Swapnobuz Motivation Club

Swapnobuz Motivation Club

লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Photos from Swapnobuz Motivation Club's post 11/03/2024

"স্বপ্নবাজ মোটিভেশান ক্লাব"
প্রতিষ্ঠাকাল: ২০২০ ইং
গ্রামের স্কুল, কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে একঝাঁক তরুণদের দিয়ে ক্লাবের যাত্রা শুরু হয়। ২০২০-২১ ছিল ক্লাবের স্বর্নযুগ। করোনাকালীন সময়ে ঘরে বসে থাকায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাবের কার্যক্রমে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ ক্লাবের কার্যক্রমের মধ্যে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী যেমন: বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্যদের নিয়ে সাপ্তাহিক সেমিনারের আয়োজন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ, সফল ব্যক্তি, নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সেমিনারে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম, মেধাবীদের সম্মাননা, শ্রেষ্ঠ অভিভাবক সম্মাননা, সাপ্তাহিক কুইজ, সামাজিক বিষয়ক র্যালি, কুইজ ব্যাটেল, বক্তৃতা প্রদানে হাতেখড়ি সহ আর নানামুখী কার্যক্রমে ক্লাবটির বিস্তৃতি রয়েছে।
স্বপ্নবাজ মোটিভেশান ক্লাব গ্রামের কিশোরদের স্বপ্ন দেখাতে শিখিয়েছে। ঐসকল ব্যক্তিদের আনুকুল্যে এনে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে এসেছে। যেন নিজেরাও স্বপ্ন পূরণে আগ্রহী, উৎসাহ খুজে পায়।
বর্তমানে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদকরা বিভিন্ন জায়গায় শিক্ষা এবং চাকরিতে ব্যস্ত থাকায় ক্লাবের কার্যক্রম আগের মতো ততোটা বেগবান নয়৷ তবুও সাপ্তাহিক কার্যক্রম সীমিত পরিসরে এখনো চলছে।
মানুষ তার স্বপ্নের সমান বড়৷ তাই শিশু কিশোর রা যেন স্বপ্ন দেখতে শিখে, স্বপ্ন পূরণে অগ্রসর হয় এই প্রত্যাশায়🌸
ছবি: বিভিন্ন সেমিনারে তোলা কিছু ছবি সংযোজন করা হলো। কার্যক্রমের কিছু লিংক কমেন্টে দেওয়া হলো।

16/02/2024

"সমাজসেবী দই বিক্রেতা পেলেন একুশে পদক"

তিনি একজন দই বিক্রেতা ! এই বছর সমাজসেবায় #একুশে_পদক পেয়েছেন।

তাঁকে এবং তাঁর বেশভূষা, পেশা ইত্যাদি দেখে অবাক হলেন?

নাম জিয়াউল হক, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশুরিভুজা গ্রামে।

তিনি ১৯৬০ সাল থেকে অদ্যাবধি মানুষের মাঝে বই,কাপড়, বাড়ি নির্মাণ সামগ্রী সহ তাঁর সমস্ত কিছু বিলিয়ে চলেছেন। তাঁর বাড়িতে প্রায় ১৫০০০ বইয়ের একটা লাইব্রেরি আছে যা সকলের জন্য খোলা। ইতোপূর্বে তাঁকে "সাদা মনের মানুষ" উপাধিও দেয়া হয়েছে।

এবার চেনা গেলো? মানুষের পরিচয় তার পেশা বা পোশাকে নয়। মানুষের পরিচয় কর্মে।
-সংগৃহীত

08/01/2024

আমাদের সময় পপি গাইড পড়েনি -- এমন শিক্ষার্থী ছিলো বিরল।

খুবই জনপ্রিয় গাইড ছিলো।

ছোট ছোট সাবটাইটেল দিয়ে, পয়েন্ট আকারে সব প্রশ্নের উত্তর লেখা ছিলো। দারুণ কার্যকরী ছিলো।

সবমিলিয়ে পপি গাইডের অবদান অস্বীকার করা অসম্ভব!

প‌পি গাইডের লেখক ছিলেন অধ‌্যক্ষ আব্দুল ম‌জিদ স্যার।

আজ শুনলাম স্যার কুমিল্লা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।

নায়ক - নায়িকা - গায়ক - গায়িকা- ভাঁড় -জোকার- স্তুতিকারী প্রার্থীদের মধ্যে আপনাদের মতো কিছু মানুষ সাংসদ নির্বাচিত হয়েছেন -- এটি অন্তত: পজিটিভ একটি বিষয়।

অভিনন্দন স্যার।

#পুনশ্চ

এই পপি ছিলো স্যারের আদরের মেয়ে, মেয়ের নামেই পপি গাইডের নামকরণ।

পড়ার প্রায় ত্রিশ বছর পর পপি গাইডের সেই ঐতিহাসিক পপিকে দেখলাম, বাবার সাথে।

যাহোক, ধন্যবাদ অধ‌্যক্ষ আব্দুল ম‌জিদ স্যার। আপনার কাছে এই ধন্যবাদ হয়তো পৌঁছাবেনা। তবুও বিলম্বিত ধন্যবাদ।

আমাদের জীবন গড়ায় আপনার অবদান ছিলো।

একেবারেই কৃতজ্ঞতা প্রকাশ না করার চেয়ে দেরীতে প্রকাশ করা নিশ্চয় উত্তম।

বেটার লেইট দ্যান নেভার!
কপি- জয়কলি

21/12/2023

☢️ ৬৪ জেলার নাম মনে রাখার সহজ উপায় ⬇️
১. পুরযুক্ত ১২টি জেলা: চাঁদপুর, লক্ষ্মীপুর, মেহেরপুর, পিরোজপুর, গাজীপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, শেরপুর, জামালপুর, দিনাজপুর, রংপুর।
২. গঞ্জযুক্ত ৯টি জেলা: সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ।
৩. শেষে আ-কারযুক্ত ১৫টি জেলা: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, বগুড়া, নওগাঁ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, ভোলা, বরগুনা, ঢাকা, গাইবান্ধা, নেত্রকোণা।
৪. হাটযুক্ত ৩টি জেলা: জয়পুরহাট, বাগেরহাট, লালমনিরহাট।
৫. বাজারযুক্ত ২টি জেলা: কক্সবাজার, মৌলভীবাজার।
৬. গ্রামযুক্ত ২টি জেলা: চট্টগ্রাম, কুড়িগ্রাম।
৭. খালীযুক্ত ২টি জেলা: নোয়াখালী, পটুয়াখালী।
৮. আইলযুক্ত ২টি জেলা: নড়াইল, টাঙ্গাইল।
৯. শেষে ই-কারযুক্ত ৩টি জেলা: রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি।
১০. শেষে ঈ-কারযুক্ত ৫টি জেলা: (খালী ছাড়া) ফেনী, রাজশাহী, নরসিংদী, রাজবাড়ী, নীলফামারী। ১১. শেষে কারবিহীন ৯টি জেলা: (পুর, গঞ্জ, হাট, বাজার, গ্রাম, আইল ছাড়া)

বান্দরবান, নাটোর, যশোর, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ।

লেখক : হারুন আল নাসিফ : কবি, ছড়াকার, সাংবাদিক।

14/12/2023

আমরা তোমাদের ভুলবো না 🍂

28/11/2023

এমন স্ক্যাম থেকে সবাই সতর্ক হই 📌

01/11/2023

অভিনন্দন আল-আমিন ভাই 🎉
আলহামদুলিল্লাহ...মানুষ গড়ার কারিগর শিক্ষক হিসেবে জীবনের প্রথম চাকরিতে যোগদান করলেন।
সহকারী শিক্ষক
গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, গাজীপুর।

05/10/2023

আপনার জীবনে সেরা শিক্ষক কে?
🌸❤️‍🩹

22/09/2023

কে আমাদের প্রকৃত বন্ধু?
গানে গানে বন্ধু চেনালেন প্রিয় জাকির স্যার
আমরা স্যারের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি।
ভিডিও: SWAPNOBUZ MOTIVATION CLUB (SMC) কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে (৩০-১০-২০২০)
৩০-১০-২০২০

21/09/2023

NTRCA এর গণ বিজ্ঞাপ্তির চূড়ান্ত নিয়োগে সুপারিশ প্রাপ্ত হয়েছেন
Faruk Hosen Rubel Sir
মনোনীত প্রতিষ্ঠান: হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা, জয়পুরহাট।
সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি 🌸
#ধারকী #জয়পুরহাট

20/09/2023

২য় বারের মতো জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন জাকির হোসেন স্যার ❤️‍🩹

জয়পুরহাট জেলার সদর উপজেলার পলিকাদোয়া সপ্রাবি - র সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন জাতীয় শিক্ষা পদক ২০২৩ -এ জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে তিনি নির্বাচিত হলেন।
একটি প্রজন্মকে মেধায় আর মননে গড়ে তুলতে, একটি সমাজকে নীতি আদর্শের আলোয় আলোকিত করতে স্যারের মতো অসংখ্য আলোকবর্তিকা প্রয়োজন।
এভাবেই সমাজকে বদলে দিতে থাকুন আর আপনার হাত ধরে আমরাও একটা সুন্দর সমাজ দেখে তৃপ্ত হতে চাই। আগামীর পথচলার জন্য শুভকামনা। আমরা দৃঢ় বিশ্বাসী যে প্রতিদিন প্রতি ক্ষণে নতুন নতুন ইতিহাস‌ রচনা হবে আপনার হাত ধরেই।
লেখা ও ছবি: জান্নাতুল ফেরদৌস মৌ
(ঈষৎ পরিমার্জিত)

Photos from Swapnobuz Motivation Club's post 21/08/2023

আসসালামু আলাইকুম।
গত কয়েকদিন আগে অজ্ঞাত এই মহিলার নিখোঁজ নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম। মোটামুটি ১০-১৫ টা গ্রুপে সেই পোস্টটি শেয়ার করি। এরপরের গল্পটা সত্যি অবিশ্বাস্য!
"দিনাজপুর জেলা" নামক এক গ্রুপে পোস্টটি দেখতে পান এই অজ্ঞাত মহিলার স্কুলের জুনিয়র রুবেল ভাই! তৎক্ষণাৎ যোগাযোগ করার মাধ্যমে ঠিকানা, পরিচয় দিয়ে ব্যাপারটি নিশ্চিত করেন।
সোশ্যাল মিডিয়ার শক্তি দেখে আমি সত্যি অভিভূত!
আজ দুপুরে রংপুর থেকে এই মহিলাকে নেওয়ার জন্য তার পরিবারের লোকজন (ভাই এবং চাচাতো ভাই) আসে।
"প্রায় ৪ মাস পর আজ বোনের সাথে ভাইয়ের দেখা! সে এক সত্যি অমলিন দৃশ্য।"
ধারকী হাজীপাড়ার লোকজনের যথেষ্ট আতিথেয়তার পর স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে কাগজপত্রের যাচাই বাছাই শেষে বিকেলে তারা রংপুরের উদ্দেশ্য রওনা হন। এসময় সারাজীবন ছোটো বোনের খেয়াল রাখার অঙ্গীকার ও করেন বড় ভাই।
উল্লেখ্য যে, মহিলার নাম মোছা: আরমিনা আক্তার। বাবা মৃত তবে মা বেঁচে আছেন। দুই ভাই ও এক বোনের পরিবার তাদের।

অসংখ্য কৃতজ্ঞতা ধারকী হাজীপাড়ার মানুষদের বিশেষ করে জুয়েল কাকার পরিবার কে। সার্বিক সহযোগিতা ও যোগাযোগ রাখেন ধারকী হাজীপাড়া মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিন মো: শাহীনুর ইসলাম শাহীন। আর যার কথা না বললেই নয়, সেই রুবেল ভাই। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক।
পরিশেষে, এই সামান্য কাজেও যারা পোস্ট শেয়ার করে সহ নিজের চেষ্টার মাধ্যমে বা বিভিন্ন ভাবে সাহায্য করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।
এভাবেই ছড়িয়ে পড়ুক ভালো কাজগুলো 🌸🖤
২১-০৮-২০২৩
সজীব

Photos from Swapnobuz Motivation Club's post 19/08/2023

#নিখোজ_সংবাদ
আসসালামু আলাইকুম।
গত ৫-৬ দিন আগে অজ্ঞাত এই মহিলা জয়পুরহাট সদরের ধারকী হাজীপাড়া গ্রামে আসে। কথাবার্তা, চালচলন দেখে মনে হচ্ছে কিছু টা মানসিক সমস্যাগ্রস্ত। সবসময় চুপচাপ। হঠাৎ কখনো একা একা কথা বলতে বলতে হেসে উঠে।

বর্তমানে ধারকী হাজীপাড়ার জুয়েল কাকার শেডে অবস্থান করছে (হাজীপাড়া জামে মসজিদের পাশে) এবং খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র তাদের বাড়ি থেকেই দেওয়া হচ্ছে।
কথাবার্তা শুনে দিনাজপুর, রংপুর অঞ্চলের মনে হচ্ছে। ঠিকানা, পরিচয় জিজ্ঞেস করলে মুখে কিছু না বলতে পারলেও খাতায় লেখে সে কিছু তথ্য দিয়েছে।

নাম: মোছা: মিমি মনি।
পিতা: আতিয়র রহমান।
মাতা: ছমচোন
ঠিকানা:
গ্রাম: রাধাকৃষ্ণপুর
কেরানীর হাট। আবার কখনো ফুলবাড়ি বলে।
ঠিকানাগুলো (১ম ২টি) গুগল ম্যাপসে সার্চ করলে রংপুর জেলার জায়গা নির্দেশ করে।
উল্লেখ্য যে, কিছুদিন পর জুয়েল কাকার শেডে নিজেদের কাজে ব্যবহার করবে বিধায় দ্রুত সময়ের মধ্যে এই মহিলা কে নিজের ঠিকানায় পাঠানো হোক এটাই স্থানীয় জনগণের দাবি।
তাই, সবার সহযোগিতা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
তথ্য সূত্র: শাহীনুর ইসলাম (মুয়াজ্জিন, ধারকী হাজীপাড়া জামে মসজিদ।

17/08/2023

শূন্যস্থান পূরণ করুন 😃
ডিম পাড়ে হাসে, খায় ___

15/08/2023

উনারাই হলেন আসল সেলিব্রিটি!!

ডক্টর মাহবুব মজুমদার স্যার

ব্যাচেলর- এমআইটি
এমএস- স্ট্যানফোর্ড
পিএইচডি- কেমব্রিজ

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের অবৈতনিক কোচ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে একশ গুণ বেশি বেতনে যেতে না পারতেন। যান নাই। ফ্রিতে বাচ্চাদের অঙ্ক শেখান।

কিছু কিছু মানুষকে কিনে ফেলা যায়না। কোটি টাকা দিলেও না। Because, when they are cut, they bleed red and green.

Caption: Mashroof Hossain bhai, MPA, Harvard
© Short Stories

23/07/2023

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 'শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ লাভ করেছেন
কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল হক মাসুম স্যার

গত ১৯জুন-২০২৩ (সোমবার) তারিখে 'বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর উদ্যোগে ঢাকার পল্টন টাওয়ারে 'ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে' "উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও গুণীজণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উক্ত গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
স্যারের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

19/07/2023

"শারীরিক সমস্যা স্বপ্নজয়ে কোনো বাঁধা নয়"
এ বাক্যকে যেন নতুন করে শক্তি দান করলো নাছির।
নাছিরের বাড়ি জয়পুরহাট সদরের ধারকী হাজীপাড়া গ্রামে। ছোটোবেলা থেকেই কথা বলতে, শুনতে না পারলেও শিক্ষামলূক বিষয়ে ছিল বেশ আগ্রহী।
মানুষ তো তার স্বপ্নের সমান বড়। সেখানে এতো ছোটো-ছোটো সমস্যা ই আর কী আসে যায়?
নাছিরের আঁকা এই ছবিটা ঈদুল আজহা ২০২৩ এর শুভেচ্ছা কার্ডে ছাপানো হয়।
এমন অর্জনের জন্য প্রধানমন্ত্রীর থেকে পেয়েছে আর্থিক সম্মাননাও।
যা অবশ্যই ভূয়সী প্রশংসার দাবীদার। এমন প্রতিভাবান ছেলেকে নিয়ে গর্বিত পুরো পরিবার সহ স্থানীয় জনগণ।

উল্লেখ্য যে, নাছির সোনালি স্বপ্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।
- সজীব

22/04/2023

স্বপ্নবাজদের পদচারণায় মুখরিত ক্লাব প্রাঙ্গণ 🌸
এমন দিনগুলো বারবার ফিরে আসুক 🍁

01/04/2023

১৯২৭ সালের এই ছবিটিকে বলা যেতে পারে বিশ্বসেরা বিজ্ঞানীদের মিলনমেলার এক অন্যন্য নিদর্শন!

এই ছবিটি দেখননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। ছবিটি মূলত ১৯২৭ সালে আয়োজিত সলভে কনফারেন্স এর৷ এই কনফারেন্সে পদার্থ এবং রসায়নের বিভিন্ন জটিল বিষয়ে আলাপ-আলোচনা করা হত। সলভে কনফারেন্স এর আয়োজক হচ্ছে ইন্টারন্যাশনাল সলভে ইন্সটিটিউট ফর ফিজিক্স এন্ড ক্যামেস্ট্রি। ১৯১২ সালে বেলজিয়ামের শিল্পপতি আর্নেস্ট সলভে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন৷

এই কনফারেন্সগুলোর মধ্যে ১৯২৭ সালেরটিকেই সবচেয়ে জনপ্রিয় হিসেবে ধরা হয়। এর মূল আলোচ্য বিষয় ছিল ইলেকট্রনস এবং ফোটনস। এই কনফারেন্সে অংশ নেন আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, নিলস বোর, হাইজেনবার্গ, ম্যাক্স প্লাঙ্ক এবং শ্রোডিঞ্জারের মত বিজ্ঞানীরা। মজার বিষয় হচ্ছে অংশ নেওয়া ২৯ জন বিজ্ঞানীর মধ্যে ১৭ জন বিজ্ঞানী এর আগে অথবা পরে নোবেল পুরষ্কার লাভ করেন৷

কপি: সায়েন্স বী

29/03/2023

আসসালামু আলাইকুম।
জয়পুরহাট জেলার বম্বু ইউনিয়নের মধ্যে বিশাল একটি গ্রাম হচ্ছে ধারকী। যার আছে অনেকগুলো পাড়া!
চলছে পবিত্র মাহে রমজান। রহমতের এই মাসে আপনিও লিখতে পারেন বিশাল এই ধারকী গ্রামের মধ্যে লুকিয়ে থাকা আপনার পছন্দের, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে 🌸
আমাদের পেজের মাধ্যমে সেটি প্রকাশ করা হবে ইন শা আল্লাহ 🖤

আশা করি এর মাধ্যমে আপনার পছন্দের ব্যক্তিত্বটি পরিচিত হবে সবার কাছে। উঠে আসবে কিছু পর্দার আড়ালে থাকা চরিত্র। আপনার সেই লেখার মাধ্যমে ভালো কিছু ছড়িয়ে পড়ুক সর্বত্র।
চলুন শুরু করি।

27/03/2023

আজকে পরিচিত হব আমাদের ধারকীর এক অসাধারণ ব্যক্তিত্বের সাথে 🌸
আ.ফ.ম. আব্দুর রহিম
প্রাক্তন প্রধান শিক্ষক, কোমড়গ্রাম উচ্চ বিদ্যালয়।

প্রিয় ব্যক্তিত্ব💞
আমি আমার একজন শিক্ষক কে নিয়ে কিছু কথা লিখতে চাই,
স্যারের নাম আ.ফ.ম.আব্দুর রহিম।তবে আমরা যারা কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়েছি বা কোমরগ্রামের সবাই আমরা ওনাকে মির স্যার নামে চিনি❤️
স্যার কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাই ওনাকে আমি শিক্ষক হিসেবে স্কুলে পাইনি, তবে প্রাইভেট পড়ার সুযোগ হয়েছিল যখন আমি ক্লাস এইটে ছিলাম❤️
স্যার আমাদের ইংরেজি পড়াতেন,,তখন বেশ ভয়ও পেতাম, কিন্তু ওনি অনেক সহজে টেকনিক্যালি ইংরেজি গ্রামার পড়াতেন,যে গুলো এখনও খুব সহজে কাজে লাগে।
স্যার সবসময় ওনার পড়াশোনা, চাকুরির অভিজ্ঞতার গল্প শোনাতেন, ওনার অনেক ছাত্র ছাত্রী এখন অনেক ভাল জায়গায় আছেন,,সেগুলো শুনে মনে হতো আমরা ও পারব ভাল কিছু করতে,স্যারের উপদেশ গুলো এখন এসে মনে হয় সব সত্যি।
একজন শিক্ষক যে একজন মানুষ গড়ার কারিগর তা স্যারকে দেখে বোঝা যায় ❤️‍🩹
স্যার প্রায় আমাদের একটা কথা বলত,,,চলে গেলে আর কেউ মনে রাখেনা,,,তখন স্যার কে আমি বলছিলাম আমি ঠিক আপনার খোঁজ নিব,,,
পড়াশোনার তাগিদে স্কুল,কলেজ ছেড়ে বাইরে চলে আসলাম। কিন্তু স্যার কে ফোন দিতাম,খোঁজ নিতাম।একটা সময় চাকুরিও পেয়ে গেলাম। হয়তো আগের চেয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম কিন্তু স্যার এখনও আমার খোঁজ রাখেন💞
আমার পরিবারের বাইরে স্যার একজন মানুষ যিনি ১৫ দিন, ১ মাসে আমাকে একবার ফোন করেন❤️ সবচেয়ে মজার ব্যাপার হলো কখনও স্যারের সাথে কখনো আমার ১ মিনিটের বেশি কথা হয়না,
তবুও এই একটা মিনিটই আমার কাছে অনেক বেশি স্পেশাল💞
শুধু এই একজন শিক্ষকই নন,,আমি আমি আমার লাইফে যতজন শিক্ষক কে পেয়েছি সবার কাছ থেকে অনেক স্নেহ, ভালবাসা আর দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ ❤️
আর এখন জীবনের প্রতিটি ধাপে চলতে গিয়ে বুঝতে পারি স্যার, ম্যাডমদের কথাগুলো কতটা বাস্তবিক। আল্লাহ তালা সবসময় সকল শিক্ষক কে সুস্থ রাখনু,ভাল রাখুন এবং নেক হায়াত দান করুন, ,,, আমিন

কলমে- শিউলি খাতুন
#ধারকী

20/01/2023

"Skill Development Club of HSTU" এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়
মীর মোঃ রহমতউল্লাহ ভাই কে প্রাণঢালা অভিনন্দন ❤️‍🩹
-এডমিন

27/12/2022

অভিনন্দন 🥳🥳
Md Imran Hossain ভাই
Jr.Optometrist হিসাবে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন

Ispahani Islamia eye Institute & hospital, Dhaka.
সভাপতি
Swpanobuz Motivation Club

02/11/2022

#সচেতনতামূলক_পোস্ট
ডায়াবেটিস রোগিদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে কারন ডায়াবেটিসের কারনে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতি হতে পারে।

ডায়াবেটিসের কারনে চোখের মারাত্মক ক্ষতি হয়।সময় মত চিকিৎসা না করলে রোগির দৃষ্টি আগের মতো ফেরানো সম্ভব হয় না।

সুতরাং সব ডায়াবেটিস রোগিদের চোখ পরিক্ষা করা উচিত।

02/11/2022
31/10/2022

শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির 🍃

29/09/2022

অভিনন্দন 🥳
MDMD M R Mostakimmmmm
গণিত বিভাগ
সরকারি বাঙলা কলেজ, মিরপুর - এ ভর্তির জন্য মনোনীত হয়েছে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজ।
ছবিঃ বাম পাশ থেকে শুরুতে মোস্তাকিম।
#ধারকী #যা_কিছু_অর্জন

01/03/2022

"ধারকী থেকে কোনো মেয়ে বাইরে পড়তে গেলে সে তো অার মেয়ে থাকে না?" [তাদের ধারণা]
- একজন স্বপ্নবাজ

12/11/2021

শুভকামনা ভাই ❤️❤️❤️

Want your organization to be the top-listed Non Profit Organization in Joypur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কে আমাদের প্রকৃত বন্ধু? গানে গানে বন্ধু চেনালেন প্রিয় জাকির স্যারআমরা স্যারের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি। ভিডিও: SWAPN...

Telephone

Website

Address

Joypur