দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন
মানবতার কল্যাণে নিয়োজিত
🔴 সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বিশেষ অনুরোধ
প্রিয় ভাই ও বোন- পোস্টটি শেয়ার করে সকল ধর্ম বিরোধীদের কে জানিয়ে দিন....
দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর আহবান।
দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন
ফলো দিয়ে
শেয়ার করে পাশে থাকুন
তেলাওয়াত করছেন কারী আরাফাত ফয়সাল
ছুম্মা আলহামদুলিল্লাহ....
বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের পাশে উপহার নিয়ে আজ আমাদের প্রিয় সংগঠন ❝দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের❞ দ্বিতীয় কার্যক্রম খুলনার পাইকগাছায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপহার পৌঁছে দিতে যে যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে মোবারকবাদ জানাই।
বিঃদ্রঃ খুলনার পাইকগাছা অঞ্চলে এখনো টেকসই বেড়িবাঁধ, গৃহ নির্মাণ ও ব্যপক আর্থিক অনুদানের প্রয়োজন রয়েছে। Highlights
শেয়ার প্লিজ
আলহামদুলিল্লাহ দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আর মাত্র একদিন বাকি,
ইনশাআল্লাহ দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন সহ সকল বাস্তবায়ন কমিটির সদস্য অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য একটি সুন্দর জমকালো অনুষ্ঠান উপহার দেয়ার ফিকির করে যাচ্ছে।
ইনশাআল্লাহ আগামীকাল আমরা দলমত নির্বেশেষে সকলেই টিকিট সংগ্রহ করে অংশগ্রহণ করবো♥️
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্য
আজ ১৯/৫/২৪ তারিখ দুপুর ২টা- দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ- সহ সভাপতি হিসেবে দুজন নতুন রাহবার নিযুক্ত হলেন।
▫️হাফেজ মাওলানা বরকতউল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক- আল বারাকাহ হিফজুল কুরআন একাডেমী খুলনা।
▫️হাফেজ মাওলানা মুফতী আহসানুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক- মারকাজুল ইসলাম তাহফিজুল কুরআন মাদ্রাসা খুলনা।
তাদেরকে দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর পক্ষথেকে অভিনন্দন জানাই। উম্মাহর ফিকিরে আমাদের পথচলা পবিত্র হোক।
দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত পরামর্শদাতা চলার পথে আমাদের অনুপ্রেরণার বাতিঘর দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দ্বীন আল্লামা মুনাওয়ার হুসাইন আল মাদানী রহঃ এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। হুজুর রহঃ কে- আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন-আমীন।
আজ রাতে হুজুরকে শেষবারের মতো দেখতে খুলনার বাসভবনে উপস্থিত সম্মিলিত ওলামায়ে কেরাম খুলনার উপদেষ্টা মুহতারম মাওলানা মুফতী আঃ রাজ্জাক মিয়া দাঃবাঃ দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মুহতারম মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ দাঃবাঃ দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এস এ এম নুরুল্লাহ খান, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা জাহাঙ্গীর হুসাইন জিহাদি সহ বিভিন্ন স্থান থেকে আগত ওলামা মাশায়েখ এবং হুজুরের ভক্ত আহবাবগন।
হুজুরের নামাজে জানাজার সময়ঃ-
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মোড়েলগঞ্জের কৃতি সন্তান এশিয়া উপ মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোনাওয়ার হোসেন আল মাদানী হুজুরের নামাজে জানাজা ১৬/০২/২৪ সকাল ০৯.০০ টায় খুলনা আলিয়ায়,
সকাল ১১.৩০ মোরেলগঞ্জ আজিজিয়া হাই স্কুল মাঠে এবং বিকাল ০৩.০০ টায় সন্ন্যসী এসপি রশিদিয়া হাই স্কুল মাঠে,
বিকাল ০৫.০০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন.....
দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত- ক্বিরাত, হামাদ, নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩
🎙️০৮/১১/২০২৩ বুধবার-বাদ মাগরিব।
🔹উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।
🔸বিঃদ্রঃ ৭/১১/২৩ মঙ্গলবার দুপুর ২টায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্বিরাত, হামদ,নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
◽প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের
স্থানঃ হাজী আঃ মালেক আছিয়া দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসা ময়দান।
এখানের সকলেই আল্লাহ তায়ালার সৃষ্টি দুনিয়া দেখতে পারে না,
কিন্তু আল্লাহ তায়ালার কথা পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করতে তারা দ্বীনে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি তারা বিনোদন মূলক শরির চর্চা এবং আনন্দ করছেন।
ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের প্রিয় সংগঠন দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন ও এমন প্রতিষ্ঠান খোলার স্বপ্নে দেখে আসছেন আল্লাহ তায়ালা বাস্তবায়ন করার তৌফিক দান করুন।
আমিন ছুম্মা আমিন।
#মুঈন
দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত
ক্বিরাত ও হামদ না'ত প্রতিযোগিতা ২০২৩
🔸১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী বন্ধুদের জন্য চমতকার আয়োজন।
👉প্রতিযোগিতা- ৭/১১/২০২৩ সময় দুপুর ২টা
👉পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা
৮/১১/২০২৩ সময় - বাদ মাগরিব
▫️স্থানঃ হাজি আঃ মালেক আছিয়া দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসা-মোক্তার হোসেন সড়ক খুলনা।
বিঃদ্রঃ বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার
📝এভাবেও শেখা যায়-৯ম কুইজ
উত্তর দিন আর জিতে নিন মোবাইল রিচার্জ।
✌️সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারি মাধ্যমে
🕰️প্রতিদিন দুপুর ২টায় বিজয়ী ঘোষনা করা হবে
নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করবেন
পেইজটি ফলো করে পাশে থাকুন✌️✌
আলহামদুলিল্লাহ
গতকালকের (প্রতিদিন কুইজে) যারা সঠিক উত্তর দিয়েছেন। সকলকে দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
প্রতিদিন প্রশ্ন পেতে চোখ রাখুন দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন পেইজে।
বিজয়ীকে তার পুরস্কার যথাসময়ে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ (লেট পোস্ট)
৩য় (প্রতিদিন কুইজে) যারা সঠিক উত্তর দিয়েছেন। সকলকে দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
প্রতিদিন প্রশ্ন পেতে চোখ রাখুন দাওয়াতুল উম্মাহ ফাউন্ডেশন পেইজে।
বিজয়ীকে তার পুরস্কার যথাসময়ে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
Khulna
"Master Help Fund" for the Poor People দরিদ্র মানুষের জন্য মাষ্টার সাহায্য তহবিল।
24 Clay Road
Khulna, 9100
Past President, Rotary Club of Metropolitan Khulna
Khulna City
Khulna
"Rapid Response" is a non-profit organization. Where any incident happens RAPID RESPONSE maybe can he
9, Farazi Para Road
Khulna, 9100
"তৃপ্তির আহার -Triptir Ahar" A daily basis community kitchen & food distributing project funded by Food Banking Khulna Kalyan Sangstha. Hotline: 01999-260150
Kandapara
Khulna
Action On Poor Right And Development is a voluntary organization. It is working for development and poverty alleviation of Bangladesh.
Mujgunni R/A Road#05 #House #00, Boyra, Khalishpur
Khulna, G.P.O-9000
A non-profit organisation which is based in Khulna.This Organisation works for the people who is in trouble and creates awareness
Taligati Kuet Khulna
Khulna, 9203
Khulna Human Welfare Foundation is a non-profitable social organization for humanity established in 2021 with objective to empower the underprivileged people.
Khulna, 9100
Project WE are a media through which many backward women can develop themselves successfully. Project WE fight for their rights. Women can be trained in technical, self-empowerment...
Khulna, 7221
carews High School's 2017 SSC batch conducted this organization and started the journey in 2021. This organization will conduct all kinds of social activities.