Al-Fawakih Bazar

Al-Fawakih Bazar

You may also like

MTX NAHID
MTX NAHID

বিদেশী ফল-ফ্রুট ও শখে আসবাবপত্র

27/01/2023
05/01/2023
03/01/2023

#আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা_আল্লামা দিয়ে দেশটা ভরে গেছে

Al-Fawakih Bazar

আবু সালাহুদ্দীন

02/01/2023

#দাজ্জালের দলভুক্ত হয়ে যাচ্ছি না তো!!

Pricila
তাহমিনা তমা
Muntaha's vlogs
Saleha Banu
Shahin Bin Rafique
Fayaz Ahmed Shanto
Kamal Hasan
Faatiha Aayat
Khan Mahmud Sakin
MD Mujaheed Chowdhury
Momotazul Islam Khan
হুজুরনির অপেক্ষায়
Sheikh Md Shobuj
Rubel Hossain
Mss Ibrahim
shajgoj.comshajgoj.com - সাজগোজসাজগোজ
Shakib Al Hasan

02/12/2022

মাওলানা আবু তাহের মিসবাহ
দাম্পত্যজীবন, অজ্ঞতা
ও পরিণাম ....
///////////////////////////////////
(১৪৩৩ হি. শা‘বান মাসে এক
খাছ মজলিসে এক বিশেষ
উপলক্ষে আদীব হুজুরের একটি
গুরুত্বপূর্ণ আলোচনা।
মুসাজ্জিলা থেকে তা পত্রস্থ
করা হল)
***
কিছু দিন আগে আমার এক প্রিয়
তালিবে ইলম দেখা করতে এসে
বললো, হুযূর, আগামী পরশু আমার
বিবাহ। চমকে উঠে তাকালাম।
বড় ‘বে-চারা’ মনে হলো। কারণ
আমিও একদিন বড় অপ্রস্ত্তত
অবস্থায় জেনেছিলাম,
আগামীকাল আমার বিবাহ!
ভিতর থেকে হামদরদি উথলে
উঠলো। ইচ্ছে হলো তাকে কিছু
বলি, যিন্দেগির এই নতুন
রাস্তায় চলার জন্য প্রয়োজনীয়
কিছু পাথেয়, আল্লাহর
তাওফীকে তাকে দান করি।
আল্লাহর তাওফীক ছাড়া আমরা
কেই বা কী করতে পারি!
তো তাকে জিজ্ঞাসা করলাম,
বিবাহের জন্য কী প্রস্ত্ততি
নিয়েছো? বড় ভোলাভালা নও
জোয়ান! সরলভাবে বললো,
আমার কিছু করতে হয়নি, সব
প্রস্ত্ততি আববা -আম্মাই
নিয়েছেন। কেনা-কাটা প্রায়
হয়ে গেছে, শুধু বিয়ের শাড়ীটা
বাকি।
অবাক হলাম না, তবে দুঃখিত
হলাম, আমার এই প্রিয় তালিবে
ইলম এখন একজন যিম্মাদার
আলিমে দ্বীন। দীর্ঘ কয়েক বছর
আমাদের ছোহবতে ছিলো, তার
কাছে বিবাহের প্রস্ত্ততি
মানে হলো জিনিসপত্র এবং
বিয়ের শাড়ী! তাহলে অন্যদের
অবস্থা কী?!
বড় মায়া লাগলো; বললাম,
দেখো, মানুষ যে কোন কাজ
করতে চায়, প্রথমে সে ঐ বিষয়ে
প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে।
কাজটির হাকীকত ও উদ্দেশ্য
কী? কাজটি আঞ্জাম দেয়ার
সঠিক পন্থা কী? শুরু থেকে শেষ
পর্যন্ত কী কী সমস্যা হতে
পারে, সেগুলোর সমাধান কী?
এগুলো জেনে নেয়। এজন্য
দস্ত্তর মত আমাদের শিক্ষা
ব্যবস্থায় শিক্ষার আয়োজন
আছে, এমনকি বাস্তব
প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে।
অথচ জীবনের সবচে’ কাঠিন ও
জটিল অধ্যায়ে মানুষ প্রবেশ
করে, বরং বলতে পারো ঝাঁপ
দেয়, কিছু না শিখে, না জেনে
এবং না বুঝে একেবারে
অপ্রস্ত্তত অবস্থায়। ফল কী হতে
পারে?! কী হয়?! অন্যদের কথা
থাক, চোখের সামনে আমার
ক’জন ছাত্রের ঘর ভেঙ্গে
গেলো! একজনের তো এমনকি
দু’জন সন্তানসহ। কিংবা ঘর হয়ত
টিকে আছে, কিন্তু শান্তি নেই।
স্বাভাবিক শান্তি হয়ত বজায়
আছে, কিন্তু বিবাহ যে দুনিয়ার
বুকে মানবের জন্য আল্লাহর
দেয়া এক জান্নাতি নেয়ামত,
সুকূন ও সাকীনাহ, সে খবর তারা
পায়নি, শুধু অজ্ঞতার কারণে, শুধু
শিক্ষার অভাবে।
আশ্চর্য, মা-বাবা সন্তানকে কত
বিষয়ে কত উপদেশ দান করেন;
উস্তাদ কত কিছু শিক্ষা দেন,
নছীহত করেন, কিন্তু জীবনের
সবচে’ কঠিন ও জটিল বিষয়টি
কেন যেন তারা সযত্নে এড়িয়ে
যান!
তাকে বললাম, যদিও তুমি এ
উদ্দেশ্যে আসোনি তবু
তোমাকে কিছু কথা বলতে চাই,
যা ইনশাআল্লাহ আগামী
জীবনে তোমার কাজে আসবে।
খুব জযবা ছিলো, অবেগের তোড়
ছিলো, ‘দিল কো নিচোড় ক্যর’,
বাংলায় যদি বলি তাহলে
বলবো, হৃদয় নিংড়ে, কিন্তু দিল
কো নিচোড়না-এর ভাব হৃদয়
নিংড়ানোতে আসবে
কোত্থেকে! যাক, বলছিলাম,
হৃদয়টাকে নিংড়ে কিছু কথা
তাকে বলেছিলাম। পরে
আফসোস হলো যে, কথাগুলো
তো সব হাওয়ায় উড়ে গেলো,
যদি বাণীবদ্ধ করে রাখা যেতো
কত ভালো হতো! হয়ত আল্লাহর
বহু বান্দার উপকারে আসতো।
শেষে বললাম, এককাজ করো, এ
কথাগগুলোর খোলাছা কাগজে
লিখে আমাকে দেখিও।
আগামী পরশুর বিয়ের খবর দিয়ে
ছেলেটা সেই যে গেলো, তিন
বছরে আর দেখা নেই! দাম্পত্য
জীবনের বিভিন্ন দিক নিয়ে
বিভিন্ন সময় দরসেও আমি
অনেক কথা বলেছি। ‘সবচে’
বেশী বলেছি আমার নূরিয়ার
জীবনের প্রিয় ছাত্র
(বর্তমানের হাতিয়ার হুযূর)
মাওলানা আশরাফ হালীমীকে,
আশা করি তিনি সাক্ষ্য দেবেন,
অনেকবার বলেছেন, আমার
কথাগুলো তার জীবনে বে-হদ
উপকারে এসেছে। আরো
অনেকে বলেছে, কিন্তু
কথাগুলো কেউ ‘কলমবন্দ’
করেনি।
তো এখন এই উপলক্ষকে কেন্দ্র
করে তোমাদের মজলিসে ঐ
কথাগুলো আবার বলতে ইচ্ছে
করছে। কিন্তু আফসোস, সেই
আবেগ ও জযবা তো এখন নেই যা
ঐ প্রিয় তালিবে ইলমকে বলার
সময় ছিলো। আবেগভরা দিলের
কথা তো রসভরা ইক্ষু, আর শুধু
চিন্তা থেকে বলা কথা হলো রস
নিংড়ে নেয়া ইক্ষুর ছোবা! তবু
কিছু না কিছু ফায়দা তো
ইনশাআল্লাহ হবে।
আমি আমার প্রিয় ছাত্রটিকে
বলেছিলাম, এখন তোমার
জীবনের এই যে নতুন অধ্যায় শুরু
হচ্ছে উর্দূতে এটাকে বলে
ইযদিওয়াজী যিন্দেগী,
বাংলায় বলে দাম্পত্য জীবন,
অর্থাৎ এটা জীবন ও যিন্দেগির
খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ, শুধু
গুরুত্বপূর্ণ নয়, বরং অত্যন্ত জটিল
ও ঝুঁকিপূর্ণ। এটা তোমাকে
ঘাবড়ে দেয়ার জন্য বলছি না;
প্রয়োজনীয় প্রস্ত্ততি গ্রহণ ও
পাথেয় সংগ্রহ করার জন্য বলছি,
যাতে পূর্ণ আস্থা ও সাহসের
সঙ্গে তুমি তোমার এই নতুন
জীবন শুরু করতে পারো। আল্লাহ
যদি সাহায্য করেন তাহলে সবই
সহজ।
এটা যে শুধু তোমার ক্ষেত্রে
হচ্ছে তা নয়! আমার জীবনেও
হয়েছে, আমার মা-বাবার
জীবনেও হয়েছে! তোমার মা-
বাবাও একদিন এ জীবন শুরু
করেছিলেন। যদি সহজ ও
অন্তরঙ্গ সম্পর্ক থাকে তাহলে
তোমার মাকে, বাবাকে
জিজ্ঞাসা করতে পারো,
কীভাবে তারা এ দীর্ঘ পথ
পাড়ি দিয়ে এসেছেন? জীবনের
শুরুতে তারা কী ভেবেছিলেন,
কী চেয়েছিলেন, কী
পেয়েছেন?
কখন কী সমস্যা হয়েছে, সেগুলো
কীভাবে সমাধান করেছেন। এই
জীবনের শুরুতে তোমার প্রতি
তাদের কী উপদেশ? এধরনের
সহজ আন্তরিক আলোচনায়
সংসার জীবনের পথচলা অনেক
সহজ হয়ে যায়। অবশ্য সব মা-
বাবার সঙ্গে সব সন্তানের এমন
সহজ সম্পর্ক থাকে না, তবে
থাকা উচিত। জীবনের যে কোন
সমস্যার সমাধানের জন্য সন্তান
মা-বাবার কাছেই আসবে, মা-
বাবাকেই নিরাপদ আশ্রয় মনে
করবে, বন্ধুবান্ধবকে নয়। কঠিন
সমস্যার মুখে একজন অপরিপক্ব
বন্ধু কীভাবে সঠিক পথ দেখাতে
পারে! কিন্তু অধিকাংশ
ক্ষেত্রে এটাই ঘটে। সন্তান মা-
বাবাকে ভয় করে, হয়ত কোন
জটিলতায় পড়েছে; তখন তাদের
প্রথম চেষ্টা হয় যে, মা-বাবা
যেন জানতে না পারে, কারণ
তাদের কানে গেলে সর্বনাশ!
ছেলে তার বন্ধুর শরণাপন্ন হয়,
মেয়ে তার বান্ধবীর কাছে
বলে, তারা তাদের মত করে
পরামর্শ দেয়। ফলে অবস্থা
আরো গুরুতর হয়।
অতীতে যাই ছিলো, এখন তো
অপরিহার্য হয়ে পড়েছে, মা-
বাবার জন্য সন্তানের বন্ধু
হওয়া। বিপদে সমস্যায়
সন্তানকে তিরস্কার পরে করা,
আগে তার পাশে দাঁড়ানো।
তাহলে সন্তান আরো বড় অন্যায়
করা থেকে এবং আরো গুরুতর
অবস্থায় পড়া থেকে বেঁচে যায়।
কিন্তু এখন অবস্থা হলো, সন্তান
মা-বাবাকে ভয় করে, বন্ধুকে
নিরাপদ আশ্রয়স্থল মনে করে।
আমার ছেলেকে আমি এটা
বোঝাতে চেয়েছি এবং আশা
করি, কিছুটা বোঝাতে
পেরেছি। অনেক সমস্যা থেকে
সে রক্ষা পেয়েছে, কারণ সবার
আগে সে আমার কাছে এসেছে,
আর আমি বলেছি, ভয় নেই, আমি
তোমার পাশে আছি। আগে
তাকে সাহায্য করেছি, তারপর
প্রয়োজনে দরদের সঙ্গে
তিরস্কার করেছি, বা শিক্ষা
দিয়েছি। বন্ধুর কাছে আগে
পাওয়া যায় সাহায্য, মা-বাবার
কাছ থেকে আগে আসে
তিরস্কার। তাই সন্তান সমস্যায়
পড়ে মা-বাবার কাছে আসে না,
বন্ধুর কাছে আসে। এভাবে
নিজের কারণেই সবচে’ কাছের
হয়েও মা-বাবা হয়ে যায় দূরের,
আর দূরের হয়েও বন্ধু হয়ে যায়
কাছের। সন্তানের সমস্যা বন্ধু
জানে সবার আগে। মা-বাবা
জানে সবার পরে, পানি যখন
মাথার উপর দিয়ে চলে যায়
তখন।
তো আমি আশা করছি, জীবনের
অন্যসকল ক্ষেত্রে যেমন
তেমনি, আল্লাহ না করুন
দাম্পত্যজীবনে যদি কোন রকম
সমস্যার সম্মুখীন হয় তাহলে
সন্তান সবার আগে আমার কাছে
আসবে, তার মায়ের কাছে
আসবে, আমাদের উপদেশ,
পরামর্শ নেবে।
আলহামদু লিল্লাহ, সেই রকমের
সহজ অন্তরঙ্গ সম্পর্কই সন্তানের
সঙ্গে আমার, আমাদের।
আমার প্রিয় ছাত্রটিকে বললাম,
কথা অন্য দিকে চলে গেছে,
তো এই প্রসঙ্গে তোমাকে
একটি আগাম নছীহত করি; আজ
তোমরা স্বামী-স্ত্রী, দু’দিন
পরেই হয়ে যাবে, মা এবং বাবা।
সেটা তো জীবনের আরো কঠিন,
আরো জটিল অধ্যায়। আমি প্রায়
বলে থাকি, প্রাকৃতিক নিয়মে
মা-বাবা হয়ে যাওয়া খুব সহজ।
কিন্তু আদর্শ মা-বাবা হওয়ার
জন্য প্রয়োজন দীর্ঘ শিক্ষা ও
দীক্ষা। তো তোমরা দু’জন
জীবনের শুরু থেকেই শিক্ষা
গ্রহণ করতে শুরু করো যে, একটি
মেয়ে কীভাবে একজন আদর্শ মা
হতে পারে এবং একটি ছেলে
কীভাবে একজন আদর্শ বাবা
হতে পারে! আগে বলেছিলাম
একটি নছীহত, এখন বলছি দু’টি
নছীহত।
সন্তানের সামনে কখনো তার
মাকে অসম্মান করো না।
তোমাকে মনে রাখতে হবে, সে
তোমার স্ত্রী, কিন্তু তোমার
সন্তানের মা, তোমার চেয়েও
অধিক শ্রদ্ধার পাত্রী। সন্তান
যেন কখনো, কখনোই মা-বাবাকে
ঝগড়া-বিবাদ করতে না দেখে। এ
নছীহত আমি তোমাকে করছি,
আল্লাহর শোকর নিজে আমল
করে। আমার বড় সন্তানের বয়স
ত্রিশ বছর, এর মধ্যে কখনো সে
আমাদের বিবাদ করতে এমনকি
তর্ক করতেও দেখেনি।
দ্বিতীয়ত তোমরা উভয়ে
সন্তানের বন্ধু হওয়ার চেষ্টা
করো, এমন বন্ধু যাকে নিজের
মনের কথা, সব কথা
নিঃসঙ্কোচে জানাতে পারে।
আগের কথায় ফিরে আসি;
আগামীপরশু তোমার বিবাহ।
তার মানে, আজ তুমি নিছক
একটি যুবক ছেলে, অথচ আগামী
পরশু হয়ে যাচ্ছো, একজন
দায়িত্ববান স্বামী। কত বিরাট
পার্থক্য তোমার আজকের এবং
আগামী পরশুর জীবনের মধ্যে।
বিষয়টি তোমাকে বুঝতে হবে।
কেন তুমি বিবাহ করছো?
বিবাহের উদ্দেশ্য কী? দেখো,
আমাদের দেশে পারিবারিক
পর্যায়ে একটা নিন্দনীয়
মানসিকতা হলো, সংসারের
প্রয়োজনে, আরো খোলামেলা
যদি বলি, কাজের মানুষের
প্রয়োজনে ছেলেকে বিয়ে
করানো। সবাই যে এমন করে তা
নয়, তবে এটা প্রবলভাবে ছিলো,
এখনো কিছু আছে। আমি নিজে
সাক্ষী, আমার একজন মুহতারাম
তাঁর মেয়েকে বিয়ে দিলেন,
বিয়ে হওয়ামাত্র ছেলের বাবা
স্বমূর্তি ধারণ করে বলতে
লাগলেন, আর দেরী করা যাবে
না, তাড়াতাড়ি মেয়ে বিদায়
করেন। মেয়ের মা ও বাবা তো
হতবাক!
মেয়ে বিদায় হলো।
শশুরবাড়ীতে রাত পোহালো,
আর পুত্রবধুর সামনে কাপড়ের
স্ত্তপ নিক্ষেপ করে শাশুড়ী
আদেশ করলেন, কাপড়ে সাবান
লাগাও, দেখি, মায়ের বাড়ী
থেকে কেমন কাজ শিখে
এসেছো!
আমার এক ছাত্রের কথা, বিয়ের
প্রয়োজন। কেন? কারণ মা-
বাবার খেদমত করার কেউ নেই।
এটা কিন্তু বিবাহের উদ্দেশ্য
বা মাকছাদ হতে পারে না। মা-
বাবার খেদমত মূলত তোমার
দায়িত্ব। এখন সে যদি
স্বতঃস্ফূর্তভাবে তোমার সাথে
এতে শরীক হয়, তবে সেটা
তোমাদের উভয়ের জন্য
সৌভাগ্যের কারণ হতে পারে।
দেখো, আল্লাহ চাহে তো
অচিরেই আমাদেরও ঘরে পুত্রবধু
আসবে। আমরা আমাদের না
দেখা সেই ছোট্ট মেয়েটির
প্রতীক্ষায় আছি। কিন্তু আমি
আমার পুত্রকে অবশ্যই বলবো,
বিবাহের উদ্দেশ্য মা-বাবার
খেদমত করা হতে পারে না।
আমি দু’আ করি, তোমার মা-
বাবা তোমার যেমন, তেমনি
তোমার স্ত্রীরও যেন
মেহেরবান মা-বাবা হতে
পারেন। আমার দুই মেয়ের শশুর,
দু’জনই এখন জান্নাতবাসী
(ইনশাআল্লাহ)। আল্লাহর কাছে
আমার সাক্ষ্য এই যে, সত্যি
সত্যি তারা আমার মেয়েদু’টির
‘বাবা’ ছিলেন। আমার ছোট
মেয়ের শশুর বড় আলিম ছিলেন,
তাঁকে আমার একটি বই হাদিয়া
দিয়েছিলাম এভাবে,
‘সাফফানার আববুর পক্ষ হতে
সাফফানার আববাকে’। তিনি
খুশী হয়ে অনেক দু’আ
করেছিলেন, আর বলেছিলেন,
‘আপনি তো এই ছোট্ট একটি
বাক্যে সম্পর্কের মহামূল্যবান
এক দর্শন তুলে ধরেছেন!
আমার বড় মেয়ের অবস্থা হলো,
মায়ের বাড়ী থেকে যাওয়ার
সময় সে কাঁদে না, কাঁদে
‘আম্মার’ বাড়ী থেকে আসার
সময়।
দুআ’ করি, আমার দেশের
প্রতিটি মেয়ে যেন মা-বাবার
ঘর থেকে এমন মা-বাবার ঘরে
প্রবেশ করতে পারে। আর তুমি
দু’আ করো, আমরা দু’জন যেন
আমাদের অনাগত মেয়েটির জন্য
তেমন মা-বাবাই হতে পারি।
তো বলছিলাম বিবাহের
উদ্দেশ্যের কথা। বৈধ উপায়ে
স্ত্রীপরিচয়ে কাউকে ভোগ
করা, এটাও বিবাহের উদ্দেশ্য
বা মাকছাদ হতে পারে না।
স্বামী-স্ত্রী পরস্পরকে বলা হয়
শরীকে হায়াত, জীবনসঙ্গী এবং
জীবনসঙ্গিনী। বস্ত্তত এই
শব্দটির মধ্যেই দাম্পত্য
জীবনের সুমহান উদ্দেশ্যটি
নিহিত রয়েছে। আর যদি
কোরআনের ভাষায় বলি তাহলে
বিবাহের উদ্দেশ্য হল,
ﻫﻦ ﻟﺒﺎﺱ ﻟﻜﻢ ﻭﺍﻧﺘﻢ ﻟﺒﺎﺱ ﻟﻬﻦ
তুমি তো কোরআন বোঝো।
ভেবে দেখো, দাম্পত্য-
সম্পর্কের কী গভীর তাৎপর্য
এখানে নিহিত!
পেয়ারা হাবীব ছাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বিবাহ হচ্ছে আমার সুন্নত। আর
বলেছেন, যে আমার সুন্নতের
প্রতি বিমুখ হবে সে আমার
উম্মতভুক্ত নয়।
বিবাহ নবীর সুন্নত! সুতরাং
সহজেই বোঝা যায়, বিরাট ও
মহান কোন মাকছাদ রয়েছে এর
পিছনে।
বিবাহের আসল মাকছাদ বা
উদ্দেশ্য হলো স্বামী ও স্ত্রী-
এই পরিচয়ে একটি নতুন পরিবার
গঠন করা এবং মা ও বাবা- এই
পরিচয়ে সন্তান লাভ করা।
তারপর উত্তম লালন-পালন এবং
আদর্শ শিক্ষা-দীক্ষা ও
তারবিয়াতের মাধ্যমে নেক
সন্তানরূপে গড়ে তুলে দুনিয়া
থেকে বিদায় গ্রহণ করা, যাতে
নস্লে ইনসানি বা মানববংশ
কেয়ামত পর্যন্ত আল্লাহর
পছন্দমত আগে বাড়তে থাকে।
এটাই হলো বিবাহের আসল
উদ্দেশ্য; অন্য যা কিছু আছে তা
সব পার্শ্ব-উদ্দেশ্য। তো এখনই
তুমি নিয়ত ঠিক করে নাও যে,
কেন কী উদ্দেশ্যে বিবাহ
করবে। উদ্দেশ্য যদি ঠিক হয়ে
যায় তাহলে দেখতে পাবে,
আল্লাহ চাহে তো এখনই তোমার
ভিতরে কত সুন্দর পরিবর্তন
আসছে! কী আশ্চর্য এক
পরিপূর্ণতা নিজের মধ্যে অনুভূত
হচ্ছে! আগামী জীবনের সকল
দায়দায়িত্ব পালন করার জন্য
গায়ব থেকে তুমি আত্মিক শক্তি
লাভ করছো। আল্লাহ তাওফীক
দান করেন।
এবার আসো জীবনের
বাস্তবতার কথা বলি, এতদিন
তোমার জীবনে ছিলেন শুধু
তোমার মা, যিনি তোমাকে
গর্ভে ধারণ করেছেন,
প্রসববেদনা ভোগ করেছেন।
নিজেকে তিলে তিলে ক্ষয়
করে তোমাকে প্রতিপালন
করেছেন। এতদিন তোমার উপর
ছিলো তাঁর অখন্ড অধিকার।
হঠাৎ তিনি দেখছেন, তাঁর
আদরের ধন, তাঁর অাঁচলের রত্ন
পুত্রের জীবনে স্ত্রীপরিচয়ে
অন্য এক নারীর প্রবেশ
(অনুপ্রবেশ?) ঘটেছে! এভাবে
পুত্রের উপর তার অখন্ড অধিকার
খন্ডিত হতে চলেছে। যে পুত্র
ছিলো এতদিন তাঁর একক
অবলম্বন, এখন সে হতে চলেছে
অন্য এক নারীর অবলম্বন। এ
বাস্তবতা না তিনি অস্বীকার
করতে পারছেন, না মেনে নিতে
পারছেন। সংসারে প্রত্যেক
মায়ের জীবনে এ কঠিন সময়টি
আসে। এমন এক অর্ন্তজ্বালা শুরু
হয় যা শুধু তিনি নিজেই ভোগ
করেন, কাউকে বোঝাতে
পারেন না, এমনকি এতদিনের
আদরের ধন পুত্রকেও না। ফলে
সামান্য সামান্য কারণে,
এমনকি অকারণেও তিনি খুব
সংবেদনশীল হয়ে পড়েন; তাঁর
অনুভূতি আহত হয়। এমন সময়
ছেলে (এবং তার স্ত্রী
অজ্ঞতা, অনভিজ্ঞতা ও
অপিরপক্বতার কারণে) যদি
অসঙ্গত কিছু বলে বা করে বসে
তাহলে তো মায়ের মনে কষ্টের
শেষ থাকে না। প্রসববেদনা
থেকে শুরু করে প্রতিপালনের
সব কষ্ট একসঙ্গে মনে পড়ে যায়।
আম্মার কাছে শুনেছি, গ্রামের
এক মা তার পুত্রবধুকে
বলেছিলেন, ‘ততা ফানি আমি
খাইছিলাম, না তুই খাইছিলি?’
তখনকার যুগে প্রসবপরবর্তী বেশ
কিছু দিন মা ও শিশুর স্বাস্থ্যগত
কল্যাণ চিন্তা করে মাকে গরম
পানি খেতে দেয়া হতো, ঠান্ডা
পানি দেয়া হতো না।
তো কথাটা কিন্তু নির্মম। আমার
জন্য ‘তাতানো পানি’ আমার মা
খেয়েছেন, আমার সব আবর্জনা
আমার মা পরিস্কার করেছেন।
নিজের জীবন তিলে তিলে ক্ষয়
করে তিনি আমাকে বড়
করেছেন, উপযুক্ত করেছেন। সেই
সব কষ্টের সুফল হঠাৎ করে অন্য
একটি মেয়ে এসে অধিকার করে
বসেছে। তখন সব হারানোর
একটা বেদনা তাকে কুরে কুরে
খায়। তো তোমার মায়ের
অন্তরেও এরকম অনুভূতি হওয়া
স্বাভাবিক। মায়ের মনের এই
কষ্টের উপশম, এই বেদনার
সান্ত্বনা তোমাকেই চিন্তা
করতে হবে।
মায়ের পর দ্বিতীয় পর্যায়ে
আসে বাবার কথা, তারপর ভাই-
বোনদের কথা। (এসম্পর্কেও
ছাত্রটিকে বিশদভাবে
বলেছিলাম।)
তৃতীয়ত তোমার স্ত্রী। যদিও
তৃতীয় বলছি, কিন্তু বাস্তবে
এটাই হলো সবচে’ গুরুত্বপূর্ণ এবং
সবচে’ নাযুক। তবে এটা থাকবে
তোমার দিলে, তোমার অন্তরে।
মা-বাবার সামনে মুখের কথায়
বা আচরণে এটা প্রকাশ করা
প্রজ্ঞার পরিচায়ক হবে না।
কেন বলছি স্ত্রীর বিষয়টি
সবচে’ নাযুক? তার আগে আমার
একটি প্রশ্নের উত্তর দাও; কোন
বিবাহে কোন ছেলেকে কাঁদতে
দেখেছো?! কোন ছেলের মা-
বাবাকে বিষণ্ণ দেখেছো?!
দেখোনি; (হয়তো ব্যতিক্রম এক
দুইটি ঘটনা থাকতে পারে। কিন্তু
সাধারণ অবস্থা এটিই, এদের
কেউ কাঁদে না।) কেন? কারণ
বিবাহের মাধ্যমে ছেলে কিছু
হারায় না, ছেলের মা-বাবা
কিছু হারায় না, বরং অর্জন
করে। তাই তাদের মুখে থাকে
অর্জনের হাসি এবং প্রাপ্তির
তৃপ্তি।
বিবাহের আসরে কাঁদে শুধু
মেয়ে, আর মেয়ের মা-বাবা।
কেন কাঁদে একটি মেয়ে? কারণ
তাকে সবকিছু হারাতে হয়,
সবকিছু ত্যাগ করতে হয়। মা-
বাবাকে ছেড়ে আসতে হয়,
শৈশবের সব স্মৃতি তাকে মুছে
ফেলতে হয়। একটি ছোট্ট
মেয়ের জীবনে এটি অনেক বড়
আঘাত। এ যেন একটি ছোট্ট
গাছের চারাকে শিকড়শুদ্ধ
উপড়ে ফেলে বহু দূরে ভিন্ন
পরিবেশে নতুন মাটিতে এনে
রোপণ করা। বাকি জীবন তাকে
এই মাটি থেকেই রস আহরণ করে
বেঁচে থাকতে হবে।
হিন্দিতে বলে, ‘আওর্যত কী
ডোলী যাহা উত্যরতী হ্যয়,
উসকী আর্থী ওহীঁ সে উঠতি
হ্যয়।’ অর্থাৎ মেয়েদের পালকি
যেখানে গিয়ে নামে, সেখান
থেকেই তার জানাযা ওঠে।
কত বড় নির্মম সত্য! তো তোমার
স্ত্রীরূপে তোমার ঘরে আসা এই
ছোট্ট মেয়েটির যখমি দিলে
তাসাল্লির মরহম তোমাকেই
রাখতে হবে। একমাটি থেকে
উপড়ে এনে আরেক মাটিতে
রোপণ করা একটি চারাগাছ
থেকে দু’দিন পরেই ফল দাবী
করা কতটা নিষ্ঠুরতা! ফল পেতে
হলে তোমাকে ধৈর্য ধরতে হবে।
চারা গাছটির পরিচর্যা করতে
হবে, সকাল-সন্ধ্যা তার গোড়ায়
পানি দিতে হবে। ধীরে ধীরে
শিকড় যখন মাটিতে বসবে এবং
মাটি থেকে রস সংগ্রহ করার
উপযুক্ত হবে, তখন তোমাকে ফল
চাইতে হবে না; সজীব বৃক্ষ
নিজে থেকেই ফল দিতে শুরু
করবে।
কত আফসোসের বিষয়, দাম্পত্য
জীবনের শুরুতে যত আদেশ-
উপদেশ সব ঐ ছোট্ট মেয়েটিকে
উদ্দেশ্য করে বর্ষিত হয়। প্রথম
দিনেই তাকে শুনতে হয়, এখন
থেকে তাকে স্বামীর মন জয়
করতে হবে, শশুর-শাশুড়ি সন্তুষ্টি
অর্জন করতে হবে, শশুর বাড়ীর
সবার মন যুগিয়ে চলতে হবে।
তার নিজের যেন কোন ‘মন’ নেই।
সুতরাং সেটা জয় করারও কারো
গরজ নেই।
তো মায়ের মন তোমাকেই রক্ষা
করতে হবে, আবার স্ত্রীর
মনোরঞ্জনও তোমাকেই করতে
হবে। সবদিক তোমাকেই শামাল
দিয়ে চলতে হবে। কত কঠিন
দায়িত্ব! অথচ না শিক্ষাঙ্গনে,
না গৃহপ্রাঙ্গণে, কোথাও এ
সম্পর্কে শিক্ষার নূন্যতম কোন
ব্যবস্থা নেই। সম্পূর্ণ অপ্রস্ত্তত
অবস্থায় দু’টি অপরিপক্ব তরুণ-
তরুণীকে যেন সংসার সমুদ্রে
ভাসিয়ে দেয়া! মেয়েটিও
জানে না, আজ থেকে সে আর
ছোট্ট মেয়েটি নেই। সে এখন
স্ত্রী হয়ে একটি অপরিচিত
মানুষের জীবনে প্রবেশ করছে,
যার মা আছে, বাবা আছে,
ভাইবোন আছে এবং তাদের
প্রতি তার স্বামীর অনেক দায়-
দায়িত্ব আছে। সহানুভূতির
সঙ্গে কোমলাতার সঙ্গে এই
দায়িত্ববোধ কেউ তার মধ্যে
জাগ্রত করে দেয়নি। এ দোষ
কার!
তো আমার প্রিয় ছাত্রটিকে
বলেছিলাম, কথা দ্বারা আচরণ
দ্বারা তোমার মাকে তুমি
বোঝাবে, মা, আমি আপনারই
ছিলাম, আছি এবং থাকবো।
স্ত্রী হলো আমার জীবনের নতুন
প্রয়োজন; আপনি আমার প্রাণ,
আপনার সঙ্গে আমার নাড়ির
টান।
অন্যদিকে স্ত্রীকে বোঝাতে
হবে, এই সংসার সমুদ্রে তুমি
একা নও; আমি তোমার পাশে
আছি। নতুন জীবনে চলার পথে
আমারও অনেক কষ্ট হবে,
তোমারও অনেক কষ্ট হবে। তবে
সান্ত্বনা এই যে, তুমিও একা নও,
আমিও একা নই। আমার পাশে
তুমি আছো, তোমার পাশে আমি
আছি। আমার কষ্টের সান্ত্বনা
তুমি, তোমার কষ্টের সান্ত্বনা
আমি। আমরা পরস্পরের কষ্ট হয়ত
দূর করতে পারবো না, তবে অনুভব
করতে পারবো এবং হয়ত কিছুটা
লাঘব করতে পারবো।
আল্লাহর কসম, এমন কোন
নারিহৃদয় নেই যা এমন কোমল
সান্ত্বনায় বিগলিত হবে না।
তোমার স্ত্রীকে তুমি এভাবে
বলবে, আমাদের জীবন তো
আলাদা ছিলো। আমরা তো
একে অপরকে চিনতামও না।
আল্লাহ আমাদের কেন একত্র
করেছেন জানো?! একা একা
জান্নাতে যাওয়া কঠিন।
আল্লাহ আমাদের একত্র
করেছেন একসঙ্গে জান্নাতের
পথে চলার জন্য। আমি যদি
পিছিয়ে পড়ি, তুমি আমাকে
টেনে নিয়ে যাবে; তুমি যদি
পিছিয়ে পড়ো, আমি তোমাকে
টেনে নিয়ে যাবো। তুমি সতর্ক
থাকবে, আমার দ্বারা যেন
কারো হক নষ্ট না হয়; আমিও
সতর্ক থাকবো, তোমার দ্বারা
যেন কারো প্রতি যুলুম না হয়।
প্রিয় ছাত্রটিকে আমি আরো
বললাম, স্ত্রীকে বোঝানোর
জন্য তার সন্তানকে সামনে
আনতে হবে। অর্থাৎ তুমি তাকে
বলবে, দেখো, জীবন কত
গতিশীল! সবকিছু কত দ্রুত শেষ
হয়ে যাচ্ছে! দু’দিন আগে আমরা
শুধু যুবক-যুবতী ছিলাম, আজ হয়ে
গেছি স্বামী-স্ত্রী। দু’দিন পরেই
হয়ে যাবো মা-বাবা। আমি
বাবা, তুমি মা! আল্লাহর কাছে
একজন মায়ের মর্যাদা কত!
তোমার কদমের নীচে হবে
তোমার সন্তানের জান্নাত!
যেমন আমার মায়ের কদমের
নীচে আমার জান্নাত। তো
তোমার সন্তান কেমন হলে তুমি
খুশী হবে? আমাকেও আমার
মায়ের ঐরকম সন্তান হতে তুমি
সাহায্য করো। আমি যদি ভুল
করি, মায়ের কোন হক নষ্ট করি,
মায়ের সামনে ‘উফ’ করি, তুমি
আমাকে সাবধান করো, আমাকে
সংশোধন করো। তাহলে
ইনশাআল্লাহ তোমার সন্তানও
তুমি যেমন চাও তেমন হবে।
প্রয়োজন হলে স্ত্রীকে মা-
বাবার সামনে তিরস্কার করবে,
তবে ঘরে এসে একটু আদর, একটু
সোহাগ করে বোঝাতে হবে,
কেন তুমি এটা করেছো?!
বোঝানোর এই তরযগুলো শিখতে
হবে, আর এটা দু’একদিনের বিষয়
নয়, সারা জীবনের বিষয়। কিন্তু
আমরা ক’জন এভাবে
ভারসাম্যপূর্ণ জীবন যাপন করি?!
হয় মাতৃভক্তিতে স্ত্রীর প্রতি
অবিচার করি, না হয়, স্ত্রীর
ভালোবাসায় অন্ধ হয়ে মা-
বাবার দিলে আঘাত দেই, আর
দুনিয়া-আখেরাত বরবাদ হয়।
আমার একটা কথা মনে রেখো,
মায়ের পক্ষ নিয়ে স্ত্রীর প্রতি
অবিচার করা মূলত মায়ের প্রতি
যুলুম, তদ্রূপ স্ত্রীর পক্ষ নিয়ে
মায়ের হক নষ্ট করা আসলে
স্ত্রীর প্রতি যুলুম। আমার
একথার উৎস হলো,
ﺃﻧﺼﺮ ﺃﺧﺎﻙ ﻇﺎﻟﻤﺎ ﺃﻭ ﻣﻈﻠﻮﻣﺎ
অবশ্য সবকিছু হতে হবে হিকমত ও
প্রজ্ঞার সঙ্গে।
একটি ঘটনা তোমাকে বলি,
তোমার মত আলিমে দ্বীন নয়,
সাধারণ শিক্ষায় শিক্ষিত
একজন মানুষ আমাকে বলেছেন,
একবার তার মা তাকে বললেন,
তোর বউ আজ তোর এত আপন হয়ে
গেলো কীভাবে!
আমি বললাম, দেখো মা,
তোমাকে আমি মা বলি; এই ‘মা’
ডাকটুকু পাওয়ার জন্য তোমাকে
কত কষ্ট করতে হয়েছে! অথচ
‘পরের বাড়ীর মেয়েটি’র মুখ
থেকে তুমি বিনা কষ্টে ‘মা’
ডাক শুনতে পাও! তোমাকে যে
মা বলে ডাকে সে আমার আপন
হবে না কেন মা?
আরেকটা ঘটনা, এক মা তার
মেয়ের শাশুড়ী সম্পর্কে বললেন,
মানুষ না, মেয়েটাকে আনতে
পাঠালাম, দু’টো পিঠে বানিয়ে
খাওয়াবো, দিলো না, ফেরত
পাঠিয়ে দিলো!
দু’দিন আগে তিনিও একই কাজ
করেছিলেন, ছেলের বউকে
নিতে এসেছিলো মায়ের বাড়ী
থেকে। তিনি বললেন, দু’দিন
পরে আমার মেয়েরা আসবে এখন
তুমি গেলে কীভাবে চলবে!
ভদ্রমহিলাকে বললাম, আপনার
কাজটা কি ঠিক হয়েছিলো?
আপনাকে কষ্ট দেয়া আমার
উদ্দেশ্য নয়, সতর্ক করা
উদ্দেশ্য। আল্লাহর কাছে যদি
আটকা পড়েন তখন তো আপনিই
বলবেন, তুমি তো হাদীছ-
কোরআন পড়েছো, আমাকে
সতর্ক করোনি কেন?
মোটকথা, মেয়েদেরকে
তারবিয়াত করতে হবে যাতে
তারা আদর্শ স্ত্রী, আদর্শ মা
এবং আদর্শ শাশুড়ীরূপে আদর্শ
জীবন যাপন করতে পারে। পুরুষ
হচ্ছে কাওয়াম ও পরিচালক।
সুতরাং তারবিয়াত ও
পরিচালনা করা পুরুষেরই
দায়িত্ব। স্ত্রী, মা ও শাশুড়ী,
জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ও
কঠিন ধাপের জন্য ঘরে ঘরে
আমরা যদি আমাদের মেয়েদের
গড়ে তুলতে পারি, আদেশ
দ্বারা, উপদেশ, সর্বোপরি
নিজেদের আচরণ দ্বারা
তাহলেই সংসার হতে পারে
সুখের, শান্তির।
প্রিয় ছাত্রটিকে আরেকটি
কথা বললাম, তোমার স্ত্রীর
কোন আচরণ তোমার অপছন্দ হতে
পারে। সেক্ষেত্রে প্রথমে
তোমাকে ভাবতে হবে, তোমার
সব আচরণ কি সুন্দর, তোমার
স্ত্রীর পছন্দের? তাছাড়া
তোমার স্ত্রীর ভালো দিক কি
কিছু নেই। সেই ভালো
দিকগুলোর জন্য শোকর করো,
আর যা তোমার কাছে মন্দ
লাগে তার উপর ছবর করো। আর
যদি সংশোধন করতে চাও
তাহলে ভালো দিকগুলোর
প্রশংসা করো, তারপর কোমল
ভাষায় বলো, তোমার এই
বিষয়টা যদি না থাকতো তাহলে
তুমি আরো অনেক ভালো হতে।
তবে আল্লাহর পেয়ারা হাবীব
ছাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের সেই
প্রজ্ঞাপূর্ণ উপদেশ মনে রাখতে
হবে, একটু বাঁকা থাকবেই, এই
বক্রতা, সাহিত্যের ভাষায়
যাকে বলে নায, আন্দায, মান,
অভিমান, লাস্যতা, এই বক্রতা
নারীর সৌন্দর্য, নারীর শক্তি।
এটাকে সেভাবেই গ্রহণ করে
তার সঙ্গে জীবন যাপন করতে
হবে, পূর্ণ সোজা করতে চাইলে
ভেঙ্গে যাবে, আর সৌন্দর্য নষ্ট
হয়ে যাবে।
সত্যি সত্যি যদি তোমার স্ত্রীর
গুরুতর কোন ত্রুটি থাকে তবে
সেটা সংশোধনের দায়িত্ব ও
কর্তব্য অবশ্যই তোমার। তবে
সেক্ষেত্রেও সংশোধনের জন্য
অত্যন্ত ধৈর্যের সঙ্গে দিনের
পর দিন চেষ্টা করে যেতে হবে।
ধমক দিয়ে, জোর খাটিয়ে
সংশোধন করা যায় না, ঘরে
অশান্তি আনা যায়, ঘর ভাঙ্গা
যায়, আর সন্তানদের জীবনে
বিপর্যয় আনা যায়।
ইসলামপুরে আমার আববার
দোকানের অপর দিকে এক
ভদ্রলোকের দোকান ছিলো।
অবস্থা ছিলো এই যে, দোকানে
বসেই মদ খেতো। আববা তাকে
দাওয়াত দিলেন, আর সে খুব
দুর্ব্যবহার করলো, কিন্তু আববা
ধৈর্যের সঙ্গে দাওয়াত
চালিয়ে গেলেন। দু’বছর পর
তিনি মসজিদমুখী হলেন এবং
এমন মুবাল্লিগ হলেন যে, বউকে
তালাক দেবেন। কারণ সে
দ্বীনের উপর আসছে না।
আববা তাকে এভাবে বুঝালেন,
‘আমার সঙ্গে আপনার আচরণ কি
মনে আছে? আমি যদি
ধৈর্যহারা হয়ে আপনাকে ত্যাগ
করতাম! এই পুরো কথাটা
যেহেনে রেখে স্ত্রীকে তালিম
করতে থাকেন। ছবর করেন, ছবর
করলে আমার প্রতি আপনার যুলুম
আল্লাহ মাফ করবেন। আল্লাহ
যদি প্রশ্ন করেন আমার বান্দা
তোমাকে আমার ঘরের দিকে
ডেকেছে, তুমি তার প্রতি যুলুম
করেছো কেন? তখন আপনি বলতে
পারবেন, হে আল্লাহ, আমিও
আপনার বান্দীর পিছনে ছবরের
সঙ্গে মেহনত করেছি।’
সেই লোকের স্ত্রী কিন্তু
পরবর্তী সময়ে পরদানশীন
হয়েছিলো। অথচ জোশের
তোড়ে লোকটা তো ঘরই ভেঙ্গে
ফেলছিলো।
আসলে দোষ আমাদের। আমরা
তারবিয়াত করার তরীকা
শিখিনি। বোঝানোর তরয
আয়ত্ত্ব করিনি।
প্রিয় ছাত্রটিকে আরো অনেক
কথা বলেছিলাম, প্রায় দু’ঘণ্টা
সময় তার জন্য ব্যয় করেছিলাম।
সবকথা এখন মনেও নেই।
তবে একটা কথা তাকে বলা
হয়নি, এখন তোমাদের মজলিসে
বলি, স্ত্রীর সঙ্গে আচরণ কেমন
হবে, এ সম্পর্কে একজনকে যা
বলতে শুনেছিলাম, তা ছিল খুবই
মর্মান্তিক। তিনি বলেছিলেন,
‘মেয়েলোক যেন তোমার মাথায়
চড়ে না বসে, তাই প্রথম দিন
থেকেই তাকে শাসনের মধ্যে
রাখবা। পূর্ণ ইতা‘আত ও আনুগত্য
আদায় করে নিবা, গোরবা
কুশতান দর শবে আওয়াল।’
এ প্রবাদ এমনই বিশ্ববিশ্রুত যে,
আমাদের নিরীহ
বাংলাভাষায়ও বলে, ‘বাসর
রাতেই বেড়াল মারতে হবে’।
কিন্তু জীবনের সর্বক্ষেত্রের
মত এক্ষেত্রেও আমাদের
অনুসরণীয় হলো সুন্নাতে রাসুল,
আর তিনি ইরশাদ করেছেন,
ﺧﻴﺮﻛﻢ ﺧﻴﺮﻛﻢ ﻷﻫﻠﻪ ﻭﺃﻧﺎ ﺧﻴﺮﻛﻢ ﻷﻫﻠﻲ
তো জীবনের শুরু থেকে শেষ
পর্যন্ত শরীয়তের সীমারেখায়
থেকে স্ত্রীর সঙ্গে এমন আচরণই
আমাকে করতে হবে, যাতে সে
মনে করে, আমি সর্বোত্তম
স্বামী, আমার মতো উত্তম
স্বামী হয় না, হতে পারে না।
স্ত্রীগণের সঙ্গে নবী
ছাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের আচরণ কী
ছিলো তা জানতে হবে এবং
অনুসরণ করতে হবে। স্বামীর
খেদমত করার মাধ্যমে স্ত্রী
অনেক আজর ও ছাওয়াবের
অধিকারিণী হতে পারে, এটা
আলাদা কথা। তবে আমাকে মনে
রাখতে হবে যে, এটা স্ত্রীর
মহত্ত্ব, স্বামীর অধিকার নয়।
তারা যদি কখনো মায়ের বাড়ী
যেতে চায়, আমরা প্রশ্ন করি,
‘আমার খাওয়া-দাওয়ার কী
হবে?’ অথচ এটা তার বিবেচনার
বিষয় হতে পারে, আমার প্রশ্ন
করার বিষয় নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে
সামান্য কথা বলেই মজলিস
শেষ করছি। সহবাস দাম্পত্য
জীবনের একটি অপরিহার্য সত্য।
এ বিষয়ে আলোচনাকে হায়া-
শরমের খেলাফ মনে করা হয়।
ফলে বিষয়টি অজ্ঞতার মধ্যে
থেকে যায়। একারণে এমনকি
অনেক সময় দাম্পত্য জীবন
বিষাক্ত হয়ে পড়ে।
স্ত্রী তোমার সারা জীবনের
সম্পদ এবং সেরা সম্পদ।
ﻣﺘﺎﻉ মানে সম্পত্তি নয়,
ভোগের বস্ত্ত নয় ﻣﺘﺎﻉ মানে
সম্পদ, ঐশ্বর্য। বিষয়টি বুঝতে না
পেরে আধুনিক বুদ্ধিজীবীরা
হাদীছের সমালোচনা করেন।
আমরা হাদীছটির তরজমা ও
ব্যাখ্যা এমন খন্ডিতভাবে করি
যে, তারাও সুযোগ পেয়ে যায়।
তো স্ত্রী তোমার সম্পত্তি নয়,
স্ত্রী হলো তোমার জীবনের
সর্বোত্তম সম্পদ, যা যথাযোগ্য
মর্যাদার সঙ্গে তোমাকে
রাখতে হবে এবং ব্যবহার করতে
হবে।
প্রথমেই বর্বর ও পাশবিকরূপে
নিজেকে স্ত্রীর সামনে তুলে
ধরা বিরাট মুর্খতা ছাড়া আর
কিছু নয়। স্ত্রী স্বামীর ভোগের
পাত্রী নয়, বরং স্বামী-স্ত্রী
হলো পরস্পরকে উপভোগ করার
জন্য। যত দিন লাগে, দীর্ঘ
সাধনা করে প্রথমে হৃদয় জয়
করো, মনের দুয়ার খোলো,
অন্তরের গভীরে প্রবেশ করো।
যিন্দেগীর এই কঠিন মারহালা
সম্পর্কে কত কিছু যে বলার
আছে, কত কিছু যে শেখার আছে!
দেখি, যদি আবার কখনো সুযোগ
হয়।
[দাম্পত্যজীবন সুখময় হওয়ার জন্য
শুধু পুরুষের প্রচেষ্টা ও
সচেতনতাই যথেষ্ট নয়, নারীরও
সদিচ্ছা ও সচেতনতা অতি
প্রয়োজন।
এ বিষয়ে তারও আছে অনেক
দায়িত্ব। কিন্তু নারীর তালীম-
তরবিয়তের ভারও তো পুরুষেরই
উপর। বিয়ের আগে পিতামাতা
তার তরবিয়ত করবেন, বিয়ের পর
স্বামী। দাম্পত্যজীবনে নারীর
দায়িত্ব কী কী, সেই সকল
দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন
করার পদ্ধতি কী এবং তার
তালীম-তরবিয়ত কীভাবে করতে
হবে-এটি আলাদা একটি বিষয়।
আল্লাহ করুন, কোনো মজলিসে
আমরা যেন হুজুরের কাছ থেকে
এ বিষয়েও বিস্তারিত দিক-
নির্দেশনা লাভ করি।-

24/11/2022



বিয়ে হয়ছে?
ঝটপট বাচ্চা নাও!!

হাসবেন্ড ভালো না?
বাচ্চা নাও, লাইনে
চলে আসবে!

হাজবেন্ড ভালো?
আলহামদুলিল্লাহ,
পালতে সুবিধা হবে বাচ্চা নাও!!

হাজবেন্ডের সাথে ঝগড়া হয়?
বাচ্চা নাও,
সব ঠিক হয়ে যাবে!!

শাশুড়ির সাথে বনেনা?
বাচ্চা নাও,
নাতির ওপর মায়া পড়ে যাবে!!

শ্বাশুড়ি ভালো?
তাড়াতাড়ি বাচ্চা নাও,
হেল্প করবেন!!

শ্বাশুড়ি'র বয়স কম?
এখনই বাচ্চা নাও,
শক্তি সামর্থ্য থাকতে থাকতে!!

শ্বাশুড়ির বয়স বেশী?
আহারে এই বয়সে
নাতীর মুখ দেখবে, বাচ্চা নাও!!

মোটা তুমি?
বাচ্চা নাও,
না হয় পরে হবেনা!!

চিকন তুমি?
তাড়াতাড়ি বাচ্চা নাও পরে
মোটা হয়ে গেলে সমস্যা!!

মন ঊড়ু ঊড়ু, সংসার ভাল্লাগেনা?
বাচ্চা নাও
স্থির হয়ে যাবে!

গোছগাছ থাকতে পছন্দ করো?
যাক বাবা, বাচ্চা নাও
তোমার জন্য সুবিধা৷

বাচ্চা ভালো লাগে?
এখনো বসে আছো,
বাচ্চা নাও৷

বাচ্চা ভালো লাগেনা?
নিজের বাচ্চা
নাও, দেখবা কেমনে ভাল্লাগে!

ভাইয়ের বাচ্চাকে এতো আদর করো?
নিজে বাচ্চা নাও
দেখবা নিজেরটা কি!

বেড়াতে গেছ, বাচ্চা নাও।

আড্ডা মারছ, বাচ্চা নাও৷

ভাত খাচ্ছ, বাচ্চা নাও৷

ঘুমাইতেসো, বাচ্চা নাও৷

একটা বাচ্চা আছে?
আরেকটা নাও।

বাচ্চা নিতে চাও না?
নিয়ে নাও!

একটি বাচ্চা হইতে পারে সর্বরো গের
মহৌষধ, সকল মুশকিলে আসান।
দলে দলে বাচ্চা নিন!!🥴

তুমি যে পোস্ট পড়তেছো, তুমি আগে বাচ্চা নাও যাও!☺️

©️— তবে কিন্তু দারুণ!😍

22/11/2022

আলকাতরা খেয়েছেন?

22/11/2022

আলকাতরায় মুখ লাগাতে যাবেন না!

22/11/2022

বাঙ্গালীর জন্য আলকাতরার অফার!

22/11/2022

মাগনা আলকাতরায় মুখ দেয়া ঠিক নয়!

Photos from Al-Fawakih Bazar's post 21/11/2022

#বিভিন্ন_ডিজাইনের_কাশ্মীরি_লেডিস_শাল~

শালগুলো দেখতে যেমন সুন্দর, ব্যাবহারেও তেমন আরামদায়ক!

সাইজ: দৈর্ঘ্য ৮৫ ইঞ্চি, প্রস্থ ৩১ ইঞ্চি।

আমাদের প্রতিটি শাল ইন্ডিয়া থেকে আমদানিকৃত।

ডেলিভারি সিস্টেম:
ক্যাশঅন হোম ডেলিভারি; অর্থাৎ পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন।

ডেলিভারি চার্জ:
ঢাকার ভিতর ৬০ টাকা, ঢাকার বাহিরে ১৩০ টাকা।

বিঃদ্রঃ পণ্য পছন্দ না হলে এক্সচেঞ্জ করতে পারবেন বা ফেরত দিতে পারবেন।

পাইকারীও বিক্রি করে থাকি। অতএব ব্যাবসায়ী ভাইয়েরাও যোগাযোগ করতে পারেন।

যদি নিতে চান তাহলে আপনার নাম্বার সহ ঠিকানা টি লিখে দিন প্লিজ,

নিম্নে দেওয়া লিঙ্ক থেকে কালার চয়েস করুন!

লিঙ্ক-১
https://m.facebook.com/story.php?story_fbid=191508730080820&id=100076650817080&mibextid=Nif5oz
লিঙ্ক-২
https://m.facebook.com/story.php?story_fbid=650902166697889&id=100053343338868&mibextid=Nif5oz

21/11/2022

মুর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে।

21/11/2022

জান্নাতী আপু রা ───
খুঁজে খুঁজে কিউট আর বড়লোক টাইপের
অবিবাহিত হুজুরদেরকে আল্লাহর জন্য ভালোবাসে!..───
___সংগৃহিত

Photos from Al-Fawakih Bazar's post 18/11/2022

#বিভিন্ন_ডিজাইনের_কাশ্মীরি_লেডিস_শাল~

শালগুলো দেখতে যেমন সুন্দর, ব্যাবহারেও তেমন আরামদায়ক!

সাইজ: দৈর্ঘ্য ৮৫ ইঞ্চি, প্রস্থ ৩১ ইঞ্চি।

আমাদের প্রতিটি শাল ইন্ডিয়া থেকে আমদানিকৃত।

ডেলিভারি সিস্টেম:
ক্যাশঅন হোম ডেলিভারি; অর্থাৎ পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন।

ডেলিভারি চার্জ:
ঢাকার ভিতর ৬০ টাকা, ঢাকার বাহিরে ১৩০ টাকা।

বিঃদ্রঃ পণ্য পছন্দ না হলে এক্সচেঞ্জ করতে পারবেন বা ফেরত দিতে পারবেন।

পাইকারীও বিক্রি করে থাকি। অতএব ব্যাবসায়ী ভাইয়েরাও যোগাযোগ করতে পারেন।

Al-Fawakih Bazar
দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা

17/11/2022

এই ভদ্র লোক নিজের তৈরি করা এপস সম্পর্কে অতিগুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তাঁর কথায় আমি একমত। প্রশ্ন হচ্ছে আপনি একমত হবেন কি না?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ দিনের অধিকাংশ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেই ব্যয় করেন। কিন্তু না, সাধারণ মানুষ যেভাবে স্ক্রল করতে করতে সময় অপচয় করেন, জাকারবার্গ তা করেন না। ইনস্টাগ্রাম রিল দেখতে দেখতে দিন পার করে দেন না কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা-ই কন্টেন্ট আসে, তাতেই মগ্ন হয়ে যান না তিনি।

কারণ জাকারবার্গ মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আক্ষরিক অর্থেই যোগাযোগের কাজে ব্যবহৃত হয়, তখনই এর সর্বোৎকৃষ্ট ব্যবহার হয়। সম্প্রতি জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এ বিষয়ে কথা বলেন মেটার সিইও। সেখানে তিনি জানান, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের সত্যিকারে উপকারে আসতে পারে, যদি এর সঠিক ব্যবহার করা হয়। কিন্তু প্রাথমিকভাবে, এগুলো মানুষের সাথে যোগাযোগের কাজেই ব্যবহার করা উচিত।

"আপনি যদি শুধু এখানে বসে থাকেন আর যা দেখানো হবে, তাই গলাধঃকরণ করেন, তাহলে তো হবে না। এটা একেবারে খারাপই হবে তা বলছি না। কিন্তু মানুষের সাথে সম্পর্ক-যোগাযোগ তৈরি করলে যতটা ইতিবাচক ফলাফল পাবেন ততটা আপনি সেভাবে পাবেন না।", বলেন এই বিলিয়নিয়ার।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি-ব্যবহারকে শুধু যে জাকারবার্গই অনুৎসাহিত করেছেন তা নয়। গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার কোনো কোনো ব্যবহারকারীর মধ্যে হতাশা ও উদ্বিগ্নতা তৈরি করতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা এও বলেছেন, এটা তখনই হয় যখন কেউ শুধুমাত্র স্ক্রলিং করে যায় এবং অন্য কারো সাথে কোনো মিথস্ক্রিয়া করে না ওই প্ল্যাটফর্মে।

২০১৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে- "সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বেলায়ও একটি রুটিন মেনে চলতে হবে। এমন সব কন্টেন্টের সাথে যুক্ত করতে হবে নিজেকে যেগুলো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এবং সামাজিক উৎকর্ষতার সাথে জড়িত।"

কিন্তু মানুষ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে বা অস্বাস্থ্যকর কোনো আবেগীয় সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তা হিতে বিপরীত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকলে কিছু না কিছু বাদ পড়ে যাবে, কোনো একটা খবর জানতেই পারবো না অথবা বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো- এমন চিন্তা থেকে যদি কেউ অনেক বেশি সময় দেয় অ্যাপগুলোর পেছনে, তাহলে এটি ব্যক্তির উপর বাজে প্রভাব ফেলে বলে জানান গবেষণার একজন লেখক, মেসফিম অ্যাওয়েক বেকালু।

আর সে কারণেই জাকারবার্গ দাবি করেছেন, ফেসবুক ও মেটাভার্স নিয়ে তার লক্ষ্য, মানুষকে আরও বেশি সময় ইন্টারনেট ব্যয় করতে দেওয়া নয়, বরং তিনি চান সবাই ইতিবাচক কোনো কাজে যুক্ত হওয়ার জন্য ইন্টারনেটে সক্রিয় থাকুক।

"আমি চাই না মানুষ কোনো কারণ ছাড়াই কম্পিউটারের সামনে বসে সময় পার করুক। স্ক্রিনে যে সময়টা দিচ্ছে তা যেন সঠিক ব্যবহার হয় এটাই চাই", বলেন জাকারবার্গ।

অবশ্যই জাকারবার্গকে এই মন্তব্যের জন্য প্রচুর সমালোচনার শিকার হতে হয়েছে। সমালোচকরা বলছেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম একটা 'নেশার মতো' এবং ক্ষতিকর; বিশেষ করে টিনেজার ও শিশুদের জন্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যেন অতিরিক্ত সময় না দেন, তার জন্য কিছু ফিচার যুক্ত করেছে অ্যাপগুলো। ব্যবহারকারীরা কতটা সময় ব্যয় করছেন তা রেকর্ড করে রেখে সেই সময় তাদেরকে লগ অফ করতে বা মিউট রাখতে বলে নোটিফিকেশন দেওয়া, এরকম বিভিন্ন পরিবর্তন নিয়ে আসছে তারা।

পুরোপুরি মেটাভার্স তৈরি করতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু জাকারবার্গ জানিয়েছেন, মেটা ইতোমধ্যেই ভার্চুয়াল জগতে ইতিবাচকতা ছড়ানোর কাজে লেগে পড়েছে। মেটার এই উদ্যোগের ফলে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করা পোস্টগুলো আলাদা করে দেখা যাবে, কিন্তু সেখানে অ্যাংগ্রি রিঅ্যাক্টগুলোকে ধরা হবে না।

জাকারবার্গ বলেন, "যদি কেউ অ্যাংগ্রি রিএকশন দেয় তাহলে আমরা সেটাকে গোণায় ধরি না, আমরা এই রিএক্টকে আরও বেশি ছড়াতে চাই না।" তথ্যসূত্র টিবিএস

সাকা চৌধুরীর বাড়ির ফটকে ফের লেখা হলো 'রাজাকার বাড়ি' 17/11/2022

সাকা চৌধুরীর বাড়ির ফটকে ফের লেখা হলো 'রাজাকার বাড়ি' একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাড়ির ফটকে আবার...

Want your business to be the top-listed Grocery Store in Khilgaon?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

اللهم احفظهم واجعلنا منهم!
!

Telephone

Address

Khilgaon

Other Health Food Shops in Khilgaon (show all)
ঘরোয়া পিঠা পুলি ঘরোয়া পিঠা পুলি
560/2 C-bolck
Khilgaon

এই পেজে পিঠাসহ সব ধরনের খাবার পাওয়া যাবে।

Go Fresh.BD Go Fresh.BD
729C, Khilgaon Paka Mashjid Market Complex, Room No 182, Dhaka
Khilgaon, 1219

Go Fresh.bd is an e-commerce platform coupled with a chain of brick-and-mortar stores for safe and pure foods in Bangladesh.

Wefood Wefood
Khilgaon, 1219

wefood | trusted online food-grocery shop

Islamic Mosla Ghor - ইসলামিক মসলা ঘর Islamic Mosla Ghor - ইসলামিক মসলা ঘর
Khilgaon

best online Ladies shop in Bangladesh

Shammy's Kitchen Shammy's Kitchen
Khilgaon, 1219

Dessert Lodge Dessert Lodge
Goran Bazar Road, Dhaka
Khilgaon, 1219

We have made eating an Experience And the preparation of food an Art.

𝙱𝚊𝚜𝚑𝚊𝚋𝚘 𝙲𝚊𝚔𝚎 𝙷𝚘𝚞𝚜𝚎 𝙱𝚊𝚜𝚑𝚊𝚋𝚘 𝙲𝚊𝚔𝚎 𝙷𝚘𝚞𝚜𝚎
Dhaka
Khilgaon, 1214

স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশে তৈরি কেকের বিশ্বস্ত শপ।