ফুট গর্ত রয়েছে বলে জানা গেছে।
মৃত মুস্তাফিজুর রহমান সোহাগ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। তিনি শেখপাড়া ডিএম কলেজে বিজ্ঞাম বিভাগে অধ্যায়নরত ছিলেন।
এই মেধাবী শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রতিডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ শৈলকুপা মাঠে ১৫নং ফুলহরি ইউনিয়নকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে ৫ং কাঁচেরকোল ইউনিয়ন।
#টিম_কাঁচেরকোলকে_অভিনন্দন
কাঁচেরকোল অবস্থিত শেখ গোলাম নবী উপ-স্বাস্থ্য কেন্দ্রে অসহায়, গরীব ও দুস্থ রোগীদের মাঝে ৫৫ হাজার টাকা মূল্যের ওষুধ বিতরণ....
বিনামূল্যে ৫৫ হাজার টাকার ওষুধ বিতরণ করেন সাদেকেপুর গ্রামের শেখ পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী নিউইয়র্কে অবস্থিত জুকের স্কুল অফ মেডিসিন (নর্থওয়েল হেলথ ডিপার্টমেন্ট অফ মেডিসিন) এর এসিস্ট্যান্ট প্রফেসর ডা: তারিফ আঞ্জুম।
এ সময় শেখ পরিবারের পক্ষ থেকে ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মো. আব্দুল ওয়াদুদ ও শেখ মো. মাহাবুব রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দীন জোয়ার্দার মামুন, সাবেক চেয়ারম্যান মো. আবু বকর জামাল, বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জামিল রশিদ স্যার, কাঁচেরকোল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সুলতান আহমেদ, শৈলকূপা সরকারি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এহতেসাম শহীদ এবং স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ডা. কল্লোল।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বাস্থকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ওষুধ হস্তান্তর করা হয়।সাদেকপুর শেখ পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান করেন শেখ মো. মাহাবুবুর রহমান।
কাঁচেরকোল টু ঢাকা যাতায়াত আরো একধাপ এগিয়ে।
বহুল কাঙ্খিত কুমারখালি ব্রিজ চালু হচ্ছে বুধবার (২৮ জুন)। সবাইকে ঈদ মোবারক।
কুমারখালি ব্রিজের নাম: গোলাম কিবরিয়া সেতু (কুষ্টিয়ার রাজনীতিবিদ)।
বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ শৈলকুপায় তীব্র লড়াই করে কাঁচেকোল ২-১ গোলে পরাজিত হয়ে রানারস-আপ হয়েছে।
★জরুরি সতর্কতা★
আগামী ৬ থেকে ১২ জুন পর্যন্ত ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, রাজশাহী, নাটোর ও পাবনা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।
>> তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি।
>> সুতি কাপড় হলে ভালো হয়।
>> যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন।
>> বাইরে বের হলে টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।
>> প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুটোই বের হয়ে যায়। তাই পানি, স্যালাইন, ফলের রস, শরবত ইত্যাদিও পান করতে হবে।
>> চা বা কফি যথাসম্ভব কম পান করা উচিত।
#গরম #কাঁচেরকোল #শৈলকুপা #ডাকুয়া #ডাকুয়া২৪
আলফা যাকাত ফান্ডের অর্থায়নে *একটি বাড়ি একটি খামার প্রকল্প- হাঁসমুরগি পালন, *সেলাই মেশিন, *ব্যাটারিচালিত ভ্যান এবং *গবাদি পশু প্রদান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য ও প্রাক্তন সচিব ও এন সিদ্দিকা খানম...
গুগলে আবেদনের পর কাঁচেরকোল, কচুয়া বাজার, জাঙ্গালিয়া, খন্দকারবাড়ীয়া, কাঁচেরকোল মধ্য পাড়সহ আরও বেশকিছু সড়কে গুগল ম্যাপ অরিজিনাল ছবি যুক্ত করেছে। এখন থেকে কাঁচেরকোল ইউনিয়নের প্রতিটি সড়ক, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা কিংবা আপনার বাসা পর্যন্ত দেখতে পারবেন মুহুর্তেই।
গুগল ম্যাপের লিংক-->
https://maps.app.goo.gl/eyEiCVprVduRhNZC6
কানায় কানায় পরিপূর্ণ কাঁচেরকোল ঈদগাহ ময়দান।
তীব্র গরমে সতর্কতা
#গরম
"ঢাকাস্থ কাঁচেরকোল ইউনিয়নবাসী"র পিকনিক-২০২৩ আয়োজন উপলক্ষে গত ১৫ জানুয়ারি মিরপুরে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পিকনিকের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।
প্রাণপ্রিয় গ্রামের নির্মল বাতাস, আলো, মাটি ও নাড়ীর টান ছেড়ে জীবিকার তাগিদে শত শত মাইল পারি দিয়ে আমাদের ঢাকায় বসবাস। আর কাঁচেরকোল ইউনিয়নবাসী ঢাকায় যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের একত্র করতেই "ঢাকাস্থ কাঁচেরকোল ইউনিয়নবাসী"।
সাবেক ছাত্রনেতা, হ্যাট্রিক চেয়ারম্যান এড. সালাহউদ্দিন জোয়ার্দার মামুন ভাইকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই.....
কাঁচেরকোল ইউনিয়নে যারা ভোটার হালনাগাদে ছবি তুলবেন.... পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
শৈলকুপায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে কে কত ভোট পেলো.....
নৌকা প্রার্থী হাকিম পেয়েছেন সাড়ে ৬৯ হাজার ভোট, আনারস প্রার্থী মন্নু পেয়েছেন ১৪ হাজার - Dakua 24 শৈলকুপায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ বিজয়ী হয়েছেন....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jhenida
Jhenida
More information about this school.
Jhsajal@gmail. Com
Jhenida, 7300
Me♥♥Add Me♥♥Add Me♥♥Add Me♥♥Add Me♥♥Add Me♥♥Add Me♥♥Add Me♥♥Add Me?