Wadud Force
অনলাইন ও অফলাইনের নির্ভীক যোদ্ধা
ডামি নির্বাচন
Man of the year #2023❤️🩹💞
Pic- Zibon Ahmed
মহান বিজয় দিবস উপলক্ষে আমি প্রবাসী বাংলাদেসীসহ দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাঁদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আজকের এ দিনে আমি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় অর্ধ শতাব্দী পেরিয়ে যাওয়া স্বাধীন বাংলাদেশের। আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন-আমি জানাই তাদের সশ্রদ্ধ সালাম।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকবাহিনী আত্মসমর্পণ করে। মহান বিজয় দিবস শৌর্যবির্য, অদম্য সাহস ও বীরত্বে এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এদেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের জানান দেয়ার দিন আজ।
শোষণ-বঞ্চনামুক্ত একটি বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলো। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐতিহাসিক লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।
একাত্তর সালের ১৬ ডিসেম্বর আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের চক্রান্ত আজো বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। ওই অপশক্তির এদেশীয় দোসররা নানাবিধ চক্রান্তজাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করে চলেছে।
৫ জানুয়ারী ২০১৪-তে প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচন এবং ২০১৮ এর ভোটের আগের রাতে প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জনদাবীকে উপেক্ষা করে একতরফাভাবে অনুষ্ঠিত করে ক্ষমতা আঁকড়ে রাখতে নানা কারসাজি করে যাচ্ছে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী। গণতন্ত্রের মূল ভিত্তি মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের মানাবিক মৌলিক অধিকার হরণ করে বহুদলীয় গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে।
বর্তমানে বিরোধী দল ও মতের ওপর নামিয়ে আনা হয়েছে পৈশাচিক জুলূম, নিপীড়ণ, নির্যাতন। বিচার বিভাগকে দলীয়করণ করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে সাজা দেয়ার এক নজীরবিহীন হিড়িক শুরু হয়েছে। ক্ষমতা জবরদখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করছে। বর্তমান পরিস্থিতি যেন ভয়ংকর নৈরাজ্যময়। যিনি জীবনের দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করছেন সেই অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তাঁর মৌলিক মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে। দলের মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী এখন আওয়ামী ফ্যাসিবাদের কারাগারে বন্দী।
বিজয় দিবসের চেতনা আমাদের উদ্বুদ্ধ করে গণতন্ত্রের বিজয় অর্জনের আন্দোলনে। ফ্যাসিবাদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপদমুক্ত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে মহান বিজয় দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে রাজপথে ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসে আমি দেশবাসী এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার সকল মানুষের প্রতি সেই আহবান জানাই। বিজয় দিবস উপলক্ষে আমি সকল কর্মসূচীর সাফল্য কামনা করছি।
আল্লাহ্ হাফেজ, বাংলাদশ জিন্দাবাদ।
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার) ওয়াদুদ ভূইয়া ওয়াদুদ ভূইয়া MP
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান
তাঁর ৫৯তম জন্মদিনের সকল শুভেচ্ছা
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবন দানকারী সকল শহীদের প্রতি উৎসর্গ করেছেন।
৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা এক অদম্য শক্তিতে রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতাত্তোর রাজনৈতিক বিশৃঙ্খলা, তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন করে দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দেয়।
শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে একদলীয় হিংস্র শাসন-বাকশাল চালু করা হয়। ফলশ্রুতিতে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যা করে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়, নিষিদ্ধ করা হয় দেশের সকল বিরোধী রাজনৈতিক দলকে। এতে জনমনে চরম অশান্তি ও হতাশা নেমে আসে। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও নির্দয় পন্থায় মানুষের সহজাত মৌলিক অধিকারগুলোকে হরণ করে।
সেই চরম সংকটকালে ৭৫ এর ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। শুরু হয় এক অরাজক পরিস্থিতি। এমতাবস্থায় ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং জিয়াউর রহমান বন্দী অবস্থা থেকে মুক্ত হন। এই অম্লান বিপ্লবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে বিকাশের পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।
তারপরেও চক্রান্ত থেমে থাকেনি, বিদেশী শক্তির এদেশীয় অনুচররা তাদের উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে দেশমাতৃকার বীর সন্তান রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে। জিয়া শাহাদত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও দৃঢ় সংকল্পবদ্ধ।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত গোষ্ঠী আবারো নব্য বাকশালী সরকার রাষ্ট্রক্ষমতাকে অবৈধভাবে আঁকড়ে আছে। সরকারের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। দেশীয় রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির স্বাধীন সত্ত্বাকে হরণের চেষ্টা থেমে নেই। গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা আজ নির্বাসিত। দেশে এক ঘোর দুর্দিন বিরাজমান। জ্বালানী তেলসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবন এখন দুর্বিষহ। তারা দিশেহারা হয়ে পড়েছে।
গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদেরকে অবৈধ শাসগোষ্ঠী বিভৎস নির্মমতায় হত্যাসহ আহত করছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চালাচ্ছে। নির্যাতনের এই অব্যাহত ধারায় ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো বন্দী। তাঁকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। গণতন্ত্র পুণরুদ্ধারের জন্যই ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রীর মুক্তি অত্যন্ত জরুরী। তাই আমি মনে করি ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
Tarique Rahman
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার) ওয়াদুদ ভূইয়া
পাহাড় থেকে সমতল একসাথে ঢাকা চল।
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার) ওয়াদুদ ভূইয়া
#টেইক_ব্যাক_বাংলাদেশ
চলেন যাই হাজিরা দিয়ে আসি, এই সরকারের মিথ্যা মামলায় আপনিও আসামি, আমিও আসামি। এদের হাত থেকে রক্ষা পেতে হলে ২৮ অক্টোবর যেতেই হবে ঢাকায়। নইলে কাউকেই বাঁচতে দিবে না ওরা। আসুন আসামিদের পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মী ও বন্ধুবান্ধব সবাই মিলে এক সাথে বাঁচি।
- ওয়াদুদ ভূইয়া
সাবেক সংসদ সদস্য, বিএনপি।
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার) Wadud Force
#টেইক_ব্যাক_বাংলাদেশ
স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় আজ খাগড়াছড়ি জজ কোর্ট ও চীফ জুডিশিয়াল কোর্টে নিয়মিত হাজিরা দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ওয়াদুদ ভূইয়া মহোদয় সহ বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীরা।
১৯ অক্টোবর, ২৩
খাগড়াছড়ি বিএনপির বিশাল গাড়িবহর রোড মার্চ মুখী।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া নেতৃত্বে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে প্রায় ২ হাজারের অধিক গাড়ি নিয়ে কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম রোর্ড মার্চে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণ।
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার) ওয়াদুদ ভূইয়া Wadud Bhuiyan
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
২১ সেপ্টেম্বর ২০২৩;
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল দেওয়ানসহ সদর হাসপাতালে ভর্তি বিভিন্ন এলাকার অসুস্থ রোগীদের সার্বিক ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন ২৯৮ নং-খাগড়াছড়ি আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকারের পদত্যাগের দাবীতে আগামী ২৪ সেপ্টেম্বর একদফা কর্মসূচি সফল করার লক্ষে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা।
২১ সেপ্টেম্বর, ২০২৩
২০ সেপ্টেম্বর ২০২৩
অবৈধ শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে আগামী ০৫ অক্টোবর ২৩ "কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোড মার্চ" সফল করার লক্ষ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব Wadud Bhuiyan মহোদয়।
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার)
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য আওয়াজ তুলুন।
- ওয়াদুদ ভূইয়া
- সাবেক সাংসদ
আজ আমাদের প্রিয় লিডার ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয় কোর্টে মিথ্যা মামলায় হাজিরা দিতে আসলে খাগড়াছড়ি বাজারের স্বনামধন্য ব্যবসায়ী, আলম বাদ্রার্সের মালিক "এস আলম" নেতাকর্মীদের ভিড়ে মধ্যে দৌড়ে এসে লিডারকে অভিযোগ করে বলেন, বাজারে আওয়ামী লীগের অত্যাচারে তিনি কোন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারছেন না।
আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত তার কাছে চাঁদা চাচ্ছে এবং তাকে হুমকি ধমকি দিচ্ছে দোকান বন্ধ করে দেওয়ার।
তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রেহায় পেতে চান।
১০০১ জন চিকিৎসকের বিবৃতি—
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে প্রেরণের জোর দাবি করছি।
সেপ্টেম্বর ১৭, ২০২৩, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর ১০০১ জন চিকিৎসক এক বিবৃতি এ আহ্বান জানান।
প্রিয় আওয়াল তুমি রবে হৃদয় মাঝে
খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাহজাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল আলী গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে রোড মার্চে অংশ নিতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী থানার সামনে তার মোটরসাইকেল এর উপর একটি ট্রাক উঠিয়ে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি হলে আজ (১৮ সেপ্টেম্বর ২০২৩) সকাল ৮:১৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কপি : Md. Abdus Satter Patuary
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে প্রেরনের দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর ১০০১ জন চিকিৎসক।
রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চ
গাড়ি বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বোমা হামলা, আগুন
———
রোববার, সেপ্টেম্বর ১৭, ২০২৩, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চে বগুড়া হয়ে রাজশাহী যাওয়ার পথে ছাত্রদলের মাইক্রোবাসটি বাগাতিপাড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ঢুকলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে গাড়ী পুড়িয়ে দেয় এবং নেতাকর্মীদের হাতুড়ি দিয়ে বেধড়ক আঘাত করে।
এতে মারাত্মক ভাবে আহত হয়েছে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবু তালহা মানিক, তারেকুজ্জামান সম্রাট, শিমুল, মেহেদী, হাসিবুর রহমান।
১৭ সেপ্টেম্বর ২০২৩ (খাগড়াছড়ি)
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া 'র নেতৃত্বে আজ খাগড়াছড়ি জেলা শহরে লিফলেট বিতরণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন।
আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন শখ নেই!
-দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
#একদফাদাবী #একদফা #বিএনপি #ঢাকা #মহাসমাবেশ #ব্যারিস্টাররুমিনফারহানা #রুমিন ওয়াদুদ ভূইয়া Wadud Bhuiyan #রুমিনফারহানা #মানবাধিকার #মির্জাআলমগীর
ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার) ❤️🥀
১৬ সেপ্টেম্বর, ২০২৩ শনিবার
ভোটের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল -এর রংপুর থেকে দিনাজপুরের পথে “তারুণ্যের রোড মার্চ” এ তরুণদের ঢল।
#বিএনপি #যুবদল #স্বেচ্ছাসেবকদল #ছাত্রদল #তারুণ্যের_রোডমার্চ #একদফাদাবী
খাগড়াছড়ি জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত ও মতামতের ভিত্তিতে তিন সদস্য
বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জাকিয়া জিনাত বিথী।
অভিনন্দন
জাকিয়া জিনাত বিথী
প্রধান উপদেষ্টা
জেলা বিএনপি, খাগড়াছড়ি।
- ওয়াদুদ ভূইয়া (দ্যা গ্রেট লিডার)
১৫ সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশের ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার যুগপৎ ধারার আন্দোলনের ১ দফা দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
#বিএনপি #একদফাদাবী #টেইক_ব্যাক_বাংলাদেশ #মির্জা_আলমগীর
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Khagrachari
4400