Zarin's Products
Forever Living Products International, Inc.
is an American privately-held multi-level marketing company based in Scottsdale, Arizona, which manufactures and markets aloe vera-based drinks and bee-derived cosmetics, dietary supplements, and personal care.
Aloe Vera Gel
আসুন আজকে আমরা জেনে নিই ঘৃতকুমারী কি?..............................................................
ঘৃতকুমারী আমাদের কি কাজে লাগে এবং ঘৃতকুমারী ব্যবহারের ফলে আমরা আমাদের স্বাস্থের কি কি উপকার পেতে পারি আমাদের চারপাশে প্রকৃতিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন গাছ-গাছালি লতাপাতা ফলমূলে রয়েছে অনন্য ভেষজগুণ। যা আধুনিক যুগের অনেক রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি ওষুধের চেয়ে কয়েকগুণ বেশি কার্যকর। তেমনিভাবে রয়েছে ঝুলে যাওয়া ত্বক। চোখের তলায় বলিরেখা, নেতিয়ে পড়া বিবর্ণ চুলকে পুরনো লাবণ্য ফিরিয়ে দেয়ার জাদুকরী প্রাকৃতিক শক্তিও লুকিয়ে আছে গাছগাছালি, শিকড়-বাকড়ে। আমাদের আগের প্রজন্মের নারীরা রূপচর্চা করতেন এসব প্রাকৃতিক ভেষজ গুণসম্পন্ন গাছ, লতা পাতা, ফুল-ফল দিয়ে। তেমনি একটি ভেষজ উদ্ভিদ হল Aloe vera বা ঘৃতকুমারী।
এলোভেরা আজ থেকে 6000 বছর আগে মিশরের শহরে এই এলোভেরার উৎপত্তি ।এলোভেরা বা ঘৃতকুমারী আমাদের সবারই সুপরিচিত একটি ভেষজ উপাদান। ভেষজ চিকিৎসা শাস্ত্রে এলোভেরার ব্যবহার পাওয়া যায় সেই খৃীষ্টপূর্ব যুগ থেকেই। alovera তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এলোভেরার অনেক গুণের কথা আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য। মুখ এবং ত্বকের দাগ দূর করতে এলোভেরা বাহ্যিক এবং অভ্যন্তরিন দুইভাবেই কাজ করে। ঘৃতকুমারী ছাঁচ, ব্যাকটেরিয়া, funguses, এবং ভাইরাস হত্যা করতে সক্ষম| যাতে রয়েছে প্রায় প্রাকৃতিক ছয়ের অধিক Antiseptic উপাদান। এ্যালোবেরা এতটাই উপকারী যে, উদ্ভিদ গবেষক এবং বিজ্ঞানীরা এ্যালোবেরার মধ্যে এইডস ও ক্যান্সার মত রোগের সম্ভাব্য প্রতিকার খুঁজছেন। এলাভেরার টনিক বানাতে হলে আপনাকে এলোভেরার কচিপাতা যোগার করতে হবে। এজন্য আপনি স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে পারেন, অথবা বাড়িতেই টবে লাগাতে পারেন এলোভেরার চারা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করলে, প্রাকৃতিক ভাবেই পেতে পারেন দাগহীন ত্বক। ব্রণ এবং সানবার্ণ থেকেও এটি আপনাকে মুক্তি দেবে। প্রাচীন কালেও রানী ক্লিওপেট্রা, সম্রাট আলেকজান্ডার, বাদশাহ সোলায়মান, নেপোলিয়ন এবং ক্রিস্টোফার কলম্বাসের মত বিখ্যাত মানুষেরা অ্যালোভেরা ব্যবহার করতেন এবং মহাত্মা গান্ধী। ঘৃতকুমারী গাছটা দেখতে অনেকটাই কাঁটাওয়ালা ফণীমনসা বা ক্যাকটাসের মতো। অ্যালোভেরা ক্যাক্টাসের মত দেখতে হলেও, ক্যাক্টাস নয়। এটা একটা লিলি পরিবারের উদ্ভিদ যেমন পেঁয়াজ ও রসুন। এটা পেঁয়াজ বা শাপলা-পদ্ম জাতীয় উদ্ভিদ। এর পাতাগুলো বর্শা আকৃতির লম্বা, পুরু ও মাংসল। পৃথিবীতে প্রায় 550 রকমের অ্যালোভেরা জন্মে, তবে মাত্র দু’রকমের অ্যালো বানিজ্যিক ভাবে চাষ করা হয়।ঘৃতকুমারী কোষ্ঠকাঠিন্য ও খুশকির ভালো ওষুধ। গোটা বিশ্ব জুড়ে এই গাছের জুস বা রস ক্যাপসুল বা জেলের আকারে বিক্রি হচ্ছে। এই জেলের ভেতরে আছে বিশটি অ্যামিনো অ্যাসিড যা থেকে বিজ্ঞানীরা বলেন প্রাণের সৃষ্টি। মেছতা দূর করার আরেকটি উপাদান হলো এলোভেরা বা ঘৃতকুমারী পাতার জেল। এই জেলের রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা। ডায়েরিয়া সারাতেও ঘৃতকুমারীর রস দারুণ কাজরে। ঘৃতকুমারীতে রয়ছে ২০ রকমের খনিজ। মানবদেহের জন্য যে ২২টা এমিনো এসিড প্রয়োজন তার ৮ টি এতে বিদ্যমান। এছাড়াও ভিটামিন A, B1, B2, B6, B12, C এবং E রয়েছে। ঘৃতকুমারী পাতার রস, ২-৪ চামচ করে দিনে একবার খেলে যকৃতের ক্রিয়া বৃদ্ধি করে৷ একজিমা ঘৃতকুমারী শাঁস প্রতিদিন নিময়ম করে কয়েক সপ্তাহ লাগালে চুলকানি খেকে আরাম পাওয়া যায়৷কোমরে ব্যথা হলে শাঁস অল্প একটু গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় ৷ মিসরীয় লোককাহিনী থেকে জানা যায়, সৌন্দর্যবর্ধন করে যে প্রকৃতিকন্যা তার লাতিন নাম এলোভেরা ওরফে ঘৃতকুমারী। ঘৃতকুমারী পাতার রস যকৃতের জন্য উপকারী।বাংলায় নাম তরুণী ঔষধি গাছ হিসারে এর অনেক কদর। তবে বাংলার মানুষ একে ঘৃতকুমারী নামেই বেশী চিনে। এর আর একটি নাম আছে তা হলো কুমারী । দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধির কাজ করে। ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহে নতুন কোষ তৈরি করে। এছাড়া হাড় ও মাংশপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে। এক চামচ ইসবগুলের ভুসি ও দুই চামচ অ্যালোভেরার রস পানির সঙ্গে মিশিয়ে খেয়েই দেখুন। বাড়তি মেদ পালানোর পথ পাবে না। দূর হবে বাতের ব্যথাও। অ্যালোভেরার রস মাথার তালুতে ঘষে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল গজাবে। মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বকের দাগ দূর করে ত্বক করে তুলবে আরও উজ্জ্বল।ঘৃতকুমারীর শরবতঃ উপকরণ: ঘৃতকুমারী বা অ্যালোভেরা ১টি, পানি ১ গ্লাস, মধু ১ চা-চামচ। প্রণালি: ঘৃতকুমারীর ভেতর থেকে শাঁস নিয়ে পানি ও মধু দিয়ে মিশিয়ে ব্লেন্ড করুন। তারপর গ্লাসে পরিবেশন। এই শরবত খেলে ত্বক ভালো হবে। পেট পরিষ্কার থাকবে।শীতকালে খুশকি দূর করতে মেহেদিপাতার সঙ্গে ঘৃতকুমারী, অ্যালোভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে।
মানব দেহে প্রায় অনেক ধরনের রোগ হয়ে থাকে। দাঁত থেকে শুরু করে প্রায় প্রতিটি অঙ্গ প্রতঙ্গে আমাদের রোগ হয়ে থাকে। কিন্তু এই রোগগুলো নির্মূল করার জন্য আমরা কি খেয়ে থাকি? এক কথায় মেডিসিন। এই মেডিসিন খাওয়ার পর আমাদের রোগ কি পুরোপুরি ভালো হয়ে যায়? এক কথায় না। তাহলে কি হয় এই মেডিসিন গ্রহন করার ফলে? ওষুধ ব্যবহারের ফলে আমাদের রোগ নির্মূল হয় তবে দীর্ঘস্থায়ীর জন্য নয় ক্ষণস্থায়ীর জন্য। আমরা কি সবাই জানি যে মেডিসিন আমরা গ্রহন করে থাকি তার জনক কে? তার জনক হচ্ছে হিপোক্রেটিস। তিনি বলে গেছেন রোগ প্রতিরোধের চাইতে প্রতিকার করাই উত্তম। তাই প্রতিটি রোগের প্রতিকার মেডিসিনের মধ্যে না খুঁজে প্রাকৃতিক উপাদানের উপর খোঁজা দরকার নয় কি? এই প্রাকৃতিক উপাদানগুলো কি দুষ্পাপ্য? মনে হয় না। কারন আমাদের চারপাশে এসব উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রাকৃতিক উপাদানের মধ্যে একটি হচ্ছে Aloe vera বা ঘৃতকুমারী। ঘৃতকুমারী ব্যবহারের ফলে আমরা কি উপকার পেতে পারি তা আমরা আগে জেনেছি। মানব দেহের প্রত্যেকটি রোগের প্রতিকার এই ঘৃতকুমারীর মধ্যে আছে। তাই আমাদের সবার উচিত Aloe vera বা ঘৃতকুমারী প্রতিদিন ব্যবহার করা।
আজ থেকে হাজার হাজার বছর আগের মানুষদের কথা কতটুকু জানি? তখন তারা কিভাবে সুস্থ সবলভাবে শিকার করতো? তখনকার দিনে কি তাদের রোগ হতো না? তাহলে রোগ হলে কিভাবে রোগগুলো নির্মূল করতো? তারা কি মেডিসিন জাতীয় কোন কিছুই ব্যবহার করতো না? সহজ উত্তর তখনকার দিনের মানুষজন প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করতো। যার ফলে তাদের এই সমস্ত দিকগুলো তারা প্রতিকার করতে পারতো। তখনকার দিনের মানব দেহ আজকের দিনের মানব দেহের চাইতে কিছুটা ভালো অবস্থানে ছিল। কারণ কি? কারন হচ্ছে তখনকার দিনের মানুষ প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করতো। তখনকার দিনে মেডিসিনের ব্যবহার ছিল না। মনে কৌতুহল জাগে তাহলে তারা কিভাবে রোগ হলে মেডিসিন ব্যবহার না করে কি ব্যবহারের ফলে রোগ নিয়ন্ত্রণ করতো। তারা বেঁচে থাকতো প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল হয়ে। প্রাকৃতিক উপাদান বলতে গাছের শিকড়-বাকড়, লতাপাতা ইত্যাদি। এসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করতো বলেই তখনকার দিনের মানুষ অনেক সুস্থ সবল থাকতো যার কারণে বর্তমানে আমাদের মত Diabetes, Hi Blood Pressure, Gastritis, Arthritis, Asthma, Cholesterol, Obesity, Sciatica, Prostatitis, Thyrodism এসব ধরনের রোগ তাদের মানব দেহে বাসা বাঁধতে পারতো না। কিন্তু আজকে আমাদের উন্নত চিকিৎসা সেবার ফলে আমাদের এই ধরনের রোগে ভুগতে হয়। তখনকার দিনে উন্নত চিকিৎসা ছিলো না বলে তারা এই ধরনের রোগে ভুগতো না। তাই বলে কি আমাদের চিকিৎসার কোন দরকার নাই? অবশ্যই আছে। এই মেডিসিনের পাশাপাশি আমরা যদি প্রাকৃতিক উপাদানের উপর কিছুটা নির্ভর করি তাহলে ক্ষতি কি। উন্নত চিকিৎসার ফলে আজকে আমরা মেডিসিন গ্রহন করছি। যদি আজকে উন্নত চিকিৎসা সেবা না থাকতো হয়তো আমরাও তাদের মত করে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর হতাম। কিন্তু সভ্যতার বির্বতনের ফলে আমরা প্রাকৃতিক উপাদানের উপকারিতার কথা হয়তো ভুলেই গেছি। প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল ছিল বলে তখনকার দিনের মানুষের গড় আয়ু ও ছিল বেশি। আর যেখানে আজকে আমাদের গড় আয়ু ৫০-৬০। তাহলে কি কারণে আমাদের গড় আয়ু স্বল্প। খুব সহজ উত্তর ভেজাল খাবার খাওয়া রোগ হলে মেডিসিন খাওয়া ইত্যাদি। জরিপে বলা হয় এখন পর্যন্ত ১০% মানুষ সুস্থ, ৬৫% মানুষ মোটামুটি সুস্থ আর ২৫% মানুষ পুরোপুরি অসুস্থ। হিপোক্রেটিস বলেছেন সুষম খাদ্যের মধ্যেই সব রোগের প্রতিকার আছে। বর্তমান বিশ্বের বেশির ভাগ বিশেষজ্ঞ ডাক্তারই হিপোক্রেটিসের ধারণাকে বিশ্বাস করেন। একটা কথা বলুন তো আচ্ছা আমরা যে কাপড় চোপড় সাবান দিয়ে পরিষ্কার করি কেন করি? নিশ্চয়ই ময়লা হলে পরিষ্কার করি যাতে একটি পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিতে পারি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কাপড় চোপড়ের মতই আমদের মানব দেহের ভিতরে কতটুকু ময়লা জমে থাকে। এসব ময়লা পরিষ্কার করার কথা কি আমরা চিন্তা করি। বেশিরভাগ উত্তর পাবেন না। কারণ আমাদের যখন রোগ হয় তখনই আমরা বুঝতে পারি আমাদের মানব দেহটা অসুস্থ। যদি আগে থেকে আমরা মানব দেহের পরিচর্যা নিতাম তাহলে এসব রোগ আমাদের দেহে বাসা বাঁধতে পারতো না। তাই এসব থেকে প্রতিকারের জন্য আমাদের অবশ্যই প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত। প্রাকৃতিক উপাদানের মধ্যে Aloe vera বা ঘৃতকুমারী আমাদের সকলের ব্যবহার করা দরকার। আমাদের সু-স্বাস্থ্য ও ভালো থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই প্রকৃতিতে আছে, যেমন- খাদ্য, পানি, ঔষধ। বিজ্ঞান ও আধুনিক রাসায়নিক ঔষুধের কল্যানে আস্তে আস্তে আমরা প্রকৃতি হতে দূরে সরে যাচ্ছি। প্রকৃতির মাঝে যে, আমাদের স্বাস্থ্য ও সৌন্দর্যের সকল উপাদান আছে আমরা তা ভুলতে বসেছি।
১৯৭০ সালের শেষের দিকে একটি কোম্পানি প্রকৃতি থেকে এমন একটি শক্তিশালী উপাদান আবিষ্কার করলো যা মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্য্য অমূলক পরিবর্তন করলো। হাজার বছর আগে থেকেই সুস্থ থাকার জন্য একটি উদ্ভিদ সব সময় ব্যবহার করতো। যা আধুনিক যুগে এসে আমরা জানলাম এর ব্যপক উপকারিতা। আর সেই উদ্ভিদটির নাম হলো এ্যালোভেরা। এই এ্যালোভেরা থেকেই আমেরিকার একটা কোম্পানি বিশ্বের সকল মানুষের জন্য তৈরি করল স্বাস্থ্য ও সৌন্দর্যের সব ধরনের পণ্য। আর সেই কোম্পানির নাম হলো ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল।
আজকের দিনে এ্যালোভেরা দিচ্ছে কোটি কোটি মানুষের সু-স্বাস্থ্য ও সুখী জীবন যাপনের সকল কিছু। বর্তমানে সারা বিশ্বে ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এ্যালোভেরা ভিত্তিক পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরন ও বিতরনকারী প্রতিষ্ঠান। আমাদের আছে পিউর এ্যালোভেরা ড্রিংকস, স্কিন ক্লিনজার এবং ময়েশ্চেরাইজার সহ সম্পূর্ণ প্রাকৃতিক কসমেটিকস কালেকশন। এছাড়াও আপনার সম্পূর্ণ শারিরিক যত্নের জন্য আছে অসাধারন পণ্য, আছে আপনার শারিরিক পরিপূর্ণ পুষ্ঠির জন্য অনেক ফুড সাপ্লিমেন্ট পুষ্ঠির পণ্য, আছে পিউর মধু ও মধু দ্বারা তৈরি পণ্যসামগ্রী। যা আপনাকে প্রাকৃতিকভাবে সুস্থ ও সুন্দর রাখবে সারা জীবন। অন্য সব কোম্পানী যেখানে পণ্য তৈরিতে এক থেকে দুইটি ধাপে কাজ করে সেখানে ফরএভার তার সকল পণ্য উৎপাদন কাঁচামাল হতে পণ্য প্রতিটি ধাপে তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যে ছাড়াই সঠিক মান বজায় রাখার জন্য নিজেরাই করে থাকে। যার মধ্যে আছে নিজস্বভাবে এ্যালোভেরার চাষ, হার্বেষ্টিং, মান নিয়ন্ত্রণ, ল্যাবরেটরীতে পরীক্ষা, সংরক্ষণ, উৎপাদন, বোতলজাতকরণ ও পেকেজিং পরিবহন এবং বিশ্বের ১৫৯টির ও বেশি দেশে প্রায় ৪ কোটি পরিবেশকের কাছে একই মানসম্পন্ন পণ্য পৌছানো।
"oder korte call korun "=01961153657
or page text o korte paren thank you😊😍
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Website
Address
Khulna
155 Sir Iqbal; Road
Khulna, 9201
We are famous fashon house in KHULNA BANGLADESH we produs and sell all kind gift and kit wear we mainten high qulatty produce we r provid many itame exjampal oman itame man itame b...
NIRALA REASEDINTIAL AREA
Khulna, 9100
This is a Fashion House. In this House, You get everything for Fashion in your Daily Life. From a low range of price, You can get everything for you and Your Family.
4/2East Link Road Tutpara, Darogapara
Khulna, 9100
You can buy all Chinese product from here..
Nirala
Khulna, 9100
It is an online based Clothing Store…Your choice is our capital, your satisfaction is our profit…