FrameIt
Click It, Frame It This page is running by Jubaer Noman.
মিনি কুটু ক্যালেন্ডার 😍 সাথে আবার একটা স্ট্যান্ডও পাবেন।
১২ টা ছবি এড করতে পারবেন (যে কোন)
প্রিয়জনের বা পছন্দের ছবি থাকুক সারাবছর আপনার সামনে। ভালোবাসার মানুষের জন্যে হতে পারে Best gift🖤🥰
তোমার আমার হাতের ছাপ থাকুক আজীবন।
তুমি থাকো আমার হৃদয় জুড়ে,
আমার সকাল সন্ধ্যা হোক তোমার সাথে মিষ্টি হেসে,
মান অভিমান ভাঙুক এক শক্ত আলিঙ্গনে
ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি🖤
Dedicated to my বউ🥰🖤
আমার সুপারহিট Distance mini frame🥹🥹
একসাথে অনেকগুলা দেখতে ভালোই লাগে🥰🥰
ইনবক্সে টুক করে এত সুন্দর রিভিউ আসলে মনটাই ভালো হয়ে যায়।
কি সুন্দর🥹🥹
পেইজের শুরুতে এক ভাই কাস্টমাইজেশন করে মগ আর পোলারয়েড নিছিলেন , যেদিন পার্সেল বুকিং দিবো সেদিন ফোন দিলাম, কেঁদে কেঁদে বললো যার জন্য নিতাম সে কাল অন্য কাউকে বিয়ে করে নিছে 😓 কিছুই বলতে পারিনি 😑 আর মগটা এখনো আমার কাছে পড়ে আছে ।
এক গাট্টি মিনি ফ্রেম🥹🖤
আলহামদুলিল্লাহ।
Tom & Jerry এর ভালোবাসায় মান অভিমান তো হবেই।।
কিন্তু তাই বলে হেরে গেলে হবে??
ধরে রাখতে হবে আজীবন।
Tom এর রাগ ভাঙাতে জেরীর এই কিউট প্রচেষ্টা। ভালোবাসা সুন্দর🥰🖤
কাস্টমার রিভিউগুলা একেকটা ট্রফির মতো🖤🥰
এগুলো এখন থেকে এভাবে সাজিয়ে রাখবো।😍
পোলারয়েডের রিভিউ🖤
যতই করিনা কেন বিরক্তি আসেনা। কাজগুলোকে নতুনভাবে উপলব্ধি করি প্রতিবার।
৪/৪ ইঞ্চি ফ্রেম
প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইন করতে ভালোই লাগে।
কিছু ডিজাইন থাকে যা সিম্পলি সুন্দর। কোন বাড়তি কিছু নাই, Minimal একটা ডিজাইন।
Just looking like a wow😌😜
আপুর দুইটা ফ্রেম ছিলো, দুইটাই আনকমন ডিজাইন। আনকমন বলতে আমি এর আগে এই ডিজাইন করিনাই আরকি। এখন দেখেন আর ওয়াও ওয়াও করেন🙃
কুটু ফ্রেমগুলো এখন মানুষের পছন্দের তালিকার শীর্ষে।
গিফটের জন্যে পারফেক্ট, বাজেট ফ্রেন্ডলি, কিউট,কাস্টমাইজেবল আর কি লাগে!!
খাপে খাপ একদম!!😜😜
প্রিয় মানুষকে খুশি রাখলে আপনি খুশি থাকবেন🖤
তাই বেশী বেশী উপহার দিন😶
প্রতিটা ফ্রেমই খুব খুব যত্নের সাথে প্যাকেজিং করা হয়৷ কিন্তু তাও মাঝে মাঝে কিছু দুর্ঘটনার শিকার হই। বলেন তো এর সমাধান কি?🙂
কারো স্মৃতি আগলে রাখা খুব কষ্টের💔💔
এই ফ্রেমের ডিজাইনগুলা অনেক পছন্দের আমার। ছোট ছোট কাজগুলাতেও অনেক এফোর্ট দেয়ার চেষ্টা করি কারণ দিনশেষে আপনারা যেনো খুশি থাকেন🥰
আপনাদের জন্য নতুন ব্যাগ আনার চিন্তা করতেছি। কেমন হবে??
টুকি!!😶😶
সারাদিন ধরে এই পার্সেল গুলো রেডি করেএ ডেলিভারিতে দেয়া হলো। আর এইযে এত পার্সেল দেখছে৷ সব আলহামদুলিল্লাহ তিনমাস কষ্টের ফসল। দিন-রাত এক করে কাজ করা লাগে বেশী অর্ডার আসলে। আমার সহধর্মিণী ম্যাসেজিং পার্ট দেখেন এবং কিছু ডিজাইনও করেন। তবে বাকি সব কাজ মোটামুটি আমাকেই করতে হয়। তাই দেখা যায় অনেক সময় আপনারা সময়মিতো রিপ্লাই পান না, আবার ডেলিভারি ও দেরী তে হয় যার জন্যে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
পড়ালেখার পাশাপাশি কাজ করা হয় তাই এরচেয়ে দ্রুত সার্ভিস দেয়া সম্ভব ও হচ্ছেনা। তবে দোয়া করবেন যেনো সুস্থ থাকি আর আপনাদেরকে আরো সুন্দর জিনিস পৌছে দিতে পারি
ওরিই কিউট বাবুউউউ 🥰😘😘
এডভান্স জিনিস টা আপনারা এতো ভয় পান কেন??😑😑
You can also follow on Instagram to see more.
#নোটিশ
আমাদের পেইজের বেশিরভাগ কাস্টমার ইই যেই প্রবলেম টা ফেস করে তা হচ্ছে বিকাশে টাকা দিতে গিয়ে। অর্ডার প্রসেস এ লিখে দেয়ার পরেও অনেকেই সেন্ড মানি করেন । আবার অনেকেই বুঝতে পারেনা পেমেন্ট আবার কি !! কেউ কেউ তো টাকা ফেক্সিলোড করেন । তাই সবার উদ্দেশ্যে আবারো ও বলা টাকা পাঠাবেন পেমেন্ট অপশন থেকে। ফ্রেমইটের সাথে থাকার জন্য ধন্যবাদ ❤️ নিত্য নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে আমাদের এই পথ চলা সুগম হোক🥰
ছোট ফ্রেম টা দেখতেই এত কিউট আর এটার ভেতর এমন কিউট কাজ দেখতে আরো ভালো লাগে। এটা মিনি ফ্রেমের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম।
Thank you for sharing
এটা অনেক কিউট 🥺🫰🏻
থ্যাঙ্কিউ FrameIt 🫶🏻🖤
আসসালামু আলাইকুম।
আজ আমি ডেলিভারি ম্যান ভাইদের কিছু কষ্টের কথা তুলে ধরলাম,
লিখা টা লম্বা হয়ে যাবে
তারপর ও কষ্ট করে পড়ে নেবেন প্লিজ 🙏
ও হ্যাঁ আগেই বলে নেই
আমার আসেপাশের সব পার্সেল আমি নিজের কাছে নিয়ে আসি
দেন কাষ্টমারকে দিয়ে দেই,
এই গত রমজানের কথা বলছি,
দুপুরে কল আসছিল
হ্যালো আপু আজ আপনার পার্সেল আপনার হাতে পৌছাবে,
আমিও অপেক্ষায় আছি
যেহেতু সামনে ঈদ
কাষ্টমারের তাড়া আছে।
সারাদিন অপেক্ষা করে আসরের পরে কল দিলাম,
ভাই আপনি কোথায়??
হ্যাঁ আপু আমি বেশি দূরে নয়
আসতেছি,,
আবার অপেক্ষা,
মাগরিবের আযান হয়ে গেছে
ইফতার করলাম,
ঐদিন আর পার্সেল এর আশা ছেড়ে দিয়েছি,
এশার আজান হয়ে গেছে,
আমি তারাবীর নামাজে লেগে গিয়েছি,
ফোনে রিং হচ্ছে
একটু পরে কল রিসিভ করলাম।
হ্যালো আপু একটু কষ্ট করে বের হন
আমি আপনার পার্সেল নিয়ে আসছি,,
কি আর করা বের হয়ে রিসিভ করলাম।
গিয়ে দেখি এক বস্তা পার্সেল উনার বাইকে 😢😢
বাইকের ওজনের চেয়ে
বস্তার ওজন বেশি হবে।
আমায় বলেন
আপু স্যরি লেট হয়ে গেলো
দুপুর থেকে ডেলিভারি দিচ্ছি
এখন রাত 8:30
এখনো সেহরির আগ পর্যন্ত পৌছিয়ে দিতে হবে 😭😭😭
আমি কি আর বলবো
নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি।
উনি ফোনের লাইট দিয়ে ব্যাগ টা খুঁজছেন বস্তার ভেতর
আর আমি উনার দিকে থাকিয়ে আছি
আর মনে মনে ভাবছি হায়রে টাকা
এই টাকার জন্য
মানুষ কত পরিশ্রম করতেছেন।
আবারও বলছেন স্যরি আপু লেট হয়ে গেলো
ইফতার ও রাস্তায় করেছি 😭😭
কি আর বলবো আপনাদের কে!
অনেক মায়া হয়েছিল ঐ ভাইয়াটার মুখ দেখে😭😭😭
এখন আসি মূল কথায়:-- কিছু পাবলিক আছেন,
ডেলিভারি চার্জ দিতে চায় নাহ
আপনারা ডেলিভারি চার্জ না দিলে আমরা পার্সেল পাঠাবো কেমনে????
আর কিছু পাবলিক আছেন,
ডেলিভারি ম্যানদের কল রিসিভ করেন নাহ
দাঁড় করিয়ে রাখেন,
আরে ভাই উনারা তো আর ভিক্ষা করে খাচ্ছেন নাহ,
নিজে মেহনত করে খাচ্ছেন।
আপনার টাকা ও মেরে খাচ্ছেন নাহ
নিজে পরিশ্রম করে খাচ্ছেন,,
বাংলাদেশে প্রায় ৫০% ডেলিভারি ম্যান স্টুডেন্ট
পড়াশোনার পাশাপাশি পার টাইম জব করছে ওরা।
সবাই মধ্য ভিত্ত ফ্যামিলির ছেলে।
আমাদের উচিৎ এই ছোট ভাইদের সাপোর্ট করা।
এই বয়সে ওরা নিজের বাসায় অনেক চিল্লাচিল্লি করে,
আর কাষ্টমারের সামনে ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকে।
কেন জানেন??
কারন ওদের মজবুরী
এই জব টা ওদের অনেক দরকার তাই😭😭
আসুন আমরা ওদেরকে সম্মান করি
ওদেরকে সাপোর্ট করি।
লেখক📝 জাহেদা বেগম
ছবি সংগৃহীত
আপুর লং ডিস্টেন্স রিলেশনশিপ, খুব কম দেখা হয় তাই টুকটাক ভালোবাসার সামগ্রী আদান প্রদান করা হয় ও কম , তারপর অর্ডার করলেন ডিস্টেন্স ফ্রেম ,ভালো কথা 😑 কিন্তু বললেন একটা চিরকুট লিখে দিতে হবে , চিরকুট লিখা আমার পছন্দের কাজ ,, ছোট কয়েকটা লাইনে বুঝা যায় ভালোবাসার গভীরতা যাইহোক শত ব্যস্ততায় লিখে ফেললাম একটা চিরকুট। গিফট হাতে পেয়ে আপুর বয়ফ্রেন্ড ও খুশি ছবির উপরে আবার আরেকটা চিরকুট 🥺, আর আপু তো মহাখুশি, তারপর দিলেন ইয়া বড় বড় দুই মেসেজ 🥰🥰 আর সেটাই রিভিউ হিসেবে দিলাম শেয়ার করে ,এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে।ভালোবাসার মানুষটির খুশি কিন্তু নিজের খুশি।।
ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে আমরা যতোই করি কম ইই মনে হবে তাইনা !!🥺
🔥🔥 FrameIt এর নতুন সংযোজন 🔥🔥
ধরুন আপনার প্রিয় বড়বোন/ভাই/ক্রাস/বউ/জামাই🫣 নতুন গ্র্যাজুয়েট এখন তার এই কৃতিত্বকে স্মরনীয় করতে পারেন আমাদের এই এস্থেটিক গিফট আইটেম দিয়ে, তাছাড়া নিজের অর্জন স্মরনীয় করতে পারেন এই ফ্রেমটির দ্বারা ।সামনের মাস গুলোতেই অনেক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এবং অনেকেই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, এমবিবিএস ,এফসিপিএস সহ নানা পরীক্ষায় উত্তীর্ণ হবে এই সব মানুষ কে খুশি করতে এই সুন্দর গিফটের জুড়ি নেই। আর দামটাও রিজেনেবল 🥰🥰 তাই আর দেরি কেন ,জলদি ইনবক্সে গুতা দিন🫢
হিজাব , ননহিজাব,ছেলে,মেয়ে কাস্টমাইজেশন পসিবল🥰
কালো ফ্রেমগুলো ক্রেতাদের পছন্দের শীর্ষে। তাও মাঝে মাঝে কিছু সাদা পাগল/পাগলী আছে যারা সাদা খুজে নেন। সাদা ফ্রেমটা দেখতে যেমন সুন্দর আবার Elegant ও লাগে দেখতে।
এ সপ্তাহের অর্ডারে ৪টা Friendship frame ছিলো এক আপুর অর্ডার। উনার সাদাটাই লাগবে।
আপনাদের কোনটা ভাল্লাগে?
সাদাডা না কালাডা?🫣
যারা আমাকে আপু ডাকেন তাদের জন্যে আরেকটা সেল্ফি🙂🙂
আবার একদল এই ছবি দিয়েও জিজ্ঞাসা করবে,
-দাম কত আপু?🙂
I wanna grow old with you. I am in love with you❤️. I love you so much🖤
Sometimes you just say i love you to your partner. Maybe that will make her/him days better❤️
Spread love
একসাথে সবচেয়ে বেশী মিনি ফ্রেমের অর্ডার করেছেন এক আপু।
আর আমার প্যাকেজিং করতে জান বের হইছে😐😐 প্রত্যেকটাতে আলাদা করে ফোম দেয়া হয়েছে এরপর বাবল র্যাপ করা হয়েছে। এভাবেই প্রত্যেকটা পার্সেল অনেক যত্ন করে প্যাকেজিং করা হয় আর তাই চাইলেও পন্যের দাম কমাতে পারিনা।
তবে এই তিনমাসে আপনাদের যা ভালোবাসা পেয়েছি তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ। জুলাই এর ২৬ তারিখ থেকে শুরুকরা জার্নিতে অলরেডি ৩২৯ টা পার্সেল পাঠিয়েছি। আর এমনিতেও নিজে বা বাইক দিয়েও আরো কিছু পাঠিয়েছি। এভাবেই কাজ করে যেতে চাই।
সবাই আমার জন্যে দোয়া করবেন❤️♥️
এইযে এইজন্য ইই আমরা এডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করিনা 🫥
কিন্তু এই এক এডভান্সের কথা শুনলেই মানুষের পেটে মোচড় দেয়🥱 কি করি বলুন তো 😑
পার্সেল যাচ্ছে সাথে রিভিউ আসছে🥹❤️🥰
খুশি খুশি লাগছে 🥰
#রিভিউ
ভালো রিভিউ মন ভালো করে দেয়❤️🥰
Thank you very much FrameIt for make me much happy by make those most beautiful Polaroid. It's so great!! 🥰❤️
মাতৃত্ব একটা অসাধারন নেয়ামত। যা সব মেয়েদের জন্যেই আবেগের এবং সবচেয়ে আনন্দের বিষয়। সব মেয়েই চ্চায় মাতৃত্বের স্বাদ নিতে।
তাই সেই বিশেষ মুহুর্তকে আরো বিশেষ করতেই আমাদের এই ফ্রেম।
ফ্রেমের নাম "আম্মু ফ্রেম"
গত তিনদিনে ৪২ টা পার্সেল রেডি করে দিয়েছি। তবে আজকে সবচেয়ে বেশী দিয়েছি। দিলে কি হবে দেশের যা অবস্থা একটাও ক্রেতার কাছে পৌছায় নি।
প্লিজ একটু ধৈর্য্য ধরবেন, আসলে দেশের পরিস্থিতির উপর তো আমি কিছু করতে পারবোনা। আশা করি বিষয়গুলা বুঝবেন❤️
steadfast server down since three days🥹🥹🥹
নেটের অবস্থা গত দুইদিন যাবত ই খুব খারাপ। কোন কাজ ঠিক মতো করতে পারছিনা আবার পারিপার্শিক অবস্থার কারণে বাহিরেও বের হওয়া যাচ্ছেনা ।
কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইটও একসেস করা যাচ্ছেনা যার কারণে বুকিং ও দিতে পারছিনা। সবার অর্ডারই যাবে তবে যাদের খুবই আর্জেন্ট চাইলে তারা অর্ডার ক্যান্সেল করতে পারেন অথবা আমাকে ১/২ দিন সময় বাড়িয়ে দিতে পারেন।
সাময়িক অসুবিধার জন্যে আন্তরিকভাবে দুঃখিত।
🎇Special date frame🎇
বিশেষ তারিখ একটু বিশেষভাবে দেয়ালে টানানো থাকলে ভালোই লাগে তাইনা?? ঠিক সেই কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি এই ফ্রেমটি। শুধু তারিখ দিয়েই যে করা যাবে ব্যাপার টা কিন্তু এমনও না, আপনি আপনার পছন্দের যে কোন ডিজাইন এতে করিয়ে নিতে পারবেন চাইলেই।
ফ্রেমের সাইজ: ৪/১১ ইঞ্চি
ফ্রেমের দাম?
-কষ্ট করে ইনবক্স করতে হবে😶
নেন একটু রিভিউ দেখেন 🫣 কার কার শুধু মিনি ফ্রেম নিতে মন চায় জানাইয়েন 🫢
অবশ্য এমন ছুতু আর কুটু জিনিস আমারও মনচায় সারা দেয়াল জুড়ে থাকবে আলাদা আলাদা ডিজাইন, উক্তি কিংবা ক্যালিগ্রাফি,হাদিস, মোটিভেশনাল ক্যাপশন,ছবি আরো কতো কি🥺🥺
আচ্ছা নতুনদের উদ্দেশ্য বলি ৪/৪ ইঞ্চি ফটোফ্রেম কিন্তু মাত্র
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
১৫০/- 🤫🤫
কাউকে বলবেন না যেন🙉😉
গত সপ্তাহের কিছু অর্ডার এগুলো।
খুব যত্ন নিয়ে প্রত্যেকটা প্যাকেজিং করি। দুই সাইডে ককশিট মাঝে আপনাদের ফ্রেম। বেশী ফ্রেম নিলে আরো বেশী টেনশন, আরো ভালো করে প্যাকেজিং করি। তাই ফ্রেমের মুল্য কমাতে পারিনা, কারণ আপনাদের থেকে তো আলাদা প্যাকেজিং খরচ নিতে পারিনা। তবুও চেষ্টা করি দাম সাধ্যের মধ্যে রাখার
আপনাদের যদি কোন পরামর্শ থাকে প্যাকেজিং নিয়ে তাহলে বলতে পারেন। আমি স্বানন্দ্যে গ্রহন করবো পরামর্শ, যেহেতু ছোট বিজনেস তাই চাইলেই হাজার টা বক্স বানাতে পারিনা আবার কম করে আনলেও পোষাবে না,তাই বক্সের চিন্তা আপাতত করছিনা।
আপনাদের মাথায় কোন বুদ্ধি থাকলে জানাবেন🥰
আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ 🖤🖤
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Khilgaon
12119
421/1 North Goran Sipahibag
Khilgaon
Hy it's my new business page I get started myfg of business brodely
Khilgaw , Taltola
Khilgaon, 1100
Taste the warmth of the beauty of captivated lights & savor the flavor of creativity blended with co