TukiTaki Shop

This is a corporate group about ladies fashion,skin care & all item.Find your favorite item here & pick it up......

11/12/2023

আসসালামু আলাইকুম TukiTaki shop থেকে নিয়ে এলাম আকর্ষণীয় শীতের পোশাক। আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপু এবং ভাইয়াদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় হুডি, জ্যাকেট এবং সোয়েটার।

👉 ছবিতে পেয়ে যাবেন পোশাকের বিস্তারিত এবং মুল্য ।
👉শুধু তাই নয় খুলনা শহরের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং প্রোডাক্ট দেখে পছন্দ না হলে instant রিটার্ন অপশন তো থাকছেই।
👉 খুলনার বাইরে ডেলিভারি চার্জ মাত্র ১৩০ টাকা।
👉 ফোন ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য রংয়ের সামান্য তারতম্য হয়েছে।
👉ছবি বা ভিডিও কলে দেখতে চাইলে ইনবক্স করুন।
👉 অর্ডার কনফার্ম করতে ভিডিওর থেকে প্রোডাক্টের স্ক্রিনশট দিন ইনবক্সে ।
ধন্যবাদ।

Photos from TukiTaki Shop's post 21/03/2023

।।।কেমিক্যাল মুক্ত, অর্গানিক মেহেদী।।।
!!!ঈদ অফার!!!
সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি!!! ফ্রী!!! ফ্রী!!!

🌿🌿৷৷ ২৫-২৮ গ্রাম ১০০/-টাকা 🌿🌿

🌿খুলনার ভিতরে - দুইটি অর্গানিক মেহেদী নিলে ডেলিভারি চার্জ ফ্রি। ( দুইটির কম নিলে ডেলিভারি চার্জ প্রদান করতে হবে )
খুলনার বাহিরে চারটি অর্গানিক মেহেদী নিলে ডেলিভারি চার্জ ফ্রি।( চারটি কম নিলে ডেলিভারি চার্জ প্রদান করতে হবে)
খুলনার ভিতরে ডেলিভারি চার্জ -৩০/-
খুলনার বাহিরে ডেলিভারি চার্জ -১০০/-

🌿অর্গানিক মেহেন্দি 🌿ব্যবহার এবং সংরক্ষণের পদ্ধতি।
🍁মেহেদী লাগানোর পর পানি বা সাবান না ব্যবহার করলেই ভালো ফল পাবেন
🍁পানি ব্যাবহারের ক্ষেত্রে সরিষার তেল মেখে নিতে পারেন একান্ত দরকারে
🍁 ক্লোভ স্টীম ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাবেন
🔴সংরক্ষন-
🌿অর্গানিক কোণ: ডেলিভারি পাওয়ার পর যত দ্রুত সম্ভব কোণ ডিপ ফ্রিজে রাখতে হবে।
ফ্রিজের নরমালে বা বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে এবং রং হবেনা।
🔴মেহেদি হাতে কমপক্ষে 6 ঘণ্টা রাখতে হবে প্রপার রং আসার জন্য। সারারাত রাখতে পারলে খুবই ভালো রেজাল্ট পাবেন।
মেহেদি লাগানোর পরে 24 ঘন্টা হাতে পানি অথবা সাবান লাগানো যাবেনা।

✅ ডিপ ফ্রিজে ১০ মাস সংরক্ষন করতে পারবেন।

🌹 খুলনার ভিতর ক্যাশ অন হোম ডেলিভার বাহিরে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আর প্রোডাক্ট কালেক্ট করার সময় বাকি পেমেন্ট করতে হবে।


🔴 সম্পূর্ণ কেমিক্যালমুক্ত এবং হালাল হেনা কোণ।
❌ মার্কেটের সাধারণ মেহেদির মত চামড়া উঠে না, রং ধীরে ধীরে হালকা হয়ে যায়।

প্রপার আফটার কেয়ার করলে মেহেদী থাকবে ৫ থেকে ১৫দিন।

# # এটা ২০ঘন্টা পর মেহেদীর রঙ এর ছবি # #

Photos from TukiTaki Shop's post 11/03/2023

Frozen Detox 2 In 1 Slimming Capsule

Made in Thailand🤩🤩🤩🤩

দ্রুত ওজন কমায় অন্যান্য স্লিমিং ক্যাপ্সুল থেকে। এটি অনেক বেশি কার্যকারী ক্যাপ্সুল।

🍁এটি আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে।
এটিতে আছে প্রাকৃতিক উপাদান...

🍁ছেলে মেয়ে উভয়েই খেতে পারে
♦️ No diet needed
♦️ No exercise needed
♦️Size: 1 Box = 60 Capsules

♦️ অতিরিক্ত ওজনের কারনে হচ্ছে Stroke; বিভিন্ন রোগ।
সঠিক সময়ে ওজন কমিয়ে নিজেকে রাখুন রোগমুক্ত এবং ফিট।
♦️Frozen Detox Fast Slim Capsules
এতে আছে ১০০% প্রাকৃতিক উপাদান
কোন Side Effect ছাড়া:

♦️ Fat Burn করবে
♦️ খাবারকে দ্রত হজম করাবে
♦️Diet, Exercises ছাড়া ওজন কমাবে
♦️ পুরো শরীরের চর্বি কমিয়ে আকর্ষণীয়, সুন্দর ফিগার গড়ে তুলবে
♦️ খুব দ্রুত ওজন কমাবে
♦️নতুন চর্বি গঠন দমন করবে
♦️রক্তের লিপিড কমাবে
♦️রক্ত সঞ্চালন উদ্দীপিত করবে
♦️পুরো শরীর এর চর্বি কমাবে।

♦️খাওয়ার নিয়ম:
১ টা করে ক্যাপসুল সকালে নাস্তা খাবার পরে।
১ টা করে ক্যাপসুল রাতে খাবারের পরে।

02/05/2022

🥰May this Eid bring unlimited joys and open doors of opportunities for the good of you and your family🥰. May this holy day bring you love and peace and your family be blessed by the grace of Allah. 🌙Eid Mubarak.🌙

Photos from TukiTaki Shop's post 02/04/2022

আল্লাহর ক্ষমার মুহূর্তগুলো আমাদের জীবনে বারবার ঘুরেফিরে আসে। রমজানের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। মুমিনের জন্য এটি কল্যাণ ও বরকতের বসন্তকাল। তাই একজন মুমিন রমজানের পুরো সময় কাজে লাগাতে পারে। রমজান মাসের গুরুত্ব আমলগুলো নিন্মে উল্লেখ করা হলো।

এক. তাহাজ্জুদ ও দোয়া : সাহরির আগে যথেষ্ট সময় নিয়ে ঘুম থেকে জাগ্রত হলে বিভিন্ন ইবাদত করা যায়। এ সময় তাহাজ্জুদ ও দোয়ার আমল করা সহজ। আল্লাহ তাআলা মুমিনের গুণাবলি উল্লেখ করে বলেন, ‘তাঁরা শয্যা ত্যাগ করে তাদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে এবং আমি তাদের যা দিই তা থেকে তারা ব্যয় করে।’ (সুরা সিজদাহ, আয়াত : ১৬)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘রমজান মাসের পর সর্বোত্তম মাস মহররম এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ তাহাজ্জুদ।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ১১৬৩)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাতে নামাজ আদায় করবে, তাঁর আগের সব গুনাহ মাফ করা হবে। (সহিহ বুখারি, হাদিস নং : ৩৭)

দুই. সাহরি গ্রহণে বরকত : সাহরি খাওয়া সুন্নত। রাসুল (সা.) রোজাদারকে সাহরি খেতে বলেছেন। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা সাহরি খাও। কেননা, সাহরিতে বরকত আছে। (সহিহ মুসলিম : ১০৯৫)

সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করা যাবে না যে সুবহে সাদেক হওয়ার আশঙ্কা হয়।

তিন. জামাতে নামাজ আদায়ে বহু গুণ সওয়াব : আজানের আগে থেকে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে হয়। বাসায় অজু করে মসজিদে যাবে। মসজিদে প্রথমে ‘তাহিয়্যাতুল মসজিদ’ দুই রাকাত নামাজ পড়া সুন্নত। মুয়াজ্জিন আজান দেওয়ার আগ পর্যন্ত দোয়া, কোরআন তিলাওয়াত বা জিকির করার সুযোগ থাকে। আজানের সময় আজানের জবাব দেওয়া সুন্নত। মুয়াজ্জিনের বাক্যগুলোর পুনরাবৃত্তি করাই আজানের জবাব। আজান শেষ হলে আজানের দোয়া পড়া সুন্নত। এরপর ফরজ নামাজের সুন্নত আদায় করবে। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায়ে সাত শ গুণ বেশি সওয়াব। (বুখারি, হাদিস নং : ৬৪৫)

এরপর জামাতের আগ পর্যন্ত জিকির, দুআ ও কোরআন তিলাওয়াতে মনোনিবেশ করবেন। রাসুল (সা.) বলেন, ‘নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তি নামাজে আছেন তথা নামাজে থাকার সওয়াব পাবেন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৬৪)

চার. ইশরাকের নামাজ আদায় : রমজানে সূর্যোদয়ের অনেক আগেই ফজরের জামাত হয়। তাই জামাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত দীর্ঘ সময় থাকে। এ সময় না ঘুমিয়ে কোরআন তিলাওয়াত করা যায়। তা ছাড়া দিনের শুরুর ভাগে নিরিবিলি পরিবেশে মন প্রশান্ত থাকে। সূর্যোদয়ের কিছুক্ষণ পর ইশরাকের নামাজ পড়া সুন্নত। রাসুল (সা.) দিনের শুরুর অংশের জন্য দোয়া করেছেন। আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহ, আপনি আমার উম্মতকে দিনের শুরুতে বরকত দান করুন।’ (মুসনাদে আহমদ, হাদিস নং : ১৩২০)

পাঁচ. ইফতার করালে রোজার সওয়াব : রোজাদারের ইফতারের ব্যবস্থা করা অনেক বড় পুণ্যের কাজ। রমজান মাসের কারণে এর সওয়াব অনেক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা জান্নাতিদের গুণাবলি বর্ণনা করেন, ‘খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও তাঁরা অভাবী, এতিম ও বন্দিকে আহার করায়।’ (সুরা দাহর, আয়াত : ৮)

জায়েদ বিন খালেদ আল জুহানি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেও অনুরূপ সওয়াব পাবে। রোজাদারের সওয়াব থেকে কোনো অংশ কমানো হবে না।’ (তিরমিজি, হাদিস নং : ৮০৭)

ছয়. দানের বহু গুণ প্রতিদান : দান করা সব সময় পুণ্যের কাজ। আর রমজানে দানের সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। রাসুল (সা.) সর্বদা বেশি দান করতেন। আর রমজানে দানের পরিমাণ আরো বেড়ে যেত। ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমজান মাসে তা আরো বেড়ে যেত। এ সময় জিবরাইল (আ.) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন।

রমজানের প্রতি রাতে জিবরাইল (আ.) মহানবী (সা.)-এর সঙ্গে কোরআন পাঠ করতেন। এ সময় রাসুল (সা.) প্রবহমান বাতাসের চেয়েও বেশি দান করতেন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৬, মুসলিম, হাদিস নং : ২৩০৮)

সাত. কোরআনের সুপারিশ : রমজান মাস কোরআন তিলাওয়াতের সময়। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘রোজা ও কোরআন মানুষের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, ‘হে আমার রব, আমি তাকে খাবার ও প্রবৃত্তি পূরণে বাধা দিয়েছি। তাঁর ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাঁকে রাতের বেলা ঘুমাতে বাধা দিয়েছি। অতএব তাঁর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে।’ (মুসনাদে আহমদ, হাদিস নং : ৬৫৮৯)

আট. ওমরা আদায়ে হজের সওয়াব : রমজান মাসে ওমরাহ আদায়ে অনেক সওয়াব। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এক আনসারি নারীকে বলেন, আমার সঙ্গে তুমি হজ পালন করছ না কেন? ওই নারী বলেন, আমাদের উটে করে আমার স্বামী ও ছেলে চলে গেছে। আরেক উটে আমরা যাব। রাসুল (সা.) বলেন, রমজান মাসে তুমি ওমরাহ পালন করবে। কারণ রমজানে ওমরাহ পালন হজের সমতুল্য।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৬৯০, সহিহ মুসলিম, হাদিস নং : ১২৫৬)

নয়. পাপ ও পরনিন্দা পরিহার : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি (রোজা অবস্থায়) মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিহার করবে না, তার পানাহার পরিহার করা আল্লাহর প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৮০৪)

Want your business to be the top-listed Clothing Store in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আসসালামু আলাইকুম TukiTaki shop থেকে নিয়ে এলাম আকর্ষণীয় শীতের পোশাক। আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপু এবং ভাইয়াদের জন্য প্...

Telephone

Website

Address

Khulna
Khulna
9100

Other Clothing (Brands) in Khulna (show all)
Shahadat online fation house Shahadat online fation house
Chakshry
Khulna, 7979

এখানে নিজ কারিগারি দারা সব ধরনের বোরক?

Janan Fashion Janan Fashion
Khulna

business

Sultana Fashion Sultana Fashion
Khulna, 9240

Sultana Fashion Best Quality Product & Best Service

Jannat Fashion Jannat Fashion
Khulna, 9100

All kinds of clothing items are available

Jannat BD Jannat BD
155 Sir Iqbal; Road
Khulna, 9201

We are famous fashon house in KHULNA BANGLADESH we produs and sell all kind gift and kit wear we mainten high qulatty produce we r provid many itame exjampal oman itame man itame b...

Fashion & Fancy Fashion & Fancy
Sonadanga, Khulna
Khulna, 9000

choose your Dream ��� wear your Dream��

Yifu Mart Yifu Mart
4/2East Link Road Tutpara, Darogapara
Khulna, 9100

You can buy all Chinese product from here..

Elegance Mart Elegance Mart
Nirala
Khulna, 9100

It is an online based Clothing Store…Your choice is our capital, your satisfaction is our profit…

Rishat's Fashion bd Rishat's Fashion bd
Khulna

Hey everyone,, This is Rishat's fashion bd...that is an online store where we offer great service to you and our collections are defined for your satisfaction..

Be Glam By -Tasnim Beauty Corner Be Glam By -Tasnim Beauty Corner
Islam Nagar
Khulna, 9208

চলো কিনি! is an online shop😊and we provide stylish outfits & cosmetics🌸 100% authentic products🥀

Tamim Fashion House Tamim Fashion House
Amadi
Khulna, 9100

Tamim Fashion House is one of the best and trusted online shopping platform where you can get everyt

Kaniz Fashion House Kaniz Fashion House
Khulna

"Fashion House' is a Khulna based online clothing shop. We deliver all across Bangladesh!! Thank you for visiting our page!