আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি

আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি

সেবাই আমাদের মূল লক্ষ্য।
এটি সম্পূর্?

22/09/2023

আজ শুক্রবার আমার আল্লাহ আমাদের নীরব প্রার্থনা কবুল করুন এবং আমাদের দুঃখ দূর করুন❤️‍🩹

28/06/2023

❝ত্যাগ ও কুরবানীর মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকেরই জীবন❞
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—
❞ঈদ মোবারক❝

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 28/04/2023

আলহামদুলিল্লাহ্!
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ২০২৩ সেশনের কমিটি নির্বাচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️

26/04/2023

আজ সন্ধ্যা ৭টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
সবার আগমনের অপেক্ষায়!🥰

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 21/04/2023

আলহামদুলিল্লাহ!
কিছু মানুষের মুখে হাসি ফুটানোর প্রয়াস🤗
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা _
ঈদ মোবারক🌙💞
তাকাববালাল্লাহু মিন্না ওয়ামিনকুম।❤️❤️

19/04/2023

আলজেরিয়ার ভাইরাল ভিডিয়োটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন, আপনাদের প্রশংসা কুড়িয়েছে ইমাম সাহেব। কিন্তু ভিডিয়োতে চমৎকার একটা বিষয় লক্ষ্য করেছেন কী, বিড়ালটি যখন লাফিয়ে ইমাম সাহেবের কাঁধে উঠেছে ঠিক সে মুহূর্তে ইমাম সাহেব পড়তেছিলেন সূরা আনআম যার অর্থ গৃহপালিত পশু। মক্কা অবতীর্ণ এই সূরায় আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন। যে সূরাটির সঙ্গে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা তাসবি পাঠ করতে করতে পৃথিবীতে নেমে এসেছিলেন।

ইমাম সাহেব সূরা আনআম (গৃহপালিত পশু) আল্লাহর একত্ববাদের ঘোষণা পড়ছেন বিড়াল তখন কাঁধে উঠে তার কপালে চুমু খাচ্ছেন।

ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে শেষ আয়াতে পড়লেন- কুল ফালিল্লাহি হুজ্জাআতুল বালিগাতু অর্থাৎ আপনি বলুন, চূড়ান্ত সত্য-নির্ভর প্রমাণ তো আল্লাহরই।

ইন্টারেস্টিং বিষয় হলো- ইমামের এই শেষ আয়াতের আগেই বিড়াল তার কাঁধ লাফিয়ে নেমে গেলো। রুকুতে যেতো ইমামকে এক সেকেন্ডও অপেক্ষা করা লাগেনি। পশু-পাখিরাও বুঝে মহান আল্লাহর কালামের ভাষা, সুবহানাল্লাহ।

সারাবিশ্ব যখন মুসলমানদের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত, আল্লাহ ঠিক তখন বিড়ালের একটা চমৎকার দৃশ্যের মাধ্যমে তার একত্ববাদের ঘোষণা সবার কাছে পৌঁছে দিল। বিশ্ববাসী প্রশংসা করতে লাগল ‘বিড়ালের প্রতি মুসলিম ইমামের দয়া’ বলে।

শিবলী ভাই প্রথমে ব্যাপারটা নজরে এনেছিলেন। উনার স্ট্যাটাসের পর আবার দেখতে গেলাম সেই নজরকাঁড়া দৃশ্যটি। আল্লাহ হু আকবার, কী মনোরম দৃশ্য, ইমাম সাহেব আল্লাহর কালামে তার একত্ববাদের ঘোষণা পাঠ করছেন আর বিড়াল সেই ইমামের কাঁধে উঠে তার কপালে চুমু খাচ্ছেন!

নিশ্চয়ই আল্লাহ কুরআনে জ্ঞানীদের জন্য রেখেছেন চমৎকার নিদর্শন।
©

13/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদাইস রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

31/03/2023

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।
আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?

চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।

27/03/2023

– শাইখ আহমদ মুসা জিবরীল হাফি.

25/03/2023

জ্ঞানার্জনের উপযুক্ত সময় রমযান

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 23/03/2023

আলহামদুলিল্লাহ!
♦️মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম এর উদ্যোগে ১ম রমাদানের পূর্বেই এতিম ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে এতিম ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটানোই আমাদের উদ্দেশ্য।

♦️যারা এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে স্বার্থক ও সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন তাদেরকে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই আয়োজনকে কবুল করে উত্তম জাজাহ্ দান করুন এবং আমাদের জীবনে বারাকাহ ও উত্তম রিযিক দান করুন।

♦️সবাইকে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম এর পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা।
রমাদান কারীম 🌙❤️
রমাদান মুবারক 🌼❤️

22/03/2023

রমজানের প্রস্তুতি

03/03/2023

বেশি কথা বলা দৃঢ় ঈমানের লক্ষ্মণ নয়।
যারা বেশি কথা বলেন তারা অকারণে
মিথ্যা, গিবত ও নিজের বড়ত্ব প্রকাশ করা,
অভিশাপ দেওয়া এবং অহেতুক তর্কে লিপ্ত হয়ে
নিজেদের বিপদ ডেকে আনেন।

অতিরিক্ত হাসিঠাট্টা করাও গোনাহে লিপ্ত হওয়ার বড় মাধ্যম।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
১) যে ব্যক্তি আমাকে তার জিহ্বা ও লজ্জাস্থানের
সঠিক ব্যবহারের তথা হেফাজতের নিশ্চয়তা দিতে পারবে-
আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারব।
২) কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য
এতটুকুই যথেষ্ট- সে যা শুনে তাই (সত্যতা যাচাই না করে)
বলে বেড়ায়।
৩) যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে,
সে যেন ভালো কথা বলে- অন্যথায় চুপ থাকে।

কম কথা বলার অনেক ফজিলত রয়েছে।
কথা যত কম বলা যায়, ততই মঙ্গল।
যে বেশি কথা বলে, তার ভুল ও বিপদ তত বেশি হয়।
তাই তো, যে চুপ থাকে সে মুক্তি পায়।

প্রয়োজনীয় কথা বলুন,
এতে নেকি অর্জনের হবে,
এবং আপনি বিভিন্ন গুনাহ ও বিপদ থেকে বেঁচে যাবেন।

যারা অতিরিক্ত অনর্থক কথা বলে তাদের থেকে দূরে থাকুন।
অন্যথায় এরা আপনার আখলাক ধ্বংস করে দিবে।
তাই, সাবধান!

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 21/02/2023

যুবকদের কার্যক্রমগুলো বরাবরের মতই আমাদের অনেক বেশি মুগ্ধ করে, আলহামদুলিল্লাহ!
আজকের সুস্থ চিন্তার যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ!
আজকের যুবকরাই আগামীর স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্রপ্রহরী!
সুন্দর ও বসবাসযোগ্য সমাজ গঠনের সবথেকে শক্তিশালী হাতিয়ার "যুবসমাজ"।

যুবকদের উদ্দেশ্যে মরক্কোর প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ প্রফেসর ড.ত্বহা আব্দুর রহমান বলেন:
"যে কোনো সভ্যতা কিংবা জাতির ভবিষ্যৎ হলো সেই দেশের যুবকগণ।
যে জাতির নেতারা তাদের যুবকদের চিন্তা ও কর্মকে মূল্যায়ন করে না তাদের কোন ভবিষ্যৎ নেই"।

পৃথিবীর ইতিহাসে সুন্দর সমাজ,দেশ,রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে সেই দেশের চিন্তাশীল যুবকগণ।

বলছি,
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম যুবকদের প্রসঙ্গে!
প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই শত ব্যস্ততার মধ্য দিয়েও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে নিজেদের সামর্থ্য অনুযায়ী অনেকগুলো কার্যক্রম বাস্তবায়ন করেছে।
মানুষের দোয়া ও ভালোবাসার পাত্র হয়ে উঠেছে।
মানুষের মুখে হাসি ফুটিয়েছে!

বর্তমান পাশ্চাত্যের অপসংস্কৃতির করালগ্রাসে যেখানে যুবসমাজ নৈতিকতার দিক থেকে ট্রয় নগরীর মত বারংবার বিধ্বস্ত হচ্ছে এমন একটি জাহেলিয়াতের যুগসন্ধিক্ষণে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের যুবকগণ সুন্নাতে নববীর উত্তম আদর্শকে ধারণ করে সুস্থচিন্তা,সহমর্মিতা,সহানুভূতি,ভালোবাসা প্রদর্শন করে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
মানুষের বিপদে আপদে সর্বাগ্রে এগিয়ে যাচ্ছে, নিঃস্বার্থভাবে ব্লাড দান,ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানো,ধর্মীয় বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ,পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গঠন,সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শিক্ষাসফর,বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ সমাজের নানাবিধ সামাজিক কার্যক্রমে অসামান্য অবদান রেখে যাচ্ছে!
আগামী দিনেও সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে যুবকগণ সর্বাগ্রে এগিয়ে থাকবে ইনশাআল্লাহ।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম ব্যাতিক্রমধর্মী কিছু আয়োজন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ্।

এজন্য সকলের একান্ত আর্থিক সহযোগিতা,পরামর্শ,দোয়া ও ভালোবাসা প্রয়োজন।
যারা সামাজিক বিভিন্ন কার্যক্রমে মানবতার সেবায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা "আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম" প্রতিনিধিবৃন্দের সাথে যোগাযোগ করুন।

আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা,যুবকদের অক্লান্ত পরিশ্রমে মানুষের দুঃখ কষ্ট লাঘব হয়ে একদিন সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ন একটি সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ্।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের আয়োজন গুলোকে কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম জাজাহ দান করুন।
সকলের একান্ত সহযোগিতার অপেক্ষায় আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম।❤️❤️

17/02/2023

আমাদের প্রাণপ্রিয় সংগঠন "আলোকিত সমাজ কল্যাণ প্লাটফর্ম" এর পক্ষ থেকে মানিকছড়ি মহিলা মাদ্রাসার হেফজ সমাপ্তকারী( হাফেজা) ছাত্রীদের জন্য বিশেষ উপহার।
দোয়া করবেন, আমরা যেন সর্বদা ধর্মীয় এবং সমাজ সেবামূলক কাজ করতে পারি।

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 15/01/2023

মাইসছড়ি যুব সমাজ ও আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম এর উদ্যোগে ২য় তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

28/11/2022

অভিনন্দন
যারা পাশ করেছো সবাইকে। বিগত ১০ বছরের অক্লান্ত পরিশ্রম আল্লাহর রহমতে আজ স্বার্থক হয়েছে। বাবা মায়ের অপরিসীম ডেডিকেশনের কথা মনে রেখো সবসময়।

যারা কৃতকার্য হয়েছো তোমাদের জন্য সতর্কবার্তা, মনে রেখো তোমাদের যাত্রা সবে শুরু হলো, এ অর্জন পরের ধাপগুলোতে ধরে রাখতে না পারলে এটা একটা কাগজ ছাড়া কিছুই না তোমার জীবনে, অসংখ্য শিক্ষার্থী হারিয়ে গিয়েছে পরের ধাপগুলোতে তাদের কাতারে নিজেকে শামিল করোনা। নতুন উদ্যমে, প্রত্যয়ে আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখো। পৃথিবীকে নতুন নতুন বিজয়ের গল্পে বিমোহিত রাখো সর্বদা।

যারা কৃতকার্য কিংবা প্রত্যাশিত ফলাফল পাও নাই, তারা দমে যেওয়া, আমার অসংখ্য বন্ধু আছে যারা এসএসসি ফেল করেও পরবর্তী জীবনের পরিশ্রম ও প্রচেষ্টায় আজ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। পৃথিবীর অসংখ্য রথি-মহারথিদের তালিকা খুঁজে পাবা যারা বারবার ব্যর্থ হয়েও ঘুরে দাঁড়িয়েছে দীপ্ত শপথে নিজেকে শাণিত করে। তাই হাল ছেড়ে দিওনা, মানুষের আয়নায় নিজেকে না দেখে, মনের আয়নায় খুঁজে নাও তোমার তুমিকে। ইনশাআল্লাহ তোমারও একটা গল্প হবে একদিন, সে গল্প পৃথিবীর সব মানুষদের সাথে আমরাও একদিন শুনবো, সেই মুহুর্ত না আসা পর্যন্ত দমে যেওনা।

শুভকামনা ও দোয়া তোমাদের সবার জন্য।

আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম

22/11/2022

আপনার আব্বা মারা গেলেন, আপনি এলাকাবাসীকে খাবার খাওয়ালেন৷ লাভ হলো এলাকাবাসীর।

কিন্তু যদি আপনি আপনার আব্বার জন্য গোপনে দান করতেন, সওয়াব পেতেন আপনার আব্বা। লাভও হতো আপনার আব্বার।

এখন সিদ্ধান্ত নিন, কার লাভের জন্য আপনি কাজ করবেন?

সমাজের ইসলামকে গুরুত্ব দিবেন নাকি রাসূলের (সা.) ইসলামকে গুরুত্ব দিবেন?

- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.)

03/10/2022

তোমরা যার ‘ইবাদত কর আমি তার ‘ইবাদাত করি না’।

এবং আমি যার ‘ইবাদত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।

‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।

‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবেনা'

‘তোমাদের জন্য তোমাদের দ্বীন আর আমার জন্য আমার দ্বীন।’

সূরা- কাফিরূন || ০২- ০৬

25/09/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺

অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
কালেক্টেড।

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 17/09/2022

েপ্টেম্বর
#মোঃশামীম_খন্দকার_ভাইয়ের_দ্বিতীয়_মৃত্যুবার্ষিকী.

বসবাসযোগ্য সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম খন্দকার প্লাটফর্মের সূচনালগ্ন থেকেই একনিষ্ঠ দায়িত্বশীল হিসেবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করেছেন।
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের অন্যতম বিভাগ- #শামীম_ব্লাড_ব্যাংক -এর কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ২০২০ সালের ১৭সেপ্টেম্বর আনুমানিক রাত ৮টায় রোড এক্সিডেন্টে নিজের জীবন উৎসর্গ করেছেন।
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের পক্ষ থেকে খন্দকার শামীম ভাইকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ প্রিয় ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
(আমিন)

14/09/2022

আগামীকাল থেকে শুরু হওয়া দাখিল,
এস এসসি ও সমমানের পরীক্ষার্থী
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

30/08/2022

জাপানে যুদ্ধের সময় এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং তাকে এই মৃত শিশুটিকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। তিনি জবাব দিলেন: সে ভারী নয়, সে আমার ভাই!
সৈনিক বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল, সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের প্রতীক হয়ে উঠেছে,

এটিকে আপনি আপনার কর্তব্য মনে করুন:
"সে ভারী নয়, সে আমার ভাই/সে আমার বোন।"

যদি আপনার ছোট ভাই বোন চলার পথে সমাজে পড়ে যায়, তাকে উঠান, যদি সে ক্লান্ত হয়ে যায় যদি তার সমর্থন দুর্বল হয় তা হলে তাকে সাহায্য করুন, আর যদি সে ভুল করেও থাকে তাহলে তাকে দয়া করে ক্ষমা করে দিন,
পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে তবে তাকে আপনার পিঠে চড়িয়ে নিয়ে যান, কারণ সে ভারী নয় সে আপনার ভাই সে আপনার বোন .,..

(সংগৃহীত)

26/07/2022

আলহামদুলিল্লাহ❤️
এক মুমূর্ষ রোগীকে একব্যাগ উষ্ণ রক্তিম ভালোবাসা উপহার দিলেন আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, #শামীম_ব্লাড_ব্যাংক-এর ২২ তম ডোনার আমাদের সকলের প্রিয় মোহাম্মদ মাসুদ রানা
মহান আল্লাহ তা'য়ালা সম্মানিত ডোনারকে উত্তম জাযাহ দান করুন।
রক্তের গ্রুপ (O+)
"স্বেচ্ছায় করবো রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ""
#আমাদের_অনুপ্রেরণা।🔴

26/07/2022

আলহামদুলিল্লাহ❤️
এক মুমূর্ষ রোগীকে একব্যাগ উষ্ণ রক্তিম ভালোবাসা উপহার দিলেন আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, #শামীম_ব্লাড_ব্যাংক-এর ২০ তম ডোনার আমাদের সকলের প্রিয় তানভীর তাহসান
মহান আল্লাহ তা'য়ালা সম্মানিত ডোনারকে উত্তম জাযাহ দান করুন।
রক্তের গ্রুপ (O+)
"স্বেচ্ছায় করবো রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ""
#আমাদের_অনুপ্রেরণা।🔴

26/07/2022

আলহামদুলিল্লাহ❤️
এক মুমূর্ষ রোগীকে একব্যাগ উষ্ণ রক্তিম ভালোবাসা উপহার দিলেন আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, #শামীম_ব্লাড_ব্যাংক-এর ২১ তম ডোনার আমাদের সকলের প্রিয় Rana khan
মহান আল্লাহ তা'য়ালা সম্মানিত ডোনারকে উত্তম জাযাহ দান করুন।
রক্তের গ্রুপ (O+)

"স্বেচ্ছায় করবো রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ""
#আমাদের_অনুপ্রেরণা।🔴

15/07/2022

আলহামদুলিল্লাহ❤️
এক মুমূর্ষ রোগীকে একব্যাগ উষ্ণ রক্তিম ভালোবাসা উপহার দিলেন আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, #শামীম_ব্লাড_ব্যাংক-এর ১৯ তম ডোনার আমাদের সকলের প্রিয় মু:ওসমান গনি (হিলটেক্স)
মহান আল্লাহ তা'য়ালা সম্মানিত ডোনারকে উত্তম জাযাহ দান করুন।

"স্বেচ্ছায় করবো রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ""
#আমাদের_অনুপ্রেরণা।🔴

14/07/2022

আলহামদুলিল্লাহ❤️

এক এক্সিডেন্ট রোগীকে একব্যাগ উষ্ণ রক্তিম ভালোবাসা উপহার দিলেন
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি
#শামীম_ব্লাড_ব্যাংক-এর ১৮ তম ডোনার এবং প্রথমবারের মতো B+(ve) রক্ত দান করলেন আমাদের সকলের প্রিয় ভাই নাইম ইসলাম।
মহান প্রভু ভাইকে উত্তম জাযাহ দান করুন।

"স্বেচ্ছায় করবো রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ""
#আমাদের_অনুপ্রেরণা।🔴

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 13/07/2022

আলহামদুলিল্লাহ❤️

এক এক্সিডেন্ট রোগীকে একব্যাগ উষ্ণ রক্তিম ভালোবাসা উপহার দিলেন
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি
#শামীম_ব্লাড_ব্যাংক-এর ১৭ তম ডোনার B+(ve) রক্ত দান করলেন আমাদের সকলের প্রিয় ভাই Mohammad Yasin Mollah
মহান প্রভু ভাইকে উত্তম জাযাহ দান করুন।

"স্বেচ্ছায় করবো রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ""
#আমাদের_অনুপ্রেরণা।🔴

09/07/2022

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আযহা।
আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা
"ঈদ মোবারক"❤️❤️
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

29/06/2022

আগামীকাল সন্ধার আগেই চুল,নখ কেটে ফেলুন। কারণ জিলহজ্জের ১থেকে ১০তারিখ পর্যন্ত নখ ,চুল না কাটা সুন্নত।

29/06/2022

যাদের দু'আ কবুল হচ্ছে না তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন।
প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম।

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তিলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি (ﷺ) বলেন, "জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো।"
[তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮]

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 10/05/2022

লক্ষ করুন সব অভিনয় শিল্পিরা ইদানীং তাদের বাম চোখে সমস্যাটা তুলে ধরেছে। এটা দাজ্জাল কে রিপ্রেজেন্ট করে। দাজ্জাল এক চোখা হবে। একটা চোখ হবে আঙ্গুর ফলের মত।
কিন্তু দাজ্জালি বাহিনীরা আগে থেকেই এই এক চোখে সমস্যা থাকা টা ব্রান্ড বানিয়ে দিচ্ছে যেন দাজ্জালের এক চোখ নষ্ট দেখেও আমরা তাকে দাজ্জাল না ভেবে তাকে অনেক বড় ব্রান্ড মনে করি। আমাদের সামনে এক চোখে সমস্যা থাকা টা কমন বানিয়ে দিচ্ছে যেন আমরা দাজ্জালকে দেখলেও ইগনোর করি। সব ব্রেইনের খেলা খেলছে ওরা। আমাদের সতর্কতা অবলম্বন করা উচিৎ। সবাইকে সতর্ক করুন দাজ্জালের বিষয়ে। আর এসকল নাটক সিনেমা দেখা থেকে বিরত থাকুন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে দাজ্জালের ফেতনাহ থেকে আমাদের হেফাজত করুন।(আমিন)
সংগৃহীত।

09/05/2022

◾প্রিয় নবীজির পছন্দের কিছু অভ্যাস ও সুন্নাহ!
হয় আমরা জানিইনা নয়তো করতে অভ্যস্ত নই।
চলুন জেনে নিয়ে অভ্যাস করি..

○১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
(সহীহ মুসলিম- ৮৯৮)

○২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
(বুখারী- ৫২১১)

○৩।বৃষ্টি আসলে দোয়া করা। (সহীহ বুখারী- ১০৩২)

○৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা। (মুসলিম- ২০৬৪)

○৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। (বায়হাকী- ১৭৫৯৫)

○৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। (মুসলিম- ২৫৩১)

○৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)

○৮। ধোঁয়া ওঠা(উত্তপ্ত) গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
(বায়হাকি-৪২৮)

○৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
(বুখারী- ৭৩১)

১০। সফরে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
(মুসনাদে বাযযার- ৮৫৬৭)

১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের পাতা আবৃতকারি জুতা না পরা। (শু জুতা, স্যান্ডেল না)।
(আবু দাউদ- ৪১৩৫)

১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
(তিরমিযী- ২৪৭৮)

১৩। দ্বীনের দাওয়াত প্রচার ও সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
(মুসনাদে আহমাদ- ২১৬১৮)

১৪। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
(তাবরানী- ৬১৩৯)

১৫। রাতে অজু অবস্থায় ঘুমানো।
(ফাতহুল বারি- ১১/১১০)

১৬। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
(আবু দাউদ- ৪১৬০)

১৭।যে মানুষের উপকার করে, সেই সবচেয়ে ভালো মানুষ। নিজেকে উপকারী হিসেবে গড়ে তোলা
(সুনানে দারাকুতনি)
fb.com/abdulhimd.saifullah

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 09/05/2022

আলহামদুলিল্লাহ!
♦️দীর্ঘ অপেক্ষার প্রহর ঘনিয়ে বহুল প্রতীক্ষিত ইভেন্ট " #মানবতার_দেয়াল"
অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ,বাজার ব্যাবসায়ী,আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের সম্মানিত সভাপতি, সেক্রেটারি,কমিটি ও প্লাটফর্মের সদস্যবৃন্দের একাংশর উপস্থিতির মধ্য দিয়ে উদ্ধোধনী অনুষ্ঠান সম্পন্ন করে মানবতার দেয়ালের কার্যক্রম শুরু হয়েছে।

♦️উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🥰

♦️মানবতার দেয়ালের মূল উদ্দেশ্য মানুষের মৌলিক অধিকার-"বস্ত্র"
বস্ত্রহীন মানুষকে বস্ত্র উপহার দিয়ে মানুষের মুখে হাসি ফুটানো!
তাই প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান আপনার অতিরিক্ত-পরিত্যাক্ত পোশাকটি ফেলে না দিয়ে বস্ত্রহীন,ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উপহার দিন।
আর আপনার প্রয়োজনীয় পোশাকটি নিয়ে যান।

♦️ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে মানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম আগামী দিনে আলোকিত,শিক্ষা,সেবা,উন্নয়ন মূলক,পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যকরী কার্যক্রম,ইভেন্ট বাস্তবায়ন করে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে সুন্দর একটি সমাজ গড়ে তুলবে এই প্রত্যাশা।

♦️তাই সকলের নিকট আন্তরিক দোয়া,ভালোবাসা পরামর্শ ও সহযোগিতা একান্ত কামনা করছি।❤️❤️

Photos from আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্ম, মাইসছড়ি's post 03/05/2022

𝗘𝗶𝗱 M𝘂𝗯𝗮𝗿𝗮𝗸🖤🥀

𝗧𝗮𝗸𝗯𝗯𝗮𝗮𝗹𝗹𝗮𝗵𝘂 𝗺𝗶𝗻𝗻𝗮 𝘄𝗮 𝗺𝗶𝗻𝗸𝘂𝗺!! ✨

𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸!!💫

23/04/2022

আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেলো রামাদ্বানের শ্রেষ্ঠ সময়। লাইলাতুল ক্বদর অন্বেষণে রামাদ্বানের শেষ দশক।

যাতে রয়েছে হাজার মাসের চাইতেও অধিক পূন্যময় রাত ‘লাইলাতুল ক্বদর’।

'ক্বদরের রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ' (আল কোরআন-৯৭:০৩)।

ক্বদরের রাত কবে? কোনটি?
সে সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন:-

•‘‘রামাদ্বানের শেষ দশদিনে তোমরা ক্বদরের রাত তালাশ কর।’’ [বুখারী-২০২০; মুসলিম-১১৬৯]

•‘‘তোমরা রামাদ্বানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে ক্বদরের রাত খোঁজ কর।’’ [বুখারী-২০১৭]

•‘‘যে ব্যক্তি লাইলাতুল ক্বদর অন্বেষণ করতে চায়, সে যেন রামাদ্বানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে।’’ [বুখারী-২০১৫; মুসলিম-১১৬৫]

•উবাই ইবনে কাব হতে বর্ণিত- তিনি বলেন যে,
"আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল (সাঃ) আমাদেরকে যে রজনীকে ক্বদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রামাদ্বানের ২৭তম রাত।" [মুসলিম-৭৬২]

আসুন, হাদিসগুলো আরেকবার খেয়াল করে একটু দেখে নেই। এবার ১০০% নিশ্চিত করে কি বলতে পারবো যে, শুধুমাত্র ২৭শে রাতটাই হচ্ছে ‘নিশ্চিত লাইলাতুল ক্বদর’?

যদি তা না হয়, তাহলে ক্ষতিটা কার?

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যেন রামাদ্বানের শেষ দশরাতে না হলেও, "অন্ততপক্ষে" (কম করে হলেও) রামাদ্বানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে ক্বদরের নিয়ামত তালাশ করার উপলব্ধি ও সহীহ বুঝ দান করুন।

20/04/2022

রাত ২ঃ৩০ মিনিট....!
আমার দুই রুমমেট (পিডিবির ইঞ্জিনিয়ার) চলে গেলেন বাহিরে। সারারাত ধরে চলবে বৈদ্যুতিক ত্রুটি খোঁজার কাজ। কারণ ত্রুটি খুঁজে না পেলে; হাজার হাজার গ্রাহককে বিদ্যুৎবিহীন অবস্থাতেই সেহেরি খেতে হবে। এইদিকে ফল্টের লোকেশন খুঁজে না পেলে; পথেই বিস্কুট চানাচুর খেয়েই হয়তো সেহেরি করতে হবে তাদের। বাংলাদেশে এত এত গাছপালা যে; ১৫কিঃমিঃ একটি লাইনের দুইপাশে ১৫হাজার গাছ থাকে। তার উপর বাংলাদেশ ঝড়-বৃষ্টি প্রবণ দেশ। ফলে বৃষ্টি শুরুর পূর্বেই যে সামান্য বাতাস বহে; তাতেই ডালপালা লেগে ইলেক্ট্রিসিটি চলে যায়। আমরা ভাবি- বিদ্যুৎ অফিসে সবাই সুইচ হাতে নিয়ে বসে থাকে। বৃষ্টি শুরুর পূর্বেই তারা লাইন অফ করে দেয়। বৃষ্টি চলাকালে ইলেক্ট্রিসিটি দেয়াটাও নিরাপদ থাকে না। কারণ গাছপালা ও ডালপালা লাইনে আছড়ে পড়ে জান-মালের ক্ষতিসাধন করতে পারে। তাহলে এর সমাধান কি...?
১) উচ্চ ভোল্টেজের লাইনগুলোকে মাটির তলদেশ দিয়ে টানা হলে; ঝড়-বৃষ্টির প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক সিস্টেম ইতিমধ্যেই ঢাকায় শুরু হয়েছে। পর্যায়ক্রমে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়বে। কিন্তু ইহা অত্যাধিক ব্যয়বহুল প্রকল্প। আপাতত দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধায় আনাটাই বিশাল চ্যালেঞ্জ ছিল। যা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ন্যুনতম বিদ্যুতের সংযোগ পেয়েই মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়েছে। শিল্প, সেচব্যবস্থা, ক্ষুদ্র-কুঠির শিল্প, ইন্টারনেট সংযোগসহ জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটেছে। সারাদেশে আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক সিস্টেম চালু করতে যে অর্থ প্রয়োজন; সেই সক্ষমতা অর্জন করার পথে রয়েছে আমাদের অর্থনীতি। অর্জিত হলেই দেশ চলে যাবে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে। গ্রামেও উচ্চভোল্টেজ লাইন থাকবে মাটির নীচে। ইতিমধ্যেই দেশের সকল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান সেই লক্ষ্যেই কাজ করছে। তাই ততদিন আমাদেরকে ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎবিহীনই থাকতে হবে।
২) বিদ্যুতের মিটারে অতিরিক্ত বিল আদায়ের বহু অভিযোগ রয়েছে। যার সমাধান ইতিমধ্যেই দেশে চলে এসেছে। প্রিপেইড মিটার সংযোগে আপনি নিজেই রিচার্জ করবেন এবং বিদ্যুৎ খরচ করবেন। মিটার রিডিং নেয়ার দিন শেষ। ভুতুড়ে বিলের দিনও শেষ। অপেক্ষা শুধু প্রকল্প বাস্তবায়নের।
৩) দ্রুত সময়ে ফল্ট খুঁজে পেতে RMU, Fault Locator, SCADA System ইন্সটলেশনের কাজ চলমান রয়েছে। বাস্তবায়ন হলে দীর্ঘ সময় আর বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে না। দ্রুত সময়ে ইঞ্জিনিয়াররা ত্রুটি খুঁজে বের করে সমাধান করতে সক্ষম হবে।
অপেক্ষায় থাকুন নতুন দিনের জন্য....!
© Nazim sarkar

19/04/2022

“আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল।" (আল-ইমরানঃ ১২৩)

18/03/2022

আমাদের আধ্যাত্মিক বলয়কে মজবুত করার মাধ্যমে কল্যান ও মুক্তির পথে ধাবিত করতে নতুনভাবে আত্মবিশ্বাস ও আশার সঞ্চার ঘটায় শবে বরাত।

আলোকিত সমাজকল্যাণ প্লাটফর্মের সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা।🥰
#শবে_বরাত_মোবারক।❤️

Want your organization to be the top-listed Government Service in Khagrachari?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Maischari Bazar Jame Mosque on EID Day

Category

Website

Address

Maischari Khagrachari
Khagrachari

Other Social Services in Khagrachari (show all)
TSF.BD Bhaibonchara Union Branch TSF.BD Bhaibonchara Union Branch
Khagrachari
Khagrachari, 4400

Unity Education Progress is our main target - TSF.BD